নৌবাহিনী কোস্টগার্ডের টহল, স্বস্তি সেন্টমার্টিনে
কয়েক দিনের উদ্বেগ-উৎকণ্ঠার পর টেকনাফের সেন্টমার্টিনের পরিস্থিতি এখন শান্ত। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ চললেও বর্তমানে এখানের পরিস্থিতি স্বাভাবিক আছে। মূলত বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজের টহলের পর সেন্টমার্টিনের স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। সেন্টমার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, বর্তমানে মিয়ানমারের দুটি যুদ্ধজাহাজ নাফ নদের মোহনা থেকে তাদের সীমানায় গেছে। আর আমাদের সীমানায় জাহাজগুলো অবস্থান করছে। বর্তমানে আমরা দ্বীপে ভালো আছি। তবে আমরা টেকনাফে যাতায়াত করতে না পারার কারণে অনেক জরুরি কাজ করা সম্ভব হচ্ছে না। আমরা চাই সমস্যাটা সমাধান করে টেকনাফের সঙ্গে আমাদের একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা করা হোক। সূত্র জানায়, এরই মধ্যে জাহাজে করে সেন্টমার্টিনে পৌঁছেছে নিত্যপণ্য। ফলে সেখানকার মানুষের খাদ্য সংকট নেই। আর নাফ নদ ও বাংলাদেশের সীমানা থেকে সরে গেছে মিয়ানমারের যুদ্ধজাহাজ। এতে সেন্টমার্টিন লাগোয়া বঙ্গোপসাগরের পরিস্থিতিও স্বাভাবিক হয়েছে। স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, সেন্টমার্টিনে নৌবাহিনী ও কোস্টগার্ড টহলের পর থেকে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। আমাদের দ্বীপের চারপাশে কোস্টগার্ড ও নৌবাহিনী যেভাবে পাহারা দিচ্ছে, তাতে মনে করছি আমরা নিরাপদে আছি। খাদ্য আর চিকিৎসা সংকট নিয়ে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিনে এখন দুজন ডাক্তার সবসময় থাকেন। এতে ভালোভাবে চিকিৎসা পাচ্ছেন স্থানীয়রা। এখন সেন্টমার্টিনে কোনো গোলাগুলির ভয় নেই। এরই মধ্যে জাহাজে করে নিত্যপণ্য আসায় দ্বীপে তেমন আর খাদ্য সংকট দেখা যাচ্ছে না। এখন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে নৌরুটের সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে গত শনিবার টেকনাফ-সেন্টমার্টিনসহ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিজিবির সদস্যদের নানা নির্দেশনা দেন তিনি। সেইসঙ্গে সীমান্তে সৃষ্ট যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকতেও বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি।
২০ জুন, ২০২৪

বঙ্গবন্ধু জাতীয় ফেন্সিংয়ে নৌবাহিনী সেরা
বঙ্গবন্ধু কাপ জাতীয় ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আসরে প্রথম রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। দ্বিতীয় রানার্সআপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। অংশগ্রহণকারী আরও ৬ দল এ আসর থেকে পদক জয় করেছে। খেলা হিসেবে ফেন্সিং বাংলাদেশে অপ্রচলিত হলেও এরই মধ্যে আন্তর্জাতিক সাফল্য এসেছে। ২০১৯ সালের দক্ষিণ এশিয়ান (এনএস) গেমসে ফেন্সিং থেকে স্বর্ণপদক জিতেছেন ফাতেমা মুজিব। এটি ছিল ফেন্সিংয়ের ষষ্ঠ জাতীয় আসর। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছ এ খান (অব.), বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক মো. মনিরুজ্জামান, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব একেএম শামীম চৌধুরী, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি শোয়েব চৌধুরী। ফেন্সিং ফেডারেশনের সভাপতি শোয়েব চৌধুরী ফেন্সিং একাডেমি অবকাঠামো তৈরীর জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান সবাইকে ধন্যবাদ জানান।
১১ জুন, ২০২৪

এমপি আনারের দেহাংশের খোঁজে ভারতীয় নৌবাহিনীর অভিযান
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের সন্ধানে এবার ভারতের নৌবাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়েছে গোয়েন্দারা। সোমবার (৩ জুন) দুপুরের পর আনারের মাথা ও দেহাংশের খোঁজে কৃষ্ণমাটির বাগজোলা খালে নৌবাহিনীর সদস্যরা তল্লাশি শুরু করে। সঙ্গে রয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। ওই খালে কসাই জিহাদকে নিয়ে এর আগেও কয়েকবার অভিযান চালায় পুলিশ। সঙ্গে নেওয়া হয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ডুবুরিদের। বিভিন্নভাবে তল্লাশি চালিয়েও সেখান থেকে কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এমপি আনাদের মরদেহ টুকরো টুকরো করে বেশকিছু অংশ ওই খালেই ফেলা হয়েছিল বলে