নোবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি মিজান, সম্পাদক সুমন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এতে ‘দৈনিক ভোরের দর্পণে’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজহারুল হক মিজান সভাপতি এবং দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুমন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি প্রকাশ করে সংগঠনটি। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম,  উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন, উপদেষ্টা সাহানা রহমান, স্থায়ী উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি রাহি রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের নতুন কমিটির অনুমোদন দেন।  এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রেস ক্লাবের নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার আহ্বান জানান। কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি  রফিকুল ইসলাম তানজিম (দ্য ডেইলি এশিয়ান এইজ), সহসভাপতি জাহিদুল ইসলাম ফারুক (ডেইলি সান) যুগ্ম সাধারণ সম্পাদক শাফি মাহবুব (দৈনিক বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ (দৈনিক খবরের কাগজ),  দপ্তর সম্পাদক জাকারিয়া শাকিল ফকির (দৈনিক কালবেলা) , অর্থ সম্পাদক মো. নাঈমুর রহমান (স্বদেশ প্রতিদিন),  প্রচার ও প্রকাশনা সম্পাদক কান্তা রায় তমা (দৈনিক সকালের দুনিয়া), পাঠাগার ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাজিদ খান (ভোরের বাংলা নিউজ), কার্যকরী সদস্য-১ সাদমান রাকিন ( নিউজজি টুয়েন্টিফোর) ও কার্যকরী সদস্য-২ আদনান রায়হান (এগ্রি বার্তা)।
০৯ জুন, ২০২৪

ক্যাম্পাসে টাইমপাস / ফুলে ফুলে নোবিপ্রবি
১০১ একরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসটা যেন একটা ক্যালেন্ডার। প্রতিটি ঋতুতেই সেজে ওঠে নতুন করে। লিখেছেন তানভীর আহমেদ তানিম গ্রীষ্মের শেষের দিকের সাজে সেজেছে নোবিপ্রবি। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে প্রতিটি প্রান্তেই বাহারি সব ফুল। কৃষ্ণচূড়া, রাঁধাচূড়া, শিউলি, কদম, বকুল, কাঠ গোলাপ, নাগবল্লী বা পত্রলেখা, অলকানন্দা, রুদ্রাক্ষ, করবী, কাঁটামেহেদী, নয়নতারা, জারুল, বাগানবিলাস, সন্ধ্যামালতি, রঙ্গনসহ নানা রঙে ছেয়ে আছে ক্যাম্পাসের অলিগলি। প্রবেশপথ পেরোলেই আছে বকুল ও নানা রঙের ছোট ছোট বুনো ফুল গাছ। কৃষ্ণচূড়া গাছ রক্তবর্ণ ধারণ করে সাজিয়ে রেখেছে ক্যাম্পাসের শহীদ মিনার। ফুলগুলো যেন নীরবে ডেকে চলেছে সবাইকে একপাক ঘুরে দেখার জন্য। প্রশাসনিক ভবনের সামনেও মেলা বসেছে ফুলের। বাইরের দর্শনার্থীরা নিয়মিত এসে ছবি তুলে রাখছেন ক্যামেরা ও মনে। জয় বাংলা চত্বরে করবী, রঙ্গন মিস করছেন না তারা। অডিটোরিয়ামের প্রবেশ পথের পাতাবাহারগুলোও চোখ আটকে রাখছেন খানিকক্ষণ। জয় বাংলা চত্বরের ঠিক সামনে হাতছানি দিচ্ছে বকুল, ঝুলছে জারুলের দলও। বকুলের গন্ধে এদিকটা ভরপুর। ‘হতাশার মোড়’ থেকে শান্তিনিকেতন যেতে রাস্তার পাশে সারি সারি বকুল। এখানে বকুলের ঘ্রাণে কবি-সাহিত্যিক না হয়ে জো নেই কারও। অজান্তে অনেকে গেয়ে ওঠে, ‘বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি’। খাদিজা হলের গা ঘেঁষে থাকা বাগানবিলাস যেন ক্যাম্পাসকে দিয়েছে বিলাসী ‘লুক’। বীর মুক্তিযোদ্ধা মালেক উকিল হলের সামনেও নানা জাতের ফুল। অলকানন্দা, নাগবল্লী ও জবাদের দেখা যাবে এখানে। আছে লাল, সাদা নয়নতারা। হলের গেটে অলকানন্দা ও বাইরে অজস্র লাল-সাদা ঘাসফুল। ওরাই যেন সবুজ ঘাসের বুকে ক্যাম্পাসবাসীকে ইশারায় ডেকে বলে, এসো, গল্প কর আমার সঙ্গে বসে।
২৬ মে, ২০২৪

