নিবন্ধন সনদ না থাকায় সুইট বাংলাকে জরিমানা
চট্টগ্রামে মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট ও পাউরুটি বিক্রির দায়ে সুইট বাংলাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন এবং মিথ্যা তথ্য দিয়ে বিক্রি করার অপরাধে মেসার্স চিটাগাং ফুডসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) নগরের চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। তিনি কালবেলাকে বলেন, নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তাদের সতর্ক করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা ফারহানা জাহান পারুল, ফিল্ড অফিসার সজীব চৌধুরী, পরিদর্শক (মেট.) প্রিময় মজকুরী প্রমুখ।
০২ জুলাই, ২০২৪

কমোডিটি এক্সচেঞ্জের নিবন্ধন সনদ পেল সিএসই
উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবার দেশের পুঁজিবাজারে যুক্ত হতে যাচ্ছে পণ্যভিত্তিক শেয়ারবাজার ‘কমোডিটি এক্সচেঞ্জ’। এ লক্ষ্যে গতকাল বুধবার উদ্যোক্তা প্রতিষ্ঠান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) কমোডিটি এক্সচেঞ্জের নিবন্ধন সনদ দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ ভবনে আনুষ্ঠানিকভাবে এ সনদ প্রদান করা হয়। কমোডিটি এক্সচেঞ্জ বিধিমালা ২০২৩ অনুযায়ী সিএসইকে এ নিবন্ধন দেওয়া হয়েছে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) চেয়ারম্যান শেখ কবির হোসেন। এ সময় সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার প্রমুখ উপস্থি ছিলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কমোডিটি এক্সচেঞ্জ আমার দীর্ঘদিনের স্বপ্ন। এর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক সম্পর্ক আছে। এটার সম্ভাবনা অনেক। এর মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য আরও গতি পাবে। অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, কমোডিটি এক্সচেঞ্জ দেশের অর্থনীতি আরও গতিশীল করবে। সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, কমোডিটি এক্সচেঞ্জ বিধিমালা ২০২৩ অনুযায়ী সিএসইকে এ নিবন্ধটি প্রদান করা হয়েছে।
২১ মার্চ, ২০২৪
X