আলভারেজ-ওতামেন্দিকে নিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দল
অলিম্পিকে খেলতে ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপারকে ছাড়াই প্যারিস অলিম্পিকের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। অলিম্পিক দলে তিনজন মেজর (২৩ বছরের বেশি) ফুটবলার রাখার নিয়ম রয়েছে। সেই তালিকায় সুযোগ পেয়েছেন বিশ্বকাপজয়ী নিকোলাস ওতামেন্ডি এবং কোপা আমেরিকায় আর্জেন্টিনার জাতীয় দলের গোলকিপার জেরোনিমো রুলি। এ ছাড়া ১৮ সদস্যের অলিম্পিক স্কোয়াডে আছেন বিশ্বকাপজয়ী আরেক তারকা জুলিয়ান আলভারেজকেও। লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে অলিম্পিক দলে চেয়েছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ। The first Olympics squad- Argentina . Julian Alvarez and Otamendi the top ranked players here. pic.twitter.com/YmY0CnnQvK — Eric Njiru (@EricNjiiru) July 2, 2024 তবে পরপর দুটি বড় টুর্নামেন্টে খেলতে রাজি হয়নি মেসি। কোপা আমেরিকা ফাইনাল হওয়ার ১০ দিন পর ২৪ জুলাই থেকে শুরু হবে অলিম্পিকে পুরুষদের ফুটবল। ১৬ দলের এই টুর্নামেন্টে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে মরক্কো, ইরাক ও ইউক্রেন। প্যারিসে অলিম্পিকে আর্জেন্টিনা স্কোয়াড   গোলকিপার : লিয়ান্দ্রো ব্রে, জেরোনিমো রুলি রক্ষণভাগ : মার্কো ডি সিজার, জুলিও সোলার, জোয়াকিন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাস ওতামেন্ডি, ব্রুনো অ্যামিওন মাঝমাঠ : এজেকিয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজে, ক্রিস্টিয়ান মদিনা, কেভিন জেনন আক্রমণ ভাগ : জুলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডৌ, থিয়াগো আলমাদা, ক্লদিও এচেভেরি, জুলিয়ান আলভারেজ, লুকাস বেল্ট্রান।  
০৩ জুলাই, ২০২৪

প্যারিস অলিম্পিকে স্প্রিন্টার ইমরানুর
প্যারিস অলিম্পিক খেলার নিশ্চয়তা পেলেন স্প্রিন্টার ইমরানুর রহমান। ওয়াইল্ড কার্ড নিয়ে লন্ডন প্রাবাসি এ অ্যাথলেট গেমসে অংশগ্রহণ করবেন। এক ফেজবুক পোস্টে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানুর রহমান নিজেই। সোমবার রাতে এক ফেজবুক পোস্টে ইমরানুর রহমান লিখেছেন, ‘প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। এ ইভেন্টে ভাল নৈপুণ্য প্রদর্শনের জন্য আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।’ এ নিয়ে বাংলাদেশের তিন ক্রীড়াবিদের প্যারিস অলিম্পিক খেলার বিষয় নিশ্চিত হল। শুটার রবিউল ইসলামের পর পর ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়েছে ইমরানুর রহমানের। আরেক ক্রীড়াবিদ আরচারির সাগর ইসলাম। কোটা প্লেসে (অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন) খেলবেন বাংলাদেশী এ তীরন্দাজ।  বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত মাত্র ৩ ক্রীড়াবিদ কোটা প্লেস অর্জন করলেন। ২০১৬ সালে দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক খেলার রেকর্ড গড়েন গলফার সিদ্দিকুর রহমান। যোগ্যতা অর্জন করে ২০২০ সালের আসরে খেলেছেন আরেক তীরন্দাজ রোমান সানা। এবার যাচ্ছে সাগর ইসলাম।  
০২ জুলাই, ২০২৪

