মহাসিন রেজা কয়রা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত
উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে খুলনার কয়রা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৪টায় শেষ হয়। উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মহাসিন রেজা মোটরসাইকেল প্রতীকে ৩৫ হাজার ৯২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ২৭ হাজার ৩১৬ ভোট পেয়েছেন। অপর প্রার্থী অ্যাড. অনাদী সানা ৩৫৫৪ ভোট পেয়েছেন।  নির্বাচনের সহকারী  রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম তারিক-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কর্মকর্তারা জানান, রোববার (০৯ জুন) সকাল ৮টায় নির্ধারিত সময়েই উপজেলার ৭টি ইউনিয়নে ৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা টানা চলে বিকেল ৪টায় শেষ হয়।
০৯ জুন, ২০২৪

জেলে বসে ওমর আব্দুল্লাহকে হারানো কে এই রশিদ
ভারতের লোকসভা নির্বাচনে জেলে বসেও জয়ী হয়েছেন কাশ্মীরের জনপ্রিয় নেতা ও সাবেক বিধায়ক ইঞ্জিনিয়ার শেখ আবদুল রশিদ। প্রায় চার লাখ ভোটে জয় পেয়েছেন তিনি। কাশ্মীরের বারামুল্লা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রশিদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইঞ্জিনিয়ার শেখ আবদুল রশিদ জম্মু ও কাশ্মীরের একজন সাবেক বিধায়ক। তিনি জম্মু ও কাশ্মীর আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রতিষ্ঠাতা এবং ‘পৃষ্ঠপোষক’। পাঁচ বছর ধরে ভারতের তিহার জেলে আটক রয়েছেন এ নেতা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কারাবন্দি নেতা শেখ আবদুল রশিদ নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০ মে পঞ্চম দফার ভোটের মাত্র দুই সপ্তাহ আগে তার হয়ে প্রচার শুরু করেছিলেন তার দুই ছেলে। অবশেষে নির্বাচনে জিতেও গেলেন তিনি। রশিদের ছেলে আবরার রশিদ বলেন, এই জনাদেশ মানুষের জয়। বাবার নির্বাচনী প্রচারণা সমালেছেন আবরার। এ জন্য কত টাকা ব্যয় হয়েছে তাও জানিয়েছেন তিনি। আবরার বলেন, নির্বাচনী প্রচারণায় মাত্র ২৭ হাজার টাকা খরচ করা হয়েছে।  রশিদের ছেলেন বলেন, জনগণের ভোট প্রমাণ করে দেয়, তিনি আসলে নিরাপরাধ। তাকে জেলে দ্রুত জেল থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। আবরার বলেন, তার বাবা যখন প্রথম ভোটে লড়ার ঘোষণা দিয়েছিলেন পাশে কেউ ছিল না। ধীরে ধীরে বহু মানুষ এগিয়ে আসেন। ক্রমে যখন তিনি মিছিল শুরু করেন তখন হাজার হাজার মানুষ তার সঙ্গে হাঁটতে থাকেন।  এদিকে ভোট গণনা শেষ হওয়ার আগেই নিজের পরাজয় স্বীকার করে নেন ওমর আব্দুল্লাহ। তিনি বলেন, ভোটাররা তাদের মত দিয়েছেন। গণতন্ত্রে  এটাই সবকিছু। তিনি তাকে অভিনন্দনও জানান।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে এ জয়ের ফলে রশিদ তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পাবেন। উত্তর কাশ্মীরের মানুষের জনপ্রতিনিধি পাওয়ার যে অধিকার তাও এতে পূরণ হবে না। তবে ভোটাররা তাদের মতামত দিয়েছেন, গণতন্ত্রে এটাই আসল কথা।  প্রতিবেদনে বলা হয়েছে, ৫৭ বছর বয়সী শেখ রশিদ উত্তর কাশ্মীরের লাঙ্গতে আসনের দুবারের সাবেক বিধায়ক। মূলধারার রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি নিহত হুরিয়ত নেতা তথা জেকেপিসির প্রতিষ্ঠাতা আবদুল গনি লোনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জনপ্রিয় নেতা শেখ আবদুল রশিদ জেলে থেকেও এভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ও জিতে যাওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভারতের নির্বাচন বিশ্লেষকরা।
০৮ জুন, ২০২৪

