কুম্ভকর্ণের ঘুম, অতঃপর একাদশ থেকে বাদ তাসকিন
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। আগের ম্যাচের অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে খেলতে রোহিত-কোহলিদের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে দারুণ ছন্দে থাকার পরও একাদশে কেন নেই দলের সহঅধিনায়ক? তখন বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সম্প্রতি এ নিয়ে চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সূত্র দিয়ে ক্রিকেটবিষয়ক গণমাধ্যমটি জানিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘুম ভাঙেনি টাইগার এ পেসারের। যার কারণ ধরতে পারেননি টিম বাস। পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ এক কর্মকর্তা তাসকিনের ঘুমের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সেই কর্মকর্তা বলেন বিব্রতকর ঘটনার জন্য তাসকিন সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। এরপর নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে জায়গা করে নেয় সুপার এইটে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু করে টাইগাররা। পরে টিকে থাকার লড়াইয়ে ভারতের বিপক্ষে এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয় দেরিতে ঘুম থেকে উঠলেও ম্যাচের আগে ঠিকই স্টেডিয়ামে পৌঁছে যান তাসকিন। জাতীয় সংগীতের সময় তাকে মাঠেও দেখা যায়। তবে একাদশে জায়গা হয়নি। তার পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া হয় জাকের আলি অনিককে। ডানহাতি ফাস্ট বোলারকে বাইরে রেখে একজন বাড়তি ব্যাটার খেলানোয় সমালোচনার মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয় বিসিবির শীর্ষ সেই কর্মকর্তা জানান, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই ভালো বলতে পারবেন। কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) দিতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো তাহলে কীভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। আরও যোগ করেন, সময়মতো উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।’ ভারতের বিপক্ষে সে ম্যাচে বেশ বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল।
০২ জুলাই, ২০২৪

ইনস্টিটিউট থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী
মাদারীপুরের শিবচরে প্রস্তাবিত শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টি‌য়ার টেকনোলজি থেকে নিজের নাম বাদ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে প্রতিষ্ঠানটির নাম বদলে হচ্ছে ‘ইনস্টিটিউট অব ফ্রন্টি‌য়ার টেকনোলজি’। সোমবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ইনস্টিটিউট অব ফ্রন্টি‌য়ার টেকনোলজি আইন ২০২৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। পরে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে উপস্থাপিত শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টি‌য়ার টেকনোলজি (শিফট) আইন-২০২৪-এর খসড়ার নীতিগত অনুমোদনের জন্য আজকের সভায় উপস্থাপিত হওয়ার পর প্রধানমন্ত্রী প্রথমেই বললেন- এটি তার নামে হবে না। এটি থেকে শেখ হাসিনা নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অব ফ্রন্টি‌য়ার টেকনোলজি আইন-২০২৪ এই নামে অনুমোদিত হয়েছে। এই ইনস্টিটিউটটি মূলত আইসিটিসংক্রান্ত প্রযুক্তি, গবেষণা, প্রযুক্তি উৎপাদন, গবেষণায় প্রশিক্ষণ প্রদান এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এটি হবে মাদারীপুরের শিবচরে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটির একটি গভর্নিং বর্ডি থাকবে এবং একজন প্রধান পৃষ্ঠপোষক থাকবেন। প্রধান পৃষ্ঠপোষক হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনার নামটা বাদ দিয়েছেন, তিনি তার নামটি গ্রহণ করেননি। তিনি এর আগেও একটি সিদ্ধান্ত হয়েছে, ওনার নামে নিষেধ করেছেন। যেহেতু এই জাতীয় একটি প্রথম প্রতিষ্ঠান হবে এবং এটির মূল উদ্দেশ্য এটি যেন আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করতে পারে। মন্ত্রিসভা থেকে অনুরোধ করা হয়েছে (প্রধানমন্ত্রীর নামে) কিন্তু উনি সম্মত হননি। উনি উনার নামে প্রতিষ্ঠান না করার নির্দেশনা দিয়েছেন।   দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না। দুর্নীতি তো সবাই করে না। যারা দুর্নীতি করছে, সরকারের নজরে এলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাহবুব হোসেন বলেন, দুর্নীতি করে পালিয়ে যাওয়া সম্ভব না। দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে সরকার কাউকে ছেড়ে দিয়েছে এমন নজির নেই।
০১ জুলাই, ২০২৪