প্যারিস অলিম্পিকে জুটি নাদাল-আলকারাজ
প্যারিস অলিম্পিকের ডাবলসে জুটি বেঁধে খেলবেন রাফায়েল নাদাল এবং কার্লোস আলকারেজ। ঘটনাটা তাৎপর্যপূর্ণ কারণ স্প্যানিশ এ কিংবদন্তিকে গুরু মানেন নতুন স্প্যানিশ তারকা আলকারেজ। উঠে এসেছেন নাদালের একাডেমি থেকে। ২২টি গ্র্যান্ডস্লামের মালিক নাদাল নিজেই ইচ্ছা প্রকাশ করেন জুটি বেঁধে খেলার। স্পেনের টেনিস সংস্থা নাদাল-আলকারেজ জুটিকে প্যারিস অলিম্পিকে খেলার অনুমতি দিয়েছে। আলকারেজ এবার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। আর প্রথম রাউন্ডে হেরে বিদায় নেন নাদাল। সেই হারের পর তিনি বলেছিলেন, ‘দুই বছর ধরে আমার শরীরটা জঙ্গলের মতো হয়ে গেছে। এ পরিস্থিতিতে কী আর প্রত্যাশা করা যায়। কোনো দিন সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় সাপ দংশন করেছে, আবার কোনো দিন মনে হয় বাঘ কামড়েছে। এ রকম যন্ত্রণা নিয়েই চলতে হচ্ছে আমাকে। এর মধ্যেও চেষ্টা করে যাচ্ছি। গত কয়েক সপ্তাহে নাটকীয় পরিবর্তন হয়েছে। সব সময় মনে হচ্ছে, আমি খেলার জন্য প্রস্তুত। মনে হচ্ছিল, আগামীকালই কোর্টে নেমে পড়তে পারব। তবে আমাকে আরও তৈরি হতে হবে। আমি অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করতে চাই। এখনই কিছু বলা ঠিক হবে না। এ বছর আমার প্রধান লক্ষ্য প্যারিস অলিম্পিকে খেলা।’
১৪ জুন, ২০২৪

অলিম্পিকে খেলতে ক্লাবের সঙ্গে "লড়াই" করতে প্রস্তুত মার্টিনেজ
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ চলতি বছরের প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন। এমনকি দেশকে প্রতিনিধিত্ব করার জন্য তার ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে ‘লড়াই’ করতেও প্রস্তুত তিনি। ২০২২ সালের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মার্টিনেজ বর্তমানে আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার লড়াইয়ের অংশ। মার্টিনেজ তার জাতীয় দলের হয়ে কোপায় খেলার পাশাপাশি অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছে পুনরায় ব্যক্ত করেছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম সেরা এই গোলকিপার বলেন, ‘অনেক খেলোয়াড় যেমন বলেছেন, যদি হাভিয়ের (মাসচেরানো) আমাদের চান, আমরা ফাঁকা থাকি। তাহলে অবশ্যই, জাতীয় দল ক্লাবের আগে আসবে। আমি যেতে চাই। আরো অনেকেও যেতে চায়।’ তবে মার্টিনেজের জন্য চ্যালেঞ্জ হলো অ্যাস্টন ভিলার থেকে অনুমতি পাওয়া। ক্লাবটি আগেও অন্যান্য টুর্নামেন্টে তার অংশগ্রহণ বাধাগ্রস্ত করেছে এবং আসন্ন ব্যস্ত সময়সূচিতে তাকে না ছাড়তেই চাবে। কোপা আমেরিকার ফাইনাল অলিম্পিকের মাত্র ১০ দিন আগে এবং অলিম্পিকের শেষ হওয়ার এক সপ্তাহ পরে প্রিমিয়ার লিগের মৌসুম শুরু হবে। মার্টিনেজ টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘মার্চে হাভিয়েরের এর সঙ্গে কথা বলার সম্ভাবনা ছিল। এটি একটি ইচ্ছা যে আমি খেলতে চাই, তবে এটি অবশ্যই শুধু আমার ওপর নির্ভর করে না। ক্লাব আমাকে অনেকবার যেতে বাধা দিয়েছে। আমি জানি যে আমাকে ক্লাবের সঙ্গে একটু বেশি লড়াই করতে হবে। এটি ১০০ শতাংশ নিশ্চিত নয় তবে আমার দিক থেকে, এটি আমার একটি ইচ্ছা, আমি অলিম্পিক জিততে চাই।’ অ্যাস্টন ভিলা গত মৌসুমে প্রিমিয়ার লিগে শীর্ষ চারে অবস্থান নিশ্চিত করার পর চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করতে যাচ্ছে। তাই তাদেরর অবস্থানে কঠোর। ক্লাবটি ইতোমধ্যে ফরাসি কোচ থিয়েরি হেনরিকে লুকাস ডিগনে এবং মুসা ডিয়াবিকে ফ্রান্সের অলিম্পিক দলে অন্তর্ভুক্ত করতে বাধা দিয়েছে। তবে কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নেওয়া মার্টিনেজের অলিম্পিক আকাঙ্ক্ষা এখনো অনিশ্চিত রয়ে গেছে। বাজপাখি খ্যাত এই গোলকিপার জাতীয় দলের দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ তবে তার ক্লাবের সঙ্গে আলোচনার অসুবিধাগুলোও তিনি বুঝছেন। তিনি বলেন, ‘এখন ক্লাবের সঙ্গে লড়াই করা খুব কঠিন কারণ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোপা আমেরিকা জেতা। তারপর আসে অলিম্পিক এবং এটি আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমি ট্রফিটি জিততে চাই।’ মার্টিনেজের ইচ্ছে থাকলেও তার যাওয়ার সিদ্ধান্ত এখন আর তার কাছে নেই।
০৬ জুন, ২০২৪

