ফল উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ : আব্দুস সালাম 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আমাদের ছয় ঋতুর দেশে মৌসুমভেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই। তার মধ্যে আম, কাঁঠাল, লিচু এসব আমরা একসাথে পাই। এর মধ্যে কাঁঠাল হলো আমাদের দেশের জাতীয় ফল। তবে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি কাঁঠালও আজ আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি আরও বলেন, মৌসুমি সকল ফলই আমাদের খাওয়া উচিত। ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।  বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরে জিয়া প্রজন্ম দল আয়োজিত কাঁঠাল উৎসবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন।  জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে ও সংগঠনটির যুগ্ম মহাসচিব মো. শান্তাহার আলী শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদ, মতিঝিল থানা বিএনপি নেতা এম এস আসিফ ইমাম, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শওকত আজিজ, চেতনা বাংলাদেশ সংগঠনের কার্যকরী সভাপতি বাবর আলী বাবু প্রমুখ।  
০৩ জুলাই, ২০২৪

সচিবালয়ে বিএসআরএফ'র ফল উৎসব
বিভিন্ন ফলের সমাহারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৩ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনও উপস্থিত ছিলেন। বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। ফল উৎসব উপলক্ষে সমবেত হয়েছিলেন সংগঠনের সদস্যরা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ উৎসব। উৎসবে স্থান পায় আম, জাম, কাঁঠাল, লিচু, আমড়া, লটকন, ড্রাগন, আনারসহ নানা জাতের ফল।  
০৩ জুলাই, ২০২৪

প্রেস ক্লাবে ফল উৎসব
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব পালিত হয়েছে। রকমারি দেশি ফল আর জমকালো বাউল গানের আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার সকাল ১০টায় এ উৎসব শুরু হয়। উৎসবে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক সীমান্ত খোকন। ফল উৎসবে গান পরিবেশন করেন পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থার শিল্পী নয়ন বাউল ও তার দল। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটি সদস্য কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
২৪ জুন, ২০২৩
X