আরব লীগের সন্ত্রাসী তালিকা থেকে বাদ লেবাননের যোদ্ধা গোষ্ঠী
আরব লীগের সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর নাম। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর হামলা-পাল্টা হামলার মধ্যে সন্ত্রাসী তালিকা থেকে গোষ্ঠীটির নাম বাদ দেওয়া হয়েছে। শনিবার (২৯ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।    আরব বিশ্বের দেশগুলো নিয়ে গঠিত আরব লীগ। টেলিভিশনে এক ভাষণে জোটের সেক্রেটারি জেনারেল হোসসাম জাকি বলেন, হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়।  লীগের আগের সিদ্ধান্ত অনুসারে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছিল। এ সিদ্ধান্তের কারণেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।  জেনারেল হোসসাম জাকি বলেন, জোটের সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়। জোটের সদস্য রাষ্ট্র ও হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের সব শর্ত পূরণ করা হয়েছে বলেও জানান তিনি।  ২০১৬ সালের ১১ মার্চ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে আরবলীগ। ইসরায়েলের মিত্র পশ্চিমা দেশগুলোর চাপের ফলে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।    বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ যেভাবে ইসরায়েল ও গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তা আরব দেশগুলোর জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ বিষয়টিই হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জোটকে উদ্বুদ্ধ করেছে। 
৩০ জুন, ২০২৪

আহমাদিনেজাদ-লারিজানির বাদ পড়া বিতর্কিত
আগের নির্বাচনগুলোর মতো দেশটিতে আগে থেকে গুরুত্বপূর্ণ পদে থাকা কিছু সুপরিচিত রাজনৈতিক ব্যক্তির প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়টা ইরানের রাজনৈতিক মহলে এখন ভীষণ আলোচিত একটি বিষয়। মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কলেজ অব আর্টস, সায়েন্সেস অ্যান্ড এডুকেশনের ডিন, ইরান বিশেষজ্ঞ মেহরজাদ বোরুজেরদি বলেন, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং সাবেক স্পিকার আলি লারিজানির বাদ পড়া সবচেয়ে বেশি বিতর্কিত। আহমাদিনেজাদের আট বছরের প্রেসিডেন্ট পদে থাকার অভিজ্ঞতা সত্ত্বেও এবং সর্বোচ্চ নেতার একটি প্রভাবশালী উপদেষ্টা সংস্থা এক্সপিডিয়েন্সি কাউন্সিলে তার বর্তমান অবস্থান থাকা সত্ত্বেও তাকে অনুমোদন দেওয়া হয়নি। যদিও একসময় আহমাদিনেজাদ আয়াতুল্লাহ খামেনির প্রিয়পাত্র বলে বিবেচিত ছিলেন, কিন্তু তার দ্বিতীয় মেয়াদের শেষের দিকে তিনি সর্বোচ্চ নেতার আস্থা হারান। বোরুজেরদি বলেন, একইভাবে আলি লারিজানি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক মন্ত্রী, সংসদের স্পিকার এবং সেক্রেটারি হিসেবে উল্লেখযোগ্য রাজনৈতিক ভিত্তি থাকা অন্য আরেকটি এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য, তিনিও অযোগ্য ঘোষিত হন। বারবার তাদের প্রার্থিতা বাতিল হওয়াটা প্রমাণ করে যে, তাদের রক্ষণশীলতার ধরন আর সুপ্রিম লিডার এবং গার্ডিয়ান কাউন্সিল পছন্দ করছে না।
২৭ জুন, ২০২৪

ডি মারিয়াকে বাদ দিয়ে চিলির মুখোমুখি আর্জেন্টিনা
কোপা আমেরিকার ৪৮তম আসরে নিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। একই ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে বুধবার (২৬ জুন) সকালে চিলির মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলিয়ানদের বিপক্ষে হৃদয় ভেঙে ছিল মেসি-ডি মারিয়াদের। ২০১৬ সালে কোপার শতবর্ষী আসরের ফাইনালে চিলি কাছে হেরেছিল আর্জেন্টাইনরা। সেই দুঃখ ভোলার সুযোগ লা আলবিসেলেস্তাদের। গত ২১ জুন কানাডাকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। এ ম্যাচে জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে মেসিদের। Locked in pic.twitter.com/PE3ahruwq1 — CONMEBOL Copa América️ ENG (@copaamerica_ENG) June 26, 2024 এ ম্যাচের একাদশে ৩টি পরিবর্তন এনেছেন লিওনেল স্কালোনি। অ্যাঞ্জেল ডি মারিয়ার পরিবর্তে একাদশে ফেরানো হয়েছে নিকোলাস গঞ্জালোসকে। আর লিয়ান্দ্রো পারেদেসের বদলে শুরুর একাদশে ফিরেছেন এনজো ফার্নান্দেজ। রক্ষণে আকুনার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নিকোলাস ট্যাগলিয়াফিকো। কানাডার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনের রণকৌশল এ ম্যাচেও ধরে রেখেছেন চিলির বিপক্ষে আর্জেন্টিনার একাদশ   গোলকিপার : এমিলিয়ানো মার্টিনেজ   রক্ষণভাগ : নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো   মাঝমাঠ : রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার     আক্রমণভাগ :  নিকোলাস গঞ্জালোস, লিওনেল মেসি (অধিনায়ক), জুলিয়ান আলভারেজ
২৬ জুন, ২০২৪

