দিল্লিতে বাংলাদেশ ভারত কৌশলগত সংলাপ শুরু আজ
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অনন্ত অ্যাস্পেন সেন্টারের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে দুদিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ কৌশলগত সংলাপ’ শুরু হচ্ছে। সংলাপে উদীয়মান ভূ-কৌশলগত পরিস্থিতির প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় সম্পর্কের বিবর্তনও মূল্যায়ন করা হবে। এ উদ্যোগের প্রথম সংলাপটি গত বছরের ১৮ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সিপিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেশী দেশের থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে অনুষ্ঠেয় এ আয়োজন ট্র্যাক-টু (বেসরকারি) উদ্যোগ। সিপিডি ২০০৪ সাল থেকে ভারতের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ঢাকায় ও দিল্লিতে সংলাপ আয়োজন করে আসছে। এবারের সংলাপে পানি বণ্টন, সড়ক, রেল, নৌসহ বহুমুখী যোগাযোগ ব্যবস্থা, উপকূলীয় বন্দর ব্যবস্থা, আর্থিক খাতে সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, ডিজিটাল কানেকটিভিটিসহ মাল্টিমোডাল সংযোগের বিষয়ে মতবিনিময় করবেন দুদেশের বিশেষজ্ঞরা। এমন সময়ে দিল্লিতে সংলাপটি হচ্ছে যখন দুদেশই নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। দুদেশের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ এবং অংশীদারদের জন্য এ সংলাপে দুদেশের আশা-আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের পুনর্গঠন নিয়ে আলোচনার একটি সুযোগ হবে। বাংলাদেশ থেকে অংশ নেবেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক, সাখাওয়াত হোসেন, অধ্যাপক আমেনা মহসিন, অধ্যাপক ম তামিম এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামস মাহমুদ।
২২ জুন, ২০২৩
X