নিয়োগ বাণিজ্য স্থগিত করে কর্মরত কর্মচারীদের স্থায়ী করার দাবি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নিয়োগ বাণিজ্য স্থগিত করে কর্মরত কর্মচারীদের স্থায়ী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দাবি আদায় না হলে আসন্ন ঈদুল ফিতরের পর বিক্ষোভ সমবেশ, কর্মবিরতি, আমরন অনশনের মতো কঠোর আন্দোলন করা হবে বলেও ঘোষণা করেন তারা। সোমবার (২৫ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ধারাবাহিক আন্দোলনের ফলে কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আমাদের আলোচনা হয়। এর প্রেক্ষিতে পাওনা বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও চাকরি স্থায়ীকরণের ব্যাপারে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি।   তারা বলেন, বিআইডব্লিউটিসিতে দীর্ঘ বছর (২০-০৫ বছর) ধরে ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে প্রায় ৬০০ শ্রমিক ও কর্মচারী অস্থায়ীভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু ২০১১ সাল থেকে আমাদের স্থায়ীকরণ না করে বারবার পত্রপত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপিয়ে স্থায়ীভাবে লোকবল নিযুক্ত করা হয়েছে। অথচ আইন অনুযায়ী অভিজ্ঞ ও দীর্ঘ মেয়াদে চাকরিরতদের অগ্রাধিকার দিয়ে তারপর শূন্য (যদি থাকে) তবেই বাহির থেকে লোকবল নিযুক্ত করা যাবে। সেই ভিত্তিতে ২০০৬ সালে ৩য় ও ৪র্থ শ্রেণি পদে প্রায় ৪২৫ জনকে স্থায়ী করা হয়। তারা আরও বলেন, বর্তমানে ভিন্ন ভিন্ন পদে বহুপদে শূন্য পদ থাকা সত্ত্বেও পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে লোকবল নিয়োগের মতো ষড়যন্ত্র চলছে। বিআইডব্লিউটিসির পর্ষদবৃন্দদের কাছে জানাতে চাই- এ ধরনের নিয়োগ প্রক্রিয়া অতিসত্ত্বর বাতিলপূর্বক সংস্থার বিধিমালা/প্রবিধানমালা অনুযায়ী এবং মহামান্য রাষ্ট্রপতির ১৯৭২ সালের ৫(২) ও ২৫(১) ধারায় উল্লেখিত আদেশনামা অনুযায়ী বিগত দিনের ন্যায় বোর্ড-বাই সার্কুলেশন অর্থাৎ পর্ষদ সভার মাধ্যমে অস্থায়ীদের স্থায়ীকরণ করা হোক।
২৫ মার্চ, ২০২৪
X