৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় পিএসসি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে প্রার্থীদের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের ওপর এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু মানসিক দক্ষতা বিষয়ে পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ১২টায়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভাগভিত্তিক ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা চলবে। পরীক্ষার হল ও আসন বিন্যাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এর আগে, গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন। উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
১০ ঘণ্টা আগে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্ভাব্য সূচি প্রকাশ
গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্ভাব্য সূচি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বেশ কিছুদিন বাইরে থাকবে বাংলাদেশ ও পাকিস্তান। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে দুই দেশ।  পাকিস্তানের মাটিতে আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। দুদেশের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক কিছু না জানালেও সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের দুটি গণমাধ্যম এই সফরের সম্ভাব্যসূচি প্রকাশ করেছে।   ক্রিকেট পাকিস্তান ও এ স্পোর্টস নামের গণমাধ্যম দুটির অনানুষ্ঠানিক সেই সূচি অনুযায়ী ১৭ আগস্ট বাংলাদেশ দল পাকিস্তানে পা রাখবে। ২১ আগস্ট হবে দুই দেশের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ আগস্ট।  করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডির যে কোনো দুটি ভেন্যুতে হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ। দুদলের এ সিরিজটি ২০২৩-২৫ মৌসুমের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে দুদলের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ।
১৪ ঘণ্টা আগে

শিক্ষকদের আন্দোলনের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংহতি প্রকাশ
‘প্রত্যয়’ পেনশন স্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাকৃবি শাখা।  বৃহস্পতিবার (২৭ জুন) ওই আন্দোলনে সংহতি জানিয়ে এবং প্রতারণা ও বৈষম্যমূলক ‘প্রত্যয় স্কিমসহ’  আরও ৪টি স্কিমের প্রজ্ঞাপন বাতিল ও করের টাকায় সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি রিফা সাজিদা ও সাধারণ সম্পাদক সঞ্জয় রায় এক যৌথ বিবৃতি প্রদান করেন। বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক অর্ণব দাস।  যৌথ বিবৃতিতে তারা বলেন, কোনো দেশের বয়স্ক নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তামূলক একটি মানবিক অধিকার হলো পেনশন ব্যবস্থা। পৃথিবীর বিভিন্ন দেশেই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু রয়েছে। যা নাগরিকদের জন্য সরকারের বাজেট থেকে করা হয়। দুঃখজনকভাবে আমাদের দেশে সত্যিকার অর্থে সেই ব্যবস্থা আজও গড়ে ওঠেনি। বরং সরকারের সাম্প্রতিক সময়ে ‘সর্বজনীন পেনশন’ চালুর ঘোষণা বৈষম্যমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরও বলেন, গত ১৭ আগস্ট ২০২৩ সাল থেকে সরকার ‘সর্বজনীন পেনশন’ ব্যবস্থা চালু করেছে। আমাদের দেশে কয়েক কোটি মানুষের মাসিক আয় অর্পযাপ্ত হলেও সরকার ঘোষিত ৫টি পেনশন স্কিমের আওতায় ন্যূনতম মাসিক ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা কেটে রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। এতে সরকার কোনো দায়িত্ব বহন করবে না, নিজেদের চাঁদা দিয়ে নিজেদের জন্য পেনশন নিশ্চিত করতে হবে। যা সত্যিকার অর্থে কোনো পেনশনই নয়, অনেকটা ব্যাংকের ডিপিএসর মতো ব্যাপার। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ওই বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি অর্থমন্ত্রণালয় ঘোষিত অন্য স্কিমগুলোর মতো ‘প্রত্যয় স্কিম’ও গভীর বৈষম্যমূলক। এ বছর জুলাইয়ের পর স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার চাকরিতে যারা যোগদান করবেন তাদের এ স্কিমে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। পূর্বে চাকরিজীবীদের অবসরকালীন এককালীন অর্থ প্রদানের ব্যবস্থা ছিল যেটি বর্তমান ঘোষিত ‘প্রত্যয় স্কিমে’ থাকবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক বরাদ্দ সীমিত। শিক্ষকদের বেতন খুবই অপর্যাপ্ত, নেই যথাযথ পদমর্যাদা। যেখানে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো নিশ্চিত করার কথা ছিল সেটি না করে উল্টো সর্বজনীন পেনশনের নামে আর্থিক বরাদ্দ সংকোচনের নীতিমালা গ্রহণ করা হলো। যা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের শামিল। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ওপর এ ধরনের সরকারি বিধিবিধান জোরপূর্বক আরোপ করা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের উপরে সরাসরি আক্রমণ। এই নীতিমালাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে এ দাবিতে সারাদেশে গড়ে ওঠা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের অংশ হিসেবে বাকৃবি শিক্ষকদের যে আন্দোলন চলছে তার সঙ্গে সংহতি প্রকাশ করছি।
২৭ জুন, ২০২৪

আগামী হজে বাংলাদেশের কোটার সংখ্যা প্রকাশ
আগামী বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী। বাংলাদেশের জন্য এ কোটা নির্ধারণ করেছে সৌদি আরব। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ তথ্য নিশ্চিত করেছে। তবে ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি। হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, আগামী জানুয়ারিতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সম্পাদন হবে। সরকারিভাবে কতজন এবং বেসরকারিভাবে কতজন হজে যাবেন সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ধর্ম মন্ত্রণালয়। চলতি বছরও বাংলাদেশ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পেয়েছিল। কিন্তু সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ নিবন্ধন করেছেন মাত্র ৮৩ হাজার ২১৮ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন। নিবন্ধকৃত সব হজযাত্রীই হজ সম্পাদন করেছেন। 
২৩ জুন, ২০২৪

