থানচিতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল
বান্দরবানের থানচিতে পর্যটকদের ভ্রমণে জারিকৃত নিষেধাজ্ঞা শিথিল করেছে প্রশাসন। ফলে গতকাল রোববার থেকে স্থানীয় প্রশাসনের অনুমোদিত পর্যটন স্পটে পর্যটকরা ঘুরে বেড়াতে পারছেন। গত শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেন। পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের ব্যাংক ডাকাতির রেশ ধরে আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর এ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো। তবে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় এখনো ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। গত শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে থানচি উপজেলা প্রশাসন। থানচির ইউএনও মোহাম্মদ মামুন সাংবাদিকদের জানান, রোববার থেকে স্থানীয় প্রশাসনের অনুমোদিত পর্যটন স্পটে পর্যটকরা ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন।
২৪ জুন, ২০২৪

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করল ভারত
চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত। এর অংশ হিসেবে আফ্রিকার মালাউই এবং জিম্বাবুয়েতে ২ হাজার টন ‘অ-বাসমতি সাদা চাল’ রপ্তানির ছাড়পত্র দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের (এনসিইএল) মাধ্যমে এই চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড’ (ডিজিএফটি)। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাজারে চাল সরবরাহ বাড়ানো ও দাম নিয়ন্ত্রণে গত বছরের জুলাইয়ে বাসমতি ছাড়া অন্য সব সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। ভারতের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে দিতে পারে বলে সে সময় আশঙ্কা প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তা সত্ত্বেও চাল রপ্তানিনতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। বৃহস্পতিবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অনুরোধের ভিত্তিতে কিছু দেশকে তাদের খাদ্য নিরাপত্তার-সংক্রান্ত চাহিদা মেটাতে সরকার ২ হাজার টন ‘অ-বাসমতি সাদা চাল’ পাঠানোর অনুমতি দিয়েছে। সরকারের একটি সূত্র বলছে, লোকসভা ভোটের আগে কোনোভাবেই চালের দাম বাড়তে না দেওয়ার বিষয়ে কড়া নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে। সে ক্ষেত্রে দামে রাশ টানতে যা যা করা প্রয়োজন, তার সবই নির্দ্বিধায় করতে বলা হয়েছিল সংশ্লিষ্ট সব পক্ষকে। ঘটনাচক্রে, লোকসভা ভোটের পালা মিটতেই নিষেধাজ্ঞা শিথিল হলো চাল রপ্তানিতে।
২৪ জুন, ২০২৪

থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল
বান্দরবানের থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করেছে উপজেলা প্রশাসন। পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ব্যাংক ডাকাতির জেরে আড়াই মাসেরও বেশি বন্ধ থাকার পর পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা উঠল থানচিতে। তবে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় এখনো ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। শনিবার (২২ জুন) বিকেলে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেন। ইউএনও মোহাম্মদ মামুন বলেন, রোববার (২৩ জুন) থেকে স্থানীয় প্রশাসনের অনুমোদিত পর্যটন স্পটে পর্যটকরা ঘুরে বেড়াতে পারবেন। শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, হোটেল মালিক সমিতি ও পর্যটক গাইড সমিতি প্রতিনিধির সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, পর্যটকরা তিন্দুর বড় পাথর, রেমাক্রি ও তমা তঙ্গী পর্যটন স্পটে যেতে পারবে। নিরাপত্তার কারণে এর বাইরে যাওয়া যাবে না। গাইড সমিতির প্রতিনিধিদের বলে দেওয়া হয়েছে কোথায় যেতে পারবে আর কোথায় যেতে পারবে না। থানচি পর্যটক গাইডের সাধারণ সম্পাদক আব্দুল মামুন বলেন, পর্যটক গাইড সমিতির পক্ষ থেকে পর্যটন খোলার ব্যাপারে জানানো হয়েছে। তিন মাসের কাছাকাছি সব পর্যটন স্পট বন্ধ ছিল। যদিও এখন বর্ষাকাল। পর্যটক কম আসবে। তারপরও পাহাড়ে বর্ষাকেন্দ্রিক কিছু পর্যটক থাকে। যারাই ভ্রমণে আসুক, আন্তরিকতা সহিত আমরা সেবা দেব। এর আগে ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় রোয়াংছড়ি, রুমা ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। তবে আড়াই মাসের পর থানচিতে নিষেধাজ্ঞা উঠলেও রোয়াংছড়ি ও রুমায় এখনো ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে।
২৩ জুন, ২০২৪
X