সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবের আবাহায় সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের মোহাম্মদ হৃদয় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) সৌদি আরব সময় রাত ৯টায় সৌদি আরবের আবাহায় মাহাইল তারগেস এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় প্রাণ হারান তিনি। নিহত হৃদয় চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মফিজ কোম্পানিপাড়ার আবুল হাসেম সওদাগরের একমাত্র ছেলে। স্থানীয়রা জানায়, গত দুই বছর আগে চাচার মাধ্যমে জীবিকা নির্বাহের জন্য সৌদি আরবে পাড়ি জমান মোহাম্মদ হৃদয়। সেখানে তার চাচার সুপার শপে চাকরি করতেন। ঘটনার দিন সৌদি আরব সময় রাত ৯টার দিকে তার কাছে বন্ধুরা বেড়াতে আসেন। তাদের গাড়িতে তুলে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার এসে তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার রাত ১১টার দিকে হৃদয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেখানে থাকা তার বন্ধু মোহাম্মদ বাবু। বর্তমানে তার মৃতদেহ আবাহায় মাহাইলের একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, হৃদয়ের দুর্ঘটনার খবর শুনে আমরা সবাই মর্মাহত। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই। ছেলেটি অল্প বয়সে সৌদি আরবে পাড়ি জমায়। ঈদুল আজহার একদিন আগে এমন দুর্ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
১৬ জুন, ২০২৪

আন্তর্জাতিক ইয়ুথ পার্লামেন্টের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি যুবক
বাংলাদেশের তরুণ, সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো. আবু জুবায়ের বিশ্বের অন্যতম বড় যুব সংগঠন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের ‘গ্লোবাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড-২০২৪’ এর জন্য মনোনীত হয়েছেন। যুবকদের উদ্বুদ্ধকরণ ও সামাজিক আন্দোলনের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।  গত ১১ মে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়াল স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে মো. আবু জুবায়েরের মনোনয়নের বিষয়টি জানানো হয়। আনুষ্ঠানিকভাবে পুরষ্কার গ্রহণের জন্য একজন জাতীয় প্রতিনিধি হিসেবে ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট ও অ্যাওয়ার্ড-২০২৪’ এ যোগদানের জন্য জুবায়েরকে ইউরেশিয়ার দেশ জর্জিয়ায় আমন্ত্রণ জানানো হয়।  বিশ্বের বিভিন্ন প্রান্তের যুবকদের উন্নয়নে কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডের আয়োজন করে থাকে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট।  এ ছাড়াও সংগঠনটি তরুণদের সামাজিক কাজ, উদ্যোক্তা তৈরি, গণতন্ত্র, উন্নত বিশ্বের জন্য টেকসই উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করে এবং বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবনী তরুণ নেতাদের একত্রিত হতে সহযোগিতা করে।
১৪ মে, ২০২৪

আরাকান আর্মির গুলিতে নিহত বাংলাদেশি যুবক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির গুলিতে আবুল কালাম (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে এ ঘটনা ঘটে। নিহত কালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতিরছড়ার মৃত বদিউজ্জামানের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল সকালে প্রতিদিনের মতো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জন্য খাদ্যসামগ্রী নিয়ে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন আবুল কালাম। খাদ্যসামগ্রী বুঝিয়ে দিয়ে ফেরার পথে আরাকান আর্মির এক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই সদস্য তাকে গুলি করেন। এতে ঘটনাস্থলে মারা যান আবুল কালাম। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন ও ৯ নম্বর ওয়ার্ড মেম্বার শামসুল আলম। শামসুল আলম বলেন, আবুল কালাম আমার এলাকার। তাকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তার লাশ ফেরত আনার চেষ্টা চলছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।
১৩ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাড়ির সামনে বাংলাদেশি যুবক নিহত
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিজ বাড়ির সামনে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে তিনি নিহত হন। সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই যুবক পারিবারে অস্বাভাবিক আচরণ করছিলেন। ফলে পরিবারের পক্ষ থেকে পুলিশে ফোন করা হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ওই যুবক অস্ত্র প্রদর্শন করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে তিনি নিহত হন।  নিহত ওই যুবকের নাম হোসেন আল রাজি (১৯)। তিনি স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ারেন শহরের রায়ান সড়কের ইলেভেন মাইলের উত্তরের একটি সড়কে পুলিশের গুলিতে নিহত হন।    ওয়ারেন পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে ফোন পেয়ে পুলিশ সেখানে যায়। তবে ওই যুবক পুলিশকে লক্ষ্য করে হ্যান্ডগান উঁচিয়ে ধরেন। এর ফলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়।  পুলিশ আরও জানিয়েছে, গুলি করার পর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।  রাজির বাবা মোহাম্মদ আতিক হোসেন জানান, পরিবারের সঙ্গে অস্বাভাবিক আচরণ করছিলেন রাজি। এজন্য জরুরি সেবা নম্বর ৯১১-এ কল করা হয়। তবে আমরা চাইনি, পুলিশ তাকে গুলি করে হত্যা করুক।  পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরে মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করেন তিনি। তার অস্বাভাবিক আচরণের কারণে পরিবারের সদস্যরা ভড়কে যান। একপর্যায়ে তারা ভয় পেয়ে গ্যারেজে আশ্রয় নেন।  পুলিশের গুলিতে নিহত ওই বাংলাদেশি পরিবার সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলার বাসিন্দা। তাদের পরিবারের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। এরমধ্যে রাজি সবার বড়। সাত বছর আগে আতিক হোসেন ফ্যামিলি ভিসায় যুক্তরাষ্ট্রে যান। 
১৩ এপ্রিল, ২০২৪