ডি মারিয়াকে বাদ দিয়ে চিলির বিপক্ষে মেসিদের একাদশ?
কোপা আমেরিকায় নিজের প্রথম ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে বুধবার সকালে চিলির মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। এর আগে এই মাঠে হৃদয় ভেঙে ছিলো আর্জেন্টাইনদের। ২০১৬ সালে কোপার শতবর্ষী আসরের ফাইনালে চিলিয়ানদের কাছে হেরেছিল মেসিরা। সেই দুঃখ ভোলার সুযোগ লা আলবিসেলেস্তাদের। গত ২১ জুন কানাডাকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। সে ম্যাচে শুরু থেকে আক্রমণে যায় মেসিরা। তবে চিলির বিপক্ষে ভিন্ন পন্থা নিতে পারেন দলের কোচ। এ ম্যাচের একাদশে পরিবর্তন আনতে পারেন লিওনেল স্কালোনি। শুধু তাই নয় পরিবর্তন আসতে পারে রণ কৌশলেও। কাজেই বদলে যেতে পারে ফরমেশনও। Final session before our second match pic.twitter.com/z52JsW2mIU— Selección Argentina in English (@AFASeleccionEN) June 25, 2024 চিলির বিপক্ষে জয় পেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনার। কানাডার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দলের রণকৌশল সাজিয়ে ছিলেন আর্জেন্টাইন কোচ। তবে চিলির বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজাতে পারেন তিনি। চিলির বিপক্ষে সম্ভাব্য আর্জেন্টিনার একাদশ   এমিলিয়ানো মার্টিনেজ (গোলকিপার) :  বর্তমানে আর্জেন্টিনার ১ নম্বর গোলকিপার তিনি। সর্বশেষ ১৪ ম্যাচের ১২টিতে গোলহজম করেনি এমি। নাহুয়েল মলিনা (রাইট ব্যাক) : অ্যাতলেটিকো মাদ্রিদের ডিফেন্ডারের উপর বেশ ভরসা লিওনেল স্কালনির। চিলির বিপক্ষে ৪০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন তিনি। ক্রিস্টিয়ান রোমেরো (সেন্ট্রাল ব্যাক) : ইনজুরিতে না পড়লে কোপা আমেরিকায় আর্জেন্টিনার রক্ষণ সামলানোর দায়িত্ব থাকবে রোমেরোর কাঁধে। লিসান্দ্রো মার্তিনেজ (সেন্ট্রাল ব্যাক) : সবশেষ তিন ম্যাচ শুরুর একাদশে আছেন লিসান্দ্রো। রোমেরোর সঙ্গে তার বোঝাপড়া দারুণ। তাই অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডির পরিবর্তে তাকে খেলাচ্ছেন কোচ। মার্কোস আকুনা (লেফট ব্যাক) : নিকোলাস ত্যাগলিয়াফিকো স্কোয়াডে থাকার পরও আকুনাকে বেশি পছন্দ আর্জেন্টাইন কোচের। রদ্রিগো ডি পল (সেন্ট্রাল মিডফিল্ড) : আর্জেন্টিনার মিডফিল্ডে ডি পলের শক্তিশালী উপস্থিতি সব সময় চোখে পড়ে। রক্ষণে সহায়তা করার পাশাপাশি পালটা আক্রমণে তিনি বেশ কার্যকর। লিয়ান্দ্রো পারেদেস (সেন্ট্রাল মিডফিল্ড) : পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস এখনো আসেনি এনজো ফার্নান্দেজের। তাই লিয়ান্দ্রোকে শুরু একাদশে রাখবেন স্কালোনি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (সেন্ট্রাল মিডফিল্ড) : কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয়ে ম্যাক অ্যালিস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং লিভারপুলের মিডফিল্ডার চিলির বিপক্ষে আক্রমণে আরও বেশি সক্রিয় থাকবেন। জিওভানি লো সেলসো (অ্যাটাকিং মিডফিল্ড) : চিলির বিপক্ষে ডি মারিয়াকে বিশ্রাম দেওয়া হবে বলে গুঞ্জন রয়েছে। ফলে আক্রমণভাগের সঙ্গে মিডফিল্ডের সংযোগ রাখতে সেলসোকে গুরুত্বপূর্ণভূমিকা পালন করতে হবে। লিওনেল মেসি (সেন্ট্রাল ফরোয়ার্ড) : কানাডার বিপক্ষে দুটি অ্যাসিস্ট করেন মেসি। বেশ কয়েকটি গোল মিস করেন তিনি। এবার হয়তো সেই ভুল গুলো পুনরায় করতে চাইবেন না আটবারের ব্যালন ডি 'অর বিজয়ী। জুলিয়ান আলভারেজ (স্ট্রাইকার) : এবারের কোপায় আর্জেন্টিনার প্রথম গোলদাতা তিনি। এবারের শুরু একাদশে তার থাকা নিশ্চিত। তবে তাকে সবসময় চ্যালেঞ্জ জানাচ্ছেন লাউতারো মার্তিনেজ। কানাডার বিপক্ষে গোলও পেয়েছিলেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
২৫ জুন, ২০২৪