খাবারের মূল্যবৃদ্ধি, দুই বেলা খান নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) খাবারের অতিরিক্ত মূল্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়া, ভিস্তা ক্যাফে, হলের ডাইনিং এবং অভ্যন্তরীণ টং দোকানের খাবারের দাম শিক্ষার্থীদের অসন্তোষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। খাবারের অতিরিক্ত দাম ও নিম্নমান এ অসন্তোষের মূল কারণ বলে জানা গেছে।  শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শান্তি নিকেতন ক্যাফেটেরিয়া একক দোকান হওয়ায় একচেটিয়া ব্যবসা করার সুযোগে এই সমস্যা আরও বেড়েই চলেছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দাম নির্ধারণ করে দেওয়া হলেও কোথাও মানা হচ্ছে না নির্ধারিত মূল্য তালিকা।  সরেজমিনে শান্তি নিকেতনের ভিস্তা ক্যাফেতে গিয়ে দেখা যায়, মুরগি-ভাতের দাম ৭০ টাকা, তেলাপিয়া মাছ ভাজা-বেগুন ভাজা এবং ভাত ৮৫ টাকা, সবজি ভাত এবং ডিম ভাত ৪৫ টাকা। একই চিত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতেও। মাছ-ভাত ৭০ টাকা, মুরগি-ভাত ৬৫ টাকা, সবজি-ভাত ৫০ টাকা, ভর্তা ভাতের প্যাকেট ৫৫ টাকা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পকেট গেট সংলগ্ন টং দোকানগুলোতেও একই দাম। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমি উত্তরবঙ্গের একটি জেলার অতি সাধারণ পরিবার থেকে নোবিপ্রবিতে ভর্তি হই। বর্তমানে নিয়মিত ৩ বেলা খাবার খাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সেজন্য রাতে একটু দেরি করে ঘুমাই। সে অনুযায়ী, সকালে দেরি করে ঘুম থেকে ওঠি। এতে করে আমার সকালের নাশতার টাকা বেঁচে যায় এবং দুপুরের খাবারটা খেতে পারি। রাতে খুবই হালকা কিছু খাবার খাই। আমার মতো আরও অনেক শিক্ষার্থীই এমন করেন।  প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঊষান ঋতু বলেন, সাধারণত বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র-ছাত্রীদের মাঝে বেশিরভাগই মধ্যবিত্ত পরিবার থেকে ওঠে আসা। পরিবার থেকে খুব বেশি আর্থিক সাপোর্ট পাওয়া যায় না। তাই অধিকাংশ শিক্ষার্থীই অল্প টাকায় মাস শেষ করার তাগিদ অনুভব করে। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের ডাইনিং বন্ধ রয়েছে। এমতাবস্থায় অভ্যন্তরীণ দোকান, বাইরের টং দোকান বা হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চড়া দামে নিম্নমানের খাবার খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অতিদ্রুত আবাসিক হলগুলোতে ডাইনিং ব্যবস্থা চালু করে সুলভ মূল্যে পুষ্টিমান সম্পন্ন খাবার পরিবেশনা করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের টং দোকান বা হোটেলগুলোকে নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা, যাতে খাবারের মান ও দাম ঠিক থাকে। প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ হোসাইন জানান, খাবারের দামের সঙ্গে মানের কোনো সামঞ্জস্য নেই। বেশি টাকা দিয়ে কিনে খাওয়া লাগে। তবুও বেশিরভাগ সময় খাবার থাকে নষ্ট। পরিষ্কার পরিচ্ছন্নতা নেই বললেই চলে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মচারী বেতন সবকিছু মিলিয়ে খাবারের দাম নির্ধারণ করা হয়। যার জন্য এর থেকে কম দামে খাবার বিক্রি করা সম্ভব হচ্ছে না।  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন বলেন, নির্ধারিত মূল্যের বাইরে খাবার বিক্রির কোনো সুযোগ নেই। আমরা মনিটরিং করে বিষয়টি খতিয়ে দেখব।
১৪ মে, ২০২৪

নোবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মো. তারেক রহমান ইমনের (২৪) ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুর রহমান নাঈমের অনুসারীদের দায়ী করেছেন ওই শিক্ষার্থী। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ইমন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ১৫তম আবর্তনের ছাত্র। তার বাড়ি সদর উপজেলার গোপাই গ্রামে। নোবিপ্রবি ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, আজকের ঘটনা সম্পর্কে কিছুই জানি না।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

