আলোচিত সামেক হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীকে ওএসডি
আলোচিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. শীতল চৌধুরীকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শেখ কুদরত ই খোদাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। জানা গেছে, ডা. শীতল চৌধুরী পরিচালক হিসেবে যোগদানের পর থেকেই মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতির আখড়ায় পরিণত হয়। তিনি সপ্তাহে মাত্র দুই দিন অফিস করতেন। কোটি টাকা মূল্যের ব্যক্তিগত গাড়ি কিনেছেন। ডা. শীতল চৌধুরী কয়েকজন স্টাফদের সঙ্গে সিন্ডিকেট করে হাসপাতাল পরিচালনা পরিষদের যোগসাজশে করে লুটপাট করে আসছিলেন। হাসপাতালের স্টাফদের বেতন ছাড়াতে গেলেও টাকা দিতে হয়েছে ওই দুর্নীতিবাজ পরিচালক ডা. শীতল চৌধুরীকে। ফলে সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিল সাতক্ষীরার মানুষ। মেডিকেলের ল্যাব, এক্সরে বিভাগ ও কেবিন ভাড়া থেকে প্রতি সপ্তাহে মোটা অঙ্কের টাকা পরিচালকের হাতে দিতে হয়েছে। তা না দিলে বিভাগ পরিবর্তন করে দেওয়ার হুমকি-ধমকিও প্রদর্শন করেন ডা. শীতল চৌধুরী। এ ছাড়া হাসপাতালের ওষুধ কেনার জন্য বরাদ্দ হওয়ায় ৭ কোটি টাকার কোনো ওষুধ না কিনে পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন। এসব অনিয়মের বিষয়ে পরিচালক ডা. শীতল চৌধুরীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে। এসব অভিযোগ নিয়ে গত ২৪ জুলাই ২৩ তারিখে দুর্নীতি দমন কমিশন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভূমিহীন সমিতির নেতারা। এ ছাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। ওই দুর্নীতিবাজ কর্মকর্তার ওএসডি হওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন ভূমিহীন সমিতির নেতাসহ সাতক্ষীরার সচেতন মহল। এদিকে, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ অধিকাংশের কল ধরেন না বলে অভিযোগ রয়েছে ডা. শীতল চৌধুরীর বিরুদ্ধে। সরকারি ফোন নম্বরে কেউ কল দিলে সহজেই কল রিসিভ করেন না। আরও অভিযোগ রয়েছে, কেউ একাধিকবার কল দিলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফোন না ধরার কারণে চরম ভোগান্তিতে পড়েন সেবাপ্রত্যাশীরা। এতে তথ্য পাওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ তুলেছেন জেলার একাধিক সংবাদকর্মী।
০২ জুলাই, ২০২৪

ই-ক্যাব নির্বাচন / পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন টেকনিশিয়ানের সিইও সৈকত
আসন্ন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক পদে মনোনয়নপত্র  জমা দিয়েছেন টেকনিশিয়ান টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং টেকনিশিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সোরাব হোসেন (সৈকত)। সোমবার (১ জুলাই) ই-ক্যাব বনানী কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় গণমাধ্যম কর্মীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম-ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন, একিউর নিউট্রিশান লিমিটেডের সিইও আব্দুল মতিন ও ইক্যাব ২০২৪-২৬ নির্বাচন কমিশনার হাফিজুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আগামী ২৭ জুলাই (২০২৪-২৬) অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মো. সোরাব হোসেন সৈকতের অংশগ্রহণ ই-ক্যাব সদস্যদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মনোনয়নপত্র জমা দিয়ে সৈকত বলেন, ‘আগামী ই-ক্যাব নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি। আগামী ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয়ী হয়ে ই-ক্যাবকে একটি এসএমই বান্ধব সংগঠনে পরিণত করতে কাজ করে যাব।’ তিনি বলেন, ‘যদি আমি নির্বাচনে জয়ী হই, তাহলে গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তাও ই-ক্যাবের পৃষ্ঠপোষকতা পাবেন। সেজন্য কাজ করে যাব। শহরে কিংবা প্রান্তিকে কোনো উদ্যোক্তাই অবহেলিত হবেন না। সবাইকে সমানভাবে সহযোগিতার হাত বাড়াব। আপনাদের সবার দোয়া প্রার্থী।’ মো. সোরাব হোসেন সৈকত টেকনিশিয়ানের সিইও হিসেবে পরিচিত। তিনি তার নেতৃত্বে টেক কোম্পানিটিকে দেশের অন্যতম অনলাইনভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং সেবামূলক মানসিকতা তাকে ই-ক্যাবের পরিচালক পদে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে। তার প্রার্থিতা ই-ক্যাব সদস্যদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটাবে বলে আশা করা হচ্ছে। মো. সোরাব হোসেন তার নির্বাচনী প্রচারাভিযানে ই-ক্যাবের সদস্যদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য তুলে ধরেছেন। সেগুলো হলো- মেম্বারদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ট্রেনিং এবং মেন্টরিং : সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের প্রশিক্ষণ ও মেন্টরিংয়ের মাধ্যমে ই-কমার্স খাতে দক্ষতা উন্নয়নে মনোনিবেশ করা। ইনভেস্টমেন্ট রেডিনেস এবং ক্রাউডফান্ডিং : ই-ক্যাব সদস্যদের জন্য বিনিয়োগ প্রস্তুতি এবং ক্রাউডফান্ডিং সুবিধা প্রদানে উদ্যোগ গ্রহণ, যাতে তারা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। ক্রস বর্ডার ই-কমার্স : আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ বাড়ানোর লক্ষ্যে তিনি ক্রস-বর্ডার ই-কমার্স কার্যক্রমকে উৎসাহিত এবং সহজতর করা। তাছাড়া ৬৪ জেলায় আমাদের যেসব উদ্যোক্তারা রয়েছেন তাদের ইকমার্স ভিত্তি ব্যবসা সম্প্রসারণ এর সুযোগ করে দেওয়া এবং জেলা ভিত্তিক ইকমার্ষের কমিটি ও মিটআমের মাধ্যমে দেশীয় বাজারে ইকমার্সের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা মূল লক্ষ্য উদ্দেশ্য বলে জানা গেছে।  ই-ক্যাবের আসন্ন নির্বাচন ই-কমার্স খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দেশের ই-কমার্স শিল্পের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী ২৭ জুলাই ২০২৪-২৬ এর পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে ই-ক্যাবের নেতৃত্বে নতুন পরিচালনা কমিটি আসবে, যারা আগামী দুই বছর ই-কমার্স খাতের উন্নয়নে কাজ করবে।  মো. সোরাব হোসেন সৈকতের অংশগ্রহণ এ নির্বাচনে নতুন দৃষ্টিকোণ এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।
০১ জুলাই, ২০২৪

মতিউরকে সরিয়ে সোনালী ব্যাংকে নতুন পরিচালক নিয়োগ
আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়ার একদিন পরেই নতুন পরিচালক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে তিন বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  সোমবার (২৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক চিঠিতে নতুন পরিচালক নিয়োগের এ আদেশে দেওয়া হয়েছে।  সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে যোগ দেওয়ার তারিখ থেকে তিন বছর মেয়াদে সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে আরও বলা হয়েছে, সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে মোহাম্মদ আবু ইউসুফের পরিচালক হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানানোর অনুরোধ করা হলো। এর আগে, মতিউর রহমানকে রাষ্ট্রমালিকানার সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে অব্যাহতি দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গতকাল তাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে তার বর্তমান পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তবে কেন এ ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে, ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনার জন্ম দেন মুসফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। পরে জানা যায়, ইফাত এনবিআরের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে কর্মরত মতিউর রহমানের ছেলে। এরপরই একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল পরিমাণ টাকায় গরু-ছাগল কেনা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। একপর্যায়ে মতিউর রহমান দাবি করেন, ইফাত তার ছেলে নন। এমনকি এই তরুণ তার পরিচিতও নয়। এই ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। 
২৪ জুন, ২০২৪

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল বায়োফার্মা
