জামালপুরে ৫৮ বস্তা সরকারি চাল জব্দ 
জামালপুরের মাদারগঞ্জে পাচারের সময় হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর ৫৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকা এ চাল জব্দ করা হয়। মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, জরুরি সেবা ৯৯৯ ফোন করে এলাকাবাসী জানায় গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর সোনারুপাড়ায় পাচারের সরকারি ৫৮ বস্তা চাল আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে পাচারে ব্যবহৃত একটি মাহিন্দ্র ট্রাক্টরসহ চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাই। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তিনি জানান, বিষয়টি ইউএনওকে অবগত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়রি করা হবে। চালগুলো আপাতত থানায় রাখা হবে। এ বিষয়ে জানতে গুনারীতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুকে মুঠোফোনে বলেন, শুনেছি আমার ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকা থেকে পাচারের সময় ৫৮ বস্তা চাল জব্দ করে থানা পুলিশকে ফোন দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে চালের বস্তাগুলো থানায় নিয়ে যায়। আমার ইউনিয়ন পরিষদ থেকে মাস্টাররুলের মাধ্যমে আমি চাল বিতরণ করি। সেই চাল কেউ বাহিরে বিক্রি করে দিলে সেটি আমার বাহিরে। এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই।
০৭ জুলাই, ২০২৪

কবরস্থানে মিলল ১০০ বস্তা বিদেশি চিনি
সুনামগঞ্জের মধ্যনগরে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা বিদেশি চিনি জব্দ করেছে পুলিশ। রোববার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রাম সংলগ্ন বেরবেরী হাওরের কবরস্থান থেকে এসব চিনি জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চিহ্নিত চোরাচালানিরা ভারত থেকে চিনি, মদ, গাজা ও কসমেটিকস চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিভিন্ন স্থানে মজুত করে রাখে। পরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বেরবেরী হাওরে অবস্থিত একটি কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চিনি জব্দ করা হয়। মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, ১০০ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত চিনি আদালতের মাধ্যমে নিলাম দেওয়া হবে।
০১ জুলাই, ২০২৪

৬৭১ বস্তা সরকারি রেশনের চাল উদ্ধার, গ্রেপ্তার ৫
বগুড়ায় আত্মসাৎ করা ৬৭১ বস্তা সরকারি রেশনের চাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পাঁচ সদস্যকে ট্রাকসহ গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩০ জুন) সন্ধ্যায় বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে শনিবার দিবাগত রাতে শেরপুর উপজেলার মির্জাপুর খলিফাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার আসামিরা হলো শেরপুর উপজেলার মদনপুর মির্জাপুর এলাকার তুহুর ইসলাম ওরফে হাসান, ধর্মকাম মলারগাড়ি এলাকার নূর মোহাম্মদ, ধর্মকাম মলারগাড়ি নামাপাড়া এলাকার ইব্রাহীম হোসেন, ধর্মকাম যমুনাপাড়া এলাকার মোতালেব হোসেন এবং ধুনট মোড় খন্দকারপাড়া এলাকার জুলফিকার আলী ভুট্টো।  অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে একটি ট্রাক নিয়ে চালক ও সহযোগী আদমদীঘির সান্তাহার ওয়্যারহাউস গোডাউন থেকে রেশনের সরকারি চাল নিয়ে ফরিদপুর রওনা হয়। রাত ৮টার দিকে ফরিদপুরের সালথা এলএসডি গোডাউন থেকে আবু তাহের নামে একজন মুঠোফোনে চালের খোঁজখবর নেন। খোঁজ না পেয়ে তিনি বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে খোঁজ করতে থাকেন।  তিনি বলেন, একপর্যায়ে রাত ৯টার দিকে আবু তাহের জানতে পারেন শেরপুর উপজেলার মির্জাপুর খলিফাপাড়া এলাকায় মঞ্জু মাস্টারের ধানের চাতালের উত্তর কর্নারে দক্ষিণ দুয়ারী টিনশেড গোডাউনের দরজার সঙ্গে ট্রাক লাগিয়ে চাল আনলোড করছে। আবু তাহের ঘটনাটি জেলা পুলিশকে জানালে রাত ১২টার দিকে ডিবির একটি দল গোডাউনের সামনে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।  পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আসামিরা জানায়, ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬৭১ বস্তায় ২০ হাজার ১৯৭ কেজি চাল উদ্ধার করে। পরে চাল আত্মসাৎ এর কাজে ব্যবহৃত ওই ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
০১ জুলাই, ২০২৪

