নতুনে আগ্রহ পুরোনোতে আস্থায় বিশ্বকাপ দল
দুপুর সাড়ে ১২টায় দল ঘোষণার কথা ছিল। ততক্ষণে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুই শতাধিক বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীর উপস্থিতিতে বিশ্বকাপের একটা আমেজ তৈরি করেছিল স্টেডিয়ামজুড়ে। সবার মনেই, কেমন হতে পারে বিশ্বকাপ দল? কে আছেন, কে নেই—এসব প্রশ্ন ঘোরাফেরা করছিল। সবাইকে অপেক্ষায় রেখে যদিও নির্ধারিত সময়ের চেয়ে পৌনে এক ঘণ্টা পর দল ঘোষণা করতে সংবাদ সম্মেলন রুমে প্রবেশ করেন নতুন নির্বাচক কমিটির সদস্যরা। শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে তাসকিন আহমেদের নাম ঘোষণা করে কিছুটা চমকেই দেন তারা। এরপর বিশ্বকাপের জন্য যে ১৫ জনের নাম ঘোষণা করলেন, সেখানেও দিন শেষে চমকই দেখালেন গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের এই নির্বাচক কমিটি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের। অথচ ২৪ ঘণ্টা আগেও তার বিশ্বকাপ জার্সি রাখা ছিল বিসিবিতে। শেষ মুহূর্তের কিছু সিদ্ধান্তে দল থেকে ‘বাদ’ পড়েন ডানহাতি এই পেসার। ৩০ এপ্রিল আইসিসিকে পাঠানো প্রাথমিক দলেও ছিল তার নাম। বিশ্বকাপ দলে সাইফউদ্দিনের না থাকার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘আমরা আস্থার জায়গা থেকে সাইফউদ্দিনকে রেখেছিলাম (স্কোয়াডে)। তাকে পর্যবেক্ষণের পর আমাদের মনে হয়েছে, প্রত্যাশার যে জায়গাটা, আস্থার যে জায়গাটা—ঠিক সেই আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সেই আলোকেই সাইফউদ্দিন দলে জায়গা করতে পারেনি। তবে সে খুব কাছাকাছি ছিল।’ সাইফউদ্দিন ছাড়া দলে তেমন চমক রাখেননি নির্বাচকরা। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতাকেও মূল্যায়ন করেছেন তারা। সে কারণেই অস্ট্রেলিয়া বিশ্বকাপে না থাকা মাহমুদউল্লাহ রিয়াদ অবধারিতভাবেই যুক্তরাষ্ট্রের বিমানে ওঠার সুযোগ পেয়েছেন। একই সঙ্গে ছন্দে না থাকলেও অভিজ্ঞতার জন্য টিম ম্যানেজমেন্টের আস্থায় স্থান করে নেন লিটন দাস। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে এবার একটু সতর্কতাও আছে টিম ম্যানেজমেন্টের জন্য। হঠাৎ করে চোটে পড়া তাসকিন আহমেদকে দলের সঙ্গে নেওয়া হলেও তাকে ঘিরে আছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কি না, তার উত্তর দিতে পারেননি খোদ প্রধান নির্বাচকও। এর পরও তাসকিনকে ঘিরে আশাবাদী তারা। এ ছাড়াও কন্ডিশন কিছুটা এশিয়ার মতো হওয়ায় স্কোয়াডে চার পেসারের সঙ্গে চার স্পিনারকে রেখেছেন তারা। সঙ্গে ট্রাভেল রিজার্ভ হিসেবে একজন পেসার হাসান মাহমুদ ও একজন পার্টটাইম স্পিন অলরাউন্ডার আফিফ হোসেনকে নিয়েই আজ রাত ১টা ৪০ মিনিটের বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তারা।
১৫ মে, ২০২৪

টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা
২০১৯ বিশ্বকাপের দল ঘোষণার পর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন তাসকিন আহমেদ। ইনজুরির কাছে পরাস্ত হয়ে সেবার ডানহাতি এই তারকা পেসারের জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে ইনজুরি আক্রান্ত হন তাসকিন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শরীরের ডান পাশের মাংস পেশিতে চোট পান ডানহাতি এই পেসার। তবে তাকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ঘোষিত দলে নেই কোনো চমক। হঠাৎ মেহেদী হাসান মিরাজের নাম শোনা গেলেও ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি ডানহাতি এ অলরাউন্ডারকে। অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন শান্ত। আর ডেপুটি করা হয়েছে চোট-শঙ্কায় থাকা তাসকিনকে। ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। তবে রিজার্ভ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন দুজন। পেসার হাসান মাহমুদের সঙ্গে এই তালিকায় আছেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এর আগে বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য আরও দুজন ক্রিকেটারকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। তবে সেই দুজনকে তা এখনো জানা যায়নি। তাদের নামও ঘোষণা করেনি নির্বাচকরা। আগামী ২১, ২৩ এবং ২৫ মে হিউস্টনে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমূলক এই সিরিজ খেলবে টাইগাররা। সব কটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এ ছাড়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপে বাংলাদেশের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম। স্ট্যান্ড বাই: হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।
১৪ মে, ২০২৪

