শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১
মৃত্যুকূপে দুই বিশ্বচ্যাম্পিয়ন
বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের নাটকীয়তায় অন্য সব খেলার দিকে নজরই ছিল না দেশের ফুটবল সমর্থকদের। আর সে কারণে নীরবেই অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা নেশন্স লিগের নতুন আসরের ড্র। যেখানে ড্র শেষে মৃত্যুকূপে পড়েছে এ২ গ্রুপের তিন হট ফেবারিট ইতালি, ফ্রান্স এবং বেলজিয়াম। তিন জায়ান্টদের পাশে জায়গা করে নিয়েছে ইসরায়েল।   বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে উয়েফা নেশন্স লিগের ২০২৪-২৫ আসরের ড্র অনুষ্ঠান।  ইউরোপিয়ান এই প্রতিযোগিতার নতুন আসের একই গ্রুপে পড়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইতালি। তাদের সঙ্গে রয়েছে আরেক হট ফেভারিট বেলজিয়ামও। অন্যান্য গ্রুপগুলোও খুব একটা স্বস্তিতে নেই। গ্রুপ এ১ তে রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে থাকছে বর্তমান রানারআপ ক্রোয়েশিয়া। এ ছাড়া রয়েছে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড এবং অ্যান্ডি রবার্টসনের স্কটল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ।  এ৩ গ্রুপে ফর্মহীন জার্মানির প্রতিপক্ষ পড়েছে নেদারল্যান্ডস, হাঙ্গেরি ও বসনিয়া হার্জেগোভিনা। বর্তমান সময়ে দারুণ ছন্দে রয়েছে ডাচরা। অন্যদিকে লিভারপুলের মিডফিল্ডার ডমিনিক সোবোস্লাইকে কেন্দ্র করে হাঙ্গেরিও উপহার দিচ্ছে দুর্দান্ত ফুটবল। তাছাড়া নিজেদের দিনে যেকোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে এডিন জেকোর বসনিয়া।  গ্রুপ এ৪-তে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষও খুব একটা সহজ নয়। ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সার্বিয়াকে মোকাবিলা করতে হবে ডেলা ফুয়েন্তের শিষ্যদের। তবে বাজে পারর্ফরম্যান্সের কারণে‘এ’ লিগ থেকে বি লিগে নেমে গেছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের গ্রুপে পড়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রীস, ফিনল্যান্ড ও রিপাবলিক অফ আয়ারল্যান্ড। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত অনুষ্ঠিত হবে উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের খেলা।
০৯ ফেব্রুয়ারি, ২০২৪

ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি
ফ্রান্সকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানি। ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলেও পেনাল্টি শুটআউটে ফরাসিদের হারিয়ে দেয় জার্মান কিশোররা। শনিবার ইন্দোনেশিয়ার সুরাকার্তার স্তাদিয়ন মানাহানে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের উৎসব করেছে জার্মানি। ফাইনালের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলতে থাকে জার্মানি অনূর্ধ্ব-১৭ দল। বারবার ফ্রান্সের ডিফেন্স লাইনে আক্রমণ শানায় জার্মান কিশোররা। সেই ধারাবাহিকতায় ম্যাচের ২৯ মিনিটে প্রথমবার এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার ব্রুনার। বিরতি থেকে ফিরে আরও একবার এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় তারা। এবার স্কোরবোর্ডে নাম তোলেন দার্ভিচ। ২ গোলে পিছিয়ে পড়ে দ্রুতই লড়াইয়ে ফেরে ফরাসি কিশোররা। ৫৩ মিনিটে একটি গোল পরিশোধ করেন বাওব্রি। জার্মান ডিফেন্সে আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। এরই মধ্যে ৬৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইনার্স ওসায়ি। ম্যাচের শেষ সময়ে গিয়ে ফ্রান্সকে ম্যাচের সমতায় ফেরান আমাগৌ।
০৩ ডিসেম্বর, ২০২৩

ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি
পুরুষ ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বর্তমান অবস্থাকে করুণ বললে খুব একটা বাড়িয়ে বলা হয় না। ২০১৪ সালের পর থেকে অবনতির দিকেই জার্মান মেশিন। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, এরপর টানা হারে কোঁচকে বরখাস্ত করা, নতুন কোচ নিয়েও পারফরম্যান্সের উন্নতি না হওয়া সব মিলিয়ে নাজেহাল অবস্থা মুলার-সানেদের। তবে ধুঁকতে থাকা জার্মানদের আনন্দের উপলক্ষ এনে দিল জার্মান ফুটবলের উত্তরসূরিরা। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানি। প্রতিযোগিতার মেগা ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলেও পেনাল্টি শুট আউটে ফরাসিদের হারিয়ে দেয় জার্মান কিশোররা। শনিবার (২ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার সুরাকার্তার স্তাদিয়ন মানাহানে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ট্রাইবেকারে ৪-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের উৎসব করেছে জার্মানি। ফাইনালের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলতে থাকে জার্মানি অনূধ্বং-১৭ দল। বারবার ফ্রান্সের ডিফেন্স লাইনে আক্রমণ শানায় জার্মান কিশোররা। সেই ধারাবাহিকতায় ম্যাচের ২৯ মিনিটে প্রথমবার এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার ব্রুনার।   বিরতি থেকে ফিরে আরও একবার এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় তারা। এবার স্কোরবোর্ডে নাম তোলেন দার্ভিচ। ২ গোলে পিছিয়ে পড়ে দ্রুতই লড়াইয়ে ফেরে ফরাসি কিশোররা। ৫৩ মিনিটে একটি গোল পরিশোধ করেন বাওব্রি। জার্মান ডিফেন্সে আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। এরই মধ্যে ৬৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইনার্স ওসায়ি। ম্যাচের একেবারে শেষ সময়ে গিয়ে ফ্রান্সকে সমতায় ফেরান আমাগৌ।       সমতায় ফেরানোর পর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় ছিল না ম্যাচে, সরাসরি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে জার্মানির কাছে ৪-৩ গোলে হেরে হৃদয় ভেঙেছে ফ্রান্সের। টাইব্রেকারে প্রথম ৫ শটে প্রতি দলই গোল পেয়েছে ৩টি করে। এরপর সাডেন ডেথে গড়ায় টাইব্রেকার। ষষ্ঠ শট থেকে গোল করতে পারেনি ফ্রান্স। ফরাসিদের মিসের পর গোল করে ছোটদের বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের আনন্দে মেতেছে জার্মানির খেলোয়াড়েরা। টাইব্রেকারে প্রথম শট নেয় ফ্রান্স। প্রথম শট থেকেই গোল পায় তারা। কিন্তু জার্মানির নেওয়া প্রথম শটটি ফিরিয়ে দেন ফ্রান্সের গোলকিপার। দ্বিতীয় শটে গোল পেয়েছে দুই দলই। ফ্রান্স তিন ও চার নম্বর শটে গোল পায়নি। কিন্তু ওই দুই শটে গোল পেয়েছে জার্মানি। পাঁচ নম্বর শট থেকে গোল পায় ফ্রান্স। আর জার্মানির শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলকিপার।  
০২ ডিসেম্বর, ২০২৩

অবশেষে থামল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়রথ
আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের ২০২২ সালের ২২ নভেম্বর তারিখটি মনে রাখার কথা। ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে এই দিন পরাজয়ের স্বাদ পায় লিওনেল মেসিরা। সৌদি আরবের সাথে পরাজয়ের পর অবশ্য আর এই স্বাদ পেতে হয়নি লিওনেল মেসিদের। ২২ নভেম্বরের পর পেরিয়ে গেছে প্রায় এক বছর। আর্জেন্টিনা ম্যাচও খেলে ফেলেছে ১৪টি। ঘরে তুলেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ট্রফি বিশ্বকাপও। ১৪ ম্যাচ ধরে অপরাজিত দলটিকে আজ অবশেষে ভুলতে বসা পরাজয়ের স্বাদ নিতে হলো। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য চলমান দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা।    সফরকারী হয়ে আর্জেন্টিনার চোখে চোখ রেখে লড়াই করল উরুগুয়ে। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে করল ব্যবধান দ্বিগুণ। প্রায় এক মাস প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলা লিওনেল মেসি মাঝে মধ্যে ঝলক দেখালেন বটে, কিন্তু পারলেন না দলকে বাঁচাতে। আর এতেই নিশ্চিত হলো কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল স্কালোনির দলের প্রথম হারের তেতো স্বাদ পাওয়া। শুক্রবার বাংলাদেশ সময় সকালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। রোনালদ আরাউহো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডারউইন নুনেজ। বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর টানা ১৪ ম্যাচ জিতে উড়ছিল আর্জেন্টিনা। তাদেরকে মাটিতে নামাল উরুগুয়ে; বুয়েনোস আইরেসে বিশ্ব চ্যাম্পিয়নদের হারের ছক কষেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। মে মাসে দায়িত্ব নেওয়ার পর দলকে আমূল বদলে দিয়েছেন ৬৮ বছর বয়সি এ কোচ। বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে টানা তিন ম্যাচে দুটি করে গোল করেছে মার্সেলো বিয়েলসার দল। ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো উরুগুয়ে। বার্সা ডিফেন্ডার আরাউহোর লং পাসে গতিতে আর্জেন্টিনার দুই সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন ডারউইন নুনেজ, কিন্তু তার নেওয়া শট চলে যায় পোস্টের দূর দিয়েই। তিন মিনিট পর সদ্য ব্যালন ডি’অর জয়ী মেসির শট আটকান উরুগুয়ে গোলরক্ষক। পায়ের কিছু কারিকুরি, দারুণ কিছু স্কিল দেখালেও প্রথম অর্ধে উরুগুয়ের জন্য ভয়ের কারণ হতে পারেননি প্রায় এক মাস প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মধ্যে না থাকা মেসি। আর্জেন্টাইন তারকাকে কড়া পাহারায় রাখার কৌশল নিয়েছিলেন উরুগুয়ে কোচ বিয়েলসা। ৪১তম মিনিটে আর্জেন্টিনা সমর্থকদের প্রথমবার স্তব্ধ করে দেয় উরুগুয়ে। বাঁ দিকে মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে বাইলাইনের একটু উপর থেকে বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। ক্লিয়ার করতে পারেননি আর্জেন্টিনার কোনো ডিফেন্ডার। এই ম্যাচে রাইট ব্যাক হিসেবে খেলা রোনালদ আরাউহোর কোনাকুনি শটে পরাস্ত হন এমিলিয়ানো মার্টিনেজ। ৮১তম মিনিটে বল নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠেন বদলি হিসেবে নামা ডি মারিয়া, কিন্তু তার কোনাকুনি শট বের হয়ে যায় দূরের পোস্ট দিয়ে। ৮৭তম মিনিটে উরুগুয়ের জয় নিশ্চিত করে দেন নুনেজ। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে এক ছুটে বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল কাঁপান লিভারপুলের এই ফরোয়ার্ড।
১৭ নভেম্বর, ২০২৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে শক্ত অবস্থানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
অনেক দিন ধরেই ফিফার আনুষ্ঠানিক র‌্যাঙ্কিংয়ে সেরা দল হিসেবে স্বীকৃত আর্জেন্টিনা। নতুন প্রকাশিত সেই র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও শক্তভাবে পাকাপোক্ত করল তিন বারের বিশ্বকাপজয়ী দেশটি। ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে রেটিং পয়েন্ট আরো বাড়িয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির দল।    ফিফা বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তাদের নতুন হালনাগাদ তথ্য প্রকাশ করে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বেশকিছু পরিবর্তন এলেও শীর্ষ তিনে আসেনি কোনো পরিবর্তন। শীর্ষস্থান ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের চেয়ে ৮.১৮ পয়েন্টে পিছিয়ে দুইয়ে রয়েছে ফ্রান্স। আর ২৫.৪১ পয়েন্ট হারিয়েও তিন নম্বর স্থানেই রয়েছে ব্রাজিল। এদিকে র‍্যাঙ্কিংয়ে চার ও পাঁচ নম্বর স্থানের কোনো পরিবর্তন আসেনি। এই দুই অবস্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও বেলজিয়াম। তবে উন্নতি হয়েছে পর্তুগালের। নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা। আর দশম স্থান থেকে অষ্টমে উঠেছে স্পেন। তবে পিছিয়ে দশম স্থানে চলে গেছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। সুখবর এসেছে বাংলাদেশের জন্যও। ফিফা র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছে লাল সবুজের দেশ। আগে ১৮৯ নম্বর স্থানে থাকা বাংলাদেশ নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী আছে ১৮৩তম স্থানে। ফিফার সবশেষ আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাই পর্বের দুই রাউন্ডের লেগে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম লেগে মালদ্বীপের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরলেও নিজেদের মাঠে ২-১ গোলে জয় পান জামাল ভূঁইয়ারা। ফলে ৩-২ অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা। তবে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে ভারত; গত মাসের মতোই ১০২ নম্বরে আছে দলটি। বাংলাদেশের কাছে হেরে বিদায় নেয়া মালদ্বীপ ছয় ধাপ পিছিয়ে নেমে গেছে ১৬১ নম্বরে। দুই ধাপ এগিয়ে নেপাল উঠেছে ১৭৩-এ। আর চার ধাপ এগিয়ে ১৯৩ নম্বরে আছে পাকিস্তান। শ্রীলঙ্কা আছে আগের মতোই ২০২ নম্বরে।
২৭ অক্টোবর, ২০২৩
X