মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
আজমিরীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো মাহমুদপুর গ্রামের গোবিন্দ দাসের পুত্র প্রলয় দাস (৭) এবং একই গ্রামের রুবেল দাসের পুত্র সূর্য দাস (৬)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে প্রলয় ও সূর্য দাস অন্যান্য শিশুদের সঙ্গে মাহমুদপুর গ্রামের মাঠে ফুটবল খেলা শেষে মাঠ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে প্রলয় ও সূর্য পুকুরের সিঁড়ি থেকে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এসময় তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় স্থানীয়রা পুকুর থেকে প্রলয় ও সূর্যকে উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাহমুদপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য অরুণ কুমার তালুকদার বলেন, মাঠে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করার জন্য লোক পাঠানো হয়েছে। তাদের পরিবার থেকে ময়নাতদন্ত ব্যতীত লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন।  এ দিকে দুই শিশুর মৃত্যুর খবরটি এলাকায় জানাজানি হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
২৯ জুন, ২০২৪

পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুশিক্ষার্থীর
রাজধানীর ডেমরায় বাড়ির পাশে ডোবায় গোসল করতে গিয়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ১০টার দিকে মুসলিম নগর এলাকায় কুয়েতি মসজিদসংলগ্ন খোলা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, হিফজ পড়ুয়া আব্দুল আহাদ (১১) ও আবু তালহা (৮)। এ সময় অন্যান্য ছাত্রের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা দুজনকে উদ্ধার করে আহাদকে ঢাকা মেডিকেল হাসপাতাল ও তালহাকে মাতুয়াইল মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল প্রস্তুত করেন। নিহত আহাদ মুসলিমনগর এলাকার বসবাসরত ও ওমর ইবনুল খাত্তাব মাদ্রাসা ছাত্র। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মো. খোকন মিয়ার ছেলে। একই এলাকায় বসবাসরত নিহত তালহা জামিয়া এমদাদিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। সে ঝালকাঠি সদর থানার সারেঙ্গল গ্রামের মোহাম্মদ উল্লাহ সোহেবের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কয়েকজন ডোবায় গোসল করতে নামলে একপর্যায়ে আহাদ ও তালহা পানিতে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের কাছে খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ছোট ছোট এ দুই শিশুর মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই সুরতহাল শেষে পরিবারের লোকজনের কাছে মৃতদের লাশ হস্তান্তর করা হয়েছে।
২৯ জুন, ২০২৪

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ওলিউল্লাহ ওলি নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।  নিহত ওয়ালিউল্লাহ ওলি ওই এলাকার তরিকুল ইসলামের ছেলে। সে দুপুর থেকে নিখোঁজ ছিল। হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বাড়ির পাশের ওই পুকুরটিতে দুপুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করে ওয়ালিউল্লাহ ওলি। গোসল শেষে বাড়ি এসে পোশাক বদলে আবার বের হয়, কিন্তু আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরেই তার মরদেহ পাওয়া যায়।
২৬ জুন, ২০২৪

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বালতির পানিতে ডুবে সোলাইমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার ফতেহপুর গ্রামের রাশেদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির ভেতরে টিউবওয়েলের পাশে বালতির পানি নিয়ে খেলা করছিল শিশু সোলাইমান। একপর্যায়ে বালতির পানির মধ্যে শিশুটি উপুড় হয়ে পড়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এখানে আমরা মৃত অবস্থায় পেয়েছি।
২৬ জুন, ২০২৪

বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিলেটের বিশ্বনাথে বন্যার পানিতে ডুবে মো. ওয়াহিদ মিয়া নামে সাড়ে ৩ বছর বয়সি শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর (উত্তরপাড়া) গ্রামের মো. দবির মিয়ার ছেলে। শনিবার (২২ জুন) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। শিশুর বাবা মো. দবির মিয়া জানান, ঘটনার সময় তিনি স্থানীয় বাজারে অবস্থান করছিলেন। দুপুরে বসত ঘরেই ঘুমিয়েছিল শিশু ওয়াহিদ। এ সময় তার মা পরিবারের কাজে ঘরের বাহিরে ছিলেন। বেলা আড়াইটার দিকে আমার স্ত্রী ঘরে প্রবেশ করে দেখে ছেলে বিছানায় নেই। এক পর্যায়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বন্যার পানিতে তাকে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা, ঘুম থেকে উঠে হয়তো জানালা দিয়ে বন্যার পানিতে পড়ে যায়। বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।
২৩ জুন, ২০২৪

