পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক থাকার অনুরোধ
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘অতিরঞ্জিত রিপোর্ট’ দাবি করে এসবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)। শুক্রবার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তি এবং গণতন্ত্র ও দেশবিরোধী চক্র কর্তৃক নাশকতামূলক কর্মকাণ্ড যেমন ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমাবাজি ও পেট্রোল বোমাবাজদের প্রতিহত করার ক্ষেত্রে পুলিশের সফলতার কারণে ওই গোষ্ঠী বাংলাদেশ পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ বিবেচনায় প্রতিনিয়তই পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সমালোচনায় লিপ্ত। স্বাধীনতা ও দেশবিরোধী চক্র তাদের দোসর বিদেশে পলাতক সাইবার সন্ত্রাসীরা ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে পুলিশ কর্মকর্তাদের চরিত্র হননে ব্যস্ত। তাদেরই অনুকরণে ইদানিং কোনো কোনো গণমাধ্যম বাংলাদেশ পুলিশের বর্তমান ও প্রাক্তন সদস্য সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর নেতিবাচক সংবাদ প্রকাশ করছে, যা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্য বলে প্রতীয়মান হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের রিপোর্টের অধিকাংশ ক্ষেত্রেই কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই। তথ্যসূত্রবিহীন বাস্তবতা বিবর্জিত অতিকথিত এ ধরনের রিপোর্টে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যদের মনোবল ক্ষুণ্নের পাশাপাশি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার যথেষ্ট অবকাশ রয়েছে। পলাতক সাইবার সন্ত্রাসীদের অনুপ্রেরণায় বাংলাদেশ পুলিশের পেশাদার ভূমিকাকে জনসমক্ষে প্রশ্নবিদ্ধ করে পুলিশকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য কতিপয় মিডিয়া অত্যন্ত সচেতনভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে এক ধরনের কুৎসিত প্রচার যজ্ঞে শামিল হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কোনো মিডিয়া হাউস ব্যক্তিগত আক্রোশ ও নিজস্ব স্বার্থ রক্ষায় কোনো কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর নেতিবাচক সংবাদ প্রকাশ ও প্রচার করছে; যা সাংবাদিকতার নীতিমালা বিরোধী। এমতাবস্থায়, কী কারণে, কার উদ্দেশ্য হাসিল ও কার ম্যানডেট বাস্তবায়নের জন্য কতিপয় মিডিয়া বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে এমন কুৎসা রটনায় লিপ্ত- সে প্রশ্ন উত্থাপন করা অযৌক্তিক নয়। দুর্নীতির বিরুদ্ধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে বাংলাদেশ পুলিশ। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হয় না। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হয়। আমরা বিশ্বাস করি, গণমাধ্যম সমাজের দর্পণ। গণমাধ্যম কর্তৃক গঠনমূলক সমালোচনাকে আমরা বরাবরই স্বাগত জানাই। কিন্তু গণমাধ্যমে কোনো খণ্ডিত বা আংশিক সংবাদ প্রকাশের প্রতিবাদ করতে চাই। গণমাধ্যমে কোনো ঘটনার সামগ্রিক চিত্র উঠে আসুক, সত্য উন্মোচিত হোক। গণমাধ্যমের রিপোর্ট হোক সত্যাশ্রয়ী ও বস্তুনিষ্ঠ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়— বাংলাদেশ পুলিশ কখনোই গণমাধ্যমের কাছে এ ধরনের অপেশাদারি সাংবাদিকতা প্রত্যাশা করে না। আমরা চাই, সমাজের সকলের ন্যায়সংগত অধিকার সুনিশ্চিত হোক, সমাজ থেকে বঞ্চনা দূর হোক, মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত হোক। আমাদের প্রাণপ্রিয় স্বদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে মাথা উঁচু করে দাঁড়িয়ে মর্যাদায় আলোকিত প্রাঙ্গণে উপনীত হোক। জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এ ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্যও আমরা সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।
২১ জুন, ২০২৪

সাঁওতালদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দিল পুনাক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শীতার্ত সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। গতকাল মঙ্গলবার ‘মানবতাবোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়’ এ প্রতিপাদ্যে শীতবস্ত্রের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও স্যানিটারি ল্যাট্রিন সরবরাহ করা হয়। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এসময় পুনাক সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সহসভানেত্রী আফরোজা পারভীন, ডা. প্রথমা রহমান সিদ্দিকী, নাফিস সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদিকা মাহমুদা নাজনীন, তৌহিদা নূপুরসহ পুনাকের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পুনাক সভানেত্রী বলেন, দেশের ছোট ছোট গোষ্ঠী বা সম্প্রদায়ের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করতে চাই। বাংলাদেশের প্রত্যন্ত এলাকা নাচোলে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। তিনি বলেন, আজ সাঁওতালদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমরা বাংলাদেশের অন্যান্য স্থানের পিছিয়ে পড়া মানুষের জন্যও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। সাঁওতালদের বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধেও সাঁওতালদের অনন্য অবদান রয়েছে। অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক হাজার ৩০০ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া, পাঁচশজনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে নাচোলের মহানইল গ্রামে দশটি স্যানিটারি ল্যাট্রিন সরবরাহ করা হয়। এ অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুনাক সভানেত্রী  ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। সহযোগিতায়  ছিলেন সাধারণ সম্পাদিকা নাসিম আমীন  এবং সমাজ কল্যাণ ও স্বাস্থ্য দপ্তরের সদস্যরা। অনুষ্ঠান বাস্তবায়নে ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
২৪ জানুয়ারি, ২০২৪

একাধিক পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স । প্রতিষ্ঠানটি ৭টি শূন্য পদে ২১ জন নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৬ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স পদসংখ্যা : ০৭টি  লোকবল নিয়োগ : ২১ জন  পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর  পদসংখ্যা : ০৩টি  বেতন : ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমান ডিগ্রি পদের নাম : কম্পিউটার অপারেটর  পদসংখ্যা : ০২টি  বেতন : ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর  পদসংখ্যা : ০৭টি  বেতন : ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমান ডিগ্রি পদের নাম : নার্সিং সহকারী পদসংখ্যা : ০১টি  বেতন : ৯,৭০০-২৩,৪৯০ (গ্রেড-১৫)  শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং নার্সিং-এ ডিপ্লোমা  পদের নাম : ড্রাফটসম্যান  পদসংখ্যা : ০১টি  বেতন : ৯,৭০০-২৩,৪৯০ (গ্রেড-১৫)  শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাফটম্যানশিফ ট্রেড কোর্সে উত্তীর্ণ বা ড্রাফটম্যানশিফে ডিপ্লোমা  পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  পদসংখ্যা : ০৫টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)  শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম : ওয়ার্ড বয় পদসংখ্যা : ০১টি  বেতন : ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম : অফিস সহায়ক পদসংখ্যা : ০১টি  বেতন : ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন : অস্থায়ী  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : সিলেট  বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র/কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিখিল যোগ্য । বয়সের ক্ষেত্রে কোনো এফিভেডিট গ্রহণযোগ্য নয়। আবেদন ফি : ১ থেকে ৬ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৭ ও ৮ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২টাকা জমা দিতে হবে।  আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ০৩ জানুয়ারি ২০২৪
০৩ ডিসেম্বর, ২০২৩

ব্যক্তির দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না : বিপ্লব সরকার
কোনো পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না বলে মন্তব্য করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।  তিনি বলেন, বাংলাদেশ পুলিশ অত্যন্ত পেশাদার একটি বাহিনী। এখানো কোনো ব্যক্তির দায় নেওয়া হবে না।  সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। সাক্ষাৎ শেষে ডিএমপির নিজ কার্যালয়ে এসব কথা বলেন বিপ্লব সরকার। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ঘটনার পরপরই এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে কে দোষী, কে নির্দোষ প্রমাণিত হবে।
১১ সেপ্টেম্বর, ২০২৩
X