আনার হত্যা / শাহীনের বাসায় পাসপোর্ট রেখে পালিয়ে যান ফয়সাল
কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের বসুন্ধরার বাসায় পাসপোর্ট রেখে পালিয়ে যান আসামি মোস্তাফিজ ও ফয়সাল। তারা দুজন কলকাতার সঞ্জিভা গার্ডেন্সে আনার হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন। ডিবির জিজ্ঞাসাবাদে আসামি ফয়সাল আলী সাহাজী জবানবন্দিতে এসব তথ্য উল্লেখ করেছেন। গতকাল বুধবার ফয়সাল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত ২৭ জুন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহের আদালত ফয়সালের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালীন আসামি ফয়সাল স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ডিবির আবেদনে বলা হয়েছে, ঘাতক দলের প্রধান শিমুল ভূঁইয়ার সঙ্গে মোস্তাফিজ ও ফয়সাল আর্থিক সাহায্যের আশায় মার্চের শেষের দিকে যোগাযোগ করেন। শিমুল ভূঁইয়া মোস্তাফিজ ও ফয়সালকে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে একটি কাজ করে দিতে ভারতের কলকাতায় যেতে বলেন। পাসপোর্ট, ভিসা, টিকিটসহ সব কাজ শিমুল করে দেওয়ার আশ্বাস দেন। জরুরি পাসপোর্ট করতে মোস্তাফিজ ও ফয়সালকে টাকাও দেন। পাসপোর্ট করে মোস্তাফিজ ও ফয়সাল ১৫ এপ্রিল খুলনা থেকে ঢাকায় এসে আনোয়ারুল আজিম আনারকে প্রলুব্ধ করে শাহীনের বসুন্ধরার বাসায় ওঠেন। পরদিন শাহীনের পিএস পরিচয়ে সিয়াম হোসেন শাহীনের নির্দেশে মোস্তাফিজ ও ফয়সালকে নিয়ে ভারতীয় ভিসার জন্য যমুনা ফিউচার পার্কের পাশে ভিসা আবেদন কেন্দ্রে নিয়ে যান। মোস্তাফিজ ও ফয়সালকে সিয়াম বলেন, ‘শাহীন স্যারই আপনাদের পাসপোর্টের জন্য টাকা দিয়েছিল, তিনিই আপনাদের দ্রুত ভিসা করে দেবেন।’ আবেদনে আরও উল্লেখ করা হয়, ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজ ও ফয়সাল শাহীনের তত্ত্বাবধানে তার বসুন্ধরার বাসায় ছিলেন। সিয়াম তাদের দেখাশোনার দায়িত্বে ছিলেন। সিয়াম তাদের জানান, ভিসার জন্য শাহীন ব্যাংক স্টেটমেন্ট তৈরি, রোগের প্রেসক্রিপশনসহ আনুষঙ্গিক কাজের জন্য প্রচুর টাকা খরচ করছে। এরই মধ্যে মোস্তাফিজ ও ফয়সাল ভারতীয় চিকিৎসা ভিসা পেয়ে ২৫ এপ্রিল ঢাকা থেকে খুলনা ফিরে যান। শিমুল ও শাহীনের পরিকল্পনায় মোস্তাফিজ ও ফয়সাল ২ মে কলকাতায় যান এবং নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে উঠে অবস্থান করতে থাকেন। পরিকল্পনা মোতাবেক মোস্তাফিজ ১০ মে কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্স নামে একটি বাসায় যান। শাহীনের পরিকল্পনায় আনোয়ারুল আজিম আনার সেই বাসায় গেলে ঘাতক দলের প্রধান শিমুলের নেতৃত্ব ও নির্দেশনায় জিহাদ, ফয়সাল, মোস্তাফিজসহ অজ্ঞাতনামারা ভিকটিমকে অজ্ঞান করে হত্যা করে। একই সঙ্গে লাশ গুম করতে মৃতদেহ থেকে হাড় ও মাংস আলাদা করে নিশ্চিহ্ন করে ফেলেন। মোস্তাফিজ ও ফয়সাল কিলিং মিশন শেষ করে ১৯ মে বাংলাদেশে ফিরে শাহীনের বসুন্ধরার বাসায় উঠেন। পরবর্তী সময়ে ভিকটিমের পরিবারের লোকজন শেরেবাংলা নগর থানায় মামলা করলে শিমুল ভূঁইয়া গ্রেপ্তার হয় এবং পুলিশের তৎপরতা টের পেয়ে ফয়সাল ও মোস্তাফিজ পালিয়ে আত্মগোপনে যান। উল্লেখ্য, সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত ১২ মে দর্শনা–গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। বরাহনগরের স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু ১৬ মে থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় নিখোঁজ জানিয়ে ১৮ মে বরাহনগর থানায় জিডি করেন তার কলকাতার বন্ধু গোপাল বিশ্বাস। গত ২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে আনোয়ারুল আজিম খুন হওয়ার খবর আসে। পরে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় অপহরণের পর গুম করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাঈদ, তানভীর ভূঁইয়া, শিলাস্তী রহমান, কাজী কামাল আহমেদ বাবু ও মোস্তাফিজুর রহমান ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এ মামলায় দায় স্বীকার না করায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
০৪ জুলাই, ২০২৪

বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৬ জুন) সকালে অভিযান চালানো হয়। দুদকের বরিশাল কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক মিরাজ হোসেন। এর আগে গত ১৬ জানুয়ারি একই পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক। এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে আসা সেবাগ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে অনেক তথ্য পাওয়া যায়। অনলাইনে পাসপোর্টের আবেদনের জন্য প্রতি আবেদনে ২০০ টাকা বা তার বেশি নেন ফটোকপি দোকান ও ব্যবসায়ীরা। ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য অতিরিক্ত টাকা গ্রহণ করার অভিযোগও মিলেছে। তিনি বলেন, অভিযানে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোশাররফের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানির বিষয়ে তথ্য পাওয়া গেছে। যা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালককে জানানো হয়। তিনি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ সেবা প্রদান হয়রানিমুক্ত করতে উদ্যোগ নেবেন বলে দুদককে আশ্বস্ত করেছেন। এ ছাড়া, অভিযানে সংগৃহীত তথ্য পর্যালোচনা করে দুদক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।  বরিশাল পাসপোর্ট অফিসের উপপরিচালক জাকির হোসেন বলেন, দুদকের নির্দেশনা অনুসরণ করে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৬ জুন, ২০২৪

বেনজীরের পাসপোর্ট জালিয়াতি, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের পাসপোর্ট জালিয়াতির বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার (২৫ জুন) সকালে দুর্নীতি দমন কমিশন অফিসে যান পাসপোর্ট অধিদপ্তরের ৭ সদস্য। সাবেক এই আইজিপির বিরুদ্ধে অভিযোগ, তিনি পাসপোর্টে আড়াল করেছেন তার পুলিশ পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিশিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র‌্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র‌্যাব সদর দপ্তরে। তবে অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। এদিকে, গত ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজীর আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। ৫ জুন দুদকের কাছে সময় চান বেনজীর আহমেদ। এর পরিপ্রেক্ষিতে তাকে ২৩ জুন হাজির হতে ফের চিঠি দেওয়া হয়। একই সঙ্গে তার স্ত্রী-সন্তানদের ২৪ জুন হাজির হতে বলা হয়। বেনজীর দুদকে হাজির না হয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের লিখিত জবাব দিয়েছেন।  রাজধানী ঢাকাসহ অন্তত ১০ জেলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্য ৯টি জেলা হলো গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, সাতক্ষীরা, নীলফামারী, ঠাকুরগাঁও, বান্দরবান ও কক্সবাজার। এসব জেলায় রয়েছে জমি, খামার, রিসোর্ট। সেন্টমার্টিন দ্বীপেও আছে জমি। সবশেষ তথ্যানুযায়ী, বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ ২ হাজার ৩৮৫ বিঘা বা ৭৮৬ একর। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২৩ ও ২৬ মে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা ১৯৩টি দলিলের জমি, গুলশানের চারটি ফ্ল্যাট ক্রোকের এবং বিভিন্ন ব্যাংকে থাকা ৩৩টি হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ১৯টি প্রতিষ্ঠানে তাদের নামে থাকা শেয়ার, তিনটি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। প্রসঙ্গত, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। 
২৫ জুন, ২০২৪

পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ছাড়া’ শব্দ মুছে ফেলা দুঃখজনক : সাবেক পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ (একসেপ্ট ইসরায়েল) শব্দ মুছে ফেলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (৩১ মে) এফডিসিতে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন বলেন, ই-পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেওয়া খুবই দুঃখজনক। আমি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা না করেই এ পরিবর্তন করে। পাসপোর্টকে আরও মানসম্পন্ন করা এবং খরচ কমানোর জন্য জার্মানির একটি প্রতিষ্ঠান এ কাজটি করেছে বলে জানান সিলেট–১ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মোমেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতার রায়ে নির্বাচিত নয় বলে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে পারছে না। তবে বাংলাদেশের সরকার জনগণের দ্বারা নির্বাচিত হওয়ায় ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে শেখ হাসিনা অন্যতম হাতিয়ার হতে পারেন। এই ছায়া সংসদের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ‘মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে’ শীর্ষক ছায়া সংসদে কবি নজরুল সরকারি কলেজ দলের বিপক্ষে জয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ দল। প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক ঝুমুর বারী, এ কে এম মঈনুদ্দিন, একরামুল হক ও মাসুদ করিম। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
৩১ মে, ২০২৪

ইতালির ভিসা আবেদনে দিতে হবে না পাসপোর্ট
ইতালি গমনেচ্ছুদের ভিসা আবেদনে এখন থেকে মূল পাসপোর্ট জমা দিতে হবে না। তবে ভিসা ইস্যুর জন্য পরে সেটি জমা দিতে হবে আবেদনকারীকে। গতকাল মঙ্গলবার ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ভিএফএস তাদের ফেসবুক পেজে জানায়, ২৮ মে থেকে বাংলাদেশে ইতালিতে কাজের ভিসার জন্য আবেদনের সময় আবেদনকারীরা অনুগ্রহ করে মনে রাখবেন শুধু স্ক্যানিং ও ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে। মূল পাসপোর্ট অবিলম্বে তাদের ফেরত দেওয়া হবে। দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য পরে আবারও মূল পাসপোর্টের জন্য বলা হবে। এ-সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রতিষ্ঠানটির যোগাযোগ করতে বলেছে সংস্থাটি।
২৯ মে, ২০২৪

৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ১৯৭৪ সালের দিকে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর পাসপোর্ট নবায়ন করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১২ মে) রাজধানীতে সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।  আসাদুজ্জামান খান কামাল বলেন, সৌদি সরকারের অনুরোধে ধাপে ধাপে এই পাসপোর্ট নবায়ন করা হবে।  সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বন্দি বিনিময় চুক্তি ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সৌদি সরকারের পক্ষ থেকে ওই দেশে থাকা ত্রিশ লাখ বাংলাদেশির সুযোগ-সুবিধা বাড়ানো এবং হজের নিরাপত্তা ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।
১২ মে, ২০২৪

