ফিলিস্তিন-ইসরায়েল নতুন চুক্তি সম্পর্কে যা জানা যাচ্ছে
বেশ কয়েক মাস পর ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন আরেকটি চুক্তির হওয়ার খবর আসছে। ইতিমধ্যে এই চুক্তির আলোচনায় অগ্রগতির খবর পাওয়া গেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত দুপক্ষের মধ্যে নতুন চুক্তির একটি সময়সীমা দিয়েছেন। বর্তমানে চুক্তিটি পর্যালোচনা করে দেখছে হামাস। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন চুক্তি সম্পাদনে আলোচনা চলছে। এতে মধ্যস্থতা করছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অধিকতর আলোচনার জন্য কাতার সফরে গেছে ইসরায়েলি একটি প্রতিনিধিদল। চুক্তি আলোচনা সম্পর্কে জানাশোনা রয়েছে এমন ব্যক্তিদের বরাত দিয়ে এবারের চুক্তির মূল মূল বিষয়ের কথা জানিয়েছে কাতারভিক্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। আলজাজিরা আরবি বিভাগের প্রতিবেদন অনুযায়ী, দুপক্ষের মধ্যে ছয় সপ্তাহ পর্যন্ত যুদ্ধবিরতি হতে পারে। এ সময় হামাসের হাতে বন্দি ৪০ ইসরায়েলির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আলজাজিরার সাংবাদিক উইলেম মার্কস বলেছেন, তাদের মধ্যে নারী, শিশু, বয়স্ক পুরুষ এবং যাদের চিকিৎসা সম্পর্কিত জটিলতা রয়েছে তারা থাকবেন। গাজায় যেন আরও বেশি মানুষ অবাধে চলাচল করতে পারে সে জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের পুনর্বিন্যাস করা হবে। তিনি বলেন, চুক্তির আওতায় প্রতিদিন আট ঘণ্টা পর্যন্ত আকাশপথে নজরদারি বন্ধ রাখতে পারে ইসরায়েলি সামরিক বাহিনী। এমনটা আমরা এর আগের চুক্তির সময়ও দেখেছি। ওই সময় বন্দিবিনিময়ের স্থান থেকে গোয়েন্দা ড্রোন সরিয়ে নিয়েছিল ইসরায়েল। এ ছাড়া যুদ্ধবিরতির সময়ে গাজায় ত্রাণবাহী ট্রাকের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, গাজার হাসপাতাল ও বেকারি মেরামত করা হবে। প্রতিদিন ৫০০টির মতো ট্রাক ত্রাণসহায়তা নিয়ে গাজায় প্রবেশের অনুমতি পাবে। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।
২৭ ফেব্রুয়ারি, ২০২৪

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন চুক্তি
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল নতুন একটি চুক্তি করেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) যুদ্ধরত দুপক্ষের মধ্যে নতুন এ চুক্তির ঘোষণা দিয়েছে কাতার। খবর আলজাজিরার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছ, নতুন চুক্তি অনুযায়ী, অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় বেসামরিক নাগরিকদের মানবিক ত্রাণসহায়তা দেওয়া হবে। এর বিনিময়ে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের ওষুধ সরবরাহ করা হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, বুধবার কাতারের রাজধানী দোহা থেকে ত্রাণসহায়তা ও ওষুধ মিসরের আল আরিশ শহরে পাঠানো হবে। এরপর সেগুলো গাজা উপত্যকায় পৌঁছে দেওয়া হবে। নতুন চুক্তিতে কাতার মধ্যস্থতা করেছে। আর এতে সহায়তা করেছে ফ্রান্স। এর আগে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারের প্রধান ফিলিপ ল্যালিয়ট বলেছেন, কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। প্রাথমিকভাবে এই চুক্তির ধারণা ইসরায়েলি বন্দিদের পরিবারের কাছ থেকে এসেছে। চুক্তি অনুযায়ী, ৪৫ ইসরায়েলি বন্দির সবাইকে ওষুধ দেওয়া হবে। বেশ কয়েক মাস নির্দিষ্ট হারে ওষুধ দেওয়া হবে। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি মাঠপর্যায়ে এ কাজ সমন্বয় করবে। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে গাজায় নিহত মানুষের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে। গত নভেম্বরে কাতারের মধ্যস্থতায় প্রথমবারের মতো সাত দিনের যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল ও হামাস। চুক্তির অংশ হিসেবে ১১০ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে কয়েকশ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। তবে এখনো গাজায় হামাসের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি আছেন।
১৭ জানুয়ারি, ২০২৪

ইংলিশ ক্রিকেটারদের নতুন চুক্তি কাঠামো
বিশ্বব্যপী টি২০ লিগ কখনো কখনো আগ্রাসন হয়ে দাঁড়াচ্ছে। এ লিগের বিপুল অর্থের মোহে অনেক ক্রিকেটার জাতীয় দলকে উপেক্ষা করছেন, কেউ অবসরও নিয়ে নিচ্ছেন। শীর্ষ ইংলিশ ক্রিকেটারদের সে প্রবণতা রোধে লম্বা সময়ের জন্য চুক্তি করার পথে হাঁটছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জাতীয় দলের প্রতি শীর্ষ খেলোয়াড়রা যাতে প্রতিজ্ঞাবদ্ধ থাকেন, এ কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। জো রুট, হ্যারি ব্রুকস ও মার্ক উডের সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে ইসিবি। শীর্ষ ক্রিকেটারদের ১৫ সদস্যের তালিকার বাকি ১২ জনের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে বলে গতকাল জানিয়েছে ইসিবি। এক বছরের চুক্তির আওতায় থাকা আট ক্রিকেটারের অন্যতম হচ্ছেন টেস্ট অধিনায়ক বেন স্টোকস; তাকেও তিন বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানানো হয়। নেতৃত্ব গুণের কারণে বেন স্টোকস চুক্তি কাঠামোর গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলার কারণে অতীতের সব চুক্তি বাতিল করা জেসন রয়কে এ চুক্তির জন্য বিবেচনা করা হয়নি। নতুন এ কেন্দ্রীয় চুক্তির ফলে ইংলিশ ক্রিকেটাররা চাইলেই যে কোনো টি২০ লিগে খেলতে পারবেন না। জাতীয় দলের কার্যক্রম না থাকা সাপেক্ষে ক্রিকেটারদের বিভিন্ন লিগে খেলার অনুমতি দেবে ইসিবি। ‘আগামী বছর ইংল্যান্ড জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন— এমন ক্রিকেটারদের সম্মানিত করার প্রচেষ্টা হতে যাচ্ছে এ চুক্তি। দলের প্রতি নিবেদনের কারণে এটি ক্রিকেটারদের জন্য সুসংবাদ’— বলছিলেন ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের নির্বাহী পরিচালক রব কে।
২৫ অক্টোবর, ২০২৩
X