সরকারি বরাদ্দের ৮৩ বস্তা চাল উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গর্ন্ধব্যপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে সরকারি বরাদ্দের ৮৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্তের নেতৃত্বে ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, এ চাল প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জিআর প্রকল্পের বরাদ্দ ছিল। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু কারসাজি করে চাল গোপনে বিক্রি করার চেষ্টা করেছেন। এ বিষয়ে জানতে হাজীগঞ্জের ১০ নম্বর গর্ন্ধব্যপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সহকারী কমিশনার রিফাত জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে ২২ বস্তা সরকারি চাল, চালের ৮টি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে ৬১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মেয়ের জামাতাকে আটক করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
২৫ জুন, ২০২৪

ঈশ্বরগঞ্জে ৮১০ বস্তা চিনি জব্দ আটক ৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই দিনে চোরাই পথে আসা ৮১০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, জব্দ করা এসব চিনির দাম আনুমানিক ৪০ লাখ টাকা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে ট্রাকভর্তি ৪৫০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় আটক হন ট্রাকের চালক ইমন চৌহান (২৪)। তার বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। তিনি ওই এলাকার রঞ্জিত চৌহানের ছেলে। এর আগে গত বুধবার রাতে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়েরবাজার এলাকায় ট্রাক থেকে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। আটক করা হয় মিঠুনুর রহমান পাপ্পু নামে একজনকে। পাপ্পুর বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তিনি ওই এলাকার মিজানুর রহমানের ছেলে। এ ছাড়া একই দিন রাতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় একটি ট্রাক থেকে ২১০ বস্তা চিনি জব্দ করা হয়। আটক করা হয় দুজনকে। আটকরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার মৃত খবির আলীর ছেলে দুলাল আলী (৪৫), চারঘাট থানার রামচন্দ্রপুর এলাকার সাজদার আলীর ছেলে হাকিম আলী (১৯)। পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, রাজস্ব ফাঁকি দিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় ভারত থেকে চোরাই পথে আসা এসব চিনির ব্যবসা করছেন ঈশ্বরগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী। অভিযান চালিয়ে গত দুই দিনে চিনিভর্তি তিনটি ট্রাকসহ ৮১০ বস্তা চিনি জব্দ করে পুলিশ।
১৫ জুন, ২০২৪

