কোটা সংস্কারের পরিপত্র বহালের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
সরকারি চাকরিতে কোটা সংস্কারের ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেলে নগরের ষোল শহরের ২ নম্বর গেটে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকুরিতে সকল কোটা বাতিল হয়। সম্প্রতি এক রিটের পরিপ্রেক্ষিতে সেই পরিপত্রটি বাতিল করেন উচ্চ আদালত। উচ্চ আদালতের এমন রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা আবারও কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ও চট্টগ্রামের সমন্বয়ক আবুল ফয়েজ মামুন বলেন, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরিতে কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিপত্র জারি করেন। কিন্তু ২০২৪ সালে এসে উচ্চ আদালত সে পরিপত্র বাতিল করে ছাত্র সমাজের মধ্যে আবারও ক্ষোভের সৃষ্টি করেছে। যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছিল, সেই বৈষম্য দূর করার জন্য সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছে। তিনি আরও বলেন, তাদের দাবি মূলত চারটি- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সব গ্রেডে সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে কোটা পুনর্বণ্টন বা সংস্কার; চাকরির পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করা; কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া। শিক্ষার্থী সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে আগামীকাল কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো ২ নম্বর গেটে সড়কে অবস্থান করছে।
১৭ ঘণ্টা আগে

শ্রাবণের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মো. ঝলক মিয়ার ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (২২ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক নেতারা এই মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। সংক্ষিপ্ত পথ সভায় রুহুল কবির রিজভী বলেন, ছাত্রলীগকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন তারা সন্ত্রাসী, টাকা পাচারকারী হয়। এটা এখন প্রমাণিত। এরা জনগণের দুশমন। সরকারকে বলব, এই বাংলায় কিন্তু কালবৈশাখীর ঝড় হবে। ফ্যাসিস্ট সরকার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল কালবৈশাখী ঝড়ের চেয়েও ভয়ঙ্কর হবে। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের রক্তমাখা শার্ট নিয়ে ছাত্রদলকে শপথ নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, আক্রমণ ও গ্রেপ্তারের শেষ নেই। পাড়া-মহল্লায় ছাত্রলীগ তৈরি করা হয়েছে। অন্যদিকে পুলিশকে দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাবা শেখ আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে। আসলে এই সরকার ভয় পাচ্ছে। সরকারের পতন অনিবার্য। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরকে রাজপথে একবার গর্জে উঠতে হবে।
২২ মে, ২০২৪

পঞ্চগড়ে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল
পঞ্চগড়ের দেবীগঞ্জে হাজারো মুসল্লির অংশগ্রহণে ফিলিস্তিনি মুসলমানদের ওপর অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) জুমার নামাজ শেষে দেবীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দেবীগঞ্জ বাজার এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে বাংলাদেশ ও ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ইসরায়েলের পতাকা আগুন দিয়ে পোড়ানো হয়। জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশের সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আ.স.ম নূরুজ্জামান, দেবীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু মুসা আসারী বক্তব্য রাখেন। বক্তব্য শেষে মাওলা আবু মূসা আসারী উপস্থিত কয়েক হাজার মুসল্লিকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।  মোনাজাতে মহান আল্লাহ তাআলার দরবারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহযোগিতা কামনা করেন এবং ইসরায়েলের হামলায় নিহতদের জান্নাতবাসী হিসেবে কবুল করার আকুতি জানান।
১০ মে, ২০২৪

নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা জেলা সভাপতি কামরুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও মুক্তির দাবি জানান।  সোমবার (৬ মে) বিকেলে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।  সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মিনহাজুর রহমান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর ইসলাম কাজল, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুবায়ের হোসেন, সদস্য সচিব মীর হাবীবসহ অন্য নেতারা।  এ সময় বক্তারা খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি করে বলেন, বেগম জিয়া দীর্ঘদিন হলো অসুস্থ কিন্তু এ সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরও নিম্ন আদালতে আসলে তাকে আটক করা হয়। তাকে অতি দ্রত মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
০৬ মে, ২০২৪