দেশের মাঝারি শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সেরা ওষুধশিল্প প্রতিষ্ঠান হিসেবে বায়োফার্মা লিমিটেড কোম্পানি উৎপাদনশীলতায় এবং পণ্যের গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্প মন্ত্রণালয়ের জুরিবোর্ডের বিবেচনায় প্রথম স্থান অর্জন করেছে।  শনিবার (০৮ জুন) এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাত থেকে ট্রফি ও সার্টিফিকেট গ্রহণ করেন বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যাহ। শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ ও ইনস্টিউটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর ও রাষ্ট্রদূত মাশ্‌ফী বিনতে শাম্‌স ও এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মেজবাহুল আলম। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে উৎপাদনশীলতা বৃদ্ধির উপর। উৎপাদনশীলতা স্বনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব বিস্তার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন ঘোষণা করেন এবং প্রতি বছর শ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মাঝে স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রবর্তন করেন। এ স্বীকৃতি শিল্প উদ্যোক্তাদের নিজ নিজ কারখানায় উৎপাদিত পণ্যের উৎকর্ষ  সাধনে এবং  উৎপাদনশীলতা বাড়াতে  অনুপ্রাণিত করবে। ফলে নবীন শিল্প উদ্যোক্তারাও নিজেদের পণ্যের গুণগত মানোন্নয়নে এবং বিশ্বমানের শিল্প স্থাপনে উজ্জীবিত হবেন, ফলে দেশে গুণগত মানসম্পন্ন শিল্পায়নের ধারা বেগবান হবে। এ ধরনের ইতিবাচক পদক্ষেপ অব্যাহত থাকলে দেশ শিল্প সমৃদ্ধ হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জাতীয় প্রবৃদ্ধিতে শিল্প খাতের অবদান ক্রমবর্ধমান রাখতে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। শিল্পমন্ত্রী বলেন, দেশের শিল্প ও সেবা ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের উৎকর্ষ সাধনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছরের মতো এবারও ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ ও ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়। এ সময় নির্বাচিত উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উষ্ণ অভিনন্দন জানান এবং রাষ্ট্রীয় এ স্বীকৃতি উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষ অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এবার ন্যাশনাল প্রোডাক্টিভিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছে ৬ ক্যাটাগরির খাত ও উপখাত ভিত্তিক ২১টি শিল্প ও সেবা প্রতিষ্ঠান। বায়োফার্মা ১৯৯৯ সালে কতিপয় খ্যাতনামা চিকিৎসকের পৃষ্ঠপোষকতায় এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বায়োফার্মা লিমিটেড তার সেবা সম্প্রসারণের লক্ষ্যে আরও ১০টি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে বায়োগ্রুপ-এ পরিণত হয়। প্রতিষ্ঠাকাল থেকে বায়োফার্মা লিমিটেড আদর্শ মান-নীতি ও সিজিএমপি গাইড লাইন অনুশীলন করে দেশ এবং বিদেশের রোগীদের জন্য উন্নতমানের ওষুধ সরবরাহ করে আসছে। ওষুধের গুণগতমানের যথার্থতা নিরূপণের লক্ষ্যে সম্প্রতি বায়োফার্মা ইউএস-এফডিএ অনুমোদিত বিখ্যাত কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশনের মাধ্যমে ১১টি ওষুধ পণ্য উদ্ভাবক কোম্পানির ওষুধের সঙ্গে তুলনা করে বায়োইকুভ্যালেন্ট স্টাডিসম্পন্ন করেছে। এই বায়োইকুভ্যালেন্ট স্টাডি রিপোর্ট প্রমাণ করে যে, বায়োফার্মার সকল ঔষধ  সহ অন্যান্য ওষুধ গুণগতমানের দিক থেকে পৃথিবীর বিখ্যাত কোম্পানির ওষুধের সমকক্ষ ও সমতুল্য, যার দরুন এই সকল ওষুধের সুনাম দেশে ও বিদেশে ছড়িয়ে পড়েছে। বায়োফার্মা লিমিটেড দেশীয় বাজারের ক্রমবর্ধমান চাহিদা মিটিয়ে ২০০৮ সাল থেকে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ২৫টি দেশে গুণগত মানসম্পন্ন ওষুধ রপ্তানি করে আসছে। বায়োফার্মা তার উৎপাদিত পণ্য বহিঃবিশ্বে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে অসামান্য ভূমিকা পালন করছে। ওষুধ শিল্পের পথিকৃৎ ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যাহ তার অসামান্য মেধা ও কর্মদক্ষতা এবং সফল নেতৃত্ব, পরিচালনা পর্ষদের অক্লান্ত পরিশ্রম এবং বায়োফার্মা অনুরাগী বিশ্বস্ত পেশাজীবী ডাক্তারদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতেও  আরও অধিক সফলতা অর্জন সম্ভব হবে। বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ড. লকিয়ত উল্যাহ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্যবসাবান্ধব সরকারের মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং বায়োফার্মাকে সম্মানিত করার জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করে আসছেন বলে উল্লেখ করেন এবং শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
০৯ জুন, ২০২৪

‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক তরিকুল ইসলাম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘শুদ্ধাচার পুরস্কার’ পেয়েছেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ ন ম তরিকুল ইসলাম। কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে চলতি ২০২৩-২৪ অর্থবছরের এ পুরস্কার পেয়েছেন তিনি।  তরিকুল ইসলামের মাধ্যমে এবারই প্রথম শুদ্ধাচার পুরস্কার পেল ক্রীড়া পরিদপ্তর। এর আগে কখনো দুর্নীতির স্বর্গরাজ্য খ্যাত এই প্রতিষ্ঠানের কেউ এ পুরস্কার পায়নি। গতকাল বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে চলতি অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার ঘোষণা করা হয়।  অফিস আদেশে বলা হয়, জাতীয় শুদ্ধাচার (সংশোধন) নীতিমালা অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থাপ্রধান, মন্ত্রণালয় গ্রেড-২ হতে গ্রেড-৯, গ্রেড-১০ হতে গ্রেড ১৬ এবং গ্রেড-১৭ হতে গ্রেড-২০ ভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কাজের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়। এরই অংশ হিসেবে চলতি অর্থবছরও বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়েছে।  শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া পরিদপ্তরের পরিচালক  আ ন ম তরিকুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের এক কর্মকর্তা। তিনি ২৯ জুলাই ১৯৭৫ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং মা সখিনা ইসলাম একজন গৃহিণী।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে  তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ  ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে প্রথমে তিনি ২০০৩ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করে রাংগামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।  তিনি বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার দায়িত্ব পালনকালে তরিকুল ইসলাম ইছামতি নদীর ভাঙন রোধে নদীর তীর ঘেঁষে যুগ যুগ ধরে অবৈধ দখলে থাকা সরকারি জমি অবৈধ দখলমুক্ত করে বনজ ও ঔষধি গাছের চারা সারিবদ্ধভাবে রোপণের মাধ্যমে সুন্দরবনের আদলে মিনি সুন্দরবন খ্যাত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কোণে সৃষ্টি করেন, যেটি পরে জনপ্রশাসন পদকে ভূষিত হয়।  উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন শেষে তিনি ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর তিনি ঢাকা ওয়াসার সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব পদে কর্মরত ছিলেন। ক্রীড়া পরিদপ্তরে যোগদানের আগে তিনি সবশেষ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তরিকুল ইসলাম ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের পরিচালক পদে যোগদান করেন।  শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তির বিষয়ে তরিকুল ইসলাম বলেন, প্রতিটি পুরস্কার আনন্দের। তবে কাজের স্বীকৃতি পেলে দায়িত্ববোধে নতুন মাত্রা যোগ করে। আমি বিশ্বাস করি, এই স্বীকৃতি ভবিষ্যতে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।  চলতি অর্থবছরে তরিকুল ইসলামসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আরও ৬ জনকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, নীতিমালা অনুযায়ী, শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ পাবেন।  অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাজী মোশতাক জহির, যুগ্মসচিব মোহাম্মদ সানাউল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. লোকমান হোসাইন ও মো. শামীম আহমেদ, অফিস সহায়ক মো. ইনতাজ আলী ও মো. আব্দুল হান্নান।
০৭ জুন, ২০২৪

বশেমুরকৃবির আন্তর্জাতিকবিষয়ক পরিচালক পদে বিজ্ঞানী তোফাজ্জলের দায়িত্ব গ্রহণ 
