গাজীপুরে প্রস্তুতি সভা থেকে বিএনপির ৪ নেতাকর্মী আটক
গাজীপুরের শ্রীপুরে বিএনপির প্রস্তুতি সভা চলাকালে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চারজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকালে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় প্রস্তুতি সভা থেকে তাদেরকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।  আটককৃত মো. মশিউর রহমান টিটু (৫৫) শ্রীপুর উপজেলার শামসুজ্জামান খানের ছেলে। তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর মো. রাজিবুল ব্যাপারী (৩৫) শ্রীপুর পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব। এ চাড়া আরিফ হোসেন (২৫) ও সিদ্দিকুর রহমান (৩২) নামে বিএনপির দুজন কর্মীকে আটক করা হয়েছে।  কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে গাজীপুর জেলা শ্রমিকদল নেতার মাওনা চৌরাস্তা এলাকায় তার বাড়ি সংলগ্ন মাঠে প্রস্তুতি সভা চলাকালে পুলিশ এসে আমাদের চারজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। আটককৃত নেতাকর্মীদের নামে কোনো ধরনের মামলা নেই। যাদের নামে মামলা রয়েছে তারা সবাই আদালত থেকে জামিনে আছে। পুলিশ বিনা কারণে তাদের আটক করে মিথ্যা সাজানো নাশকতার মামলায় আসামি করছে।  শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, আটককৃত বিএনপির নেতাকর্মীরা সবাই নাশকতা মামলার আসামি। শনিবার (২৯ জুন) তাদেরকে আদালতে পাঠানো হবে।
২৯ জুন, ২০২৪

রাঙামাটিতে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে প্রস্তুতি সভা
রাঙামাটিতে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মে) সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসনে খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম এবং সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীরা। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসনে খান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাঙামাটিতে বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে। যার কারণে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা ছাড়াও রাঙামাটি পৌর এলাকায় ২৯টি এবং ১০ উপজেলায় ৩২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলা সদরসহ প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ ছাড়াও পুলিশ, আনসার, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠন সমূহকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের কোন সংকেতের কী মানে? ঝড়ের সময় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সমুদ্রবন্দরের ক্ষেত্রে ১১টি সংকেত নির্ধারিত আছে। এই সংকেতগুলো সমুদ্রবন্দরের ক্ষেত্রে ভিন্ন বার্তা বহন করে। চলুন জেনে নেওয়া যাক সংকেতগুলোর বিস্তারিত- ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত : জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝোড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬১ কিলোমিটার। ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে। ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত : গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে। ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত : বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগকবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে। ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত : বন্দর ঘূর্ণিঝড়কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১-৬১ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় হয়নি। ৫ নম্বর বিপদৎসংকেত : বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। ৬ নম্বর বিপৎসংকেত : বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। ৭ নম্বর বিপৎসংকেত : বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরের ওপর বা এর কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ৮ নম্বর মহাবিপৎসংকেত : বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করবে। ৯ নম্বর মহাবিপৎসংকেত : বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। ১০ নম্বর মহাবিপৎসংকেত : বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তার বেশি হতে পারে। ১১ নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত : আবহাওয়ার বিপদসংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন।
২৬ মে, ২০২৪

ফ্রান্সে বিজয় দিবস উদযাপন পরিষদের প্রস্তুতি সভা
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফ্রান্সে বিজয় দিবস উদযাপন পরিষদের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উদযাপন পরিষদের সভাপতি কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্জ শুভ, ফ্রান্স আওয়ামী লীগ নেতা মাসুদ হায়দার, একুশ উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি দেবেশ বড়ুয়া, ঢাকা বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক ইমরান মাহমুদ, সাংবাদিক আবদুল মালেক হিমু, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ, কামাল সিকদারসহ আরও অনেকে। সভা থেকে জানানো হয়, শনিবার দেশের সঙ্গে মিল রেখে একযোগে ফ্রান্সে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে । বিজয় দিবস উদযাপনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আলোচনাসভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে।
১৫ ডিসেম্বর, ২০২৩

রূপগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া হোমল্যান্ড আবাসন প্রকল্পের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি অলি উল্লাহ মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি হাফিজ ভূঁইয়া, শেখ রাসেলনগর ইউনিয়নের জাতীয় পার্টির সহসভাপতি শাহজালাল, মুড়াপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি বাদল মাস্টার, গোলাকান্দাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম, ভোলাব জাতীয় পার্টির সভাপতি মজনু, রূপগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সিরাজ, দাউদপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, কাঞ্চন পৌরসভার জাতীয় পার্টির সভাপতি আলী হোসেন, রূপগঞ্জ উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি নাসরিন প্রমুখ।
২৬ নভেম্বর, ২০২৩

