শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
পদ্মার তীব্র ভাঙনে হুমকিতে দৌলতদিয়া ফেরিঘাট
পদ্মা নদীর ভাঙনে রাজবাড়ীর দৌলতদিয়া তিন ও চার নম্বর ফেরিঘাট হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় বিলীন অথবা বন্ধ হয়ে যেতে পারে তিন ও চার নম্বর ফেরিঘাট।  বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে দৌলতদিয়া তিন ও চার নম্বর ফেরিঘাট এলাকা সরেজমিন ঘুরে ভাঙনের এমন চিত্র দেখা যায়। স্থানীয়দের জানায়, বিকেলে তিন ও চার নম্বর ফেরি ঘাটের মধ্যে পদ্মা নদীর ভাঙন শুরু হয়। এ সময় মাত্র ৩০ মিনিটের মধ্যে প্রায় ৩০ ফুট নদীগর্ভে চলে যায়। তবে ভাঙন প্রতিরোধ না করলে দুটি ফেরিঘাট, একটি মসজিদ, অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অর্ধশতাধিক বাড়ি নদীগর্ভে চলে যাবে।  এ সময় নদীভাঙনের কবলে পড়ে গৃহহীন ছিদ্দিক কাজী বলেন, তিন ও চার নম্বর ফেরিঘাট পাশের গ্রামটি আমার নামে। এই গ্রামের বেশির ভাগ জমি আমার পরিবারের। কিন্তু প্রতিবছর পদ্মা নদীর ভাঙনের কারণে আমরা তিনবার নদীভাঙনের কবলে পড়ি। এভাবে নদী ভাঙলে শুধু এই গ্রাম নয় দৌলতদিয়া ঘাটও হুমকির মুখে পড়বে। সুতরাং এখনই সময় ভাঙন প্রতিরোধ করার।  ফেরিঘাট জামে মসজিদের ইমাম বলেন, নদীভাঙনের কারণে ফেরিঘাটের পাশে অবস্থিত এই মসজিদ অর্ধেক নদীতে চলে যায়। আতঙ্ক নিয়ে মসজিদে নামাজ আদায় করা হচ্ছে। এবার এই ভাঙন প্রতিরোধ না করলে মসজিদের পুরো অংশ নদীগর্ভে চলে যেতে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম জানান, বিকেলে দৌলতদিয়া তিন ও চার নম্বর ফেরিঘাটের মাঝে কিছুটা ভাঙন শুরু হয়। তবে আমরা তাৎক্ষণিক ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করার চেষ্টা করি।
০৭ সেপ্টেম্বর, ২০২৩
X