প্রেমিকের হাত ধরে সৌদি প্রবাসীর স্ত্রী উধাও
বরগুনার তালতলীতে পরকীয়া প্রেমিকের হাত ধরে মিলি বেগম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী (জিনবুনিয়া) এলাকায় এ ঘটনা ঘটে। মিলি বেগম ছোটবগী ইউনিয়নের গাবতলী (জিনবুনিয়া) এলাকার সৌদিআরব প্রবাসী মোক্তাদিনের স্ত্রী। আর প্রেমিক শহিদুল ইসলাম বড়বগী ইউনিয়নের তুলাতলী এলাকার বাসিন্দা।  জানা গেছে, শহিদুল ইসলামের সঙ্গে মিলি বেগম পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ২২ জুন মিলি তালতলী বাজারে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি জিনবুনিয়া থেকে বের হয়ে শহিদুলের সঙ্গে পালিয়ে যায়। বাড়ি থেকে যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় শহিদুলের সঙ্গে চলে গেছেন মিলি। মিলি ও মোক্তাদিনের ঘরে ৯ বছর বয়সী একটা মেয়ে ও সাড়ে ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে।  এ বিষয়ে মিলির বড় মেয়ে মাহি বলেন, আমার মা ওই ছেলের সঙ্গে প্রেম করত। তার কথামতো আমাদের মারত। ছেলে মাহিন বলেন, আমার মাকে ফিরিয়ে দেন। আমি মাকে চাই। এ বিষয়ে শহিদুলের বাবা হালিম মেকার বলেন, ঘটনা যেহেতু একটা ঘটে গেছে দেখি কীভাবে সমাধান করা যায়। আমি বর্তমানে তাদের খোঁজে এসেছি।  মিলির পরিবারের সদস্যরা কালবেলাকে জানান, এটা আমরাও মেনে নিতে পারছি না। ওখান থেকে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। সৌদি প্রবাসী মোক্তাদিন কালবেলাকে বলেন, আমি ভালোবেসে আমার স্ত্রীর নামে একাউন্ট করেছি। গত ৫ বছরের বিভিন্ন সময়ে আমি ১০ লাখ টাকারও বেশি জমা করেছিলাম। এ ছাড়া বাড়ি থেকে যাওয়ার সময় নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে সে।  তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান কালবেলাকে বলেন, আমার কাছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৩০ জুন, ২০২৪

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী থেকে চাঁদা আদায়ের অভিযোগ
ফেনীর সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে আফাজ উদ্দিন সৌরভের বিরুদ্ধে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার (২৩ এপ্রিল) এ ঘটনায় সংগঠনবহির্ভূত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রলীগ। আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। জানা গেছে, উপজেলার চরমজলিশপুরের চান্দলা গ্রামের সৌদি প্রবাসী বেলায়েত হোসেনের ছেলে ফাহাদ হোসেনের সঙ্গে মতিগঞ্জ ইউনিয়নের একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি ফাহাদের মা জানতে পেরে ছেলে ফাহাদ হোসেনকে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন। এতে মেয়েটি যোগাযোগ বন্ধ না করে ছেলের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে। এতে নিরুপায় হয়ে ছেলের মা মেয়ের বাড়িতে গিয়ে তার অভিভাবককে ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে অনুরোধ করেন। এ সময় উল্টো মেয়ের পরিবার ছেলের মাকে আটকে রাখে। আরও জানা যায়, খবর পেয়ে আফাজ উদ্দিন সৌরভ মতিগঞ্জ গিয়ে ফাহাদ হোসেনের মাকে উদ্ধার করে নিয়ে আসে। এ অজুহাত দেখিয়ে ফাহাদের মায়ের ব্যবহত স্বর্ণ স্থানীয় কুঠিরহাট বাজারে এক স্বর্ণ দোকানে বন্ধক রেখে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে সৌরভ ওই প্রবাসীর স্ত্রীর কাছ থেকে আরও ২০ হাজার টাকা আদায় করে। গত ২১ এপ্রিল প্রবাসীর স্ত্রীর কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করলে বিষয়টি প্রকাশ হয়ে যায়। সম্প্রতি ফাহাদের বাবা প্রবাসী বেলায়েত হোসেন খবর পেয়ে ওই টাকা ফেরত আনতে ফাহাদের মাকে চাপ প্রয়োগ করে। এতে টাকা না দিয়ে উল্টো প্রবাসীর স্ত্রীকে হুমকি দিচ্ছে এই ছাত্রলীগ নেতা। ফাহাদের মা জানান, সৌরভ নিজে তার বাড়িতে এসে স্বর্ণ নিয়ে তাকেসহ কুঠিরহাট বাজারে গিয়ে এক স্বর্ণ দোকানে স্বর্ণ বন্ধক রেখে দেড় লাখ টাকা নিয়ে যায়। সম্প্রতি তিনি আরও ৫০ হাজার টাকা দিতে চাপ প্রয়োগ করে। এতে নিরুপায় হয়ে তিনি বিষয়টি তার পরিবারকে ও স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে অবহিত করে। চরমজলিশপুর ইউপি সদস্য মো. রিয়াদ জানান, ছেলের মাকে ব্লাকমেইল করে ছাত্রলীগ নেতা মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর নাম ভাঙ্গিয়ে ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে না দেওয়ার কথা বলে দেড় লাখ টাকা আদায় করে। এ বিষয়ে জানতে চাইলে চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সৌরভ বলেন, ফাহাদের মাকে মতিগঞ্জ ইউনিয়নে ওই মেয়ের বাড়িতে আটকে রাখলে বিষয়টি ফাহাদ আমাকে জানায়। পরে আমি গিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে কথা বলার পর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সালিশ বৈঠকের কথা বলে ছেলের মাকে নিয়ে আসি। এ জন্য আমি তার কোনো টাকা গ্রহণ করিনি। স্থানীয় ইউপি সদস্য মো. রিয়াদ আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন বলেন, আমরা বিষয়টি জানতে পেরে তাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোর্টিশ করেছি। যদি ঘটনা সত্যি হয় তাহলে বাংলাদেশ ছাত্রলীগের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২৩ এপ্রিল, ২০২৪

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন সৌদিপ্রবাসী শহিদ মোল্লার স্ত্রী রুমা আক্তার (২৬)। সোমবার (৮ জানুয়ারি) সকালে দেড় ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) এসব শিশুর জন্ম হয়।  হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমা হক জানান, পাঁচ শিশুর মধ্যে একটি মেয়ের মৃত অবস্থায় জন্ম হয়। বাকি চার নবজাতককে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা গেছে, রোববার দিবাগত রাতে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন চাঁদপুর সদর উপজেলার দাশাদী গ্রামের বাসিন্দা রুমা আক্তার (২৬)। পরের দিন সকাল ৯টা ৪০ মিনিটে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। পরে একে একে চার সন্তান জন্ম দেন। শিশুগুলো অপরিপক্ব হওয়ায় তাদের এনআইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন  ঢামেক হাসপাতালের চিকিৎসকরা। এ বিষয়ে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশুদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। 
০৯ জানুয়ারি, ২০২৪
X