‘শরীফার গল্প’ বাদ দেওয়ার নির্দেশ মন্ত্রণালয়ের
পাঠ্যবইয়ে আলোচিত-সমালোচিত ‘শরীফার গল্প’ বাদ দিয়ে এর পরিবর্তে অন্য গল্প সংযোজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এক চিঠিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) এই নির্দেশনার কথা জানায় মন্ত্রণালয়। নতুন শিক্ষাক্রমে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের গল্প এটি। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে এ গল্পটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এনসিটিবিকে পাঠানো মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ‘এই গল্পের পরিবর্তে অন্য আরেকটি গল্প সংযোজন করার জন্য জেন্ডার বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেওয়া যেতে পারে এবং গল্পের পরিবর্তে সংশোধিত গল্প সংযোজন করার ব্যবস্থা নিন।’ জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান (চলতি দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, আমরা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। সে আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। চলতি বছরের শুরু থেকেই শরীফার গল্প নিয়ে অল্পবিস্তর আলোচনা শুরু হয়। তবে গত ১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে সৃষ্ট একটি ঘটনায় গল্পটি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। সে সেমিনারে নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের শরীফার গল্প যে কয়েকটি পৃষ্ঠায় রয়েছে, সে পৃষ্ঠাগুলো ছিঁড়ে আলোচনায় আসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর গল্পটি নিয়ে শুরু হয় বিতর্ক। পরে ২৪ জানুয়ারি ‘শরীফার গল্প’ পর্যালোচনা করার জন্য উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটিও শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়। এরই আলোকে গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করে মন্ত্রণালয়।
২৫ জুন, ২০২৪