বিশ্ব ফুটবল দিবস ঘোষণা জাতিসংঘের
মে মাসের ২৫ তারিখকে বিশ্ব ফুটবল দিবস ঘোষণা করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৭ মে) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ-সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়, ১৯২৪ সালের ২৫ মে গ্রীষ্মকালীন অলিম্পিকের অংশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তর্জাতিক ফুটবল টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছিল। ফ্রান্সের প্যারিসে বসেছিল অলিম্পিকের ওই আসর। সেই টুনার্মেন্টের শততম বার্ষিকীর দিনকেই বিশ্ব ফুটবল দিবসের দিবস হিসেবে ঘোষণা করা হলো। জাতিসংঘে নিযুক্ত লিবিয়ার স্থায়ী প্রতিনিধি তাহের এম এল-সোন্নি খসড়া প্রস্তাবটি উত্থাপন করেন। পরে সাধারণ পরিষদের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৬০ দেশ সেটি গ্রহণ করে। সাধারণ পরিষদকে এল-সোন্নি বলেন, ‘ফুটবল বা সকার—যে যেই নামেই ডাকুক না কেন, বিশ্বজুড়ে এটি এক নম্বর খেলা। বাড়ির আঙিনায়, গ্রামে, পথে ঘাটে সব বয়সীরা প্রতিযোগিতা বা আনন্দের জন্য ফুটবল খেলে। তাই এটি শুধুই খেলাই নয়, তার চেয়ে বেশি কিছু।’ তিনি আরও বলেন, ‘জাতীয়, সাংস্কৃতিক ও আর্থসামাজিক প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে ফুটবল বৈশ্বিক ভাষার ভূমিকা পালন করছে এবং বিশ্বজুড়ে এই ভাষা চর্চা হচ্ছে।’ এদিকে, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস এ প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, ‘অন্য অনেক খেলার মতো ফুটবলও সহনশীলতা, ফেয়ার প্লে, টিম ওয়ার্ক ও বন্ধুত্বের মূল্যবোধ তৈরি করছে এবং বিশ্বজুড়ে শান্তি ও সংহতি তৈরির মাধ্যম হিসেবে কাজ করছে ফুটবল।’
০৮ মে, ২০২৪

ইমরান-ঝিলিক আজ প্যারিস মাতাবেন
দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও আহমেদ ঝিলিক। আজ প্যারিস মাতাবেন তারা। স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করবেন তারা। বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়। অনুষ্ঠানের শিরোনাম ‘বৈশাখী হাওয়ায় হাওয়ায় শুভ নববর্ষ।’ স্বরলিপির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরই প্যারিসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এই আয়োজন করা হয়। এখানে নাচ, গান মঞ্চ নাটকসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার ব্যবস্থা করা হয়। এর আগে এ আয়োজনে সংগীতশিল্পী পুতুল, কৌতুক অভিনেতা আবুহেনা রনি ও কিশোর গিয়েছেন। এবার যাচ্ছেন ইমরান ও ঝিলিক। রোববার (আজ) প্যারিস সময় দুপুর ২টায় শহরের ৫২ রু ডে টর্সি হলে অনুষ্ঠান শুরু হবে। প্রবেশ মূল্য ১০ ইউরো। এই দুই শিল্পী ছাড়াও প্রবাসীদের পক্ষ থেকেও থাকবে নাচ ও গানের আয়োজন।
২১ এপ্রিল, ২০২৪

