মোস্তাফিজদের জন্য ফ্র্যাঞ্চাইজি খুঁজছে এলপিএল
গত পরশু মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয় লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম। পাঁচ দলের মাঠের লড়াই শুরু হয় ১ জুলাই থেকে। কিন্তু দিন না পেরুতেই আসে খারাপ খবর। ম্যাচের ফিক্সিং ও জুয়া আয়োজনের অভিযোগে কলম্বো বিমানবন্দর থেকে ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে খবর আছে ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিলের। শঙ্কা তৈরি হয় নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিটি কেনা ক্রিকেটারদের নিয়ে। তবে তাদের বিষয়ে সুখবর দিয়েছে এলপিএল কর্তৃপক্ষ। বিদেশি আইকন হিসেবে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আগেই দলে ভেড়ায় ডাম্বুলা। পরে মঙ্গলবারের নিলাম থেকে দানুশকা গুনাতিলকা, আকিলা ধনাঞ্জয়া, দিলশান মাদুশঙ্কার সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে ইব্রাহিম জাদরান, হজরতউল্লাহ জাজাই, করিম জানাত, ইফতিখার আহমেদসহ ২৪ জন ক্রিকেটারকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজটি। ডাম্বুলা থান্ডার্সের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল হওয়ার অর্থ হচ্ছে এসব ক্রিকেটারদের দলটিতে আর বৈধতা নেই। এখন প্রশ্ন এই ফ্র্যাঞ্চাইজি কেনা এই ক্রিকেটারদের ভাগ্য কী আছে! তারা কি খেলবে পারবে এলপিএল। এ সংশয় কিছুটা দূর করেছে ক্রিকেট বিষয়ক ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ। এলপিএল কর্তৃপক্ষের কাছে ডাম্বুলার ক্রিকেটারদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন রাখে গণমাধ্যমটি। জবাবে এলপিএলের এক কর্মকর্তা জানান, ‘এলপিএল সূচি মেনেই এগিয়ে যাবে। এলপিএল শুরু হওয়ার আগেই (ডাম্বুলা থান্ডার্সের জন্য) নতুন মালিক খুঁজে নিতে না পারলে আমরাই এই দলটাকে চালাব। অতীতেও আমরা দুটি দল চালিয়েছি, এবারও আমরা আর্থিক এই ক্ষতির ধাক্কাটা মেনে নিতে প্রস্তুত।’ ডাম্বুলা থান্ডার্সসহ এলপিএলে দলের সংখ্যা ৫। এখন লিগটির কর্তৃপক্ষ নিজেরা দল চালাক কিংকা নতুন মালিক পেয়ে যাক, দুই ক্ষেত্রেই বদলে যাবে দলের নাম। তবে বদলাবে না ক্রিকেটারদের তালিকা। ফলে পাঁচ দল নিয়ে ১ জুলাই মাঠে গড়াবে এলপিএলের নতুন মৌসুম। যার ফাইনাল হবে ২১ জুলাই। এবার মোস্তাফিজ ছাড়াও এলপিএলে দল পেয়েছেন বাংলাদেশের আরেক তারকা পেসার তাসকিন আহমেদ। ৫০ হাজার ডলারে ডানহাতি এই ফাস্ট বোলারকে দলে নেয় কলম্বো স্ট্রাইকার্স। তবে নিলামে দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন। আর আগেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে সরাসরি চুক্তি হয় মোস্তাফিজুর রহমানের।
২৩ মে, ২০২৪

লঙ্কায় ফিক্সিংয়ে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি মালিক গ্রেপ্তার
ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে তামিম রহমান নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার হয়েছেন। তিনি লঙ্কান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্সের মালিক। কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার তামিমকে গ্রেপ্তার করা হয়। লঙ্কার ক্রীড়া মন্ত্রকের স্পেশাল ইভেস্টিগেশন ইউনিটের অফিসিয়ালরা তামিমের গ্রেপ্তারি নিশ্চিত করেছেন। কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট ৩১ মে পর্যন্ত তামিমের রিমান্ড মঞ্জুর করেছেন। বাংলাদেশের প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডার্সের মালিকানা কেনে। তামিম এবং গোলাম রাকিব ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের প্রতিষ্ঠাতা। এখনো জানা যায়নি গ্রেপ্তার তামিম রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ আনা হয়েছে। তবে লঙ্কার খেলাধুলায় ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিকে অপরাধ হিসেবে গণ্য করে ২০১৯ সালে একটি আইন পাস করা হয়। ধারণা করা হচ্ছে, সেই আইনের দুটি ধারায় ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিমের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। যদিও কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। লঙ্কান প্রিমিয়ার লিগের পরিচালক সামান্থা দুদানওয়ালা গতকাল তামিমের গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। মঙ্গলবার লঙ্কান প্রিমিয়ার লিগের নিলাম হয়েছে। সেই নিলামে দল পেয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। ৫০ হাজার ডলারে তাকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। তবে আগেই সরাসরি ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি হয়েছে মুস্তাফিজুর রহমানের। এলপিএলের ড্রাফট থেকে দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন। মঙ্গলবার লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে আইসিসির সদস্যরাও উপস্থিত ছিলেন। কিছুদিন আগে শ্রীলঙ্কার একটি আদালত অবৈধ লিজেন্ডস ক্রিকেট লিগের সময় ম্যাচ ফিক্সিংয়ের জন্য ভারতীয় নাগরিক ইয়োনি প্যাটেল এবং পি আকাশের পাসপোর্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। দুজনই বর্তমানে জামিনে রয়েছেন। দুজনের বিরুদ্ধেই লিজেন্ডস ক্রিকেট লিগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। ৮ থেকে ১৯ মার্চ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিক্সিংয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। উল্লেখ করা যেতে পারে, লঙ্কা দক্ষিণ এশিয়ার প্রথম দেশ, যারা খেলাধুলায় ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিকে অপরাধ হিসেবে গণ্য করে ২০১৯ সালে নতুন আইন পাস করে। যে আইনে কেউ দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।
২৩ মে, ২০২৪

হাথুরুর কাছে ফ্র্যাঞ্চাইজি লিগ মানে সার্কাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফলতায় উদ্বুদ্ধ হয়ে ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০১২ সালে চালু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) । লক্ষ্য ছিল ভালো মানের টি-টোয়েন্টি ক্রিকেটার খুঁজে বের করা। কিন্তু প্রতি আসরেই নানা অনিয়মের বেড়াজাল ভাঙতে পারছে না বিপিএল। প্রতি বছরই নেমেছ খেলার মান, অনুপস্থিত বিদেশি ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি লিগটি নিয়ে চলমান সমালোচনায় যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। এবার ফ্র্যাঞ্চাইজি লিগটিকে সাকার্সের সঙ্গে তুলনা করলেন লঙ্কান কোচ। সেইসঙ্গে টুর্নামেন্টের কার্যকারিতার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সম্প্রতি ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ কোচ। এ সময় তিনি বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। বিপিএলের মান নিয়ে প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘কোনোভাবেই এটি বিশ্বমানের না। আমাদের (বাংলাদেশের) যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে। তবে যখন আমি বিপিএল দেখি, তখন মাঝেমধ্যেই টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো জাতেরই না। যেভাবে এটি এগিয়ে যাচ্ছে, সেই পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’ হাথুরুর মতে এসব বিষয়ে নিয়ে আইসিসির উচিত এখনই হস্তক্ষেপ করা। তিনি বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু করা। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’ এছাড়াও বিপিএল চলার সময় বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াকে ভালোচোখে দেখছেন না তিনি। এই টুর্নামেন্টে বাংলাদেশিদের অংশগ্রহণও সাড়া জাগানোর মতো অবস্থানে নেই তার চোখে। সাধারণত তরুণ ক্রিকেটারদের কথা বিবেচনা করেই বিপিএলের আয়োজন করা হয়। কিন্তু সেখানেই সমস্যা। যাদের গুরুত্ব বেশি থাকা দরকার, তারাই অবহেলিত থাকছেন। এই বিষয়ে হাথুরু বলেছেন, ‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে।’