পাসপোর্ট অফিস থেকে তথ্য পায় ভুয়া এসবি
পাসপোর্ট তৈরির জন্য যে কোনো নাগরিকই পাসপোর্ট কর্মকর্তাদের কাছে অকপটে সব তথ্য দেন। দেশের গুরুত্বপূর্ণ বিভাগটিতে নাগরিকের যে কোনো তথ্যই থাকবে সুরক্ষিত, এমনটাই সবার বিশ্বাস। কিন্তু এবার শর্ষের মধ্যেই ভূত পাওয়া গেল। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে চলে যাচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছে। ওই চক্রের সদস্যরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ভুয়া কর্মকর্তা সেজে পাসপোর্টের আবেদনকারীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন অর্থ। গত রোববার এ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস, উত্তরা পাসপোর্ট অফিস ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, কাজী মো. বেলাল হোসেন, মো. জসিম উদ্দিন, মো. আল-আমিন গাজী, হাসান আহম্মেদ, মো. সোহাগ আলম, মো. হোসাইন মোল্লা, নুরুজ্জামান মিয়া, মামুনুর রহমান ও মো. রাসেল ইসলাম। পাসপোর্ট ভেরিফিকেশন শাখা রাজধানীর সবুজবাগ থানায় মামলা করার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাল সোমবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন আর রশীদ। তিনি বলেন, চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের আনসার সদস্য এবং কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত বলে জানিয়েছে প্রতারকরা। গ্রেপ্তাররা পাসপোর্ট অফিসের কর্মচারী, পিয়ন, আনসার সদস্য ও কর্মকর্তাদের মাধ্যমে আবেদনকারীদের গোপন তথ্য সংগ্রহ করত। এরপর ডেলিভারি ও আবেদন ফরমে দেওয়া মোবাইল নম্বর সংগ্রহ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা পরিচয় দিয়ে আবেদনকারীদের ফোন করত। প্রথমে তাদের প্রয়োজনীয় কাগজপত্র (এনআইডি ও বিদ্যুৎ বিলের কপি) হোয়াটসঅ্যাপে পাঠাতে বলত। এরপর ভেরিফিকেশনের কথা বলে মোটা অংকের টাকা দাবি করত। ডিবিপ্রধান আরও জানান, চক্রটি পুলিশের ছবি ও নাম ইন্টারনেট থেকে সংগ্রহ করে ট্রু কলারে সেই নামে নম্বর সেভ করত। এরপর ভুয়া নামে রেজিস্ট্রেশন করা সিম সংগ্রহ করে প্রতারণার কাজে ব্যবহার করে। অন্যের নামে বিকাশ/নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টযুক্ত সিম সংগ্রহ করে অর্থ লেনদেন করত। হারুন বলেন, এ বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পাসপোর্ট ভেরিফিকেশন শাখা সবুজবাগ থানায় একটি মামলা করে। পরে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ অভিযান চালিয়ে ৯ প্রতারককে গ্রেপ্তার করে। তিনি বলেন, গ্রেপ্তার বেলাল হোসেনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে। মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধেও মামলা আছে কি না সে বিষয়ে খোঁজ চলছে। হারুন আর রশীদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় তারা এ চক্র গড়ে তুলেছে। এ বিষয়ে তদন্ত চলছে। চক্রের সঙ্গে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
০৭ মে, ২০২৪

মমির পাসপোর্ট
এই তো সেদিনই অন্তর্জালের দুনিয়ায় ভেসে এলো প্লেনে চড়া এক পান্ডার ছবি। সিট বেল্ট লাগিয়ে আরাম করে বাঁশ চিবুতে চিবুতে মহাসাগর পাড়ি দিচ্ছে পান্ডামশাই। তা হতেই পারে। মানুষের যখন পাসপোর্ট বানানো যায়, তখন পশু-পাখির কেন নয়! তবে তাই বলে তিন হাজার বছর আগে মৃত্যুবরণ করা মিশরীয় ফারাওয়ের মমির পাসপোর্ট? শুনতে অদ্ভুত লাগলেও ১৯৭৬ সালে ঠিক এমনটাই ঘটেছিল। প্রাচীন মিশরে অসম্ভব জনপ্রিয় ছিলেন এই ফারাও দ্বিতীয় রামসেস। মাত্র ১৪ বছর বয়সেই সিংহাসনে বসার পয়গাম আসে তার। ২০ বছর বয়সে সিংহাসনে বসেও পড়েন তিনি। একাধিক সামরিক ক্যাম্পেইন, জলদস্যুদের মধ্যে আতঙ্ক তৈরি, বাইরের রাজ্য জয়—কী করেননি এ ফারাও। তার মমিকে ভ্যালি অব কিংসে রাখা হলেও ডাকাতদের ভয়ে বারবার সেটার স্থানান্তর করতে হচ্ছিল। ফলে ধীরে ধীরে মমিতেও ধরছিল ক্ষয়। হঠাৎ খবর এলো ফ্রান্সের কেউ একজন মমিকে ঠিক করার উপায় জানেন। ব্যস, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত হলো ফারাওয়ের মমিকে নিয়ে ফ্রান্সে রওনা করার।কিন্তু বললেই তো আর হয় না। মিশরের কট্টর নিয়ম। জীবিত বা মৃত, সবাইকেই সব নিয়ম মেনে আর কাগজ নিয়েই দেশ ছাড়তে হবে। অগত্যা বানানো হলো ফারাও দ্বিতীয় রামসেসের পাসপোর্ট। তবে শুধু যে নিয়মই দায়ী ছিল এ ঘটনার পেছনে তা নয়, এত বছরের পুরোনো মমি, দেশের ঐতিহ্য বলা চলে সেটাকে। যদি কেউ চুরি করে ফেলে? যদি ফ্রান্স থেকে ফিরতে না দেওয়া হয় মমিকে? সবদিক ঠিক রাখতেই তাই শেষমেশ এমন সিদ্ধান্ত নেয় মিশরের কর্তৃপক্ষ।
২৫ এপ্রিল, ২০২৪

উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ৭ জনের কারাদণ্ড 
রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব-১।  মঙ্গলবার (১৯ মার্চ) অভিযান চালিয়ে চক্রের সাতজন সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজাহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  তিনি বলেন, অভিযানে দালালচক্রের ফিরোজ আলম স্বপনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, মো. মোতালেব হোসেন এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, জিয়াদ রহমান আয়সকে এক মাসের দিনের বিনাশ্রম কারাদণ্ড, ফিরোজ আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ মিনহাজ হোসেন শান্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ মাহিনুল ইসলাম স্মরণকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. স্বপন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৯ মার্চ, ২০২৪

পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি
পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণ বিষয়টি অসম্ভব মনে হলেও তা সম্ভব করেছে সৌদি আরব। বিদেশ ভ্রমণ মানেই প্রধান শর্ত একটি বৈধ পাসপোর্ট। এখন থেকে পাসপোর্ট না থকলেও সমস্যা নেই। পাসপোর্ট না থাকলেও যাওয়া যাবে সৌদি আরবে! এমনই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাসপোর্ট ছাড়া ভ্রমণের সুযোগ দিতে সৌদি আরব এরই মধ্য ডিজিটাল নথি তৈরি করে ফেলেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পাসপোর্ট বিভাগের জেনারেল ডাইরেক্টরেট রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত লিপ ইয়ার বা অধিবর্ষ ২০২৪ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে সৌদি আরবে আগত দর্শনার্থীদের সামনে ওই ডিজিটাল নথি ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে। এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিস সৌদি নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীসহ সুবিধাভোগীদের দেয়া ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধানগুলোর একটি। এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ পরিষেবাগুলো পাবেন।  #الجوازات تستعرض الوثيقة الرقمية لزوار المملكة بجناح وزارة الداخلية في مؤتمر #ليب24 .#الداخلية_في_ليبhttps://t.co/LyM9L4AkOh pic.twitter.com/a9TjIuw0qf— الجوازات السعودية (@AljawazatKSA) March 7, 2024 মূলত পরিষেবাটির লক্ষ্য হলো একটি ইউনিফাইড নম্বর দেয়ার মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়া সহজতর করা। দর্শনার্থী বা ভ্রমণকারীরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অ্যাবশার’ ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে তারা নিজেদের ডিজিটাল পরিচয় বা ইউনিফাইড নম্বর বের করার সুযোগ পাবেন। এই ডিজিটাল পাসপোর্ট ব্যক্তির মোবাইল ফোনে থাকবে। এর মাধ্যমে ভ্রমণকারী দেশটির কোথায় অবস্থান করছেন তাও জানা যাবে। ফলে কোনো কাগুজে পাসপোর্টের প্রয়োজন হবে না। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন লিপ ইয়ার ২০২৪-এ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অংশ নিয়ে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজিটাল সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব তুলে ধরে। এই উদ্যোগের লক্ষ্য নিরাপত্তা, ভিড় ব্যবস্থাপনা, মানব ও পরিবেশগত নিরাপত্তা, বিশ্বব্যাপী অনুষ্ঠানগুলোকে উন্নত করার সঙ্গে সৌদি আরবের ভিশন–২০৩০ পূরণ করা।  
১১ মার্চ, ২০২৪
X