অলিম্পিকে কঠিন গ্রুপে আর্জেন্টিনা
প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। তবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে স্বাগতিক ফ্রান্স। গ্রুপ-বি’তে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ইউক্রেন, মরক্কো ও এশিয়া অঞ্চলের বাছাইকৃত তৃতীয় দল। আর গ্রুপ-এ’তে ফ্রান্স পেয়েছে  যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং এএফসি ও সিএএফের মধ্যে প্লে অফে জয়ী দল। অলিম্পিকে হ্যাটট্রিক স্বর্ণ জয়ের সম্ভাবনা ছিল ব্রাজিলের। কিন্তু বাছাইপর্ব পেরোতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ২৬ জুলাই প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হলেও ফুটবল ইভেন্ট শুরু হবে ২৪ জুলাই। এদিকে নারী ফুটবল ইভেন্টেরও ড্র অনুষ্ঠিত হয়। চারবার করে স্বর্ণ জেতা অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং জার্মানি পড়েছে একই গ্রুপে। আর গত আসরের স্বর্ণ জেতার কানাডা খেলবে স্বাগতিক ফ্রান্সের গ্রুপে। প্যারিস অলিম্পিক ড্র (পুরুষ) গ্রুপ এ: ফ্রান্স, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এএফসি-সিএএফ প্লে অফে জয়ী দল গ্রুপ বি: আর্জেন্টিনা, ইউক্রেন, মরক্কো ও এশিয়ার তৃতীয় দল গ্রুপ সি: স্পেন, মিসর, ডমিনিকান প্রজাতন্ত্র ও এশিয়ার দ্বিতীয় দল গ্রুপ ডি: মালি, প্যারাগুয়ে, ইসরায়েল ও এশিয়ার প্রথম দল প্যারিস অলিম্পিক ড্র (নারী) গ্রুপ এ: ফ্রান্স, কানাডা, কলম্বিয়া ও নিউজিল্যান্ড গ্রুপ বি: যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া ও সিএএফ থেকে দ্বিতীয় দল গ্রুপ সি: স্পেন, জাপান, ব্রাজিল ও সিএএফ থেকে প্রথম দল
২১ মার্চ, ২০২৪

প্যারিস অলিম্পিকে খেলা নিয়ে ডি মারিয়ার না
প্যারিস অলিম্পিকে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে দেখা যাবে এমন গুঞ্জন শুরু থেকেই ছিল। তবে প্যারিসে গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হতে যখন আর মাস তিনেক বাকি তখনই প্যারিসে খেলার প্রস্তাবে ডি মারিয়া না করে দিয়েছেন। অন্যদিকে প্যারিস অলিম্পিকে মেসির খেলা না খেলা ঝুলে আছে পুরোপুরি তার সিদ্ধান্তের ওপর। বছর কয়েক আগ পর্যন্ত লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র অর্জন ছিল অলিম্পিক স্বর্ণপদক। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে এসেছিল সেই সাফল্য। সেবার আর্জেন্টিনার সাফল্যের বড় কারিগর ছিলেন মেসি ও ডি মারিয়া। মেসির বাড়ানো পাসে বেইজিংয়ে ফাইনালের একমাত্র গোল করেছিলেন ডি মারিয়া। ১৬ বছর পর সেই উত্থানের মঞ্চেই আরও একবার দেখা যেতে পারে মেসি-ডি মারিয়া জুটিকে-এই আভাস আগেই দিয়েছিলেন তাদেরই একসময়ের সতীর্থ হ্যাভিয়ের মাসরচেরানো। ২০০৮ এর সেই আসরে মাসচেরানো নিজেও ছিলেন। সেবার তিনি ছিলেন খেলোয়াড়। এখন কোচিংয়ে নাম লিখিয়েছেন। বর্তমানে আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচের দায়িত্বে থাকা সাবেক এই মিডফিল্ডার জানান, মেসিদের জন্য অলিম্পিকে খেলার দরজা খোলা রয়েছে। অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল হলেও তিন সিনিয়র খেলোয়াড়কে খেলানো সম্ভব। তবে ডি মারিয়া আগেই জানিয়ে দিয়েছেন, কোপা আমেরিকার পরেই আর্জেন্টিনার জার্সিটা তুলে রাখতে চান তিনি। এরপর আকাশী নীল এবং সাদার ওই জার্সিতে কখনোই দেখা যাবে না আর্জেন্টিনার সর্বজয়ী এই উইঙ্গারকে। তরুণ খেলোয়াড়দের জায়গা করে দিতে অলিম্পিকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডি মারিয়া। তবে মেসি কিছুই জানাননি এখন পর্যন্ত। তবে আট বারের ব্যালন ডি’অর জয়ীরও বিশ্বকাপে না যাওয়ার সম্ভাবনা বেশি।
০৭ মার্চ, ২০২৪