বদ্ধমূল ধারণা কলকাতা সিআইডির। খালের পানি নোংরা ও ঘোলা এবং কাদা, মাটি ভর্তি থাকায় উন্নততর প্রযুক্তি ব্যবহার করলে হাড় বা মাথার খুলির অংশ উদ্ধার হতে পারে বলে মনে করছে তারা। তাই ভারতের নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রযুক্তি ব্যবহার করে সিআইডি তল্লাশি চালানোর আবেদন করে বলে খবর দেয় ভারতীয় গণমাধ্যমগুলো। সেই অনুমতি মেলার পর নৌবাহিনীর সঙ্গে যৌথ অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে সিআইডি সূত্রের খবর। গত ১২ মে ঝিনাইদহর কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পর দিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর ২২ মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছে, কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়। খুনের আলামত মুছে ফেলতে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। এরপর সুটকেস ও পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যকে হত্যার পর মরদেহ ফেলার কাজে অংশ নেওয়া মুম্বাই থেকে ভাড়া করে আনা কসাই জিহাদকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আর ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার হন হত্যাকাণ্ডের মূল সংঘটক চরমপন্থি নেতা আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি। নেপালে গ্রেপ্তার হয়েছে সিয়াম হোসেন নামে আরেক অভিযুক্ত। সিয়ামও মরদেহ ফেলায় অংশ নিয়েছিল বলে সন্দেহ। এদিকে গত সপ্তাহে কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ জানিয়েছেন, নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনসের বাথরুমে টুকরো টুকরো করা হয় এমপি আনারের লাশ। পরে সেগুলো পলিথিনে ভরে ট্রলিতে করে নিয়ে পাবলিক টয়লেটসহ বিভিন্ন খালে ফেলে দেওয়া হয়েছে। কসাই জিহাদকে নিয়ে খুনের ঘটনাস্থল কলকাতার সঞ্জীভা গার্ডেনসের ওই ফ্ল্যাট এবং একটি বর্জ্যখাল পরিদর্শন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় সঞ্জীভা গার্ডেনসের সেই ফ্ল্যাটে নেওয়া হয় কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে। বাংলাদেশে গ্রেপ্তার তিনজনকে ভিডিও কলে যুক্ত করে জিহাদের সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠে আসে। পরে কলকাতার গোয়েন্দা পুলিশকে সংসদ সদস্য আনারের দেহাংশের খোঁজে সঞ্জীভা গার্ডেনসের ফ্ল্যাটের কমোড, স্যুয়ারেজ লাইন ভেঙে অনুসন্ধান করা হয়। সেখানকার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় মাংসের বেশকিছু টুকরো। তবে সেগুলো এমপি আনারের দেহাংশ কিনা, তা জানতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মাংসপিণ্ড উদ্ধার হলেও আনারের দেহের হাড় কিংবা মাথার অংশ এখনও উদ্ধার করতে পারেনি সিআইডি। তদন্তকারীরা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে ওই ফরেনসিক রিপোর্ট আসবে। তা পজিটিভ হলে সংসদ সদস্যের মেয়ে কিংবা এবং তার ভাইকে ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ের জন্য ডাকা হবে। প্রায় একইসঙ্গে হাড় এবং মাথার খুলি উদ্ধার করা গেলে তদন্তের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছে সিআইডি।
০৩ জুন, ২০২৪

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী
সুন্দরবনে আগুন নেভা‌তে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দি‌য়ে‌ছে কোস্টগার্ড ও নৌ বা‌হিনীর সদস্যরা। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। রোববার (৫ মে) সকাল ৮টা থেকে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। পরে তাদের সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের দুটি ইউনিট। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দিয়েছে। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি ইউনিটও কাজ করছে। এ ছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চাদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। এর আগে শনিবার (৪ মে) দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। সঙ্গে সঙ্গে বনে লাগা আগুন নেভানোর কাজ শুরু করেন তারা। পরে বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। পরে মোংলা ও মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। রাত হয়ে যাওয়ায় সন্ধ্যার পর আগুন নিয়ন্ত্রণের কাজ বন্ধ রাখা হয়। রোববার সকাল থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তিন থেকে চার কিলোমিটার জায়গাজুড়ে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। তবে বন বিভাগ এখনো কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। আগুন নিয়ন্ত্রণের পরই জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলছেন সংশ্লিষ্টরা।
