ধলেশ্বরী নদী দখলের অভিযোগে ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদী দখল করে গড়ে উঠা ইটভাটার বাঁশের পাইলিংসহ ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। অভিযানকালে ২৫টি ইটভাটার বাঁশের পাইলিং, ১০টি বালুর গদিসহ ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নৌযান অধ্যাদেশ আইনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি বাল্কহেডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধা পর্যন্ত  বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদ উল্যাহ, উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, বুধবার অভিযানে ২৫টি ইটভাটার বাঁশের পাইলিং, বালুর গদিসহ ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
২৪ জানুয়ারি, ২০২৪
X