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)-এর প্রতিষ্ঠাকালীন প্রফেসর ও পরিচালক ড. তোফাজ্জল ইসলাম বশেমুরকৃবির পরিচালক (আন্তর্জাতিকবিষয়ক) পদে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (২ জুন) তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত ৩১ মে মেয়াদ শেষ হওয়ায় অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রফেসর ড. আবু সাদেক মো. সেলিমের স্থলাভিষিক্ত হন আমেরিকান ফুলব্রাইট স্কলারশিপ পাওয়া এ সৃজনশীল বিজ্ঞানী।  এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিকবিষয়ক) সেমিনার কক্ষে উৎসবমুখর পরিবেশে এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ উন্নয়ন ও অর্থনীতি বিভাগের প্রধান ও সহকারী পরিচালক (আন্তর্জাতিকবিষয়ক) প্রফেসর ড. মো. মনজুরুল ইসলাম।   ২০১০ সালে জীবপ্রযুক্তি বিভাগের প্রধান হয়ে দ্যুতি ছড়ানো বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং বিশ্ব বিজ্ঞান একাডেমির নির্বাচিত ফেলো এ জীবপ্রযুক্তিবিদ, আইবিজিইর প্রফেসরের দায়িত্ব পালনের পাশাপাশি ২ বছরের জন্য এ অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। ২০১৬ সালে গমে মহামারি সৃষ্টিকারী ছত্রাক জীবাণুর উৎপত্তিস্থল নির্ণয়কারী এ জীবপ্রযুক্তিবিদ বলেন, আমার যাবতীয় উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার আলোকে প্রজ্বলিত হবে বশেমুরকৃবির আন্তর্জাতিকবিষয়ক অঙ্গন। যার নিরিখে বশেমুরকৃবির যে কোনো গবেষণালব্ধ উদ্ভাবন নিরূপিত হবে আন্তর্জাতিক মানদণ্ডে। মেধা-মনন ও অভিজ্ঞতার সবটুকু নিংড়ে এ বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞানভিত্তিক গবেষণার উৎকর্ষ সাধনের এক উজ্জ্বল ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চান বলেও দৃঢ়তা ব্যক্ত করেন ১০ সহস্রাধিক গবেষণা সাইটেশনের অধিকারী এ শিক্ষাবিদ ও লেখক।  জিনোম এডিটিং, কৃষিতে ন্যানো প্রযুক্তি, বারমাসি কাঁঠাল ও ইলিশের অন্ত্রের জীবাণুর জীবন রহস্য উন্মোচনকারী হিসেবে সমধিক পরিচিত বিজ্ঞানী তোফাজ্জল ইসলাম। কৃতিত্বের শীর্ষে অবস্থান করায় বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক, কমনওয়েলথ ইনোভেশন পুরস্কার, রোটার ফাউন্ডেশনের ভোকেশনাল এক্সিলেন্স পুরস্কার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক পুরস্কার, খাদ্য ও কৃষি পুরস্কার, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি) পুরস্কারসহ বহু অভিধায় পুরস্কৃত  হয়েছেন ১৯৬৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এ প্রথিতযশা কৃষিবিদ।  উল্লেখ্য, গত ২৭ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক আদেশ বলে এ নিয়োগ দেওয়া হয়েছিল।
০২ জুন, ২০২৪

শাকিবের নায়িকা তুষি, পরিচালক আদনান
‘প্রিয়তমা’ সিনেমার পর শাকিব খানের বৃহস্পতি এখন তুঙ্গে। এই সিনেমার আগে একের পর এক ফ্লপ সিনেমার কারণে অনেকে ধরেই নিয়েছিলেন শাকিবের ক্যারিয়ার বোধহয় শেষ। তবে নিজেকে নতুন করে আবিষ্কার করেন ঢাকাই ছবির কিং। সৌজন্যে ভার্সেটাইল মিডিয়া। এ প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনান তার আগের সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’র পরিচালক হিমেল আশরাফকে সঙ্গী করে নির্মাণ করলেন ‘প্রিয়তমা’। সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন কলকাতার ইধিকা পাল। তিনি একজন টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রী। মৌলিক গল্পের সিনেমাটি দেশ-বিদেশে দাপটের সঙ্গে ব্যবসা করল। এরপরের কথা সবারই জানা। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণ করা হয় ‘রাজকুমার’ সিনেমা। হিমেলের পরিচালনায় শাকিবের বিপরীতে ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটিও দর্শকমহলে হয় প্রশংসিত। গত ঈদে দাপটের সঙ্গে ব্যবসা করে। তখন থেকেই শাকিব খানকে নিয়ে নতুন এক গুঞ্জনের সূচনা। ভার্সেটাইল মিডিয়া থেকে বিগ বাজেটের একটি সিনেমা নির্মিত হবে। সেখানে এমন একজন নায়িকা থাকবেন, যিনি কি না কখনো কিং খানের সঙ্গে অভিনয় করেননি। যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি। এবার শাকিবের সেই নায়িকার নাম জানা গেল। একটি ঘনিষ্ঠ সূত্র কালবেলাকে জানিয়েছে, ‘হাওয়া’খ্যাত নাজিফা তুষিই হতে যাচ্ছেন শাকিব খানের পরবর্তী নায়িকা। তবে সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে তা জানা যায়নি। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শাকিবের শিডিউলের। আরও একটি চমকপ্রদ তথ্য, এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন সময়ের দাপুটে প্রযোজক আরশাদ আদনান। ‘হাওয়া’, ‘আইসক্রিম’, ‘নেটওয়ার্কের বাইরে’তে দর্শক তুষিকে দেখেছেন। শাকিবের নায়িকা হওয়ার বিষয়টি তার জন্যও চমকপ্রদ বটে। ‘হাওয়া’র সাফল্যের পরও দীর্ঘদিন কোনো কাজে দেখা যাচ্ছে না তাকে। মাঝে কালবেলাকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বড় কিছুর মাধ্যমেই হাজির হবেন। আপাতত এ নিয়ে মুখ খোলা নিষেধ। সূত্রের খবর, শাকিব-তুষির সিনেমাটি নিয়ে বিশেষ পরিকল্পনা এঁটেছে ভার্সেটাইল মিডিয়া। তাদের এ সিনেমাটিও বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। গল্প ও শুটিং লোকেশনেও থাকবে বৈচিত্র্য। এ ছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টানা একের পর এক সিনেমা নির্মাণ হবে। বছরজুড়েই দর্শকদের হলমুখী রাখতে ও বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমার বাজার ধরতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।