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইন আবেদনে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। রোববার (২৩ জুন) রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত ফলে শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তা জানতে পারবেন।  একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে ফল ও পরবর্তী সব নির্দেশনা জানতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তা মোবাইলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ভর্তির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এখন ভর্তি নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে। এর আগে গত ১৩ জুন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়। যা শুরু হয়েছিল গত ২৬ মে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা যায়, প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া।  আরও জানা যায়, ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, এ ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই (রাত ৮টায়)। তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত।  চলতি বছর সব শিক্ষা বোর্ড (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) মিলিয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এবার গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ।
২৩ জুন, ২০২৪

ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করল লেবাননের যোদ্ধারা
ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে আজ (রোববার) হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করল।  ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল বলছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে।  প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমানঘাঁটি। এর বাইরেও আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। যার মধ্যে হাকিরিয়া কমপ্লেক্স যেখানে রয়েছে ইসরায়েল সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তার বাসা-বাড়ি। এছাড়াও ফুটেজে দেখানো হয়েছে রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাসক্ষেত্র। ভিডিও ফুটেজ প্রকাশ করে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল সামরিক বাহিনী যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের এসব স্পর্শকাতর স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।  
২৩ জুন, ২০২৪

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হবে আজ। রোববার (২৩ জুন) রাত ৮টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলে শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, তা জানতে পারবেন। মোট তিন ধাপে ভর্তির কার্যক্রম চলছে। সব ধাপের ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, রোববার রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া। আরও জানা গেছে, ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, এ ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই (রাত ৮টায়)। তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। এর আগে, গত ১৩ জুন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়। শুরু হয়েছিল গত ২৬ মে। চলতি বছর সব শিক্ষা বোর্ড (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এবার গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ।
২৩ জুন, ২০২৪

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ রোববার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আগামীকাল রোববার রাতে প্রকাশ করা হবে। এদিন রাত ৮টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলে শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, তা জানতে পারবেন। মোট তিন ধাপে ভর্তির কার্যক্রম চলছে। সব ধাপের ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। জানতে চাইলে শনিবার (২২ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, রোববার রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা যায়, প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া। আরও জানা যায়, ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, এ ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই (রাত ৮টায়)। তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। এর আগে, গত ১৩ জুন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়। শুরু হয়েছিল গত ২৬ মে। চলতি বছর সব শিক্ষা বোর্ড (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এবার গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ।
২২ জুন, ২০২৪

শান্তদের ভারত সফরের সূচি প্রকাশ
পাঁচ বছর পর ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির এই সফরের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচগুলোর তারিখ ও সময় জানিয়েছে তারা। সফরের শুরু হবে টেস্ট দিয়ে এবং শেষ হবে টি-টোয়েন্টির মাধ্যমে। ২০১৯ সালে বাংলাদেশ সর্বশেষ ভারত সফরে গিয়েছিল। এবারের সফরে দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর, শুরু হবে ২৭ সেপ্টেম্বর। টেস্টের পর ৫ দিনের ছুটি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর সিরিজের তিন ম্যাচের ভেন্যুও তিনটি, ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ। এই তিন ম্যাচে ভ্রমণের ভেতর দিয়ে যেতে হবে নাজমুল হোসেন শান্তদের। বাংলাদেশের পর ভারতের পরের সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে।
২১ জুন, ২০২৪

সচিবালয় নির্দেশমালা প্রকাশ
দাপ্তরিক কার্যাবলি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল পদ্ধতিতে নিষ্পত্তির লক্ষ্যে সচিবালয় নির্দেশমালা-২০২৪ প্রণয়ন করা হয়েছে। গত ১২ জুন এই নির্দেশমালা প্রকাশ করা হয়। সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ ও রুলস অব বিজনেস-১৯৯৬ অনুযায়ী এই নির্দেশমালা প্রণয়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগ। বিদ্যমান নির্দেশমালা পরিমার্জন ও হালনাগাদের লক্ষ্যে ৮টি সভা ও ২টি কর্মশালা হয়। মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত মতামত ও পর্যবেক্ষণসমূহ বিবেচনা করে আন্তঃমন্ত্রণালয় কমিটি ‘সচিবালয় নির্দেশমালা-২০২৪’-এর খসড়া প্রণয়ন করে। গত ২ জুন প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে ‘সচিবালয় নির্দেশমালা-২০২৪’ অনুমোদিত হয়। এরপর গত ১২ জুন তা বই আকারে প্রকাশিত হয়। এই নির্দেশমালায় ৮টি নির্দেশ, ৩০টি উপনির্দেশ ও ৩১টি ক্রোড়পত্র নতুনভাবে সংযোজিত হয়েছে। এ ছাড়া ৮৮টি নির্দেশ, ৯৪টি উপনির্দেশ ও ১৩টি ক্রোড়পত্রের আংশিক সংশোধন এবং ২টি নির্দেশ ও ৩টি উপনির্দেশ বিলুপ্ত করা হয়েছে।
২০ জুন, ২০২৪
X