নিয়োগ দেবে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, আবেদন ডাকযোগে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি তাদের শূন্যপদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ২৫ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি পদ ও জনবল : একটি ও ছয়জন চাকরির ধরন : স্থায়ী প্রার্থীর ধরন : শুধু নারী কর্মস্থল : নেত্রকোনা আবেদন শুরুর তারিখ : ২৭ জুন, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ২৫ জুলাই, ২০২৪ ১. পদের নাম : সহকারী ক্যাশিয়ার পদের সংখ্যা : ০৬টি (কম/বেশি হতে পারে) বেতন : ১৮,৩০০-৪৬,২৪০ টাকা (মাসিক) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তপশিলি ব্যাংক থেকে ২০০ টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
৩০ জুন, ২০২৪

নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয়ে চাকরি, পদসংখ্যা ১৪৩
নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয়ের অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে মোট ১৪৩ জনকে নিয়োগ দেবে। আবেদন ২ এপ্রিল থেকে শুরু চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : সিভিল সার্জন কার্যালয়, নেত্রকোনা চাকরির ধরন : সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৪ পদের সংখ্যা : ০৬টি  জনবল : ১৪৩ জন  কর্মস্থল : নেত্রকোণা চাকরির ধরন : স্থায়ী/অস্থায়ী  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন শুরুর তারিখ : ০২ এপ্রিল ২০২৪ আবেদনের শেষ তারিখ : ২২ এপ্রিল ২০২৪ ১. পদের নাম : পরিসংখ্যানবিদ  পদসংখ্যা : ০৮টি  বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান/ গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। ২. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ১৪টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩. পদের নাম : স্টোর কিপার  পদসংখ্যা : ০৭টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৪. পদের নাম : গাড়ি চালক  পদসংখ্যা : ০৪টি  বেতন :  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৫. পদের নাম : স্বাস্থ্য সহকারী পদসংখ্যা : ১০৮টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৬. পদের নাম :  ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা : ০২টি  বেতন : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : ১ থেকে ৫ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
০২ এপ্রিল, ২০২৪

ভোট বর্জনে নেত্রকোনা জেলা বিএনপির লিফলেট বিতরণ
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটদানে বিরত থাকা এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন নেত্রকোনা জেলা বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার সকালে নেত্রকোনা সদর উপজেলায় শাহসুলতান মাজার সংলগ্ন মদনপুর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ মিছিল করা হয়। গণসংযোগ ও মিছিল শেষে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।  এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির ও শরিফুল হাসান আরিফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজাহারুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সামছুল হুদা শামীম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর ইসলাম রাজন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুবেল ফারাস, জেলা ছাত্রদলের আলমগীর হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাহিত্যবিষয়ক সম্পাদক মোবারক হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে। কেননা এই সরকার সকল বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে একতরফা প্রহসনের নির্বাচন করছে। কিন্তু জনগণ আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন না। যার যার অবস্থান থেকে ইউনিয়ন ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগের জন্য আহ্বান জানান ডা. আনোয়ারুল হক।
৩০ ডিসেম্বর, ২০২৩

হরতাল সফলে নেত্রকোনা জেলা বিএনপির মিছিল
সরকারের পদত্যাগের একদফা এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে পূর্বঘোষিত ২৪ ঘণ্টা হরতাল সফলে বিক্ষোভ মিছিল করেছে নেত্রকোনা জেলা বিএনপি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা-কেন্দুয়া রোডে, মদনপুর বাজারে হরতালের সফলে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেরুল আলম রাজু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজাহারুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের সহসভাপতি রুবেল ফারাস, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, ইকবাল হোসেন কাঞ্চন, সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর বিএনপির, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
১৯ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আহমেদ রুহীকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক আহমেদ রুহীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার (১ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির নেত্রকোনা-১ এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সোলায়মান কবীর স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তলব করা হয়। আদেশে বলা হয়, দৈনিক যুগান্তর (অনলাইন) ও আজকের খবর পত্রিকায় মোশতাক আহমেদ রুহীকে নিয়ে প্রকাশিত সংবাদটি নির্বাচন অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এতে আরও বলা হয়, নেত্রকোনা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর ২৯ নভেম্বর সড়কপথে শতাধিক প্রাইভেটকার ও দুই সহস্রাধিক মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা আপনাকে বরণ করে নেন এবং আনন্দ মিছিল করেন। শোডাউন ও আনন্দ মিছিলের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে দুটি পৃথক নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় প্রধান অথিতির বক্তব্য দেন। এ সময় নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এমন কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৮(ক) অনুচ্ছেদ এবং ১২ অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন বিধায় নির্বাচন-পূর্ব অনিয়ম মর্মে পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(ক) অনুচ্ছেদ এবং ১২ অনুচ্ছেদের লঙ্ঘনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কেন বিষয়টি নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করা হবে না মর্মে ২ ডিসেম্বর বিকেল ৩টার মধ্যে সিনিয়র সহকারী জজ দুর্গাপুর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদানের জন্য আদেশ দেওয়া হলো।
০১ ডিসেম্বর, ২০২৩

নেত্রকোনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাসেলকে অব্যাহতি
গঠনতন্ত্র পরিপন্থি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রুবায়েত হাসান রাসেলকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।  রোববার (২৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।  ওই বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশক্রমে গত ২৭ অক্টোবর সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রুবায়েত হাসান রাসেলকে গভীর রাতে অনধিকার প্রবেশ করে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বলাইনগুয়া গ্রামের নবাগত সংঘের অস্থায়ী দুর্গাপূজা মণ্ডপে হামলা ও পূজামণ্ডপের সভাপতি রিন্টু রঞ্জন তালুকদারসহ কয়েকজনকে মারধরের সুনির্দিষ্ট অভিযোগে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।
২৯ অক্টোবর, ২০২৩

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ২
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী (৩২) ও সহসভাপতি আলমগীর হোসাইন সুমনকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত জানান, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহসভাপতি আলমগীর সুমন ১৮ সেপ্টেম্বর‌ সন্ধ্যায় কুরপাড় মাস্টার বাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, নেত্রকোনা মডেল থানায় গত ১৯ আগস্ট বিশেষ ক্ষমতা আইনসহ বিস্ফোরক উপাদানাবলি আইনে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী জানান, সরকারবিরোধী চলমান আন্দোলনকে ব্যাহত করতে এবং বর্তমান সরকারের নীলনকশা বাস্তবায়ন করতেই পুলিশ সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করেছে। আমরা অবিলম্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহসভাপতি আলমগীর হোসাইন সুমনকে নিঃশর্ত মুক্তি দানের দাবি জানাচ্ছি।
১৯ সেপ্টেম্বর, ২০২৩

নেত্রকোনা ও টাঙ্গাইলে ৪ জন নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে নেত্রকোনার বারহাট্টায় এ ঘটনার পর টাঙ্গাইলের কালিহাতীতে দুপুরে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। জানা গেছে, নেত্রকোনার বারহাট্টায় ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলো হৃদয় মিয়া (১২) এবং ইমন মিয়া (২০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ইটবোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুজন ইটের নিচে চাপা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাইফুল ইসলাম (৩২)। মঙ্গলবার দুপুরে কালিহাতীর নগরবাড়ী এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ সময় অন্তত ৬ জন আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, এলেঙ্গা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা কালিহাতীর নগরবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশার ৮ যাত্রী আহত হন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। আহত অন্য ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।
১২ জুলাই, ২০২৩
X