শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১
মিরাজের অর্ধশতকের পর ম্যাচে বৃষ্টির হানা
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের বাকি মাত্র চার দিন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে আসরের শুভ সূচনা করে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ ওয়ার্ম আপ ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্রুত লিটন ও শান্ত ফিরলেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তানজিদ তামিম। তবে ফিফটির আগেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে আরেক প্রান্ত আগলে রেখে ঠিকই টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আপাতত বৃষ্টিতে বন্ধ আছে খেলা। ইংল্যান্ডের বিপক্ষে সোমবার (২ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই লিটন দাসকে হারায় টাইগাররা। এরপর শান্তও ফিরে যান মাত্র ২ রান করে। এরপর মিরাজকে নিয়ে দলের হাল ধরেন তানজিদ তামিম। তবে ৫২ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৪৫ রানে আউট হন তামিম।  শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের সাড়া জাগানো ব্যাটিং শৈলী দেখিয়েছিলেন তানজিদ হাসান তামিম। ইংল্যান্ডের বিপক্ষেও শুরুটা ভালো করেন এই ওপেনার। ইংলিশ পেসার রিস টপলিকে দুর্দান্ত ছক্কা মেরে রানের খাতা খুলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রান সংখ্যাটাও খারাপ ছিল না। কোনো উইকেট না হারিয়ে ১৩ রান। বেশ ভালো শুরু বলাই যায়। কিন্তু শুরুর ভালোটা বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের। গুয়াহাটির ব্যাটিং সহায়ক উইকেটে ব্যর্থ হলেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। বাউন্ডারি মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন পরমুহূর্তেই। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৬ বলে ৫ রান। এরপর তিনে ব্যাট করতে নেমে টিকতে পারলেন না দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। টপলির বলে থার্ডম্যানে গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে করতে পেরেছেন ১১ বলে মোটে ২ রান। দ্রুত ২ উইকেট পতনের পর তানজিদ তামিম আর মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তাদের মধ্যকার ৫২ রানের জুঁটি বাংলাদেশকে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করার ইঙ্গিত দিচ্ছিল। তবে দলীয় ৭৮ রানে ১৬তম ওভারে তাকে আটকে দিলেন মার্ক উড। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন তামিম। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৪৫ রান।  এরপর মুশফিককে নিয়ে আবার ইনিংস নতুন করে শুরুর চেষ্টা করেন মিরাজ। তবে মুশফিকও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনি মিরাজকে। খানিকটা শর্ট লেন্থে পরা বল এতটাই নিচু হয়েছে যে মুশফিক সেটা ব্যাটে খেলতে পারেননি। আদিল রশিদের নিচু হওয়া বলে খানিকটা বোকাই বনেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ২১তম ওভারে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ৮ রান। মিরাজ এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করলেও। অপর প্রান্তে ছয়ে নামা মাহমুদউল্লাহ উইকেটে থিতু হয়েও বিলিয়ে এসেছেন। মূলত স্ট্রাইকরেট বাড়াতে গিয়েই বিপদ ডেকে এনেছেন তিনি। আদিল রশিদকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে কাউ কর্ণারে ধরা পড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২১ বলে ১৮ রান। এরপর তাওহীদ আসেন মিরাজকে সঙ্গ দিতে তবে তাদের জুটি বড় হতে দেয়নি বেরসিক বৃষ্টি। আপাতত গুয়াহাটিতে বন্ধ আছে খেলা। আবহাওয়ার পূর্বাভাস অবশ্য খুব বেশি আশা দেখাচ্ছে না দ্রুত ম্যাচ শুরুর। ৩০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৩ রান।
০২ অক্টোবর, ২০২৩

পাকিস্তানের জোড়া আঘাতের পর বৃষ্টির হানা
ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর লড়াইয়ের একটি হলো ভারত-পাকিস্তান ম্যাচ। এবার এশিয়া কাপে পাক-ভারতের প্রথম লড়াই বৃষ্টিতে পণ্ড হলেও আজকের ম্যাচ মাঠে গড়িয়েছে। আর এই মহারণে টসে হেরে ব্যাট করতে নেমেই উড়ন্ত সূচনা করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে ১৬ ওভারেই ১১৮ করে ফেলে ভারত। তবে দুজনের অর্ধশতক পার হওয়ার পরেই দ্রুত রোহিত-গিলকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে স্বস্তি আনেন শাদাব খান ও শাহিন আফ্রিদী। তবে ম্যাচ ২৪ ওভারে যাওয়ার পরই আবার বেরসিকের মতো বৃষ্টির হানা। আপাতত বন্ধ রয়েছে খেলা। ১৭তম ওভারে ৫৬ রান করা রোহিতকে সাজঘরে ফিরিয়ে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শাদাব খান। এরপরের ওভারেই ফিরেছেন গিলও। এই ওপেনারও ফিফটির দেখা পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৫৮ রান। ২৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৪৬ রান। ৭ রান নিয়ে উইকেটে আছনে বিরাট কোহলি। অপর এই ম্যাচ দিয়ে ভারতীয় দলে ফেরা অপরাজিত ব্যাটার লোকেশ রাহুলের সংগ্রহ ১৭ রান।  এর আগে আজ (রোববার) বজ্রসহ বৃষ্টির শঙ্কা মাথায় রেখেই টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবর। বাংলাদেশকে আগের ম্যাচে হারানো একাদশ নিয়েই এদিন তারা মাঠে নেমেছে। অন্যদিকে ভারতীয় দল নেমেছে দুই পরিবর্তন নিয়ে। মোহাম্মদ শামির জায়গায় জসপ্রীত বুমরাহ এবং শ্রেয়াস আইয়ারের জায়গায় লোকেশ রাহুলকে নামানো হয়েছে।
১০ সেপ্টেম্বর, ২০২৩

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবার বৃষ্টির হানা
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়েই দুশ্চিন্তা ছিল আগে থেকেই। কারণ ওই একই- বেরসিক বৃষ্টি। শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও বাড়বে বলে জানিয়েছিল শ্রীলংকার আবহাওয়া অধিদপ্তর। যদিও খেলা ঠিক সময়মতোই শুরু হয়েছিল কিন্তু বারবার বৃষ্টির হানা অব্যাহত রয়েছেই। প্রথমবার বৃষ্টি  বিরতির পর আফ্রিদির বোলিং তোপে রোহিত-কোহলির ব্যর্থতার দিনে ভারতের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। আফ্রিদির গতির সামনে টপ অর্ডার ব্যাটাররা রীতিমতো চোখে সর্ষে ফুল দেখছিলেন! তবে ব্যতিক্রম ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। উইকেটে এসে নিজের প্রথম বলেই রানের খাতা খোলেন। পরের ওভারেই হারিস রউফকে দুটি বাউন্ডারি হাঁকান। কিন্তু ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারলেন না আইয়ার।  পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে ছিলেন রউফ। পঞ্চম বলটি খানিকটা খাটো লেন্থে ছিল, সেখানে পুল করতে গিয়ে ভুল করে বসেন আইয়ার। মিড উইকেটে ফখর জামানের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৯ বলে ১৪ রান। ইনিংসের প্রথম দুই উইকেট শিকার করেছিলেন আফ্রিদি।  এরআগে  বৃষ্টিতে মিনিট ত্রিশেক বন্ধ ছিল খেলা। এরপর খেলা শুরু হলে অসমাপ্ত ওভারের বল করতে আসেন শাহিন আফ্রিদি। তার ওভারের শেষ বলটি মিডল স্টাম্পের ওপর গুডলেন্থে করেছিলেন। বলে খানিকটা সুইং ছিল। তাতেই পরাস্ত হয়েছেন রোহিত। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১১ রান। রোহিতের বিদায়ের পর মাঠে নামেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি তবে তিনিও বেশি সময় ক্রিজে থিতু হতে পারেননি। মাত্র ৪ রান করে তিনিও শাহিন শাহ আফ্রিদির শিকার হন। সপ্তম ওভারের তৃতীয় বলটি স্টাম্পের ওপর রেখেছিলেন আফ্রিদি, সেখানে ইনসাইড এজ হয়ে লেগ স্টাম্প উপড়ে গেছে। তবে ক্রিজে থাকা দুই ব্যাটার বেশ ভালোই চাপ সামলাচ্ছেন। অবশ্য সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল পাল্লেকেলের আকাশ। তাতে মন ভার ছিল ক্রিকেটপ্রেমীদেরও। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উড়ে যায় সেই শঙ্কার মেঘ। নির্ধারিত সময়ে হয়েছে টস। সেখানে জয় হয়েছে রোহিত শর্মার। ফলে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। ভারত ব্যাটিংয়ে নামার সময়ও আকাশ পরিষ্কার ছিল। দেখে মনে হয়েছে অন্তত কয়েক ঘণ্টা আর বৃষ্টি হবে না। কিন্তু ৩০ মিনিটও খেলা হলো না। তার আগেই বৃষ্টির হানা। পঞ্চম ওভার চলাকালেই বৃষ্টির জন্য খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।
০২ সেপ্টেম্বর, ২০২৩
X