ইউরোতে ইয়ামাল, পেদ্রি ও কেনের রেকর্ড
লামিনে ইয়ামাল মাঠে নামলেই রেকর্ড হচ্ছে, রেকর্ড হলো জর্জিয়ার বিপক্ষে স্পেনের নকআউট ম্যাচে। বার্সেলোনা উইঙ্গার এখন ইউরোর নকআউটে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার। রোববার রাতে ইউরোতে আরও তিন রেকর্ড হলো। জর্জিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে থাকা ইয়ামালের বয়স ছিল ১৬ বছর ৩৫৪ দিন। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোর নকআউট পর্বে খেলার রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহ্যাম, জার্মানির উইঙ্গার জামাল মুসিয়ালা, ইংলিশ স্ট্রাইকার মার্কাস র্যাশফোর্ড এবং স্পেন দলের সতীর্থ পেদ্রিকে পেছনে ফেলেছেন ইয়ামাল। জর্জিয়ার বিপক্ষে ম্যাচে ফ্যাবিয়ান রুইজের গোলে অ্যাসিস্টও করেন, যা তাকে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোর নকআউট পর্বে অ্যাসিস্টের রেকর্ডের মালিক করেছে। বার্সেলোনার বিস্ময় বালক জর্জিয়ার বিপক্ষে দারুণ সম্ভাবনা জাগিয়েও গোল করতে পারেননি। সেটা করতে পারলে আরেক রেকর্ড হতো। স্পেন কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় রেকর্ডের সুযোগটা অবশ্য থাকছে। একই ম্যাচে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি (১৩) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের ম্যাচ খেলার রেকর্ড গড়েন পেদ্রি। জর্জিয়ার বিপক্ষে ম্যাচের দিন তার বয়স ছিল ২১ বছর ২১৮ দিন। ২২ বছর পূর্ণ হওয়ার আগে ১২ ম্যাচ খেলে এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোতে স্পেন টিকে আছে, প্রেদ্রির সামনেও রেকর্ড বড় করার সুযোগ রয়েছে। রোববার রাতে স্লোভাকিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচ দিয়ে ২২ বছর পূর্ণ হওয়ার আগে রোনালদোর সমান ১২ ম্যাচ খেললেন ইংলিশ তারকা বেলিংহ্যামও। পেদ্রি এবং রোনালদো-বেলিহ্যামের পর রেকর্ড বইয়ে স্থান পেয়েছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জসকো ভার্দিওল। ম্যানচেস্টার সিটির এই সেন্টার ব্যাক ২২ বছর পূর্ণ হওয়ার আগে মেজর টুর্নামেন্টে ১১ ম্যাচ খেলেছেন। জর্জিয়ার বিপক্ষে ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচের নিধারিত সময়ের খেলায় ছিল ১-১ সমতা। অতিরিক্ত সময়ের ৫০ সেকেন্ডে গোল করেছেন হ্যারি কেন। এটি ইউরোর নকআউট পর্বে অতিরিক্ত সময়ের দ্রুততম গোলের রেকর্ড। শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারের গোলটি ছিল ম্যাচের ভাগ্য নির্ধারক।
০২ জুলাই, ২০২৪
X