জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আজ
দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও ২০২৪ সালের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার (৫ জুন)। জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর। এই বাজেট অধিবেশন হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বাজেট ঘোষণা করা হলে এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। বর্তমান সরকারের এটি প্রথম বাজেট। ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে এ সরকার। অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে প্রায় ৮ লাখ কোটি টাকা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থবছরের বাজেট হবে দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ সরকারের ৬ মেয়াদে ২৫তম বাজেট। প্রসঙ্গত, ১৯৭২ সালে তাজউদ্দীন আহমদ স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী হিসেবে দেশের প্রথম বাজেট পেশ করেন। দেশের প্রথম বাজেটের আকার ছিল ৭.৮৬ বিলিয়ন টাকা এবং এডিপির আকার ছিল ৫.০১ বিলিয়ন টাকা।
০৫ জুন, ২০২৪

বাজেট অধিবেশন শুরু আজ
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ বুধবার শুরু হচ্ছে। বিকেল ৫টা থেকে শুরু হবে এ অধিবেশন। তার আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে। চলতি অধিবেশন কতদিন চলবে, তা সেখানে নির্ধারণ হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ সূত্রে জানা যায়, সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। তবে এবারের অধিবেশন সেরকম নাও হতে পারে। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা। এর আগে ১০ জুন সম্পূরক বাজেট পাস হবে। চলতি অধিবেশন শেষ হতে পারে আগামী ৯ জুলাই। রেওয়াজ অনুযায়ী, চলতি সংসদের কোনো সদস্য মৃত্যুবরণ করলে তার পরের অধিবেশনের প্রথম বৈঠকে শোকপ্রস্তাব গ্রহণ করে মুলতবি করা হয়। ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সম্প্রতি কলকাতায় খুন হন। তবে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় আজকের বৈঠকে কোনো শোকপ্রস্তাব থাকবে না বলে জানা যায়। সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এ ছাড়া থাকবে চারটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তরও।
০৫ জুন, ২০২৪

বাজেট অধিবেশন বসছে ৫ জুন
আগামী ৫ জুন সংসদের বাজেট অধিবেশন বসছে। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন। সংসদ সচিবালয় সূত্র জানায়, ৬ জুন আগামী অর্থবছরের বাজেট সংসদে পেশ করা হতে পারে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের মূল বরাদ্দ থেকে বাড়িয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনা বাবদ বরাদ্দের প্রস্তাব ১ লাখ ১২ হাজার কোটি টাকা করার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অবশ্য চলতি অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনা বাবদ সংশোধিত বাজেট বরাদ্দ ৯৮ হাজার কোটি টাকাকে ভিত্তি ধরলে এই বৃদ্ধি হতে পারে অন্তত ১৪ হাজার কোটি টাকা। 8
২১ মে, ২০২৪

বাজেট অধিবেশন শুরু ৫ জুন
আগামী ৫ জুন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন বিকাল ৫টা থেকে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।  সোমবার (২০ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। জানা গেছে, আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের অধিবেশন দীর্ঘ হবে বলে জানা গেছে।  অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। সেখানে অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপিত হবে।  দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলতি মাসের ২ তারিখ হতে শুরু হয়ে ৯ মে শেষ হয়। ওই অধিবেশনে একটি বিল পাস হয়।  জানা গেছে, বর্তমান সরকারের চতুর্থ মেয়াদের প্রথম বাজেট তৈরির কাজ মূলত গত ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে। এবারের বাজেটটি প্রথমবারের মতো উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নির্দেশনা রয়েছে, আগামী ৩০ মের মধ্যে বাজেট প্রণয়ন ও এ-সংক্রান্ত সব ধরনের ছাপার কাজ শেষ করতে হবে। বিদ্যমান বাস্তবতায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কারোরই এখন দম ফেলার ফুরসত নেই। এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি রুটিন ওয়ার্ক কাজের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন শুরু হয়েছে সেই ফেব্রুয়ারি থেকেই। ওই সময় থেকেই একদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের অগ্রগতি মূল্যায়ন সম্পন্ন করা এবং প্রস্তাবিত বাজেট সংশোধন ও সম্পূরক বাজেট তৈরির কাজ শুরু হয়েছে।  অন্যদিকে, চলতি বছরের বাজেটের অগ্রগতি মূল্যায়নের ভিত্তিতে একই সঙ্গে আগামী অর্থবছরের বাজেট তৈরির কাজও সমান তালে এগিয়ে গেছে। আর এসব কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে ইতোমধ্যে বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। কাজের চাপ এতটাই বেড়েছে, তারা অফিসেও আসছেন সকাল ৮টার মধ্যে, আবার বেরও হচ্ছেন রাত ৮টার পর। অর্থাৎ খাওয়ার সময়টি ছাড়া তারা সার্বক্ষণিক ব্যস্ত থাকছেন বাজেটকে এগিয়ে নেওয়ার কাজে।
২০ মে, ২০২৪
X