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

সমাপ্তির পথে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। এখন পর্যন্ত এর ১০টি সিনেমা মুক্তি পেয়েছে। এবার আসছে ১১তম কিস্তি। নাম ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-১১’। এর মধ্য দিয়ে হলিউডের অন্যতম জনপ্রিয় এই অ্যাকশন ও দুর্ধর্ষ কার রেসিং গল্পের ইতি ঘটতে যাচ্ছে। খবর : আইএমডিবি দ্য ইউনিভার্সাল পিকচারের প্রযোজনায় এই ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০১ সালে। দীর্ঘ ২৩ বছরে ইতোমধ্যেই মুক্তি পেয়েছে এর ১০টি সিক্যুয়েল। যার প্রতিটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি বক্স অফিসে দেখিয়েছে দুর্দান্ত দাপট। এবার ১১তম সিনেমা মুক্তির মধ্য দিয়ে ফ্রাঞ্চাইজির সমাপ্তি ঘোষণা করা হবে বলে সম্প্রতি এমনটাই জানিয়েছেন প্রধান চরিত্রে অভিনয় করা হলিউড অভিনেতা ভিন ডিজেল। ভিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন। সিনেমার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির সর্বশেষ সিনেমা ‘ফাস্ট অ্যান্ড  ফিউরিয়াস-১১’-এর মিটিং শেষ করলাম। এই সিনেমার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে আমাদের দীর্ঘ সময়ের জার্নি। এরপর আর এই ফ্রাঞ্চাইজির নতুন কোনো সিনেমা মুক্তি পাবে না। বিষয়টি যেমন আবেগের তেমনই ভালো লাগারও। আমরা সবাই একটা পরিবার হয়ে কাজ করেছি। সবার সঙ্গে তৈরি হয়েছে ভালোবাসার সম্পর্ক। আমরা এমন একটি পরিবার হয়েছি- যা নিয়ে আমি গর্বিত। আশা করছি সবার আগামীর দিন সিনেমার মতোই দুর্দান্ত কাটবে। সবার জন্য ভালোবাসা। এই সম্পর্ক আজীবন অটুট থাকুক।’ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ১১তম সংস্করণটি পরিচালনা করবেন জাস্টিন লিন। শেষ পর্বে দেখানো হবে সুপার হিরোদের জীবনের ওপর কিছু গল্প। জাস্টিন লিন এর আগে ফ্রাঞ্চাইজির তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, নবম এবং দশম সংস্করণ পরিচালনা করেছেন। সিনেমাটি ২০২৫ সালের ৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে। প্রতি পর্বের মতো এবারের পর্বেও অভিনয় করতে দেখা যাবে ভিন ডিজেল, মিশেল রডরিগেজ, টাইরিস গিবসন, ক্রিস ব্রিজেস, সুং ক্যাং, নাটালি ইমানুয়েল, চার্লিজ থেরন, হেলেন মিরেন, কার্ট রাসেল, জন সেনা এবং মাইকেল রুকারকে।
২৪ ফেব্রুয়ারি, ২০২৪

ব্যাচ ’৯৮ এর ফ্র্যাঞ্চাইজি ফুটবল শুরু
রাজধানীর ১০০ ফিট মাদানী অ্যাভিনিউয়ের গ্রিনভিল আউটডোরে আজ শুক্রবার শুরু হয়েছে নাভানা ইকোরিসোর্ট ব্যাচ ৯৮-২০০০ ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট। গত কয়েক বছরের ধারাবাহিকতায় সারা দেশের এসএসসি ১৯৯৮ সালের ছাত্রছাত্রীরা এবারও আয়োজন করেছে এই ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্টে সারা দেশ থেকে আসা ১৫টি দল প্রথমে রাউন্ড রবিন লিগে ভাগ হয়ে খেলবে। এরপর হবে নক আউট পর্ব। পয়েন্ট টেবিলের সেরা চারটি দল উঠবে নক আউট পর্বে। এই দলগুলোকে নিয়ে হবে সেমিফাইনাল ও ফাইনাল। এর আগে রাজধানীর বোট ক্লাবে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও ফিরোজ মাহমুদ টিটু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নাভানা গ্রুপের সিইও লে. কমান্ডার মোহাম্মদ তাহসিন আমিন, ’৯৮ ব্যাচের অ্যাডমিন ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুশফিকুল ইসলাম। প্রতিযোগিতার সহপৃষ্ঠপোষকতা করছে ট্রাস্ট অটো কার, হ্যামস গ্রুপ, কুমিল্লা সিটি করপোরেশন। দুই দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল শনিবার। এমন একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন দেখে দারুণ খুশি শেখ মোহাম্মদ আসলাম, ‘এরা কেউই পেশাদার ফুটবলার না। কিন্তু ফুটবলকে ভালোবেসে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করছে। তাদের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার।’
