ভারতের পরবর্তী অধিনায়ক কে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় নিশ্চিত করেই এই সংস্করণ ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। কয়েক ঘণ্টার ব্যবধানে একই সুর অধিনায়ক রোহিত শর্মার। ১৭ বছর পর সংক্ষিপ্ত সংস্করণের দ্বিতীয় শিরোপা ভারতকে উপহার দিয়ে বিদায়ের ঘোষণা দেন রোহিত-কোহলিরা। এতেই প্রশ্ন উঠছে, কে হচ্ছেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। টি-টোয়েন্টি সংস্করণে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে হার্দিক পান্ডিয়া। এবারের বিশ্বকাপের শিরোপা জয়েও আছে তার বড় অবদান। ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলেও নেতৃত্বের বাজিমাত করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার মুখ থেকে শিরোপা কেড়ে নেওয়ার পথে হেনরিক ক্লাসেনকে ফিরিয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ভারতকে সামনের দিকে নেতৃত্ব দিতে দেখা যাবে পান্ডিয়াকে। অবশ্যই পান্ডিয়া ছাড়াও ঋষভ পন্ত, শুভমান গিলের নামও শোনা যাচ্ছে। যদিও নেতৃত্বের গুণাবলিতে হার্দিকের চেয়ে অনেক পিছিয়ে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত জিম্বাবুয়ে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান৷ যদিও সে সিরিজে রোহিত-কোহলিদের বিশ্রাম দেওয়ার কথা থাকলেও আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ারই ঘোষণা দিয়েছেন দুজনই।
৩০ জুন, ২০২৪
X