বিশ্রাম দিতে তৃতীয় রাউন্ডের আগে চার দিন বিরতি
দেশজুড়ে চলমান তাপপ্রবাহের জন্য দুদিন করে বিরতি দিয়ে হচ্ছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচগুলো। প্রথম দুই রাউন্ডের পর তৃতীয় রাউন্ডের আগে চার দিনের বিরতি দিয়ে সূচি ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম)। গরম ও ক্রিকেটারদের বিশ্রাম নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী। গতকাল কালবেলাকে মোবাইল ফোনে এমনটাই নিশ্চিত করেন তিনি। সুপার লিগের দুই রাউন্ড শেষে জাতীয় দলের ১৭ ক্রিকেটার চলে গেছেন চট্টগ্রামে। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে আজ থেকে টানা তিন দিন সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যাম্প করবেন তারা। সিরিজের দল ঘোষণার পর কয়েকজন ফিরে আসবেন। তাদের বিশ্রাম নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানান সালাহ উদ্দিন, ‘জাতীয় দল ও অন্যান্য মিলিয়ে মোটামুটি অনেক খেলোয়াড়কে ডেকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে। টানা খেলার পর তিন দিন ক্যাম্প করে এসে খেলা ঝামেলা হয়ে যাবে। তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। সেজন্য বিরতিটা দেওয়া।’ বিরতিটা ক্লাবগুলোরও চাওয়ার অংশ ছিল। কেননা, ক্যাম্পে ডাক পাওয়া দলের ১০ জনই আবাহনীর হয়ে এবারের প্রিমিয়ার লিগে খেলছেন। এ ছাড়াও শাইনপুকুর, শেখ জামালের আছেন কয়েকজন। আগামী ৩০ এপ্রিল তৃতীয় রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল। বিকেএসপির ৪নং মাঠে জিতলেই শিরোপা উৎসব করবে আবাহনী। একই দিন বিকেএসপির ৩নং মাঠে মোহামেডানের প্রতিপক্ষ শাইনপুকুর। এ ম্যাচের ফলই বলে দিতে পারে লিগের দ্বিতীয় দলের নাম। এ ছাড়া ফতুল্লায় গাজী গ্রুপের বিপক্ষে খেলবে প্রাইম ব্যাংক। চতুর্থ রাউন্ড হবে ৩ মে ও শেষ রাউন্ড ৬ মে। শেষ রাউন্ডে আবাহনী ও শাইনপুকুর খেলবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ওই ম্যাচেই ট্রফি তুলে দেওয়া হবে লিগজয়ীদের হাতে।
২৭ এপ্রিল, ২০২৪

ভাবনায় বিশ্বকাপ টেস্টে বিশ্রাম
চোটের সঙ্গে তাসকিন আহমেদের লড়াইটা নতুন নয়। এক সিরিজ ভালো তো অন্য সিরিজে চোট। তিন সংস্করণের ক্রিকেটার হওয়ায় চোটের শঙ্কাটাও একটু বেশিই ডানহাতি এই পেসারের। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ থাকায় আপাতত টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছেন তিনি। জুনে হতে যাওয়া সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের কথা ভাবনায় রেখেই ২৮ বছর বয়সী পেসারের চাওয়াকে গুরুত্ব দিতে যাচ্ছে বিসিবিও। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হবে তাসকিনকে। তবে টেস্ট সংস্করণ নিয়ে এই পেসারের ভবিষ্যৎ ভাবনা শুনবেন বিসিবির নির্বাচকরা। ভারতে হওয়া সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের পুরোনো চোট ম্যানেজ করে খেলছেন তাসকিন। টুর্নামেন্টের পর চিকিৎসকদের পরামর্শে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও দলের নিউজিল্যান্ড সফর—দুটিতেই বিশ্রামে রাখা হয়েছিল তাসকিনকে। পুনর্বাসন প্রক্রিয়ায় চোট কাটিয়ে বিপিএলে খেলার অনুমতি পান তিনি। কিন্তু টুর্নামেন্টে ব্যক্তিগত চতুর্থ ম্যাচেই চোট শঙ্কায় পড়েন তিনি। সতর্কতার জন্য দুই ওভার করে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। ব্যাটিংয়েও আর নামা হয়নি তাসকিনের। শুক্রবার সংবাদ সম্মেলনে এসে নিজের চোট নিয়ে তিনি বলেছিলেন, ‘বিশ্বকাপের পর আমি একটু রিহ্যাবে ছিলাম। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো হচ্ছে। আমার এখনো সেরা ছন্দটা আসেনি। তবে উন্নতি হচ্ছে, উন্নতি হবেই; না হয়ে কোথাও যাবে না। এটাই আমার বিশ্বাস।’ উন্নতির জন্য বিশ্রাম প্রয়োজন তার। সে কারণেই সাদা বলে নিয়মিত হতে লাল বলের সংস্করণ ছাড়ার চিন্তাভাবনা করছেন ডানহাতি এই পেসার। তাসকিনের চোট নিয়ে গতকাল মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তাসকিন চোট ম্যানেজ করে খেলছে জানিয়ে তিনি বলেন, ‘তাসকিনের একটা কাঁধের চোট আছে। সে এটা ম্যানেজ করেই খেলছে। কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে তাকে যতটুকু খেলানো যায়, সেভাবেই খেলছে। আমরাও তাকে ওইভাবে খেলাচ্ছি। যার জন্য আমরা আগেও তাকে বিশ্রাম দিয়েছি।’ এক মাস আগেই টেস্ট থেকে বিশ্রাম চাওয়া তাসকিন চিঠিতে কী লিখেছেন, সেটা তুলে ধরে জালাল ইউনুস বলেছেন, ‘যেহেতু সামনে বিশ্বকাপ আছে এবং সাদা বলে অন্য সংস্করণেরও খেলা আছে। এই সিরিজটায় (শ্রীলঙ্কা) তাকে বিবেচনা না করলে ভালো হয় জানিয়েছে।’
০৪ ফেব্রুয়ারি, ২০২৪

তিন দিন বিশ্রাম পেল বাংলাদেশ দল
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হয় বাংলাদেশ। আগামী ১৯ তারিখে পরবর্তী ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে মহারাষ্ট্রের পুনেতে খেলবে সাকিবরা। সেই ম্যাচের জন্য আইসিসির ভাড়া করা বিমানে বিকেল ৪টায় পুনেতে পৌঁছান টাইগাররা। তবে চতুর্থ ম্যাচের আগে ৩ দিন ছুটি পাচ্ছে সাকিব বাহিনী। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে চেন্নাই থেকে বিমানের ফ্লাইটে মহারাষ্ট্র প্রদেশের পুনেতে এসে পৌঁছেছে বাংলাদেশ দল।   গতকাল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ব্ল্যাকক্যাপসদের কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। বড় প্রতিযোগিতায় টাইগার ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন রাখা হয়। তা ছাড়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারের পর ক্রিকেটারদের শরীর মন ক্লান্ত হয়ে পড়েছে। আর তাই তো রোহিতদের বিপক্ষে ম্যাচের আগে পুনেতে ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে তাদের। চেন্নাই থেকে দীর্ঘপথ ভ্রমণ করায় শনি, রবি ও সোমবার ছুটি দেওয়া হয়েছে বাংলাদেশ দলের। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ম্যাচের আগে পুনেতে দুদিন অনুশীলন করবেন সাকিবরা।  টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বিশ্রামের প্রয়োজনীয়তা জানিয়ে বলেন, ‘আমাদের এখন খুব ভালো বিশ্রাম দরকার। বিশ্বকাপে মুশকিল হলো একটার পর একটা ম্যাচ দ্রুতই চলে আসে। তা ছাড়া প্রত্যেকটি ম্যাচ অনেক চাপের। আমাদের শক্তি অনেক শুষে নেয়। একটা চক্রের ভেতর পড়ে যেতে হয়। অনুশীলন করলে ফল মিলবে মনে হলেও আসলে তা না। আমাদের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন। সতেজ হয়ে আমরা ভারতের ম্যাচের জন্য প্রস্তুত হবো।’
১৪ অক্টোবর, ২০২৩
X