নিয়মে বড় পরিবর্তন আনছে বিসিসিআই
বিশাল জনসংখ্যার দেশ ভারত। তাদেরকে বলা হয় ক্রিকেট পাগল এক জাতি। বিশ্বব্যাপি ক্রিকেটকে পরিচিত করতে নানা ভাবে অবদান রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আবার অনেকে মতে অতিমাত্রায় বানিজ্যিকীকরণ সর্বনাশ ডেকে আনছে বিশ্ব ক্রিকেটের। ক্রিকেটে নানা ধরনের নিয়ম প্রয়োগও করতে দেখা যায় তাদের। একইভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ঘরোয়া ক্রিকেটে নতুন নতুন নিয়ম প্রয়োগ করে বিসিসিআই। চলমান আইপিএল চালু রয়েছে চারটি নতুন নিয়ম। যার বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। এবার দেশটির ঘরোয়া ক্রিকেটে চালু করতে যাচ্ছে তেমন একটি নিয়ম। ঘরোয়া ক্রিকেটে টস ছাড়া ম্যাচ আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। এটি ছাড়াও ঘরোয়া ক্রিকেট পরিচালনার জন্য নিয়মের বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি। ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ, তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সিকে নাইডু ট্রফিতে টসপ্রথা বাদ দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। এক্ষেত্রে আগে কারা ব্যাটিং বা ফিল্ডিং করবে সেই সিদ্ধান্ত নেবে সফরকারী দল। অনুমোদনের জন্য নতুন এই নিয়ম এপেক্স কাউন্সিলে পাঠানো হয়েছে। বিভিন্ন রাজ্য দলের অধিনায়কের দাবির মুখে ঘরোয়া টুর্নামেন্টগুলোর মাঝেও বিরতি দেওয়ার চিন্তাভাবনা করছে বিসিসিআই। টসপ্রথা বাতিলের পক্ষে যুক্তি দেখিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ক্রিকেটে ম্যাচের ফলফাল নির্ধারণে টস অনেক বড় ভূমিকা পালন করে। টস জয়ী দল পরিস্থিতি অনুযায়ী ম্যাচে আধিপত্য বিস্তার করে। বিশেষ করে এটি টেস্ট এবং টি-টোয়েন্টিতে বেশি দেখা যায়। ফলে বছরের পর বছর ধরে চলে আসা টসের নিয়ম বাতিল করার দাবি উঠেছে। যাতে হোম টিমের সুযোগ-সুবিধা নেওয়ার বিষয়টি বাদ দেওয়া যায়। আপাতত ছোট পরিসরে এমন কিছু করার কথা ভাবছে বিসিসিআই। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। এই টুর্নামেন্টকে দুই ভাগে বিভক্ত করার কথা ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং ওয়ানডে আসর বিজয় হাজারে ট্রফির আগে ও পরে রঞ্জি ট্রফি আয়োজন করার নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন প্রস্তাবে আরও রয়েছে, দিলিপ ট্রফির দল নির্বাচন করে দিবে জাতীয় নির্বাচকরা। প্রতিবছর চারদল দিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট দিয়ে শুরু হয় ভারতের ঘরোয়া ক্রিকেট মৌসুম। তবে নতুন প্রস্তাব অনুযায়ী ইরানি কাপের পর হবে দিলিপ ট্রফি। এরপরই মাঠে গড়াবে রঞ্জি ট্রফির প্রথম পর্ব।
১২ মে, ২০২৪

কোহলির পাশে বিসিসিআই
বিরাট কোহলি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ থেকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। যদিও ব্যক্তিগত কারণ সম্পর্কে কিছু জানাননি। তবে শোনা যাচ্ছে, কোহিল স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা। সে কারণেই খেলছেন না তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য কোহলির ছুটির ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। শোনা যাচ্ছিল, ব্যক্তিগত কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছুটি নেওয়ায় কোহলির ওপর ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু আসল ঘটনা যে তেমন নয়, তা স্পষ্ট করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি বলেন, ‘যদি কোনো ক্রিকেটার ১৫ বছরে একবার ব্যক্তিগত কারণে ছুটি নিতে চায়, সেই অধিকার তার আছে। বিরাট এমন একজন ক্রিকেটার যে অকারণে ছুটি চাইবে না। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান করি। আমাদের ক্রিকেটারদের ওপর ভরসা আছে। বিরাট কোহলির সঙ্গে আমরা পরে কথা বলব।’ ইংল্যান্ডের অধিনায়ক অবশ্য বলেছেন, কোহলির টেস্ট খেলতে না পারাটা ক্রিকেটের জন্য ক্ষতি। তিনি বলেন, ‘এই প্রশ্নের উত্তরে আমি এমন কিছু বলতে চাই না, যা অসম্মানজনক। পরিস্থিতি সহজ নয়। কোহলি এমন কোনো ব্যক্তিগত কারণে সরে গিয়েছে, যেটা নিয়ে আমরা নিশ্চিত নই। তাই এতে আমাদের সুবিধা হবে না অসুবিধা, তা নিয়ে মন্তব্য করতে চাই না। যা হচ্ছে, সেটাকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ক্রিকেটের পক্ষে এটা বিরাট ক্ষতি। কোহলি যে সময়ের মধ্য দিয়েই যাক, আমার শুভকামনা তার সঙ্গে সব সময়ই থাকবে। আশা করব, দ্রুত এই সময়টা পেরিয়ে যাবে সে। ক্রিকেট মাঠে কোহলি এমন একটা ব্যক্তি, যাকে দেখতে সবাই মাঠে আসে।’
১৬ ফেব্রুয়ারি, ২০২৪
X