২৫ নভেম্বর, ২০২৩

বকেয়া রেখেই আবার ফ্র্যাঞ্চাইজি হকি লিগ
ফ্র্যাঞ্চাইজি হকির বকেয়া এখনো পরিশোধ হয়নি, এ অবস্থায় দ্বিতীয় আসর আয়োজনের পরিকল্পনার কথা শোনালেন হকি কর্মকর্তারা। এশিয়ান গেমস খেলতে যাওয়ার আগে জাতীয় দলকে শুভ কামনা জানানো এবং হকি ফাইভ খেলে আসা নারী ও পুরুষ দলকে সংবর্ধনা দিতে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় সংস্করণের পাশাপাশি নারীদের লিগ আয়োজনের পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, ‘পৃষ্ঠপোষকতা ইস্যুতে এইস যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে, তার কাগজপত্র না থাকায় আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকার বিষয়টা দুঃখজনক। দ্রুততম সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ করতে আমরা চেষ্টা করছি।’ মোনার্ক পদ্মার হয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা রাসেল মাহমুদ জিমিরও প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ করা হবে। ‘আমি বিশ্বাস করি, লিগের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান এইসের সিইও ইশতিয়াক সাদেক খেলোয়াড়দের পারিশ্রমিক দ্রুত দিয়ে দেবেন। তিনি সে প্রতিশ্রুতি দিয়েছেন’—বলছিলেন প্রায় ২০ বছর ধরে জাতীয় দলে খেলা রাসেল মাহমুদ জিমি। অভিজ্ঞ এ ফরোয়ার্ড চান ঘরোয়া হকি দ্রুতই টার্ফে গড়াবে। ২০২১ সালে সর্বশেষ লিগ অনুষ্ঠিত হয়েছে, ২০২২ সালে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ হয়েছে। তারপর থেকে বন্ধ ঘরোয়া কার্যক্রম। এশিয়ান গেমসের ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান, সিঙ্গাপুর ও উজবেকিস্তানকে পেয়েছে বাংলাদেশ। গেমসে অংশগ্রহণ করতে ১৯ সেপ্টেম্বর রাতে ঢাকা ছাড়বেন বাংলাদেশ দলের সদস্যরা। এ আসরে ভালো করার প্রত্যয় ছিল অধিনায়ক রোমান সরকারের কণ্ঠে, ‘আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে। ফিটনেসও খুব ভালো পর্যায়ে রয়েছে। কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। আশা করছি, গেমসে আমরা ভালো করব।’ ফেডারেশন কর্মকর্তারা জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি চলার কারণে এশিয়ার শীর্ষ দেশগুলোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। আমরা ১০ দিন আগে চীন যেতে চেয়েছিলাম, যাতে কিছু প্রস্তুতি ম্যাচ খেলা যায়; কিন্তু সে ব্যবস্থাও করা যায়নি। গেমসের আগে মালয়েশিয়া ও কোরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করব। হকি ফাইভ বিশ্বকাপ বাছাইয়ে নারী ও পুরুষ দুই দলের নৈপুণ্যের প্রশংসা করেছেন হকি কর্মকর্তারা। পুরুষ বিভাগে ১১ দলের মধ্যে বাংলাদেশ ছিল পঞ্চম স্থানে। অল্পের জন্য বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলের অসীম গোপ সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন। নারী বিভাগে অর্পিতা পাল সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। দুই দলের সদস্যদের গতকাল পুরস্কৃত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রতিযোগিতায় তিনটি হ্যাটট্রিক করা আইরিন রিয়া, ২০ গোল করা অর্পিতা পাল ও সেরা গোলরক্ষক অসীম গোপকে আলাদা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে হকি ফাইভ ঘরোয়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন হকি নিয়ন্তারা। আগামীতে বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বলে আশাবাদ তাদের।
১৫ সেপ্টেম্বর, ২০২৩
X