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম রিফাত হোসেন (১০)। গতকাল শুক্রবার দুপুরে বাড়ির সামনে বন্যার পানিতে প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু হয় তার। রিফাত উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামের আবু কালামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিফাত তার পরিবারের সঙ্গে গাজীপুরে থাকত। সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। গত ২০ দিন আগে তার পরিবার গ্রামের বাড়িতে চলে আসে। ঈদের আনন্দে প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির সামনে আসা বানের পানিতে গোসলে নামে রিফাত। শিশুটি সাঁতার না জানায় স্রোতে ভেসে যায়। এক পর্যায়ে নিখোঁজ হলে অন্য শিশুরা তার পরিবারের লোকজনকে জানায়। পরে তারা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২২ জুন, ২০২৪

মৌলভীবাজারে এখনো পানিতে ডুবে আছে ঘরবাড়ি-রাস্তাঘাট
বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিতে ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বৃহস্পতিবার (২০ জুন) রাতে এবং শুক্রবার (২১ জুন) দিনে পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তা সত্ত্বেও দুর্ভোগে রয়েছেন পানিবন্দি প্রায় সাড়ে তিন লাখ মানুষ। নতুন করে কোনো ভাঙন দেখা না দিলেও পুরোনো ভাঙনের অংশ দিয়ে পানি প্রবেশ করছে। কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত এলাকায় প্রতিটি আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড় বাড়ছে। বন্যায় বেশি দুর্ভোগে পড়েছেন রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখার মানুষ। জেলার ৭ উপজেলার ৪৭ ইউনিয়নের ৪৫০টি গ্রামের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। বন্যাকবলিত এলাকার অধিকাংশ বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। গবাদিপশুসহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন মানুষজন। জেলার বেশিরভাগ গ্রামীণ জনপদের সড়ক তলিয়ে গেছে। আঞ্চলিক মহাসড়কের অনেক স্থানে পানি উঠেছে। বন্যার পানির তোড়ে ডুবে পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, মনু নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার ২৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটি মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদী কমলগঞ্জ রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ২৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কৃষিমন্ত্রী ও উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
২১ জুন, ২০২৪

নেত্রকোনায় পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম রিফাত হোসেন (১০)।   শুক্রবার (২১ জুন) দুপুরে বাড়ির সামনে প্রতিবেশী শিশুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। রিফাত উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামের আবু কালামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিফাত তার পরিবারের সঙ্গে গাজীপুরে থাকত। সেখানে একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করত। গত ২০ দিন আগে তার পরিবার নিজ বাড়িতে চলে আসে। ঈদের আনন্দে প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির সামনে বানের পানিতে গোসলে নামে রিফাত। শিশুটি সাঁতার না জানায় পানি স্রোতে ভেসে যায়। এক পর্যায়ে নিখোঁজ হয়ে পড়লে প্রতিবেশী শিশুরা তার পরিবারের লোকজনকে জানালে তার আগে খোঁজাখুঁজি করে পানিতে ভাসতে দেখেন। পরে তারা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, সাঁতার না জানাতে রিফাতের মৃত্যু হয়েছে। পরিবারে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
২১ জুন, ২০২৪

নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলার লালমোহনে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. ইয়াছিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (২১ জুন) সকালে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে শিশু ইয়াছিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু ইয়াছিন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুর্লভ বাড়ির কামাল দুর্লভের ছেলে। সে সকালে মায়ের সঙ্গে নানাবাড়ি একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেপারী বাড়িতে বেড়াতে আসে। দুপুরের খেলতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে তার মা চিৎকার শুরু করলে প্রতিবেশীসহ সকলে মিলে খুঁজতে শুরু করে। একপর্যায়ে কয়েকজন পুকুরের পানিতে নামলে তাকে পানির নিচে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি আপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
২১ জুন, ২০২৪

বগুড়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
বগুড়ার ধুনট উপজেলায় মায়ের সঙ্গে খালুর বাড়িতে ঈদের দাওয়াত খেতে গিয়ে পানিতে পড়ে ফাতিম রহমান আকাশ (১০) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) বিকেলের দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফাতিম রহমান আকাশ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মিয়াবাড়ি গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে ফাতিম তার মা মোমেনা খাতুনের সঙ্গে রঘুনাথপুর গ্রামে বাঁধে আশ্রিত খালু আব্দুর রাজ্জাকের বাড়িতে ঈদের দাওয়াত খেতে যায়। বুধবার দুপুরের দিকে খালার বাড়ির কাছে সমবয়সীদের সঙ্গে ফাতিম বাড়ির পাশে খাদের পানিতে গোসল করতে যায়। ফাতিম সাঁতার কাটতে জানত না। এ কারণে অসাবধানবশত পানিতে ডুবে নিখোঁজ হয়। ফাতিমকে অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে খাদের পানি থেকে আকাশের ভাসমান মৃতদেহ উদ্ধার করে স্বাজনরা। ধুনট থানার ওসি সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ফাতিম রহমান আকাশের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০ জুন, ২০২৪
X