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সোমবার (২৬ ফেব্রুয়ারি ২০২৪) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির ০১/২০২৪ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিওএ'র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গত ০২ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত বিওএ কার্যনির্বাহী কমিটির ০৩/২০২৩ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়াও, গত ১৯ আগস্ট ২০২৩ তারিখে অনুষ্ঠিত বিওএ'র সাধারণ পরিষদের সভার সিদ্ধান্ত সমূহের প্রাথমিক বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপিত হয়। পাশাপাশি প্যারিস-২০২৪ অলিম্পিক গেমসে অংশগ্রহণের প্রস্তুতির বিষয়টি নিয়েও আলোচনা করা হয়।
২৭ ফেব্রুয়ারি, ২০২৪

আর্জেন্টাইন অলিম্পিক দলে এমি মার্তিনেজ!
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কাঁদিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট কেটেছে আর্জেন্টিনা। প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিতের পর লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকেও পাওয়ার আগ্রহ প্রকাশ করেন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। তবে আসন্ন অলিম্পিকে নিজ থেকেই অংশগ্রহণের কথা জানিয়েছেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজ।  অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় অলিম্পিক ফুটবল দল। অলিম্পিকের নিয়ম অনুযায়ী, চাইলে অনূর্ধ্ব-২৩ বছরের বেশি বয়সী ফুটবলার রাখতে পারবে দলগুলো। প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের তালিকা বড় গুঞ্জন হিসেবে আসছে মেসি-ডি মারিয়ার নাম। যদিও নিজেদের অংশগ্রহণ নিয়ে এখনো মন্তব্য করেননি দুই তারকা।  মেসি-ডি মারিয়ার আগ্রহ না দেখালেও অলিম্পিক খেলতে চান এমি মার্তিনেজ। বিশ্বকাপ জয়ের পর এবার আর্জেন্টিনার জার্সিতে অলিম্পিক স্বর্ণপদক জিততে চান কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর।  আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডিরেকটিভিকে মার্তিনেজ জানিয়েছেন, ‘জাতীয় দলের জার্সিতে যদি কিছু জেতার বাকি থাকে, সেটা হলো অলিম্পিক স্বর্ণপদক। তাছাড়া তরুণ ফুটবলারদের সবসময়ই সুযোগ দেওয়া দরকার। আর যদি আমরা কোপা জিততে পারি, তাহলে তরুণদের জন্য আমাদের সিনিয়রদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।’ আর্জেন্টিনার জার্সিতে ইতোমধ্যে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ জিতেছেন এমি মার্তিনেজ। এ ছাড়া কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লোভসও জয় করেন অ্যাস্টন ভিলার গোলকিপার। আসন্ন অলিম্পিকে স্বর্ণপদক জিতলে জাতীয় দলের হয়ে অর্জনের ষোলোকলা পূর্ণ হবে এমি মার্তিনেজের।   
১৫ ফেব্রুয়ারি, ২০২৪
X