০৫ মে, ২০২৪

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফে নাফ নদীত মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নাফনদের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  গুলিবিদ্ধ জেলেদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল। গুলিবিদ্ধ জেলেরা সাগরে শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার ছিদ্দিকের ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাফ নদী দিয়ে কূলে ফিরছিলেন।  ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমাদের দুজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মাঝি ইউসুফ আরও বলেন, আমরা নাফনদের বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেনি।  টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুরাইয়া ইয়াছমিন জানান, আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত। তাকে টেকনাফে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর জেলে ফারুকের ৩টি গুলি লেগেছে। হাত ও পায়ে লাগা গুলিতে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ গুলিবিদ্ধ জেলেদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওপারে মাছ শিকারে গিয়ে জেলেরা গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টির খোঁজ-খবর নিচ্ছি।’ পাশাপাশি সীমান্তের পরিস্থিতি আপততে শান্ত আছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।  টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনি বলেন, শাহপরীর দ্বীপ নাফ নদীতে মাছ শিকার করে ফেরার পথে মিয়ানমার বাহিনীর গুলিতে দুই জেলে আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার উদ্ধারে আমাদের লোকজন সহ সবাই ওদেরকে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে এসে প্রাইমারি টিট দেওয়ার পর একজনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার দেওয়া হয়েছে। এদিকে রোববার সকাল থেকে কোস্টগার্ডের নাফ নদে টহল চলে। টহল পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। তার পরিদর্শনের সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহতের ঘটনা ঘটেছে।
২১ এপ্রিল, ২০২৪

নিখোঁজ নৌবাহিনী সদস্যের লাশ উদ্ধার
ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আবুল হাসান নামে এক নৌবাহিনীর সদস্যের লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম ডুবুরি দল। শনিবার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিখোঁজের ৭ ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়।  নিহত আবুল হাসান উপজেলার চিথলিয়া ইউনিয়নের খুন্ডের পাড় গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, তীব্র তাপদাহে গরমে অতিষ্ঠ হয়ে শনিবার তিনটার দিকে এলাকার পাঁচ বন্ধুদের সঙ্গে মুহুরী নদীর নাজির বাড়ির সংলগ্ন ঘাট দিয়ে গোসল করতে নামে। হঠাৎ পানির নিচে তলিয়ে গেলে তাৎক্ষণিকভাবে চার বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। অনেক খোঁজাখুঁজি করেও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করতে ব্যর্থ হয়ে চট্টগ্রাম ডুবুরি দলকে খবর দিলে তারা এসে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। পরশুরাম থানার ওসি শাহাদাত হোসেন জানান, আবুল হাসান নামে এক ব্যক্তি গোসল করতে নদীতে নামে নিখোঁজ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দিলে তারা এসে উদ্ধার কাজ শুরু করে। পরে নৌবাহিনীর একটি ডুবুরি দল চট্টগ্রাম থেকে এসে তার লাশ উদ্ধার করে।
২১ এপ্রিল, ২০২৪

তীব্র হয়েছে লেলিহান শিখা, আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী
