ঢাকা-২০ / বেনজির আহমেদকে ইসিতে তলব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-২০ আসনে স্বতন্ত্র প্রার্থী বেনজির আহমেদকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল ৩১ ডিসেম্বর (রোববার) সকাল ১১টায় ঢাকার নবাবগঞ্জ অনুসন্ধান কমিটির কার্যালয়ে সিনিয়র সহকারী জজ আদালতে প্রার্থীর মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানে নির্দেশনা দেওয়া হয়।  এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটি সদস্য হরিদাস কুমার ২০০৮ লঙ্ঘন সংক্রান্তে লিখিত ব্যাখ্যা চেয়ে প্রার্থীকে তলবের চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘২৩ ডিসেম্বর তারিখে আমার কর্মী যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম গ্রামের নাজমুল হাসান মুক্তারকে (সাবেক ইউপি সদস্য) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেনজির আহমেদের ভাগনে মাহফুজ শাহীন জোরপূর্বক নাজমুল হাসান মুক্তারের বাড়িতে গিয়ে মাহফুজ শাহীন হত্যার হুমকি প্রদান করে এবং তার স্ত্রীকে হুমকি ও গালিগালাজ করে। এতে যাদবপুর ইউনিয়নসহ আমার নির্বাচনী এলাকা সংসদীয় আসন-১৯৩ (ঢাকা-২০) ধামরাই আসনের আমার সকল কর্মী সমর্থক ও সাধারণ মানুষ নির্বাচনবিমুখ হয়ে পড়েছে।’  চিঠিতে আরও বলা হয়, ‘এ কর্মকাণ্ড নির্বাচন আরচণবিধির লঙ্ঘন মর্মে অনলাইন দৈনিক কালবেলাসহ বিভিন্ন কাগজে প্রকাশ হয়েছে। উল্লিখিত বিষয় বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রজ্ঞাপনে জারিকৃত নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১ বিধির গ ও ঙ উপবিধি ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর ৭৭ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন মর্ম প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায়, উপর্যুক্ত কারণাধীনে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ করা হবে না তৎমর্মে আগামী ৩১/১২/২০২৩ তারিখ (রবিবার) বেলা ১১:০০ ঘটিকায় অত্র কমিটির কার্যালয়, সিনিয়র সহকারী জজ আদালত, নবাবগঞ্জ, ঢাকা এ ব্যক্তিগতভাবে অথবা আপনার মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’  
৩০ ডিসেম্বর, ২০২৩
X