সৌরঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহতের শঙ্কা!
এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী সৌরঝড়ের আলোর ঝলকানি দেখল বিশ্ব। উত্তর ইউরোপ ও অস্ট্রেলিয়ার মানুষ গতকাল শুক্রবার রাতে এই সৌরঝড়ের ফলে সৃষ্ট মেরুজ্যোতি দেখতে পেয়েছেন। অনেকে সামাজিক মাধ্যমে এই আলোক ঝলকানির ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গেছে, সমগ্র আকাশ বিভিন্ন রঙে ছেয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, গত দুই দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। এর কারণে স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডয়চে ভেলের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সূর্য যখন প্রচুর পরিমাণ শক্তি উগড়ে দেয় বা নির্গত করে, ঠিক সেই সময় এ রকম ভূচৌম্বকীয় ঝড়ের সৃষ্টি হয়। শুক্রবার বাংলাদেশের সময় অনুযায়ী রাত ১০টার দিকে কোরোনাল মাস ইনজেকশন পৃথিবীতে আঘাত হানে। সূর্যের বাইরের বায়ুমণ্ডল থেকে চুম্বকীয় প্লাজমার বড় অগ্ন্যুৎপাত এটি। পরে এটি জিওম্যাগনেটিক স্টর্মে পরিণত হয়। এদিকে এই সৌরঝড়ের কারণে উত্তর ইউরোপ ও অস্ট্রেলিয়ায় অরোরা আলোর ঝলকানি বা মেরুজ্যোতি দেখা গেছে। এই সৌরঝড়ের দেখার পর স্যাটেলাইট অপারেটর, এয়ারলাইনস এবং পাওয়ার গ্রিডকে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের পরিবর্তনের কারণে সৃষ্ট সম্ভাব্য ব্যাঘাতের জন্য সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট অনুযায়ী, সূর্য তার ১১ বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করছে। এই কারণে করোনাল ম্যাস ইনজেকশন এবং সূর্যের মধ্যে সোলার ফ্লেয়ার ঘটছে, যা ২০২৫ সাল পর্যন্ত চলতে থাকবে। সেপ্টেম্বর ২০১৭-এর পর এখন পর্যন্ত সূর্যের মধ্যে সবচেয়ে বড় সৌরশিখা দেখা গেছে। সৌরঝড়ের কারণে স্যাটেলাইটে শর্টসার্কিট হয়। পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়। এসব কারণে মহাকাশচারীদের জীবনও হুমকির মুখে পড়তে পারে। এতে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে বিঘ্ন ঘটাতে পারে বিদ্যুৎ পরিষেবাসহ কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাতেও। ভূ-চৌম্বকীয় ঝড়ের সঙ্গে যুক্ত চৌম্বকীয় ক্ষেত্র ওঠানামা করে দীর্ঘ তারে বিদ্যুৎ প্রবাহিত করে, যার ফলে ব্ল্যাকআউট হতে পারে। দীর্ঘ পাইপলাইনগুলো বিদ্যুতায়িত হতে পারে, যা ইঞ্জিনিয়ারিংয়ে সমস্যা সৃষ্টি করতে পারে। মহাকাশযানও উচ্চমাত্রার বিকিরণের ঝুঁকিতে রয়েছে, যদিও বায়ুমণ্ডল সৌরঝড়কে পৃথিবীতে পৌঁছতে বাধা দেয়। নাসার কয়েকজন কর্মী জানিয়েছেন, তারা মহাকাশচারীর নিরাপত্তার দিকে নজর রাখছেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের স্টেশনের মধ্যে সব থেকে বেশি সুরক্ষিত জায়গায় অবস্থান করতে বলা হয়েছে।
১২ মে, ২০২৪

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে দ্রুত সমন্বয় করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে অভ্যন্তরীণ ত্রুটি মেরামত করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রে প্রাথমিক জ্বালানি নিরবচ্ছিন্ন  সরবরাহে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।  প্রতিমন্ত্রী শনিবার (২০ এপ্রিল) আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিঃ (এপিএসসিএল) পরিদর্শনকালে এসব কথা বলেন।  তিনি বলেন, এই গরমে বিদ্যুতের চাহিদা ১৭৫০০ মেগাওয়াট হতে পারে।  এই চাহিদা পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। একটিই চ্যালেঞ্জ– অর্থ।  তিনি এ সময় বিদ্যুৎকেন্দ্রগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, কোথাও কোনো সঞ্চালন বা বিতরণে  সমস্যা থাকলে তা যেন দ্রুত কর্তৃপক্ষকে জানানো হয়। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. একটি সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি এবং বাংলাদেশের সর্ববৃহৎ পাওয়ার হাব। এর ০৬টি ইউনিটের বর্তমান মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫৮৪ মেগাওয়াট। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. এর লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমান ১৫৮৪ মেগাওয়াট থেকে ৩৩০২ মেগাওয়াট-এ উন্নীত করা। এপিএসসিএল সমাজের দায়বদ্ধতার স্থান থেকে Corporate Social Responsibility নীতি গ্রহণ করে আসছে। ২০২২-২৩ সময়কালে, এপিএসসিএল CSR কার্যক্রমের জন্য ০.৩৩ কোটি টাকা  ব্যয় করেছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এপিএসসিএল গত বছর বেশকিছু বড় ভূমিকা পালন করেছে। এ সময় অন্যান্যের মাঝে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম গাউছ মহীউদ্দিন আহমেদ,  আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লা ও এটুআই (এসপায়ার টু ইনোভেট ) কার্যক্রমের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী উপস্থিত ছিলেন।
২০ এপ্রিল, ২০২৪

দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটের যেসব এলাকায়
সিলেটে দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট দপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাকে বলা হয়েছে, বিদ্যুতের সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং সিলেট সিটি করপোরেশনের রাস্তা প্রশস্থকরণ, ড্রেন নির্মাণকাজের জন্য সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় শুক্রবার ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন ও সিলেট-১-এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়, বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর সিলেটের শেখঘাটের ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন মহানগরের ৩৩ এলাকায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অপরদিকে বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন অংশে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কিনব্রিজ, নবাব রোড ও ওসমানী মেডিকেল ফিডারের আওতাধীন সিলেট বিভাগীয় শহরের মির্জাজাঙ্গাল, রামের দিঘির পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘির পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবি বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘির পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মণিপুরি বস্তি, সুবিদ বাজার (আংশিক) এবং আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মাকেট, লালদিঘিরপাড়, ডাক বাংলা রোড ও এর আশপাশের এলাকায় ঘোষিত সময়ে বিদ্যুৎ থাকবে না ।
২২ ফেব্রুয়ারি, ২০২৪

জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ঋণ দেবে এডিবি
ঢাকায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এজন্য বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে ঋণ চুক্তি হয়েছে। চুক্তির আওতায় ঢাকার বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক উন্নত করতে দক্ষতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি সরবরাহ বাড়াতে ১৬ কোটি ডলার ঋণ দেবে সংস্থাটি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং চুক্তি সই করেন। এডিবির ঢাকা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পে এ ঋণ দেবে এডিবি। প্রকল্পের আওতায় আটটি সাবস্টেশন, ১০০ কিলোমিটারের বেশি জলবায়ু ও দুর্যোগ-প্রতিরোধী ভূগর্ভস্থ কেবল এবং ১৫০ কিলোমিটার ওভারহেড লাইন স্থাপন করা হবে। প্রকল্পটি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিকে (ডেসকো) বিশ্বমানের পরিবেশবান্ধব করে একটি সুরক্ষা ইউনিট করতে সহায়তা করবে। এটি বিকল্প নিরোধক গ্যাসের ওপর বিস্তারিত সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে সালফার হেক্সাফ্লোরাইডের পরিবর্তে ভবিষ্যতের গ্যাস সাবস্টেশনের জন্য বিকল্প নিরোধক গ্যাসের ব্যবস্থা করতে সহায়তা করবে। বিজ্ঞপ্তিতে সংস্থাটির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং বলেন, এ সহায়তা ২ লাখ নতুন এবং ১১ লাখ আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প গ্রাহকদের পাশাপাশি ঢাকার নতুন বিমানবন্দর টার্মিনালের জন্য নির্ভরযোগ্য, দক্ষ এবং উন্নত মানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। এটি বিদ্যুতের সর্বোত্তম ব্যবহার এবং অপচয় কমানোর পাশাপাশি বিদ্যুতের অবকাঠামো আধুনিক করা হবে। একই সঙ্গে জলবায়ুর অ্যাজেন্ডা পূরণে প্রতিবছর কমপক্ষে ১৪ হাজার ৭০০ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে সহায়তা করবে।
০৩ জানুয়ারি, ২০২৪

ঘূর্ণিঝড় মিধিলি : মৌলভীবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ 
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মৌলভীবাজারে বিস্তৃত জনপদে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। চলছে দমকা ও ঝড়ো যাওয়া। এর ফলে জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল ৫টা থেকে মৌলভীবাজার জেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।  মৌলভীবাজারের বিদ্যুৎ সরবরাহ (বিক্রয় ও বিতরণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বিকেল ৫টা থেকে মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট বিভাগের ৩৩ কেভি জাতীয় গ্রিড লাইনে বিপর্যয় ঘটেছে। রাত ১০টা ২৫ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নির্বাহী প্রকৌশলী জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তাদের দুটি পৃথক কারিগরী টিম কাজ করছে। এদিকে মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় মিধিলি হঠাৎ করে প্রচণ্ড রকমের শক্তিশালি হয়ে উঠেছে বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সংযোগস্থলের উপরে। ফলে ওই ৩ বিভাগের মিলিত স্থলের জেলাগুলোর উপর দিয়ে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটারের বেশি বেগে বায়ু প্রবাহিত হচ্ছে।  পাউবো জানায়, ঘূর্ণিঝড়টি হঠাৎ করে দিক পরিবর্তন করে এখন চট্টগ্রাম, ঢাকা, ও সিলেট বিভাগের উপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের জেলাগুলোর উপরে খুবই ভারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 
১৮ নভেম্বর, ২০২৩

আগামী ৭ দিন রাজধানীর যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে
জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল থেকে ৭ দিন ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। শনিবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন করা হবে। ফলে আগামী ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন কিছু কিছু এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।  বিজ্ঞপ্তিতে জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।  
১৫ জুলাই, ২০২৩

আদানির কেন্দ্র থেকে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু
ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎকেন্দ্র থেকে পুনরায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার (৭ জুন) রাত ৩টা ৪৩ মিনিটে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বলে জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। এর আগে গতকাল দুপুর আড়াইটায় সঞ্চালন লাইনে অনাকাঙ্ক্ষিত ট্রিপিংয়ের কারণে বিদ্যুৎকেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। যার ফলে চলমান লোডশেডিংয়ের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়ে যায়। পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে সঞ্চালন লাইনটি চালু হলেও বিদ্যুৎকেন্দ্রের অন্যান্য কারিগরি প্রস্তুতি শেষে ভোররাত ৩টা ৪৩ মিনিট থেকে পুনরায় এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। আদানি গ্রুপ ভারতের ঝাড়খন্ডে ১ হাজার ৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক একটি কেন্দ্র নির্মাণ করেছে। সেখান থেকে বাংলাদেশে দৈনিক প্রায় ৭০০ মেগাওয়াট করে বিদ্যুৎ আসছিল এত দিন।
০৮ জুন, ২০২৩
X