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। নিহত মো. এমরাজ হোসেন সুমন (২৮) ফেনীর দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। সুমনের চাচাতো ভাই শেখ ফরিদ উদ্দিন জানান, ১০ বছর আগে সুমন পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য দক্ষিণ আফ্রিকায় যান। সকালে সুমনের দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে এক সন্ত্রাসী তার নিজ দোকানের সামনেই তাকে অতর্কিত ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৯ মার্চ, ২০২৪

দ.আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হয়ে বায়েজিদ হোসেন শুকতা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টায় কেপটাউনের কিং ভ্যালি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  নিহত শুকতা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মমিন ড্রাইভারের ছেলে।  নিহতের ভাই জাবেদ হোসেন ও বোন সুমি আক্তার জানান, গত ৮-৯ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায় শুকতা। সেখানে একটি সুপার শপের ব্যবসা শুরু করে। গত রোববার রাত ৯টায় দোকানে ক্যাশে বসা অবস্থায় দুর্বৃত্ত শুকতাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।  পরে তাকে উদ্ধার করে স্থানীয় কিং ভ্যালি হাসপাতালে নেওয়া হলে টানা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
২৪ জানুয়ারি, ২০২৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাকিবুল ইসলাম রাকিব নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের খালাতো ভাই প্রবাসী আনসারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। রাকিবুল ইসলাম রাকিব (২৪)  উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা গ্রামের আবুল কালামের ছেলে। বুধবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রিয়াদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাকিবুল  ইসলাম পরিবারের সচ্ছলতার ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে ২০১৮ সালে সৌদি আরবের রিয়াদ নগরীতে যান। তিনি ময়লার (বলদিয়া) গাড়ি চালাতেন। প্রতিদিনের ন্যায় ময়লার গাড়ি চালিয়ে যাওয়ার পথে বুধবার সৌদি আরব স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রিয়াদের ৯ নম্বর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবিহীন বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন। যশরা  ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল বলেন, ‘প্রবাসী রাকিবের মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’  
২৬ অক্টোবর, ২০২৩

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মানিক মিয়া (৩৫) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাতে সীমানা পিলার ১০৬২-২ এস-এর কাছে শৌলমারীর বেহুলারচর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মানিক মিয়াসহ ১৫ থেকে ২০ জনের একটি দল গরু পাচারের জন্য বেহুলারচরে সীমানা পিলারের কাছে যান। এ সময় ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়ে মানিক মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গীয়রা মরদেহ অন্যত্র সরিয়ে দাফনের চেষ্টা করেন। গতকাল রোববার পুলিশ বন্দবের ইউনিয়নের বাঞ্ছারচর এলাকা থেকে মানিকের মরদেহ উদ্ধার করে। জামালপুর বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাশরুকী জানান, বিষয়টি শুনেছি তবে নিশ্চিত হতে পারিনি। রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
০৪ সেপ্টেম্বর, ২০২৩
X