ব্যক্তির দায় বাহিনী নেবে না, বেনজির ইস্যুতে আইজিপি
কোনো ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।  মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে পুলিশের সাবেক আইজিপি বেনজীর ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় বাহিনী হিসেবে নেবে না। যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে। শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা বাহিনী প্রতিনিয়ত স্থবির থাকতে পারে না। প্রতিনিয়ত অপরাধের বহুমাত্রিকতার কারণে অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী তার গৌরবের সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বাহিনী কুকি চিন প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, পার্বত্য চট্টগ্রামে আর্মিসহ সকলে মিলে অপারেশনে নিয়োজিত আছি। আমার জানা মতে, সেখানে এখন কোনো ভীতিকর পরিস্থিতি নাই। শান্ত আছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।  এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশপ্রধান। এরপর বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন তিনি। রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঁইয়া, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
০২ জুলাই, ২০২৪

বেনজীরের চার ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ
রাজধানীর গুলশানে সাবেক পুলিশ মহারিদর্শক বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে ক্রয়কৃত ৪টি ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন আদালত।  রোববার (৩০ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে ওই ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলেও চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।  জানা গেছে, দুদকের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ পরিচালক (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ, মালামালের ইনভেন্টরি, স্পেসের পরিমাপপূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে সদয় আদেশ/নির্দেশনা চেয়ে আবেদন করেন। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবেন ৪টি ফ্ল্যাটের দেখভালে নিয়োজিত থাকা দুদক কর্মকর্তা।  দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাবেক পুলিশ মহারিদর্শক বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে ক্রয়কৃত গুলশান-১ এ অবস্থিত রাংকন আইকোন টাওয়ারের ৪টি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের পরিচালক (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) কে রিসিভার হিসেবে নিয়োগ প্রদান করা হয়।  এ আদেশ পাওয়ার পর পরিচালক (সম্পদ ব্যবস্থাপনা) একটি টিমসহ গত ১৩ জুন সংশ্লিষ্ট বিল্ডিং এর ফ্ল্যাটসমূহ পরিদর্শনে যান। এ ভবনের নিচতলায় রিসেপশনিস্ট মেহরাব হোসেন অপির সঙ্গে আলাপ করে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি এ ফ্ল্যাটসমূহে বসবাস করেন না। ভবনের ম্যানেজার জসিমকে ভবনে পাওয়া যায়নি। পরে ফোন করেও তাকে পাওয়া যায়নি।  পরিদর্শনকালে আরও জানা যায়, সংশ্লিষ্ট ভবনের ১৩ ও ১৪ তলায় ডুপ্লেক্স আকারে ৯ হাজার বর্গফুটের অধিক স্পেস নিয়ে ৪টি ফ্ল্যাট রয়েছে। ওই ফ্ল্যাটসমূহের চাবি অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির নিকট রয়েছে। তবে বর্তমানে তিনি এ ভবনে বসবাস করেন না এবং কোথায় গেছেন তা কেউ বলতে পারেন না বলে রিসেপশনিস্ট জামান। সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহ রক্ষণাবেক্ষণ কাজে যেসব সার্ভিস চার্জ, ইলেকট্রিসিটি বিল, পানি ও গ্যাস বিলসহ অন্যান্য কিছু বিষয়ে আর্থিক খরচের বিষয়াদি রয়েছে। সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহ ভাড়া প্রদান করতে হলে ওই ফ্ল্যাটসমূহ খুলতে হবে এবং এর বাণিজ্যিক/আবাসিক ভাড়ার হার নিরূপণ করার জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে জায়গা পরিমাপ করা প্রয়োজন। এ ছাড়া ওই ফ্ল্যাট/ফ্ল্যাটসমূহের অভ্যন্তরে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের একটি তালিকা। ইনভেন্ট্রি করার জন্য একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া প্রয়োজন।
৩০ জুন, ২০২৪

দুদকের তলবে পাত্তা দিচ্ছেন না বেনজীর
দুদকের তলবে পাত্তা দিচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। রোববার (২৩ জুন) সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার কথা থাকলেও তিনি দুপুর ১ টা অবধি হাজির হননি। বেনজীর আহমেদ দেশের বাইরে থাকায় হাজির হবেন না বলে জানা গেছে। এর আগে গত ২৮ মে বেনজীর আহমেদ ও তার স্ত্রী সন্তানদের দুদকে তলব করে চিঠি দেওয়া হয়। সেদিন বেনজির আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী সন্তানদের ৯ জুন দুদকে তলব করা হয়। তবে ৫ জুন আবেদনের প্রেক্ষিতে বেনজীর আহমেদকে দ্বিতীয় দফার ২৩ জুন এবং তার স্ত্রী সন্তানদের ২৪ জুন তলব করা হয়। জানতে চাইলে দুদকের একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, দুদকের আইনে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ নাই। আজ যদি বেনজির আহমেদ হাজির না হন তাহলে তদন্ত কর্মকর্তা তাকে তার সম্পদ বিবরণী দাখিল করার জন্য চিঠি দেবেন। চিঠি দেয়ার ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। তবে এক্ষেত্রেও তিনি আবেদন করে ১৫ দিন সময় বাড়াতে পারবেন। এরপরও সম্পদ বিবরণী দাখিল না করলে তার বিরুদ্ধে একটি ‘নন সাবমিশন’ মামলা দায়ের হবে। তিনি আরও বলেন, তদন্তে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের প্রমাণ পেলে আর একটি মামলা হবে।
২৩ জুন, ২০২৪

