প্রেসিডেন্ট প্রার্থী দিল ইমরান খানের পিটিআই সমর্থিত দল
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মাহমুদ খান আচাকজাইয়ের নাম ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)। শনিবার (২ মার্চ) তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি। খবর জিও নিউজের। মাহমুদ খান পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান। তিনি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কোচেয়ারম্যান আসিফ আলি জারদারির বিরুদ্ধে দেশের শীর্ষ সাংবিধানিক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসিফ আলি পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও অন্যান্য রাজনৈতিক দলের যৌথ প্রার্থী। পিকেএমএপির প্রধান মাহমুদ খান বেলুচিস্তানের কিল্লা আবদুল্লাহ-কাম-চামান আসন থেকে এবারের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন। তাকে ভোট দিতে দলের এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান প্রেসিডেন্ট পদে মাহমুদ খানের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার (১ মার্চ) পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি থেকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন জাতীয় পরিষদের সদস্যরা দেশের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন।
০২ মার্চ, ২০২৪

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করলেন পুতিন
রাশিয়ায় আগামী ১৫ থেকে ১৭ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হওয়ার তথ্য গতকাল সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিশ্চিত করে। কমিশনের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এ কথা বলা হয়। সমর্থক ও বিরোধী উভয় পক্ষের জোর ধারণা, পুতিন আবার রাশিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। নতুন আরেক দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে ছয় বছরের মেয়াদকাল পূর্ণ করলে পুতিন একটি রেকর্ড গড়বেন। সে ক্ষেত্রে তিনি ১৮ শতকের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হবেন। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন।
৩০ জানুয়ারি, ২০২৪

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেলেন পুতিন
আগামী মার্চে রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। সে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছেন বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার তাকে নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে রুশ নির্বাচন কমিশন। বর্তমানে রাশিয়ায় পুতিনের তেমন শক্ত কোনো বিরোধী না থাকায় এই নির্বাচনে তিনিই জয়ী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে অন্তত ২০৩০ সাল পর্যন্ত তিনিই বিশ্বের অন্যতম শক্তিধর রাশিয়ার ক্ষমতায় থাকছেন। খবর এএফপির। রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, পুতিনকে নিবন্ধন দেওয়া হয়েছে। তিনি ছাড়াও ডানপন্থি নেতা ফায়ারব্র্যান্ড ও পুতিনের অনুগত হিসেবে পরিচিত লিওনিড স্লুটস্কিকে প্রার্থী হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। ১৯৯৯ সাল থেকে রাশিয়ার ক্ষমতায় আছেন ৭১ বছর বয়সী ‍পুতিন। জোসেফ স্ট্যালিনের পর যে কোনো শাসকের চেয়ে দীর্ঘদিন তিনি প্রেসিডেন্ট পদে আছেন। এরপরও তিনি মনে করছেন, রাশিয়ার এই বিপদের দিনে তারই ক্ষমতায় থাকা প্রয়োজন। বেশ আগে থেকেই কূটনীতিক, গোয়েন্দা ও অন্যান্য কর্মকর্তা বলে আসছেন, পুতিন আজীবন রাশিয়ার ক্ষমতায় থাকবেন। তাকে নির্বাচনের মাঠে চ্যালেঞ্জ জানাতে পারবে এমন কোনো হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী নেই। ৮০ শতাংশ মানুষ তার পক্ষে। রাষ্ট্র কাঠামো ও গণমাধ্যম তার হাতে আছে। এ ছাড়া তার অব্যাহত শাসন নিয়ে মূলধারার জনসাধারণের মাঝে কোনো বিরোধিতা নেই। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছুটা বিপাকে আছেন পুতিন। এই যুদ্ধ নিয়ে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট। একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতিকে বিপদে ফেলার চেষ্টা করে চলেছে পশ্চিমারা। যদিও পশ্চিম থেকে মুখ ফিরিয়ে এশিয়া ও আফ্রিকায় মনোনিবেশ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রেমলিনপ্রধান।
২৯ জানুয়ারি, ২০২৪

প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন শোয়ার্জনেগার
মার্কিন রাজনীতির বর্ণিল ইতিহাসে জড়িয়ে আছেন অ্যাকশন হিরো আর্নল্ড শোয়ার্জনেগার। ২০০৩ থেকে ’১১ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার তিনি প্রেসিডেন্ট পদের দৌড়েও যুক্ত করছেন নিজেকে। সম্প্রতি সিএনএনের সাক্ষাৎকার সিরিজ ‘হু ইজ টকিং’-এ এই পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেতা। ‘সংবিধান অনুসারে রাষ্ট্রপতিকে অবশ্যই জন্মগতভাবে মার্কিন নাগরিক হতে হবে। তা না হলে আপনি কী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন?’—এমন প্রশ্নে শোয়ার্জনেগার বলেন, ‘আমি মনে করি ২০১৬ সালেই এটা অনেকটা প্রশস্ত হয়েছে। এখনো সেই সুযোগ রয়েছে। চিন্তা করুন এই সময়ে কে আছে? সত্যিই এমন একজন মানুষ নেই যিনি সবাইকে একত্রিত করতে পারেন। লোকজন সেগুলোই বলছে, এখন ভোট আপনি কাকে দেবেন?’ তবে কি ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হচ্ছেন, জানতে চাইলে অভিনেতা বলেন, ‘অবশ্যই। আমাকে সেখানে কল্পনা করুন, এটা কোনো চিন্তার বিষয় নয়। স্পষ্ট দেখতে পাচ্ছি কীভাবে আমি সেই নির্বাচনে জয়ী হতে যাচ্ছি। গভর্নরের নির্বাচনের অভিজ্ঞতা থেকে বলছি, ডানপন্থি-বামপন্থি নয়, লোকরা নতুন কিছু খুঁজছেন। এমন একজনকে দরকার, যে জাতিকে একত্রিত করতে পারে এবং অন্য দলকে শত্রুজ্ঞান করে না...এখানে নতুন অনেক কিছুই করা দরকার।’ প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তারকামুখ অপ্রত্যাশিত কিছু নয়। দেশটির ৪০তম প্রেসিডেন্ট হয়েছিলেন অভিনেতা রোনাল্ড রেগন। ১৯৮১ থেকে ৮৯ সাল পর্যন্ত দুই মেয়াদে আমেরিকার কমান্ডার ইন চিফের ভূমিকায় ছিলেন তিনি। সে হিসেবে শোয়ার্জনেগারকে নিয়েও এবার জল্পনা শুরু হয়েছে।
১৮ জুন, ২০২৩
X