শিক্ষার্থীকে বেধড়ক ‘পেটালেন’ নোবিপ্রবি ছাত্রলীগ নেতা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের এক শিক্ষার্থীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এই হামলা ও মারধরের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুর রহমান নাঈমের অনুসারীদের বিরুদ্ধে দায়ী করছেন হামলার শিকার মো. তারেক রহমান। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মো. তারেক রহমান ইমন নোয়াখালী সদর উপজেলার গোপাই গ্রামের কামাল উদ্দিন আনোয়ারের ছেলে। হামলার শিকার তারেক বলেন, আজ দুপুরে আমি বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে বাংলাদেশ ছাত্রলীগ নোবিপ্রবি শাখার সভাপতি জাহিদুর রহমান নাঈমের নির্দেশে তার অনুসারী নুবান, রিশাদ, মুশফিক ও মাহাদিসহ ১৪-১৫ জন আমার পিছু নেয়। পরে আমি সোনাপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তারা আমার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে আমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুর রহমান নাঈম বলেন, এটা পলিটিক্যাল ইস্যু নয়। এটা হচ্ছে তাদের ডিপার্টমেন্টের ইস্যু। কিছুদিন আগে তাদের দুগ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করেই আজকে পুনরায় এই ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের নাম কেন আসবে? নোবিপ্রবি ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।
১৭ ফেব্রুয়ারি, ২০২৪

দুর্বৃত্তদের হামলায় নোবিপ্রবি শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকায় দুর্বৃত্তের হামলায় হাসপাতালে ভর্তি হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থী। আহত শামীম আহমেদ বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী তার মেয়ে বন্ধুদের নিয়ে মাইজদী শহরের হাউজিং এলাকায় বাসা ভাড়ার খোঁজে বের হয়। এ সময় স্থানীয় কিছু বখাটে যুবক শিক্ষার্থীদের পিছু নেয়। তারা মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করলে শামীম এসবের প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ৬-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। হামলায় গুরুতর আহত শামীমকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, নোবিপ্রবির এ শিক্ষার্থীর হাতে ও পায়ে জখম রয়েছে। তার হাতের একটি আঙুল ভেঙে গেছে । চিকিৎসার জন্য অপারেশন প্রয়োজন। আমরা এরই মধ্যে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন বলেন, এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা নোয়াখালীতে উচ্চশিক্ষার জন্য আসে। তাদের ওপর এমন হামলা মোটেও কাম্য নয়। ঘটনা তদন্ত করে প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনি সহায়তা নেব।
৩১ জানুয়ারি, ২০২৪

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের সম্মিলিত কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে হল-অনুষদ-ইনস্টিটিউটসমূহের কর্মীদের নিয়ে এ সভা করা হয়। সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেন নেতারা। সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় নোবিপ্রবি শাখা ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মিলিত কর্মিসভা অনুষ্ঠিত হয়। শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও জাতীয় সংগীত সঙ্গে পতাকা উত্তলের মাধ্যমে কর্মিসভা অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ ছাত্রলীগ নোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভর সঞ্চালনায় এবং শাখা সভাপতি নাঈম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মিসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ নোবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতারা। এ ছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের ড্যান্স ক্লাব। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের মিউজিক ক্লাব ধ্রুপদ। নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের নোবিপ্রবি ছাত্রলীগের হল, অনুষদ ও ইনস্টিটিউটসমূহের কমিটি অনুমোদন করার কথা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারণে কমিটি ঘোষণা করতে পারিনি। আমরা জানি ছাত্রলীগের একজন কর্মী পদবি ছাড়া কতটা অসহায়। তাই আমরা অতিদ্রুত হল, অনুষদ ও ইনস্টিটিউটের কমিটি ঘোষণা করে ছাত্রলীগকে গতিশীল এবং সুসংগঠিত করতে চাই। বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের কাছে যোগ্যতার বিচারে সবাই সেরা। তাই আমরা সবকিছু বিবেচনা করে দায়িত্ব প্রদান করব। এতে করে কেউ হতাশ হবেন না। নিজের ওপর বিশ্বাস রেখে সঠিক পথে কাজ করতে হবে। এ ছাড়াও দায়িত্ব পালন অবস্থায় কেউ মাদক, নারীগঠিত বা সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত হলে তাকে স্বপদ থেকে অব্যাহতি দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন, গত বছরের ১৩ অক্টোবর নোবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি আসার পর থেকেই আমরা আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অতি দ্রুত হল, অনুষদ এবং ইনস্টিটিউটসমূহের কমিটি দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা চেয়েছি যারা আমাদের সঙ্গে জয় বাংলা স্লোগানে ক্যাম্পাস মাতিয়েছে তারা যেন সবাই সাংগঠনিক পরিচয় বহন করতে পারে। তাদেরকে নিয়ে নোবিপ্রবি শাখা ছাত্রলীগ যেন আরও সৃজনশীল কার্যক্রমে এগিয়ে নিতে পারি, তাই দ্রুত সময়ের মধ্যে নোবিপ্রবি ছাত্রলীগের হল, অনুষদ ও ইনস্টিটিউটসমূহের সম্মিলিত কর্মিসভার আয়োজন করেছি। তিনি আরও বলেন, নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীরা শুধু রাজনীতি চর্চায় নয় বরং লেখাপড়া, গবেষণা, বিতর্ক, সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বত্র নিজেদের প্রতিভার বিকাশ ঘটাবে। কর্মিসভায় শাখা ছাত্রলীগের অন্তর্গত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল শাখার প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। হল শাখার সভাপতি পদে নাজমুল হাসান লিসু ও সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ বায়েজিদ তপু নির্বাচিত হয়েছেন৷ অন্যান্য হল, অনুষদ ও ইনস্টিটিউটসমূহের কমিটিগুলোও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
৩০ জানুয়ারি, ২০২৪

নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি পলাশ সম্পাদক ইমন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ ও সাধারণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার ইবনে ওয়াজিদ ইসলাম ইমন বিজয় লাভ করেছেন।  বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে অফিসার্স অ্যাসোসিয়েশনের অন্য পদগুলোর মধ্যে সহসভাপতি পদে সহকারী পরিচালক জিয়াউর রহমান ভূঁইয়া (সম্রাট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে কম্পিউটার প্রোগ্রামার কাজী জিয়াউল হক (শিবলু), কোষাধ্যক্ষ পদে উপ পরিচালক মাহমুদুর রহমান (রিয়াজ) নির্বাচিত হয়েছেন।  সম্পাদকীয় পদগুলোর মধ্যে দপ্তর ও প্রচার সম্পাদক পদে সেকশন অফিসার মো. মহিউদ্দিন (জুয়েল), মহিলা সম্পাদিকা পদে সেকশন অফিসার তৃষা মজুমদার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সেকশন অফিসার এমিল সাদেকীন বিজয় লাভ করেছেন।  এ ছাড়া অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্যের তিনটি পদে নির্বাচিত হয়েছেন ডেপুটি রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন, ডেপুটি লাইব্রেরিয়ান মো. বাবর আলী ও সেকশন অফিসার আবদুল ওয়াহেদ (পরোয়ানা)।  নবনির্বাচিত এ কমিটি আগামী দুই বছর অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করবে।  নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৩-এর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জামাল হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডেপুটি রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শরীফ হোসেন।
২৯ ডিসেম্বর, ২০২৩

ক্যাম্পাসে নোবিপ্রবি ফিল্ম সোসাইটির সিনেমা প্রদর্শন
তরুণদের মধ্যে বাঙালির সংস্কৃতি, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে প্রথমবারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ফিল্ম সোসাইটির উদ্যোগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ (২০১২) সিনেমা প্রদর্শন করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী প্রদর্শনী অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক সঞ্জয় কুমার আচার্যের সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক  ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক বিপ্লব মল্লিক, রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন, পরিবহন প্রশাসক ড. কাওসার হোসেন ও সহকারী প্রক্টর সাহানা রহমান। এ ছাড়াও সংগঠনটির উপদেষ্টা সাদিকা পারভিন তামান্না, আরেক উপদেষ্টা তিথী দেবনাথ, ফিল্ম সোসাইটির আহ্বায়ক ইমাদ উদ্দিন সাদ, সদস্য সচিব মেহেদী হাসান অর্পণসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
০৫ ডিসেম্বর, ২০২৩

নোবিপ্রবি ছাত্রলীগের নেতৃত্বে নাইম, শুভ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ম ব্যাচের নাইম রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইএসডিএম বিভাগের ১১তম ব্যাচের জাহিদ হাসান শুভ। শুক্রবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হুসাইন সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভাপতি নাইম রহমান এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বিশ্ববিদ্যালয়ের সাবেক স্পিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের আবাসিক শিক্ষার্থী। কমিটিতে সহসভাপতি হিসেবে মাকছুদুল কাদের সোহান, মোহাইমিনুল ইসলাম নুহাস, নাজমুল ইসলাম (দুর্জয়), আব্দুল্লাহ আল মাসুদ, মাফিন শিকদার, শাফি সারোয়ার ও শাহ আবজাল খান তপুর নাম ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে নজরুল ইসলাম নাঈম, আখতারুজ্জামান জিসান, জহিরুল ইসলাম জাহিদ ও আফনান ইয়ামিন খান নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল নোমান, মিফতাউল হাসান সাব্বির, ইসরাত জাহান শিলা, মিরাজ মাহতাব, মো. সাইফুল ইসলাম ও আরাফাতুল হক আশিকের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১৮ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নোবিপ্রবি শাখা ছাত্রলীগের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে শফিকুল ইসলাম রবিন সভাপতি এবং সাকিব মোশাররফ ধ্রুব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি পেয়ে আনন্দের জোয়ারে মেতে উঠেছে ছাত্রলীগ কর্মীরা।
১৪ অক্টোবর, ২০২৩
X