চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা
কুমিল্লার দাউদকান্দিতে চোর চিনে ফেলায় রাশেদা বেগম নামে এক বৃদ্ধাকে নিজ ঘরে গলাটিপে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার নাদিম দাউদকান্দি পৌরসভার নুরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, নিহত রাশেদা বেগমের দুই ছেলে ও চার মেয়ে। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন রাশেদা বেগম। নাদিমের ধারণা ছিল রাশেদা বেগমের বাড়িতে অনেক টাকাপয়সা থাকবে। তাই তিনি রাশেদা বেগমের বাড়িতে যান। তখন রাশেদা বেগম তাকে চিনে ফেলায় নাদিম গলাটিপে বৃদ্ধা রাশেদাকে হত্যা করে কানের দুল ও গলার চেইন নিয়ে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় পায়ের জুতা ফেলে যায় নাদিম। সেই জুতার সূত্র ধরে তাকে আটক করা হয়। ওসি মো. মোজাম্মেল হক বলেন, সোমবার (১ জুলাই) দুপুরে দাউদকান্দি পৌরসভার নুরপুর গ্রামের মৃত আলী আশাদ মিয়ার স্ত্রী রাশেদা বেগম নিজ বাড়িতে খুন হন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পাওয়া জুতার সূত্র ধরে তদন্ত শুরু করা হয়। ঘটনার ৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়। চোর চিনে ফেলায় নাদিম গলাটিপে বৃদ্ধা রাশেদাকে হত্যা করে। গ্রেপ্তারের পর হত্যার দায় স্বীকার করেছেন তিনি। তিনি বলেন, তার দেওয়া তথ্য মতে বৃদ্ধা রাশেদা বেগমের শরীর থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত রাশেদা বেগমের ছোট ছেলে সাহাব উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে আসামি নাদিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
০৩ জুলাই, ২০২৪
X