০১ জুন, ২০২৪

যবিপ্রবির টিএসসির নতুন পরিচালক ড. মেহেদী হাসান
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক ছাত্র মিলনায়তনের (টিএসসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান। এ ছাড়াও অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক  ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান।  বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে  এ তথ্য জানানো হয়েছে।  অফিস আদেশে বলা হয়েছে, যবিপ্রবির এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসানকে টিএসসির পরিচালক এবং  ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামানকে অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তারা ২৯ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও দুজনই বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।   উল্লেখ্য, এর আগে টি এস সি এর পরিচালক হিসেবে জীন প্রকৌশল ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান এবং অতিরিক্ত পরিচালক হিসেবে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান দায়িত্ব পালন করেন।
৩০ মে, ২০২৪

রিমার্ক-হারল্যানের নতুন পরিচালক ইউনিলিভারের সামি আশরাফ
করপোরেট খাতে অভিজ্ঞতাসমৃদ্ধ ইউনিলিভারের সামি আশরাফ এবার যুক্ত হয়েছেন রিমার্ক-হারল্যানে। তিনি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।  জানা গেছে, ইউনিলিভারের সঙ্গে তার সুদীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতার আলোকে নতুন কর্মক্ষেত্রে হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার বিভাগের দায়িত্ব গ্রহণ করছেন তিনি। সামি আশরাফ প্রাণ-আরএফএল গ্রুপেও সংযুক্ত ছিলেন। বহুজাতিক কোম্পানি ইউনিলিভারে তার ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ার ছিল। বাংলাদেশ, ভারত থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার জন্য বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করেছেন তিনি।  স্কিন ক্লিনজিং ও ওরাল কেয়ারের বিভাগীয় প্রধান, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্র্যান্ড ম্যানেজার লাইফবয়, সাউথ এশিয়া ক্লাস্টার পার্সোনাল কেয়ার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন সামি আশরাফ।  সামি আশরাফ ইউনিলিভার বাংলাদেশে চ্যানেল ও ক্যাটাগরি ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।  বাংলাদেশ ও ভারত উভয় দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড যেমন সার্ফ এক্সেল, লাক্স, ডোভ, ক্লোজআপ, লাইফবয় ইত্যাদির সঙ্গে কাজ করেছেন।
২১ মে, ২০২৪

বায়োফার্মা হাউজিংয়ের সাবেক কর্মকর্তা শাহাবুদ্দিন কারাগারে
বায়োফার্মা হাউজিং লিমিটেডের সাবেক কর্মকর্তা শাহাবুদ্দিন লস্কর ধীরাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. রেজাউল করিম তার অন্তর্বর্তী জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  শাহাবুদ্দিন লস্কর ধীরা বায়োফার্মা হাউজিং লিমিটেডের প্রকল্প পরিচালক পদে নিয়োজিত ছিলেন। দায়িত্বে থাকা অবস্থায় তিনি গুরুত্বপূর্ণ দলিল, বিভিন্ন রসিদ ও ফ্ল্যাটের কাগজপত্র চুরি করেছেন অভিযোগ করে মামলা দায়ের করা হয়।  কিন্তু পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া কোটি কোটি টাকা ব্যয়, অর্থ আত্মসাৎ এবং গ্রাহকের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তাকে চাকরিচ্যুত করে বায়োফার্মা। পরে শাহাবুদ্দিন লস্কর ধীরার বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করা হয়। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিন পান। জামিনের মেয়াদ শেষে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. রেজাউল করিমের আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়।
২১ মে, ২০২৪
X