রোহিত-কোহলিকে বাদ দেওয়াসহ গম্ভীরের পাঁচ শর্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের পদে আর থাকছেন না রাহুল দ্রাবিড়। রোহিত শর্মা-বিরাট কোহলিদের প্রধান কোচের পদে একমাত্র প্রার্থী গৌতম গম্ভীর। গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) কাছে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নিজের পাঁচটি শর্তের কথা জানিয়েছেন গম্ভীর। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড সেই শর্তগুলো মেনে নিলেই কোচের দায়িত্ব নেবেন তিনি। বিসিসিআই গম্ভীরের শর্তগুলো কথা কিছুই জানায়নি। তবে বোর্ড সূত্রের বরাত দিয়ে গম্ভীরের শর্তগুলো প্রকাশ করেছে ভারতীয় এক গণমাধ্যম। প্রথম শর্ত: ভারত জাতীয় দলের ক্রিকেটীয় সকল বিষয় থাকবে তার নিয়ন্ত্রণে। তিনি বোর্ডের কর্তাদের কোনো প্রকার হস্তক্ষেপ মেনে নিবেন না। দ্বিতীয় শর্ত: নিজের পছন্দ অনুযায়ী সহকারী কোচদের বেছে নেওয়ার ক্ষমতা থাকবে তার কাছে। সহকারী কোচদের ব্যাপারে কারো অনুরোধ বা সুপারিশ শুনবেন না তিনি। তৃতীয় শর্ত: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে  অগ্নিপরীক্ষা দিতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সামিকে। আইসিসির এই বৈশ্বিক আসর পর্যন্ত জাতীয় দলের দরজা তাদের জন্য খোলা থাকবে। যদি তারা দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতাতে না পারে, তাহলে হলে বাদ দেওয়া হবে তাদের। চতুর্থ শর্ত: টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা দল চেয়েছেন তিনি। ক্রিকেটারদের চাপ নেওয়ার ক্ষমতা এবং দক্ষতা দেখে দল নির্বাচন করা হবে। পঞ্চম শর্ত: দায়িত্ব নেওয়ার দিন থেকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা তৈরিতে করে কাজ করতে দিতে হবে তাকে। ভারতকে ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় শিরোপা জেতানোই তার প্রধান লক্ষ্য। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দলের সিনিয়র চার ক্রিকেটার রোহিত, কোহলি, জাদেজা এবং সামিকে বাদ দেওয়ার পথ এখন থেকেই তৈরি করতে চাইছেন তিনি। তবে  টেস্ট দলে তাদের রাখা হবে নাকি বাদ দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানাননি গম্ভীর। তবে আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ না জিততে পারলে, চার ক্রিকেটারের টেস্ট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে পারে। এদিকে বিসিসিআইয়ের কর্তাদের একাংশ মনে করছে সাদা বলের ক্রিকেট অর্থাৎ ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তরুণদের প্রাধান্য দিতে চান গম্ভীর। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়ার জন্য তরুণদের বাড়তি সময় দিতে চান তিনি।
২৪ জুন, ২০২৪

বাদ পড়লেন রোশান-বুবলী
পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল। ২০২২ সালে অনেকটা চমকে দিয়েই ‘বিট্রে’ শিরোনামে নতুন একটি সিনেমার ঘোষণা দেন তিনি। ঘটা করে এফডিসিতে করেন সিনেমার মহরত। প্রধান দুই চরিত্রে তিনি নির্বাচন করেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে। সিনেমার কাজও এরই মধ্যে ৪০ ভাগ সম্পন্ন হয়েছে। তবে এবারের ঈদে ‘রিভেঞ্জ’ সিনেমাটি ফ্লপ হওয়ায় ‘বিট্রে’ থেকে বাদ দেওয়া হলো এই জুটিকে। রোশান-বুবলীকে সিনেমা থেকে বাদ দেওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন নির্মাতা এমডি ইকবাল। তিনি বলেন, ‘আমরা অনেক কষ্ট করে একটি সিনেমা নির্মাণ করি, যার জন্য অর্থ ও শ্রম দুটিই ব্যয় হয়। দর্শকদের কথা মাথায় রেখে প্রতিটি সিনেমা নির্মাতা যত্নের সঙ্গে কাজ সম্পন্ন করেন। কিন্তু সেই দর্শকই যদি রোশান-বুবলীর জুটি পছন্দ না করেন, তাহলে সিনেমাটি আমি কাদের জন্য বানাব! যার প্রমাণ ঈদে মুক্তি পাওয়া আমার রিভেঞ্জ সিনেমা। এত কষ্ট করে সবার প্রচেষ্টায় ভালো একটি কাজ এই জুটির জন্য ফ্লপ হয়ে গেল। তাই তাদের নিয়ে আমি আর নতুন সিনেমা করছি না। এরই মধ্যে বিট্রের ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাজেটের অর্ধেক অর্থও কিন্তু শেষ। তার পরও আমি ঝুঁকি নিয়ে তাদের বাদ দিয়েছি। এখন নতুন করে ভাবছি। এটুকুই বলব, নতুন জুটিতে বড় চমক থাকবে।’ উল্লেখ্য, গত ঈদেও বুবলী অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়।
২৩ জুন, ২০২৪

তাসকিনকে বাদ দিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। অ্যান্টিগায় সেই সমীকরণে টস জিতেছে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বাদ দিয়ে, একাদশে নেওয়া হয়েছে জাকের আলী অনিককে। আর অপরিবর্তি একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। দুই দলের একাদশ বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান। ভারত : বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরা।
২২ জুন, ২০২৪
X