সফলতার এক যুগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপিঠ রাজশাহীর কাজলায় অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। ঐতিহাসিক ভৌগোলিক এবং পদ্মা প্রবাহিত অঞ্চলের স্বাধীন মানুষদের মাঝে মুক্ত জ্ঞানচর্চার পাশাপাশি সমাজ বিকাশের লক্ষ্যে ২০১২ সালের ১৪ মার্চে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে রাজশাহীর পবা উপজেলার চন্দ্রিমা থানায় রাজশাহী বাইপাস রোডে (খড়খড়িতে) প্রায় ১৫ একর জমিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে  উঠেছে। যার ফলে বিশ্ববিদ্যালয়টি পেয়েছে নতুন এক রূপ এবং যুক্ত হয়েছে ভিন্ন এক মাত্রা। ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।   বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বছরে দুই সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির সুযোগ রয়েছে। স্প্রিং (জানুয়ারি-জুন) ও সামার (জুলাই-ডিসেম্বর) সেশনে ভর্তি  পরীক্ষা নেওয়া হয়ে থাকে। বিস্তারিত তথ্যের জন্য www.vu.edu.bd ভিজিট বা ০১৭৩০৪০৬৫০১, ০১৭৩০৪০৬৫০২, ০১৭৩০৪০৬৫০৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ৪টি স্কুলের অধীনে মোট ১২টি বিভাগ। এগুলো হচ্ছে- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, পাবলিক হেলথ, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইংরেজি, আইন ও মানবাধিকার, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ইসলামের ইতিহাস। এ ছাড়াও মাস্টার্স প্রোগ্রামে এলএলএম, এমপিএইচ, এমবিএ ও ইএমবিএ, ইংরেজি, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানে ভর্তির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদান এবং বহির্বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম,  ইন্সুরেন্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে শুরু করে ফুড নিউট্রিশনসহ বিভিন্ন বিভাগ চালুর কার্যপ্রণালী বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
১৬ মার্চ, ২০২৪
X