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম মহানগর উত্তর। শনিবার (২ মার্চ) সকাল ৮টায় মিরপুর-১০ গোলচত্বর থেকে মিছিলটি শুরু করে কাজীপাড়া মেট্রোস্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  সমাবেশে জামায়াতের মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, এই সরকার ভোটের সময় চুরি করা টাকা ওঠাতে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তারা পারলে ২০২৩ সাল থেকেই দাম বাড়িয়ে ফেলে। এদের প্রতিহত করতে আমরা রাজপথে আছি। বিক্ষোভে নেতৃত্ব দেন, দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা ও ডা.ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল উদ্দিন, মুহিবুল্লাহ, আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য  সালাহ উদ্দিন, আসাদুজ্জামান ও আ.রহিম প্রমুখ।
০২ মার্চ, ২০২৪

যশোরে লাশ নিয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল
যশোরের অভয়নগরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নওয়াপাড়া পৌর যুবলীগ। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে (২৮) কুপিয়ে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পৌর যুবলীগের আয়োজনে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় আসামিদের আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে অ্যাম্বুলেন্স উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পৌঁছালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা লাশ নিয়ে মিছিল করেন। মিছিলটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে নুরবাগ এলাকায় এসে শেষ হয়। এ সময় নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল আহমেদ বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রসেনজিৎ দাস সনজিত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. রওশন কবির টুটুল, আহাদুর রহমান মামুন, উপজেলা যুবলীগ সদস্য শেখ ওলিয়ার রহমান, শেখ সম্রাট, উপজেলা তরুণ লীগের সভাপতি বিল্লাল হোসেন বকুল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহসহ যুবলীগ ছাত্রলীগের নেতারা। উল্লেখ্য, রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদপাড়া এলাকায় স্বপ্ন ভিলার সামনে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ১৮ ঘণ্টা  অতিবাহিত হলেও কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ।
১২ ফেব্রুয়ারি, ২০২৪

খালেদা জিয়ার মুক্তি দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ মিছিল
অবিলম্বে দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ব্রিটিশ ফরেন এবং কমনওয়েলথ অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদল যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা।  স্থানীয় সময় সোমবার (২৯) জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, যুক্তরাজ্য যুবদলের সভাপতি এমএ রহিম, জিয়া পরিষদ যুক্তরাজ্য সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান পল্টু। সমাবেশ থেকে দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারসহ ১ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, জিয়া পরিষদের সহসভাপতি প্রকৌশলী আব্দুল জব্বার মিয়া, লন্ডন মহানগর জিয়া পরিষদের সভাপতি তানভির উর রশিদ, সাধারণ সম্পাদক আবু ছালেহ, সম্পাদক আহসানুল আম্বিয়া শোভন, লন্ডন সিটি যুবদলের যুগ্ম সম্পাদক মো. শরীফ রানা, মোহাম্মদ ইমরান আহম্মেদ, মহিউদ্দিন আহম্মেদ, রাজিয়া সুলতানা লাবিবা, মুহিবুর রহমান নিলয়, মো. সরওয়ার হোসেন, ফাহমিদ আহম্মদ, মো. জুনাইদ বোগদাদী, মাহবুবুর রহমান, আরেফিন আহমেদ, মো. ফখরুল ইসলাম, মোছাম্মৎ ইমা, আবু হানিফ, মাসুম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।      
৩০ জানুয়ারি, ২০২৪

