আজ সিডনি মাতাবে নেমেসিস
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। দেশে এর মধ্যে অসংখ্য কনসার্ট করলেও এবারই প্রথম দেশের বাইরে গেছে ব্যান্ডটি। প্রথমবারের মতো দলটি ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়া মাতাচ্ছে। এর মধ্যেই গত ২৯ জুন মেলবোর্নে কনসার্ট করেছে তারা। প্রবাসীদের কাছ থেকে পেয়েছে অসম্ভব ভালোবাসা। ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ অস্ট্রেলিয়া থেকে কালবেলাকে বলেন, ‘দেশের বাইরে এটাই আমাদের প্রথম অফিসিয়াল ট্যুর। গোটা ব্যান্ডই খুব এক্সসাইটেড ছিল। এখানে আসার পর প্রবাসীদের ভালোবাসা আমাদের আরও বেশি মুগ্ধ করেছে। আমরা তাদের গান শোনাতে পেরে সত্যিই গর্বিত। এ ছাড়া মজার বিষয় হলো, নেমেসিস দেশে কনসার্ট করে যেমন সাড়া পায়, এখানেও তেমনটাই পাচ্ছে। এর কারণ হচ্ছে, আমাদের অধিকাংশ গানই দেখেছি তাদের মুখস্থ। ব্যান্ড যখন স্টেজে পারফর্ম করছে, তখন আগত শ্রোতারা জোহাদদের সঙ্গেই গাইছে। বিষয়টি আমাদের সবাইকে আনন্দিত করেছে। আজ আমাদের সিডনিতে একটি কনসার্ট রয়েছে। আশা করছি আরও একটি সুন্দর সন্ধ্যা কাটবে।’ ২৭ জুন দেশ ছাড়ে নেমেসিস। বর্তমানে দেশেও ব্যান্ডটির কনসার্ট নিয়ে ব্যস্ততা রয়েছে। তার মধ্যেই চলছে তাদের চতুর্থ অ্যালবামের কাজ। ২০০৫ সালে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশ করা হয়। এরপর ২০১১ সালে দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’ ও ২০১৭ ‘গণজোয়ার’ প্রকাশ পায়। এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম। বর্তমানে দলটিতে সদস্য সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে ভোকাল ও গিটার জোহাদ রেজা চৌধুরী, গিটার রাফসান, গিটার ইফাজ, বেজ গিটার রাতুল ও ড্রামস জেফ্রি।
১৫ ঘণ্টা আগে
X