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করার কথা ছিল রোববার (১২ মে)। এ কথা নিশ্চিত করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের দুজন। পরে জানানো হয় আজ সোমবার (১৩ মে) ঘোষণা করা হবে বিশ্ব আসরের দল। তবে শেষ পর্যন্ত এদিনও করা ঘোষণা হচ্ছে না টাইগারদের বিশ্বকাপ দল। নতুন দিনক্ষণ নির্ধারণ করেছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টায় ঘোষণা করা হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল। বিসিবির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত তাসকিন আহমেদের জন্য অপেক্ষা করতে গিয়ে দল ঘোষণার প্রক্রিয়ায় বাধা তৈরি হয়েছে। তার ইনজুরির কারণে দল ঘোষণা করতে সময় নিচ্ছি বিসিবি। ডানহাতি ফাস্ট বোলারের এমআরআই রিপোর্টের অপেক্ষা আছেন জাতীয় দলের নির্বাচকরা। সেই রিপোর্টের উপর ভিত্তি করে, তাকে বিশ্বকাপ দলে রাখা, না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে ছিলেন তাসকিন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচে শিকার করেন ৮ উইকেট। এতে জেতেন সিরিজসেরার পুরস্কার। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
১৩ মে, ২০২৪

৪৩ বছর বয়সীকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা উগান্ডার  
এবারের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপটি অনেক দিক থেকেই আলাদা। প্রথমবারের মতো ২০ দলকে নিয়ে কোন আসর আয়োজন করছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসন্ন এই আসরটির আরেকটি চমক হলো এই আসরে দেখা যাবে ৪৩ বছর বয়সী এক খেলোয়াড়কে। বলা হচ্ছে উগান্ডার অলরাউন্ডার ফ্রাঙ্ক এনসুবুগার কথা। উগান্ডার ঘোষণা করা বিশ্বকাপের দলে স্থান করে নিয়েছেন এই ক্রিকেটার।    এবারের বিশ্বকাপে আরেকটি চমকের নাম হলো উগান্ডা ক্রিকেট দল। জিম্বাবুয়ের মতো দলকে হারিয়ে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উগান্ডা ও নামিবিয়া। এই প্রথমবার যে কোনো ফরম্যাটের আইসিসি বিশ্বকাপেও অংশ নিতে যাচ্ছে এই দলটি। সোমবার (৬ মে) তারা নিজেদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্কোয়াডে চমক বলতে ৪৩ বছর বয়সী ফ্রাঙ্ক এনসুবুগার জায়গা করে নেওয়া। ব্রায়ান মাসাবার নেতৃত্বে উগান্ডা এবারের বিশ্বকাপে অংশ নিবে। ১৫ জনের স্কোয়াডে রয়েছে ৪৩ বছর বয়সী ফ্রাঙ্ক এনসুবুগা। এই অফস্পিনিং অলরাউন্ডার টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হচ্ছেন। তার আগের এই রেকর্ড ছিল ওমানের মোহাম্মদ নাদিম ও নাসিম খুশি, দুজনেরই বয়স ৪১। ৫৪টি টি-টোয়েন্টি খেলে ৫৫ উইকেট নিয়েছেন এনসুবুগা। টি-টোয়েন্টিতে তার ইকোনমি রেটটাও ঈর্ষণীয়, ৪.৭৯। অবশ্য এটি ছাড়াও তার সেরা বোলিং ফিগার ৩/৯। দলের সহঅধিনায়ক হিসেবে থাকছেন রিয়াজাত আলী শাহ । আর ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে রোনাল্ড লুটায়া ও ইনোসেন্ট এমওয়েবেজকে । ‘সি’ গ্রুপে উগান্ডার সঙ্গী আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৪ জুন প্রভিডেন্সে তারা প্রথম ম্যাচ খেলবে আফগানদের বিপক্ষে। উগান্ডা স্কোয়াড : ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহঅধিনায়ক), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমান কাইউটা, বিলাল হাসুন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুয়া, সিমন সেসাজি, হেনরি সেনিওন্দো, আলপেশ রামজানি, জুমা মিয়াজি। রিজার্ভ খেলোয়াড় : রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট এমওয়েবেজ। 
০৬ মে, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী আজ ১ মের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপেরে ১৫ জনের দল পাঠাতে হবে আইসিসিতে। সেই দলে পরিবর্তন আনা যাবে ২৫ মে পর্যন্ত। প্রথম দল দিয়েছে নিউজিল্যান্ড। গতকাল বিশ্বকাপের দল দিয়েছে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের নেতৃত্বে প্রোটিয়া দলে আছেন আনরিখ নরখিয়া ও কুইন্টন ডি কক। ১৬ মাস পর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিরেছেন ঋষভ পন্থ। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। কনুই আর আঙুলের ইনজুরির কারণে প্রায় দুই বছর দলের বাইরে থাকার পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার জোফরা আর্চার ভারতীয় দল রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ড দল জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি (সহঅধিনায়ক), স্যাম কারেন, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড ও রিস টপলি। দ. আফ্রিকা দল এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রায়ান রিকেলটন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবস, আনরিখ নরখিয়া, ওটনিয়েল বার্টমান, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েৎজে, কেশব মহারাজ, তাবরেজ শামসি ও বিওর্ন ফোরটুইন।
০১ মে, ২০২৪

