বিশ্বকাপ বাছাই / বাংলাদেশ দল এখন মেলবোর্নে
প্রায় সাড়ে ১৮ ঘণ্টার লম্বা ভ্রমণ শেষে গত সন্ধ্যায় মেলবোর্ন পৌঁছেছেন বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখী হবে লাল-সবুজরা। ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। মেলবোর্নের অ্যামি পার্কের ম্যাচের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে মেলবোর্ন গেছেন দলের সদস্যরা। সন্ধ্যায় মেলবোর্নে পা রেখে গোলরক্ষক মিতুল মারমা দলের সদস্যদের গ্রুপ ছবি পোস্ট করে লিখেছেন, ‘মেলবোর্নে এসে পৌছালাম।’ শৃঙ্খলা জনিত কারণে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের দুই ম্যাচের স্কোয়াডের বাইরে ছিলেন শেখ মুরসালিন। বসুন্ধরা কিংসের এ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়েই অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ দল। তার দুই ক্লাব সতীর্থ তপু বর্মণ ও আনিসুর রহমান জিকোরা শৃঙ্খলা জনিত কারণে এখনও দলের বাইরে আছেন। বাংলাদেশ ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড। আক্রমণাত্বক ফুটবল খেলার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এ কোচ। নিয়মিত বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝড় সামলাতে হবে বাংলাদেশকে। মেলবোর্নে আগামি কয়েকদিন সে প্রস্তুতিই নেবেন হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ২০১৫ সালের পর এই প্রথম সকারুদের মুখোমুখী হবে বাংলাদেশ।
১২ নভেম্বর, ২০২৩

ভোরে দেশে ফিরছে বাংলাদেশ দল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের হার দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ দলের ২০২৩ বিশ্বকাপ মিশন। অজিদের বিপক্ষে হারলেও বেশ নির্ভর হয়েই মধ্যরাতে দেশের বিমান ধরবে টাইগার বাহিনী। আগামীকাল স্বাগতিক ভারতের বিপক্ষে নেদার‌ল্যান্ডস হারলেই ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।    শনিবার (১১ নভেম্বর) পুনেতে ৩০৬ রান তুলেও মিশেল মার্শের অপরাজিত ১৭৭ রানের তাণ্ডবে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপ অধ্যায় শেষ হওয়ায় ভোর ৪টায় দেশে ফিরে আসছে শান্ত-মিরাজরা।    আজ রাতে ঢাকার বিমান ধরবে টাইগাররা। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল। তবে ধারণা করা হচ্ছে, দলের সঙ্গে বিদেশি কোচরা আসবেন না। নিজ নিজ দেশে ফিরে যাবেন অ্যালান ডোনাল্ড-নিক পোথাসরা। তবে আইসিসির ব্যবস্থাপনায় দেশের বিমান ধরবে বাংলাদেশ দল।  রাত ১টায় চার্টার্ড ফ্লাইট পুনে থেকে রওনা দেবে বাংলাদেশ। ভোর ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে লিটন-শান্তরা। বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় আগামীকাল ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলেই নিশ্চিত হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলা। দেশে ফেরার পর কিছুদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। এরপর চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করবেন টাইগাররা।  
১১ নভেম্বর, ২০২৩

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা
আগামী ২০ অক্টোবর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। পাক নারী দলের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১৮ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।  বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন সাথী রানি, নিশিতা আক্তার নিশি, ফারিহা ইসলাম তৃষ্ণা ও শরিফা খাতুন। সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসের নারী টি২০ দল থেকে বাদ পড়েছেন ফারজানা হক, দিশা বিশ্বাস ও লতা মণ্ডল। তবে এই সিরিজের দলেও সুযোগ পাননি অভিজ্ঞ সালমা খাতুন, জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তা। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ৩টি ওয়ানডে ম্যাচ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অংশ। এই সিরিজের ম্যাচগুলোর ভেন্যুর তালিকায় রয়েছে চট্টগ্রাম এবং মিরপুরের নাম। ২৫, ২৭ ও ২৯ অক্টোবর চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৩টি ম্যাচই হবে দিবারাত্রীর। বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সাথী রানি।  
১৮ অক্টোবর, ২০২৩

তিন দিন বিশ্রাম পেল বাংলাদেশ দল
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হয় বাংলাদেশ। আগামী ১৯ তারিখে পরবর্তী ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে মহারাষ্ট্রের পুনেতে খেলবে সাকিবরা। সেই ম্যাচের জন্য আইসিসির ভাড়া করা বিমানে বিকেল ৪টায় পুনেতে পৌঁছান টাইগাররা। তবে চতুর্থ ম্যাচের আগে ৩ দিন ছুটি পাচ্ছে সাকিব বাহিনী। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে চেন্নাই থেকে বিমানের ফ্লাইটে মহারাষ্ট্র প্রদেশের পুনেতে এসে পৌঁছেছে বাংলাদেশ দল।   গতকাল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ব্ল্যাকক্যাপসদের কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। বড় প্রতিযোগিতায় টাইগার ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন রাখা হয়। তা ছাড়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারের পর ক্রিকেটারদের শরীর মন ক্লান্ত হয়ে পড়েছে। আর তাই তো রোহিতদের বিপক্ষে ম্যাচের আগে পুনেতে ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে তাদের। চেন্নাই থেকে দীর্ঘপথ ভ্রমণ করায় শনি, রবি ও সোমবার ছুটি দেওয়া হয়েছে বাংলাদেশ দলের। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ম্যাচের আগে পুনেতে দুদিন অনুশীলন করবেন সাকিবরা।  টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বিশ্রামের প্রয়োজনীয়তা জানিয়ে বলেন, ‘আমাদের এখন খুব ভালো বিশ্রাম দরকার। বিশ্বকাপে মুশকিল হলো একটার পর একটা ম্যাচ দ্রুতই চলে আসে। তা ছাড়া প্রত্যেকটি ম্যাচ অনেক চাপের। আমাদের শক্তি অনেক শুষে নেয়। একটা চক্রের ভেতর পড়ে যেতে হয়। অনুশীলন করলে ফল মিলবে মনে হলেও আসলে তা না। আমাদের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন। সতেজ হয়ে আমরা ভারতের ম্যাচের জন্য প্রস্তুত হবো।’
১৪ অক্টোবর, ২০২৩
X