হেফাজতের সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা
আগামী বুধবার সকাল ৯টা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।  ওই সম্মেলন সফল করার লক্ষ্যে আজ রোববার সকাল ৮টা থেকে সাভারের দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে বৃহত্তর সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের উলামায়ে কেরাম ও প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব।  দুপুর ২টায় গাজীপুর ও বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম ও প্রতিনিধিদের সাথে জামিয়া বাবুস সালাম মাদরাসা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নায়েবে আমির মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব। বাদ আসর বৃহত্তর মোহাম্মদপুরের উলামায়ে কেরাম ও প্রতিনিধিদের সাথে জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উপদেষ্টা মাওলানা আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, আহূত হেফাজতের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা রাজধানী ঢাকাকে ১০টি জোনে ভাগ করে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা সর্বত্র আশানুরূপ সাড়া পেয়েছি। আমরা আশাবাদী, আগামী ২৫ অক্টোবর হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠতিব্য জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে উলামায়ে কেরাম স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা বাস্তবায়ন করবেন। আমরা ওই সম্মেলন সফল করার জন্য দেশের সর্বস্তরের উলামা কেরামকে উদাত্ত আহ্বান জানান। এ সময় বিভিন্ন জোনে আরও উপস্থিত ছিলেন, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি মাসঊদুল করীম, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি আনিসুর রহমান, মুফতি কামাল উদ্দিন, মাওলানা মুহিউদ্দিন মাসুম, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা জাকির হুসাইন, মাওলানা সাঈদ নূর, মাওলানা আব্দুল্লাহ, মুফতি মাহমুদুর রহমান, মাওলানা জুবায়ের আহমাদ, মুফতি উমর ফারুক, মাওলানা আলী আকবার, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা শাহেদ জাহেরি, মুফতি আলী আকরাম, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মাওলানা আমিনুল ইসলাম কাসেমীসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা।
২২ অক্টোবর, ২০২৩

যুব সমাবেশ সফলে চাঁদপুরে প্রস্তুতি সভা
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে আগামী ১৬ অক্টোবর ঢাকায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এই যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে শুক্রবার (১৩ অক্টোবর) চাঁদপুরে জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন আকাশের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা যুবদলের টিমপ্রধানের দায়িত্বপ্রাপ্ত সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন শাওন ও অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, একদফা দাবি আদায়ে বিএনপির নেতৃত্বে আন্দোলন চলছে। আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। তারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে আন্দোলন সফল করবে। এ সময় জেলা ও উপজেলা এবং পৌর যুবদলের সব নেতাকর্মীকে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি। সভায় যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা ও উপজেলা এবং পৌর যুবদলের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এতে জেলা যুবদলের আওতাধীন উপজেলা এবং পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪ অক্টোবর, ২০২৩

রংপুরে 'তারুণ্যের রোডমার্চ' সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভোটের অধিকার প্রতিষ্ঠায় ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রংপুর বিভাগীয় ‘তারুণ্যের রোডমার্চ’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি ও সমন্বয় সভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রংপুরে মহানগর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সাফি ইসলাম।  ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ওইদিন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রংপুর থেকে সৈয়দপুর হয়ে দিনাজপুর পর্যন্ত এই রোডমার্চ অনুষ্ঠিত হবে।  প্রস্তুতি সভায় সাফি ইসলাম বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলন চলছে। এই আন্দোলনকে আরো বেগবান ও সফল করতে ছাত্র ও তরুণদের ব্যাপক হারে সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শান্তিপূর্ণভাবে সর্বোচ্চ অংশগ্রহণের মাধ্যমে আসন্ন রংপুর বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করার আহ্বান জানান।
১৫ সেপ্টেম্বর, ২০২৩

সচিবালয়ে শোক দিবস পালনে তৃতীয় প্রস্তুতি সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে তৃতীয় প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সচিব মো. খাইরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সচিব খাইরুল ইসলাম বলেন, নির্বাচনকেন্দ্রিক দেশে নানা বিশৃঙ্খলা ও সরকারবিরোধী ষড়যন্ত্র হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় চলমান রাখতে হবে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের মহাসচিব মো. রুহুল আমিন শোক দিবস পালনের কর্মসূচি বিষয়ে সভাকে অবহিত করেন।  
২৮ জুলাই, ২০২৩
X