চমক রেখেই বিশ্বকাপ দল ঘোষণা প্রোটিয়াদের
চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ক্রিকেট শ্রেষ্ঠত্ব প্রমাণের বৈশ্বিক এই আসরের বাকি এক মাসের একটু বেশি। আসরটির জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এবার সেই তালিকায় যোগ দিল দক্ষিণ আফ্রিকা।    মঙ্গলবার (৩০ এপ্রিল) বৈশ্বিক এই আসরের জন্য দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করেছেন প্রোটিয়াদের সাদা বলের কোচ রব ওয়াল্টার। এইডেন মার্করামকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। তবে ১৫ সদস্যের এই দলে চমক হিসেবে আছে অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার রায়ান রিকেলটন এবং ওটনিয়েল বার্টমান। This is your T20 World Cup Proteas Mens team South Africa! Let's rally behind our squad as they aim to conquer the world stage and bring home the gold! Stay tuned for the out of this world performances! #T20WorldCup #OutOfThisWorld #BePartOfIt pic.twitter.com/NVwYYsN7cH— Proteas Men (@ProteasMenCSA) April 30, 2024 রিকেলটন এসএ-২০ এর আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। এমআই কেপটাউনের হয়ে ৫৮.৮৮ গড়ে ৫৩০ রান করেছিলেন তিনি। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপের পক্ষে ৮ ম্যাচে ১৮ উইকেট শিকার করেছিলেন বার্টমান। বর্তিওমানে তিনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। স্কোয়াডে অবশ্য এই দুইজন ছাড়া অভিজ্ঞদের দিকেই বেশি নজর দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই ডাক পাওয়াদের মধ্যে রয়েছেন কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলারের মতো তারকাদের নাম। আছেন আইপিএল মাতানো ট্রিস্তান স্ট্যাবসও।   বিশ্বকাপে প্রোটিয়াদের বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন কাগিসো রাবাদা। এছাড়াও আনরিখ নরকিয়ায় গত ওয়ানডে বিশ্বকাপ মিস করার পর দলে ফিরেছেন। তরুণ নাম হিসেবে মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েটজি রয়েছে। স্পিনার হিসবে বোজরন ফোরচুন, কেশভ মহারাজ এবং তাবরিজ শামসি রয়েছেন। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডিকে রাখা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমান, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, বোজরন ফরচুন, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেইজ শামসি এবং ত্রিস্তান স্ট্যাবস। ট্রাভেলিং রিজার্ভ: নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি
৩০ এপ্রিল, ২০২৪

মহানাটকীয় বিশ্বকাপ দল ঘোষণা
মহান শেকসপিয়রের নাটকের পরতে পরতে যে সাসপেন্স থাকে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেসব কিছুকে হার মানিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে। ১৫ জনের সেই দলে নেই তামিম ইকবাল। নাটকের সাসপেন্সের এখানেই শেষ নয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে বিসিবি। এ নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করলে হঠাৎ করেই নির্বাচকরা গণমাধ্যমের মুখোমুখি হন। বিশ্বকাপ দলের সহ-অধিনায়কত্ব হারিয়েছেন লিটন দাস। অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলের মধ্যে শুধু বাংলাদেশ বাদে সব দলই নিজেদের স্কোয়াড আগেই ঘোষণা করেছে। গতকাল নবম দল হিসেবে শ্রীলঙ্কাও নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে। বিসিবি জানিয়েছিল, নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ম্যাচের পর ঘোষিত হবে বাংলাদেশ স্কোয়াড। ম্যাচের পর বিসিবি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর মাধ্যমে ঘোষণা করে ভারত বিশ্বকাপে বাংলাদেশের ১৫ জনের নাম। গতকাল রাত ৮টা ১৬ মিনিটে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করেন দলে সুযোগ পাওয়া খেলোয়াড়রা। জার্সি হাতে খেলোয়াড়রা ভিডিওতে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। বিসিবির প্রকাশ করা ভিডিওর শুরুতেই ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে নিজের জার্সি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে বললেন, ‘আমি সাকিব আল হাসান। বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব।’
২৭ সেপ্টেম্বর, ২০২৩
X