পদত্যাগ করলেন বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান চুন্নু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু।  মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি শামসুল আলম নিজেই নিশ্চিত করেছেন। শামসুল আলম বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি বলেন, ‘আমি মনে করি উপজেলা পর্যায়ে আমার জনপ্রিয়তা রয়েছে। তাই জাতীয় সংসদ নির্বাচনে আমার বিজয়ের বিষয়েও আমি আশাবাদী। আর তাই সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। আমি নিজেই ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। বুধবার (২৯ নভেম্বর) সকালে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় করব।’ এ ছাড়া বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করবেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, বাকেরগঞ্জ উপজেলার টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু। ইতোপূর্বে নিজ উপজেলায় শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বরিশাল বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মাননাও পেয়েছেন তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুল আলম চুন্নু। তবে এ আসনে দল থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর (অব.) হাফিজ মল্লিক।
২৮ নভেম্বর, ২০২৩
X