‘বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থায় সরকার সম্মত, আজিজের বিচার সেনাবাহিনী করবে’
সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে, তাতে সরকারের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পাশাপাশি তিনি বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য থাকলে, তার বিচার সেনাবাহিনী করবে। রোববার (২৬ মে) সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক Krishnamurthy Venkara Subramanian এর সঙ্গে বৈঠক শেষের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা সে অনুযায়ী ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ঋণখেলাপিদের ধরতে চাই। এ সময় সাংবাদিকরা বলেন, ঋণখেলাপিরা অনেক শক্তিশালী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কি না? জবাবে মন্ত্রী বলেন, দেখা যাক পারা যায় কি না। এরপর মন্ত্রী বলেন, আপনারা দেখছেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার কি ক্ষমতা কম ছিল?  এ সময় আগামী অর্থবছরের বাজেট বিষয়ে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী।  তিনি বলেন, আগামী অর্থবছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো ও রাজস্ব আহরণ বাড়ানো প্রধান চ্যালেঞ্জ। আমাদের অর্থনীতিতে বেশ কিছু অসুবিধা রয়েছে, সেগুলো ওভারকাম করতে হবে এবং আগামী বাজেটে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণকে যে ইস্তেহার দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী বাজেটে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে অর্থমন্ত্রী জানান, আই এম এস এর রিনা তৃতীয় কিস্তি জুন মাসেই ছাড় করা হবে। 
২৬ মে, ২০২৪

ঢাকা-২০ / বেনজির আহমেদকে ইসিতে তলব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-২০ আসনে স্বতন্ত্র প্রার্থী বেনজির আহমেদকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল ৩১ ডিসেম্বর (রোববার) সকাল ১১টায় ঢাকার নবাবগঞ্জ অনুসন্ধান কমিটির কার্যালয়ে সিনিয়র সহকারী জজ আদালতে প্রার্থীর মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানে নির্দেশনা দেওয়া হয়।  এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটি সদস্য হরিদাস কুমার ২০০৮ লঙ্ঘন সংক্রান্তে লিখিত ব্যাখ্যা চেয়ে প্রার্থীকে তলবের চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘২৩ ডিসেম্বর তারিখে আমার কর্মী যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম গ্রামের নাজমুল হাসান মুক্তারকে (সাবেক ইউপি সদস্য) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেনজির আহমেদের ভাগনে মাহফুজ শাহীন জোরপূর্বক নাজমুল হাসান মুক্তারের বাড়িতে গিয়ে মাহফুজ শাহীন হত্যার হুমকি প্রদান করে এবং তার স্ত্রীকে হুমকি ও গালিগালাজ করে। এতে যাদবপুর ইউনিয়নসহ আমার নির্বাচনী এলাকা সংসদীয় আসন-১৯৩ (ঢাকা-২০) ধামরাই আসনের আমার সকল কর্মী সমর্থক ও সাধারণ মানুষ নির্বাচনবিমুখ হয়ে পড়েছে।’  চিঠিতে আরও বলা হয়, ‘এ কর্মকাণ্ড নির্বাচন আরচণবিধির লঙ্ঘন মর্মে অনলাইন দৈনিক কালবেলাসহ বিভিন্ন কাগজে প্রকাশ হয়েছে। উল্লিখিত বিষয় বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রজ্ঞাপনে জারিকৃত নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১ বিধির গ ও ঙ উপবিধি ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর ৭৭ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন মর্ম প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায়, উপর্যুক্ত কারণাধীনে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ করা হবে না তৎমর্মে আগামী ৩১/১২/২০২৩ তারিখ (রবিবার) বেলা ১১:০০ ঘটিকায় অত্র কমিটির কার্যালয়, সিনিয়র সহকারী জজ আদালত, নবাবগঞ্জ, ঢাকা এ ব্যক্তিগতভাবে অথবা আপনার মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’  
৩০ ডিসেম্বর, ২০২৩
X