কাল সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল (৩১ জানুয়ারি) এ কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দলীয় এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।     বৈঠকে নেওয়া কর্মসূচির মধ্যে আরও রয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও ৭ ফেব্রুয়ারি জাতীয় গোলবেবিল বৈঠক কর্মসূচি। বিতর্কিত শিক্ষাকারিকুলাম পরিবর্তন, ট্রান্সজেন্ডার-সমকামিতা ইস্যুসহ গঠিত সংসদ বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে এসব কর্মসূচি দেওয়া হয়। এছাড়াও আগামী ১৫ থেকে ২৯ ফেব্রুয়ারি সারাদেশে ১৫ দিনব্যাপী দাওয়াতী পক্ষের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করবে দলটি। এদিকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, কোটি কোটি টাকা খরচ করে একটি একতরফা ভাগবাটোয়ার নির্বাচনের নামে জাতির সাথে প্রহসন করছে সরকার। সংসদের প্রথম অধিবেশনে স্পিকার সূচনা বক্তব্যে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দাবি করে নতুন করে সংস্দ অধিবেশনর নামে রাষ্ট্রীয় মিথ্যাচার চালাচ্ছে। তিনি বলেন, ৭ জানুয়ারির কথিত নির্বাচনে জনমতের কোনো প্রতিফলন ঘটেনি। বরং নব্বইভাগ মানুষ ভোট প্রত্যাখান করেছে। তাই বহুমুখী সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।   তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের রাজনীতি ধ্বংস করেছে। রাজনীতি এখন ব্যবসায়ী ও খেলোয়ারদের দখলে চলে গেছে। সিন্ডিকেটের গডফাদারদের পৃষ্ঠপোষকতাকারী ব্যবসায়ীগণ এখন মন্ত্রী ও এমপির দায়িত্ব পালন করছেন। পবিত্র মাহে রমজানের আগেই বাজার সিন্ডিকেটের দখলে চলে গেছে। তাই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।  সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা আশরাফ আলী আকন, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, এবিএম জাকারিয়া, মুফতী কেফায়েতুলস্নাহ কাশফী, দেলাওয়ার হোসাইন সাকী, খলিলুর রহমান, নুরুল ইসলাম আল আমীন।
৩০ নভেম্বর, ০০০১

কাল সারা দেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল (৩১ জানুয়ারি) এ কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দলীয় এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।     বৈঠকে নেওয়া কর্মসূচির মধ্যে আরও রয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও ৭ ফেব্রুয়ারি জাতীয় গোলটেবিল বৈঠক কর্মসূচি। বিতর্কিত শিক্ষাকারিকুলাম পরিবর্তন, ট্রান্সজেন্ডার-সমকামিতা ইস্যুসহ গঠিত সংসদ বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে এসব কর্মসূচি দেওয়া হয়। এ ছাড়াও আগামী ১৫ থেকে ২৯ ফেব্রুয়ারি সারা দেশে ১৫ দিনব্যাপী দাওয়াতি পক্ষের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করবে দলটি। এদিকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, কোটি কোটি টাকা খরচ করে একটি একতরফা ভাগবাটোয়ার নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রহসন করছে সরকার। সংসদের প্রথম অধিবেশনে স্পিকার সূচনা বক্তব্যে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দাবি করে নতুন করে সংসদ অধিবেশনর নামে রাষ্ট্রীয় মিথ্যাচার চালাচ্ছে। তিনি বলেন, ৭ জানুয়ারির কথিত নির্বাচনে জনমতের কোনো প্রতিফলন ঘটেনি। বরং নব্বইভাগ মানুষ ভোট প্রত্যাখ্যান করেছে। তাই বহুমুখী সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।   তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের রাজনীতি ধ্বংস করেছে। রাজনীতি এখন ব্যবসায়ী ও খেলোয়াড়দের দখলে চলে গেছে। সিন্ডিকেটের গডফাদারদের পৃষ্ঠপোষকতাকারী ব্যবসায়ীরা এখন মন্ত্রী ও এমপির দায়িত্ব পালন করছেন। পবিত্র মাহে রমজানের আগেই বাজার সিন্ডিকেটের দখলে চলে গেছে। তাই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।  সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা আশরাফ আলী আকন, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মুহাম্মদ ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, এ বি এম জাকারিয়া, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, দেলাওয়ার হোসাইন সাকী, খলিলুর রহমান, নুরুল ইসলাম আল আমিন।
৩০ জানুয়ারি, ২০২৪

জামায়াতের বিক্ষোভ মিছিল রোববার
তিন দাবিতে রোববার দেশের সব মহানগরীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এ ঘোষণা দিয়ে বলেন, বর্তমানে দেশে মহাসংকট চলছে। এ ছাড়া দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনগণের মাঝে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। এর ওপর গ্যাস-বিদ্যুৎ ও পানির সমস্যার কারণে জনগণের দুঃখ-কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, তামাশার ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বর্তমান মহাসংকট থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয়।
২৫ জানুয়ারি, ২০২৪
X