চালের দাম নিম্নমুখী, বস্তা প্রতি কমেছে ৫০০ টাকা
বোরো মৌসুমের নতুন চাল বাজারে আসতে শুরু করায় দিনাজপুরে চালের দাম কমতে শুরু করেছে। সব ধরনের নতুন চাল বস্তা প্রতি ৪০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত কমে এসেছে। এতে স্বস্তি এসেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। শনিবার (২৫ মে) সরেজমিনে দিনাজপুর শহরের সবচেয়ে বড় চালের মোকাম বাহাদুর বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। বাহাদুর বাজারের পাইকারি চাল ব্যবসায়ী এরশাদ আলী ও আশরাফ আলী ছুটু বলেন, ৫০ কেজির বস্তা ১০-১৫ দিন আগেও জিরাশাইল (মিনিকেট) চাল বিক্রি হয়েছে ৩৫০০ থেকে ৩৫৫০ টাকা, বিআর ২৮ জাতের চাল বিক্রি হয়েছে ৩২০০ থেকে ৩২৫০ টাকা, সম্পা চাল বিক্রি হয়েছে ৩৩০০ টাকা। সেই চালগুলোর দাম কমে বিক্রি হচ্ছে জিরাশাইল (মিনিকেট) ৩০৫০ টাকা, বিআর ২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ২৭৫০ থেকে ২৮০০ টাকা। সম্পা চাল বিক্রি হচ্ছে ২৯০০ টাকা। তারা বলেন, চালের দাম কমে যাওয়ায় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। আমরাও চাল বিক্রি করে স্বাচ্ছন্দ্যবোধ করছি। আগে ক্রেতাদের মুখে অনেক রকম কথা শুনতে হতো। এখন তেমনটা শুনতে হয় না। ফলন ভালো হওয়ায় মিলাররা কম দামে ধান কিনতে পারছেন, তাই তারা কম দামে আমাদের কাছে চাল দিচ্ছেন। আমরাও ক্রেতাদের কাছে কম দামে চাল বিক্রি করতে পারছি। শহরের রামনগর থেকে চাল কিনতে আসা ইদ্রিস আলী বলেন, তার বাড়িতে ছয়জন খানেওয়ালা। প্রতিমাসেই চাল কিনতে হয়। গত মাসে তিনি ২৮-চাল কিনেছেন ৫০ কেজির বস্তা ৩২৫০ টাকা। শনিবার তিনি একই চাল কিনলেন ২৮০০ টাকায়। তিনি বলেন, কিছুটা হলেও স্বস্তি পেলেন। এই চালের দাম যদি ২৪০০ টাকা হতো তাহলে ভালো হতো। মানুষ স্বস্তি করে চাল কিনে খেতে পারত। আরেক ক্রেতা শহরের উপশহরের বাসিন্দা সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার সুলতান আলম বলেন, ৫০ কেজি জিরাশাইল (মিনিকেট) চাল কিনলাম। গত মাসের চেয়ে বস্তায় সাড়ে ৪০০ টাকা কমে। নতুন চাল কিনে কিছুটা হলেও স্বস্তি পেলাম। কারণ আমাদের দেশে তো কোনো জিনিসের দাম বাড়লে আর কমে না। বোরো মৌসুমে চালের দাম কমায় মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন। খুচরা মাছ বিক্রেতা মো. খলিল বলেন, তিনি প্রতিদিন চাল কিনে থাকেন। গত ১০ দিন ধরে ২৮ জাতের চাল কেজিতে ৪ টাকা কমে কিনছেন। এতে তার প্রতিদিন ২০ টাকা করে বেঁচে যায়। এখন তার চালে মাসে ৬০০ টাকা কম লাগে। তিনি বলেন, বাজারটা আরেকটু কম হলে আমরা যারা প্রতিদিন চাল কিনে খাই তাদের জন্য ভালো হতো। তবে নাম জানাতে অনিচ্ছুক এক চাল ব্যবসায় জানান, পাটের তৈরি বস্তার দাম যদি কম হতো তাহলে চালের দাম বস্তা প্রতি আরও ৫০ টাকা কমে বিক্রি করা যেত।
২৫ মে, ২০২৪

ফার্নিচার কারখানায় লুকানো ছিল ৬০০ বস্তা চিনি
চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এই ঘটনায় মো. আবদুর রব্বানি নামে এক ব্যক্তিকে আটক করা হয়। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরের বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকার নাফিজ গলিতে অবস্থিত একটি ফার্নিচার কারখানায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। আটক মো. আবদুর রব্বানি (৪৫) চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কুচুখাইন এলাকার মৃত ফজল আহমেদের ছেলে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, অবৈধভাবে মজুদ করা প্রায় ৬০০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে। মজুদ করা চিনি ভারতীয় বলে নিশ্চিত করেছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। এ সময় কারখানার মালিক চিনি কেনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কারখানার মালিককে আটক করে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা করা হয়।  অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের এবং চান্দগাঁও থানার এসআই রিয়াদ উছ সালেহীন ও পুলিশের একটি দল।
২৮ এপ্রিল, ২০২৪

পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, চলছে গণনা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।  পাঁচ মাস পর ৯টি লোহার দানবাক্স থেকে ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। এখন মেঝেতে ঢেলে চলছে গণনা কার্যক্রম। গণনায় ৯৮ জন মাদ্রাসার ছাত্র ৯ জন শিক্ষক ৭০ জন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ১০ জন আনসার সদস্য অংশগ্রহণ করেছে।  দিনভর গণনা শেষে সন্ধ্যায় দানের পরিমাণ জানা যাবে। দানবাক্স থেকে টাকা ছাড়াও স্বর্ণ, রুপা, রিয়েল, রিংগিত, ডলার পাওয়া গেছে। প্রতি তিনমাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও এবার রমজান মাসের কারণে পাঁচ মাস পর খোলা হয়েছে। এর আগে গত ৯ ডিসেম্বর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। সে সময় ২৩ বস্তা টাকা পাওয়া যায়। এসব বস্তা থেকে ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া যায়। এর আগে কখনো এত টাকা পাওয়া যায়নি। সকাল ৭টা থেকে শুরু হয়ে গণনা শেষ হয় রাত সাড়ে ১০টায়। গণনায় অংশ নেয় প্রায় ২০০ জনের একটি দল। টানা প্রায় ১৫ ঘণ্টা গণনা শেষে টাকার পরিমাণ জানা যায়।  তখন গণনায় ৫ জন ম্যাজিস্ট্রেট, ১৩০জন শিক্ষার্থী, ৬০ জন ব্যাংক কর্মকর্তা, ১০ জন শিক্ষক এবং ১০ জন আনসার সদস্য অংশগ্রহণ করেছিলেন। কথিত আছে, খাস নিয়তে এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। আর সে কারণে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষজন এখানে দান করে থাকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রাতরণার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান মসজিদটির খতিব মাওলানা আশারফ উদ্দিন।  তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পাগলা মসজিদের নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র বিভিন্নভাবে দানের টাকা পৌঁছে দেওয়া, মসজিদের উন্নয়নের জন্য দান করার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষদের সতর্ক থাকতে হবে।
২০ এপ্রিল, ২০২৪

নদীতে মাছ ধরতে নেমে অস্ত্রের বস্তা পেল কিশোররা
বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরার সময় বিপুল পরিমাণ দেশি-বিদেশি ধারালো অস্ত্র পাওয়া গেছে। পরে বস্তাভর্তি ওইসব অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঈদের একদিন আগে মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরের পর পৌর শহরের উত্তর সাহাপাড়া মহল্লার করতোয়া নদী থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে আছে দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারালো ছোরা, একটি চাপাতিসহ দেশি-বিদেশি ছোটবড় ৩৫টি চাকু। স্থানীয় এলাকাবাসী জানান, কয়েকজন কিশোর উত্তর সাহাপাড়া এলাকার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। বস্তাটি নদীর কিনারে তুলে বস্তার মুখ খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে দেশি-বিদেশি ধারালো অস্ত্র। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানতে চাইলে শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, কোনো অপরাধী চক্রের সদস্যরা এসব ধারালো অস্ত্র করতোয়া নদীতে লুকিয়ে রাখতে পারে। কারা এই দেশীয় অস্ত্রের বস্তা নদীর মধ্যে লুকিয়ে রাখতে পারে, তা নিয়ে পুলিশ কাজ করছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।
১৫ এপ্রিল, ২০২৪

৫০ বস্তা চোরাই চিনিসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত পথে অবৈধভাবে আসা (চোরাই) ৫০ বস্তা চিনিসহ নুরুন্নবী আজমল (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সদস্যরা। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি আফজাল হোসেন। এর আগে সোমবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নুরুন্নবী আজমল ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারি নুরুন্নবী আজমলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসত বাড়ির সামনের মূল গেটে ১০ বস্তা ভারতীয় চিনিসহ হাতেনাতে নুরুন্নবী আজমলকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা জনি নামে অপর একজন সহযোগী পালিয়ে যায়। পরে আটক আজমলের দেওয়া তথ্য মতে, বায়েক আলহাজ শাহ আলম কলেজের সামনের রাস্তা থেকে আরও ৪০ বস্তা চিনি জব্দ করা হয়। তিনি আরও জানান, মোট ৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের ঘটনায় আজমলকে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৯ এপ্রিল, ২০২৪
X