মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
পুলিশের গুলিতে পুলিশ নিহত : ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন
রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীমকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। সোমবার (১০ জুন) দুপুরে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার কনস্টেবল কাউসার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা গেছে, মনিরুল হক (২৭) শনিবার কনস্টেবল কাওছার আলীর সঙ্গে গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সশস্ত্র অবস্থায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তামূলক ডিউটিতে নিয়োজিত ছিল। ডিউটি করাকালে শনিবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে কাওছার আলীর সঙ্গে ডিউটি করা নিয়ে মনিরুলের বাকবিতণ্ডা হয়। বিতণ্ডার একপর্যায়ে কাওছার আলী উত্তেজিত হয়ে মনিরুলকে কোনো কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি করতে থাকে। তার গুলিতে মনিরুল ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সামনে উপুর হয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
১০ জুন, ২০২৪

দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় মান্নান নামে আরও এক পুলিশ সদস্য আহত হন। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ছনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আব্দুল গফুর জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পাড়াগাও গ্রামের দুলু মন্ডলের ছেলে। জানা যায়, আড়াইহাজার উপজেলার ছনপাড়ায় দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্য আব্দুল গফুর ও মান্নানকে সজোরে ধাক্কা দেয় নরসিংদী থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর গফুর মারা যান। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় দুজন গুরুতর আহন হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর গফুর মারা যান। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
২৭ মার্চ, ২০২৪

গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত
গাইবান্ধায় ট্রাকচাপায় বিপ্লব প্রমাণিক নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বড়মসজিদ সংলগ্ন পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত বিপ্লব প্রমাণিক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন ও সদরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে ডিউটির জন্য মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে যাচ্ছিলেন বিপ্লব। এ সময় জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্টসহ মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকটি শনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
২৪ আগস্ট, ২০২৩

মণিপুরে হামলার পর অস্ত্র লুট পুলিশ নিহত
ভারতের মণিপুর রাজ্যে অন্তত দুটি নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালিয়ে স্বয়ংক্রিয় বন্দুকসহ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ লুট করেছে উচ্ছৃঙ্খল জনতা। আরেক ঘটনায় গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যটির পশ্চিম ইম্ফল ও বিষ্ণুপুর জেলায় এসব ঘটনা ঘটে। সর্বশেষ এসব ঘটনায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি। খবর এনডিটিভির। মণিপুর পুলিশ জানিয়েছে, নারী-পুরুষসহ একদল উচ্ছৃঙ্খল জনতা বিষ্ণুপুরে মণিপুর আর্মড পুলিশের দ্বিতীয় ব্যাটালিয়নের কিরেনফাবি পুলিশ ফাঁড়ি ও থাঙ্গালাওয়াই পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তছনছ করে এবং অস্ত্রশস্ত্র লুট করে। উচ্ছৃঙ্খল জনতা পূর্ব ইম্ফলের হেইনগাং ও সিংজামেই থানা থেকেও অস্ত্রশস্ত্র লুটপাটের চেষ্টা করেছিল; কিন্তু এখানে নিরাপত্তা বাহিনী তাদের হামলা প্রতিরোধ করে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম ইম্ফলের কৌত্রুক, হারাওথেল, সেঞ্জাম চিরাং এলাকায় সশস্ত্র হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়েছে। এতে এক নিরাপত্তা কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। সেঞ্জাম চিরাংয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মণিপুর পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। সন্দেহভাজন বিদ্রোহীরা কৌত্রুক ও সেঞ্জাম চিরাংয়ে নিকটবর্তী পাহাড় শ্রেণি থেকে গুলিবর্ষণ করলে গোলাগুলি শুরু হয়। এতে স্থানীয় গ্রামের এক স্বেচ্ছাসেবক আহত হন। বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুর জেলার সীমান্তে ফুগাকচাও ইখাই এলাকায় পাঁচশ থেকে ছয়শ মানুষ জড়ো হয়ে আছেন বলে জানা গেছে। তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে প্রায় ২৫ জন জখম হয়েছে। গত ২৪ ঘণ্টা ধরে মণিপুরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিক্ষিপ্ত গোলাগুলি ও বিভিন্ন স্থানে উচ্ছৃঙ্খল জনতা বেআইনিভাবে জড়ো হচ্ছে বলে পুলিশের বিবৃতিতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মণিপুরের পাহাড়ি ও উপত্যকার জেলাগুলোতে মোট ১২৯টি চেকপয়েন্ট বসানো হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১ হাজার ৪৭ জনকে আটক করা হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী মেইতেইরা সম্প্রতি জনজাতি সম্প্রদায়ের মর্যাদা দাবি করে। এ নিয়ে সংখ্যালঘু জনজাতি সম্প্রদায় কুকিদের সঙ্গে তাদের জাতিগত দাঙ্গা শুরু হয়। তিন মাসেরও বেশি সময় ধরে চলা এসব দাঙ্গা ও সহিংসতার ঘটনায় কয়েকশ মানুষ নিহত ও কয়েক হাজার বাস্তুচ্যুত হয়েছে।
০৫ আগস্ট, ২০২৩

পাকিস্তানে জঙ্গি হামলায় পাঁচ পুলিশ নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি সরকারি দপ্তর ও পুলিশের একটি পোস্টে জঙ্গি হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত, বেসামরিকসহ ১২ জন আহত হয়েছেন। খবর জিও নিউজের। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে খাইবার জেলার বড় বাজার থানা সংলগ্ন তেহশিল সদর দপ্তরের প্রবেশপথে পুলিশ সদস্যরা দুই আত্মঘাতী বোমারুকে প্রবেশে বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের বন্দুক লড়াই শুরু হয়। এ সময় এক জঙ্গি নিহত হলে অন্যজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধাক্কায় তেহশিল ভবনের একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত, সাত পুলিশসহ ১০ জন আহত হন। এ হামলার কয়েক ঘণ্টা আগে বুধবার রাতে পেশোয়ারের রেজি মডেল টাউনে পুলিশের এক ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হন। পুলিশ কর্মকর্তাদের ধারণা, হামলার সময় জঙ্গিরা নাইট ভিশন গ্যাজেট ব্যবহার করেছে।
২২ জুলাই, ২০২৩
X