এখনো নিয়ন্ত্রণে আসেনি খুলনার রূপসায় বেসরকারি একটি পাটকলে লাগা অগুন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। এর সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী।  বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম জানান, ৩টি গুদামে ৭৫০ টন উৎপাদিত পণ্য ছিল। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। কাঁচাপাট ছিল ১ হাজার ৩০০ টন যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাটকলের শ্রমিকরা জানান, আজ বিকেলে হঠাৎ করে জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর ২টি ইউনিট। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে অনেক পাট পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে। জানা যায়, মিলটিতে প্রায় ৪০০ শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছে। ঈদের আগে আগুন লাগায় তাদের বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।
০৩ এপ্রিল, ২০২৪

সোমালি দস্যুদের জাহাজ দখলে নিলো ভারতীয় নৌবাহিনী
সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে একটি জাহাজ দখলে নিয়েছে ভারতের নৌবাহিনী। এ সময় ১৭ ক্রু সদস্যকেও উদ্ধার করেছে তারা। এ ছাড়া অভিযানের সময় জাহাজটিতে থাকা ৩৫ জলদস্যুও আত্মসমর্পণ করেছে। উদ্ধারকৃত এই জাহাজটি কয়েক মাস আগে ছিনতাই করেছিল জলদস্যুরা। খবর আলজাজিরার। ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, বিশেষ কমান্ডোসহ ভারতীয় নৌবাহিনী সোমালি জলদস্যুদের হাইজ্যাক করা একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে এবং ১৭ ক্রুকে উদ্ধার করেছে। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী আরও বলেছে, মাল্টিজ-পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে অবস্থানরত ৩৫ জলদস্যু আত্মসমর্পণ করেছে এবং জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক আছে কি না তা পরীক্ষা করা হয়েছে। এমভি রুয়েন গত বছরের শেষের দিকে হাইজ্যাক করা হয়েছিল এবং ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা প্রথমে জাহাজটিকে গত শুক্রবার আটক করে। নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘জাহাজে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল এবং এতে যেসব বেসামরিক নাগরিককে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছিল, তাদেরও ছেড়ে দিতে বলা হয়। ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং নাবিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ দখলের জন্য এই জাহাজটিকে বেস বা ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী গত বৃহস্পতিবার জানায়, সোমালি জলদস্যুরা গত বছরের ডিসেম্বরে মাল্টিজ-পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ রুয়েন ছিনতাই করেছিল। আর সেই জাহাজটিই তারা দুদিন আগে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ দখলে নিতে ব্যবহার করতে পারে। সোমালি জলদস্যুরা ২০১৮ সাল পর্যন্ত এক দশক ধরে গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিল। এরপর তাদের কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়লেও গত বছরের শেষের দিক থেকে তাদের আক্রমণ আবারও বাড়তে শুরু করে। মূলত ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক নৌবাহিনীর ব্যাপক তৎপরতার কারণে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে ছিনতাই বন্ধ করে দেয় সোমালি জলদস্যুরা। এরপর থেকে গত বছরের ডিসেম্বরে মাল্টিজ-পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েন হাইজ্যাক করাই ছিল তাদের প্রথম সফল ছিনতাই। সেই ঘটনার পর কয়েক মাস পার হলেও রুয়েনের অপহৃত ক্রুদের মুক্তিপণ পরিশোধ করা হয়নি বলে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছিল। এ ছাড়া জলদস্যুরা চিকিৎসার কারণে একজনকে ছেড়ে দিলেও ১৭ ক্রুকে ধরে রেখেছিল বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল। আলজাজিরা বলছে, পশ্চিমা শক্তিগুলো ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের আক্রমণের ওপর দৃষ্টি নিবদ্ধ করায় জলদস্যুদের বিরুদ্ধে নিরাপত্তা দেওয়ার জন্য লোহিত সাগরের পূর্বে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। এই অঞ্চলে সাম্প্রতিক হামলার পর দক্ষিণ এশিয়ার এই দেশটির নৌবাহিনীও আরব সাগরে তাদের নজরদারি বাড়িয়েছে। এর আগে গত জানুয়ারিতে আরব সাগরে ছিনতাইয়ের চেষ্টার পর ভারতীয় নৌবাহিনী লাইবেরিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ থেকে সব ক্রুকে উদ্ধার করেছিল।
১৮ মার্চ, ২০২৪

ভারতীয় নৌবাহিনী আসলে কোন জাহাজ উদ্ধার করেছে?
ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’কে উদ্ধার করা হয়েছে বলে খবর প্রচার করে ভারতের প্রথম সারির বেশ কিছু সংবাদমাধ্যম। যাতে বলা হয়, রণতরী ও টহল বিমানের সাহায্যে অভিযান চালিয়ে এই জাহাজ উদ্ধার করা হয়। এসব সংবাদমাধ্যমের তালিকায় আছে- ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্দো এশিয়া নিউজ সার্ভিসসহ দেশটির আরও কিছু সংবাদমাধ্যম। ‘ছিনতাইকৃত বাংলাদেশি জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী’ এই শিরোনামে ভারতীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করলেও প্রতিবেদনের ভেতর ছিল না এ সংক্রান্ত কোনো তথ্য নেই।  তবে শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গত বছরের ১৪ ডিসেম্বর রুয়েন নামে মাল্টিজ পতাকাবাহী একটি কার্গো জাহাজ জিম্মি করেছিলো জলদস্যুরা। এতদিন পর সেই জাহাজ আটকে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। এসময় জলদস্যুদের আত্মসমপর্ণ এবং বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়ারও আহ্বান জানান তারা।  ভারতীয় নৌবাহিনী আরও জানিয়েছে, বাংলাদেশি জাহাজ জিম্মি করতে রুয়েন নামে মাল্টিজ পতাকাবাহী ওই জাহাজ ব্যবহার করা হয়। এছাড়া ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, এমভি আবদুল্লাহ যখন ছিনতাই করা হয়, তখন রুয়েন মাত্র ২৯৬ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং পূর্বদিকেই যাচ্ছিল। তাদের ধারণা, মাল্টিজ জাহাজ রুয়েনকে জলদস্যুরা ছিনতাইয়ের কাজে মাদার ভ্যাসেল হিসেবে ব্যবহার করছে।  এমভি আবদুল্লাহর সর্বশেষ অবস্থান সম্পর্কে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে সোমালিয়ান উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। সেখানে জাহাজটি নোঙর করে রেখেছে দস্যুরা। লন্ডন ও কুয়ালালামপুরভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো বা আইএমবির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জানিয়েছেন, জাহাজটি স্থলভাগ থেকে সাত নটিক্যাল মাইল দূরে উপকূলে এনে নোঙর করা হয়েছে। দস্যুরা এখন পর্যন্ত মুক্তিপণ দাবি করেনি। সমুদ্রগামী জাহাজের অবস্থান পর্যবেক্ষণকারী ‘শিপফিক্স’-এর ওয়েবসাইটেও দেখা যায়, সোমালিয়ার উপকূলের কাছে অবস্থান করছে জাহাজটি। জিম্মি নাবিকদের সঙ্গে জলদস্যুরা দুর্ব্যবহার করেনি বলে জানা গেছে। তাদের সাহ্‌রি ও ইফতারের সময় খাবার দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে এসব তথ্য জানিয়েছেন নাবিক আসিফুর রহমান। তিনি জানিয়েছেন, জলদস্যুরা এখন পর্যন্ত খারাপ আচরণ করেনি। তারা অক্ষত আছেন।  
১৬ মার্চ, ২০২৪
X