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া
ঐতিহাসিক ভূমিধস জয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া শিনবাউম। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তিনি ৫৮% থেকে ৬০% ভোট পেয়ে জয়ী হয়েছেন।  ৬১ বছর বয়সী ক্লদিয়া মেক্সিকো সিটির সাবেক মেয়র। তিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি জলবায়ুবিজ্ঞানী এবং ক্ষমতাসীন বামপন্থি দলের প্রার্থী। তার বিজয়ের খবরটি নিশ্চিত করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ। রোববার (২ জুন) দেশটিতে ভোটগ্রহণ শেষ হয়। পরে সোমবারের (৩ জুন) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায়। শিনবাউমের প্রধান প্রতিদ্বন্দ্বী শোচিত গ্যালভেজ। তিনি ২৬ দশমিক ৬ শতাংশ থেকে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের সামনে হাজির হন ক্লদিয়া। এ সময় সমর্থকরা ‘প্রেসিডেন্ট’ বলে চিৎকার করতে থাকেন। তারা জয়সূচক স্লোগানে চারপাশ মুখর করে তোলেন।  একপর্যায়ে ভাষণ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তাতে তিনি বলেন, মেক্সিকোর গণতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে আমিই প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছি। এ বিজয় শুধু আমার জন্য নয়; এটি সব নারীর বিজয়। আমার ওপর যারা আস্থা রেখেছেন তাদের ব্যর্থ করব না। এ সময় বিরোধীদের ধন্যবাদ জানান তিনি। মেক্সিকোতে প্রায় ১০ কোটি মানুষ ভোট দিয়েছেন। ঘটেছে সহিংসতার ঘটনা। পুয়েব্লা রাজ্যে ভোটকেন্দ্রে সহিংসতায় দুজন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে ক্লদিয়ার জয়ের খবরে সারা দেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।  সব কিছু ঠিক থাকলে ১ অক্টোবর প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর হবে। বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন ক্লদিয়া।
০৩ জুন, ২০২৪

মাত্র ৮ শতাংশ ভোটে দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত
জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে শতকরা ৮ দশমিক ৮৬ ভাগ ভোট পেয়ে আব্দুল খালেক আকন্দ ও মোছা.আবিদা সুলতানা যুথী যথাক্রমে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুস সালাম। মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলামের স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল ২১ মে মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪টায় ভোটগ্রহণ চলে‌। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন জন প্রার্থী। এই পদে ১৮ হাজার ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল খালেক আকন্দ টিউবওয়েল (প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফারুক ইকবাল (হিরু) মাইক প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪৯৬। এই পদে মোট ভোট পড়েছে ২৩ হাজার ৭৮৯টি, যা মোট ভোটারের ৮ দশমিক ৮৬ শতাংশ। তার মধ্যে ভোট বাতিল হয়েছে ৩৭টি। মোট বৈধ ভোটের সংখ্যা ২৩ হাজার ৭৫২। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই পদে ১২ হাজার ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা. আবিদা সুলতানা যুথী কলস প্রতীক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঞ্জুমানয়ারা বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬৩০ টি ভোট। এই পদে মোট ভোট পড়েছে ২৩ হাজার ৮৭৯টি, যা মোট ভোটারের ৮ দশমিক ৮৬ শতাংশ। তার মধ্যে ভোট বাতিল হয়েছে ৩৯টি। মোট বৈধ ভোটের সংখ্যা ২৩ হাজার ৭৫০। ইসলামপুর উপজেলায় ৯৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৪১৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১৩১ জন, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ২৮৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ভোটার উপস্থিতির দৈন্যদশার বিষয় নিয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এবং ভাইস চেয়ারম্যান পদে বেশি প্রার্থী না থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছে। তবে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে।
২৩ মে, ২০২৪

চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুধ দিয়ে আ.লীগ নেতার গোসল!
সদ্য সমাপ্ত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে দুধ দিয়ে গোসল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন। বুধবার (২২ মে) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি। মুহূর্তেই তার দুধ দিয়ে গোসলের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কাজী সালমান আহমেদ নামে এহছানুল হাকিম সাধনের এক সমর্থক ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেছেন, ‘আল্লাহ পাক উপজেলার সর্বোচ্চ সম্মান আপনাকে দান করেছেন। আজ যেমন দুধ দিয়ে গোসল করে পবিত্র হলেন। আমৃত্যু এ পবিত্রতা ধরে রাখবেন, আপনার কাছে অনুরোধ। আমরা যারা আপনার সহচরী ছিলাম আমাদের স্বপ্ন বালিয়াকান্দি একটা মডেল উপজেলা হিসেবে আপনি গড়ে তুলবেন। শুভকামনা আপনার জন্য প্রিয় বড় ভাই।’ বিজয়ী এহসানুল হাকিম সাধন বলেন, তার মা ও চাচি প্রতিজ্ঞা করেছিলেন জয়লাভ করলে দুধ দিয়ে তাকে গোসল করাবেন সেই ইচ্ছাটা গ্রামবাসী পূরণ করলেন।  তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সকাল ১১টায় নিজ বাসভবনে তার গ্রামবাসী ১৫ লিটার দুধ দিয়ে তাকে গোসল করান। জানা গেছে, উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি ওই উপজেলার আনন্দ বাজার কুরশি গ্রামের মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে। মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে এহছানুল হাকিম সাধনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম। বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. এহছানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।
২২ মে, ২০২৪

আশাশুনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মোস্তাকিম 
টানা চতুর্থ মেয়াদে সাতক্ষীরার আশাশুনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবিএম মোস্তাকিম। সোমবার (২১ মে) দ্বিতীয় ধাপে সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অংশগ্রহণকারী চারজন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, উপজেলা আ. লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও খাজরা ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম। বর্তমান চেয়ারম্যান এবিএম মোস্তাকিম চিংড়ি মাছ প্রতীকে ৫১ হাজার ৬৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এস এম শাহনেওয়াজ ডালিম ঘোড়া প্রতীকে ৫০ হাজার ৭০৭ ভোট পেয়েছেন। এছাড়া অপর দুই প্রার্থী আলহাজ গাউসুল হোসেন রাজ দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৩০ ভোট। আনারস প্রতীক নিয়ে নির্বাচনকারী প্রার্থী অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু পেয়েছেন ২ হাজার ৮৩৪ ভোট।
২১ মে, ২০২৪

জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তার সঙ্গেই আমি কাজ করব : আইনমন্ত্রী
কসবা উপজেলা নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তার সঙ্গেই কাজ করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  শুক্রবার (১৭ মে) জুমার নামাজের পূর্বে সমবেত দলীয় নেতা-কর্মী ও মুসল্লিদের উদ্দেশে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, আমার ইঙ্গিত জনগণের সঙ্গে, আমার জনগণ যাকে পছন্দ করবে, যাকে ভোট দিয়ে নির্বাচন করবেন সেই আমার। আমি হচ্ছি জনগণের। আমি আমার এলাকাবাসীকে পরিষ্কার বলেছি, নির্বাচন সুষ্ঠু হবে।  তিনি বলেন, নির্বাচন কমিশন আমাকে আশ্বস্ত করেছে নির্বাচন সুষ্ঠু হবে। আমার জনগণকে আমি বলেছি তাদের পছন্দমত ভোট দিতে। প্রতিদ্বন্দ্বি দুই জন প্রার্থীই আমার খুব কাছের। জনগণ যাকে পছন্দ করে তাকেই নির্বাচিত করলে তার সঙ্গে আমি কাজ করতে পারব। আমার কোনো অসুবিধা হবে না।  মন্ত্রী আরও বলেন, দু’জনই আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের যেন তারা গালাগালি না করেন। নির্বাচনের পরের দিন থেকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং আমরা একসঙ্গে কাজ করব। সেই জন্য তাদের মার্জিত ভাষায় ভোট চাইতে বলেছি।  এ সময় আইনসচিব গোলাম সারওয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাশেদুল কাওসার ভুইয়ার, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুদ উল আলম, কসবা উপজেলার আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছাইদুর রহমান স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভুইয়া, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এম এ আজিজসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
১৮ মে, ২০২৪

সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সাবাব
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক ওরফে সাবাব চৌধুরী। বুধবার (৮ মে) রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচনে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সাবাব। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। ৬১টি কেন্দ্রের ফলাফলে সাবাব চৌধুরী ৭০৩ ভোটের ব্যবধানে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি দোয়াত কলম প্রতীকের প্রার্থী অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আবদুল্যাহ আল মামুন নির্বাচিত হন। তিনি পেয়েছেন ২৪ হাজার ২৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহাদ হোসেন চৌধুরী বাহার পেয়েছেন ২৪ হাজার ৩৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নী আহমেদ পেয়েছেন ৫৬ হাজার ৪১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলেয়া বেগম পেয়েছে ৬হাজার ৩২৬ ভোট। এ উপজেলার ৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ২৫ হাজার ১৮৮জন।
১০ মে, ২০২৪

কুড়িগ্রামের তিনটি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
কুড়িগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে রৌমারীর মো. শহিদুল ইসলাম শালু কাপ পিরিচ, চিলমারীর রুকুনুজ্জামান শাহিন আনারস ও রাজিবপুরের মো. শফিউল আলম আনারস প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শহিদুল ইসলাম শালু রৌমারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। তিনি ২৪ হাজার ৫০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মজিবুর রহমান বঙ্গবাসী টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২৫৩ ভোট পেয়েছেন। রৌমারী উপজেলায় মোট ৬১টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার। অপরদিকে চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে রুকুনুজ্জামান শাহিন আনারস প্রতীকে ২৮ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চিলমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম লিচু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭৩৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। রেজাউল করিম লিচু চিরমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রথমধাপে চিলমারী উপজেলা নির্বাচনে ৪৫টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯ হাজার ৪৪৪ জন।  অন্যদিকে রাজিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মো. শফিউল আলম আনারস প্রতীকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৭ হাজার ৭৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রনি তালুকদার রানা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৩৮৬ ভোট। নির্বাচিত শফিউল আলম কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য।  কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।  
০৯ মে, ২০২৪

ময়মনসিংহের ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত যারা
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ময়মনসিংহের তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের বেসরকারি ফলাফলে ফুলপুর ও ধোবাউড়ায় আওয়ামী লীগ এবং হালুয়াঘাটে বিএনপি নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফুলপুর উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান আনারস প্রতীকে ৪৯ হাজার ৩৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম রাসেল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ২১৬ ভোট। হালুয়াঘাট উপজেলায় উত্তর জেলা বিএনপির সদস্য মো. আব্দুল হামিদ আনারস প্রতীকে ৩৪ হাজার ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. নাজিম উদ্দিন (দোয়াত-কলম) পেয়েছেন ২৮ হাজার ৭৭ ভোট। ধোবাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ডেভিড রানা চিসিম আনারস প্রতীকে ২৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান আকন্দ সাগর ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৩৪৮ ভোট। রিটার্নিং ও জেলা নির্বাচন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
০৯ মে, ২০২৪
X