বন্দিবিনিমিয় / দোহা ছেড়েছেন ইরান থেকে মুক্তিপ্রাপ্ত ৫ মার্কিন নাগরিক
পারস্পরিক বৈরিতা থেকে নমনীয় হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানে বন্দি ৫ মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে দেশটি। অন্যদিকে ইরানের জব্দ করা ৬০০ কোটি ডলার ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় মুক্তি পাওয়া এসব নাগরিককে নিয়ে দোহা ছেড়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমান। এর আগে সোমবার তেহরান বিমানবন্দর থেকে তাদের নিয়ে দোহায় আসে কাতারের একটি বিমান। খবর রয়টার্সের।  প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এসব বন্দিদের নিয়ে দোহা ছেড়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমান। দুই দেশের মধ্যকার সম্পর্কের বৈরিতায় এমন পদক্ষেপ খুব বিরল ঘটনা।   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানান, আজ ইরানে বন্দি পাঁচ মার্কিন নাগরিক দেশে ফিরছেন। কাতারের রাজধানী দোহায় এ মার্কিন পাঁচ নাগরিক অবতরণের আগে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ কথা জানানো হয়। এ সময় বিমানে পাঁচ মার্কিন নাগরিক ছাড়াও তাদের দুই আত্মীয় ও ইরানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত ছিলেন। দোহায় বিমান থেকে নেমে মুক্তিপ্রাপ্ত এসব মার্কিন নাগরিকের মধ্যে তিনজন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলিঙ্গন করেন। অন্য দুই নাগরিক বিমান থেকে নামার প্রস্তুতি গ্রহণ করছেন। তবে তারা তাদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। ইরানের সঙ্গে বন্দিবিনিময় আলোচনায় ভূমিকা রাখার জন্য কাতার, ওমান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত কয়েক মাস ধরে এ বন্দিবিনিময় নিয়ে আলোচনা করে তেহরান ও ওয়াশিংটন। দোহার মধ্যস্থতায় ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে অন্তত আট দফা আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর বিভিন্ন ইস্যু নিয়ে মতবিরোধ থাকলেও জব্দকৃত ৬০০ কোটি মার্কিন ডলার ছাড় দিলে বন্দিবিনিময়ে সম্মত হয় ইরান। তবে এসব অর্থ চিকিৎসা খাতে খরচ করতে হবে ইরানকে। এ বিষয়টি নিশ্চিত করবে কাতার। সমঝোতা অনুযায়ী, ইরানে বন্দি পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেবে তেহরান। তাদের প্রথমে বিমানে করে দোহায় এবং এরপর যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। বিনিময়ে যুক্তরাষ্ট্রে বন্দি পাঁচ ইরানি নাগরিককেও মুক্তি দেবে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, দুজন ইরানি নাগরিক দেশে ফিরে আসবেন এবং দুজন নাগরিক যুক্তরাষ্ট্রে থাকার অনুরোধ করায় তারা সেখানে থাকবেন। আর বাকি একজন তৃতীয় আরেকটি দেশে পরিবারের সঙ্গে যোগ দেবেন। তিনি আরও বলেন, ছাড়কৃত অর্থ সোমবার নাগাদ তেহরানের কাছে পৌঁছে যাবে। চুক্তি অনুযায়ী, এ অর্থ যেন চিকিৎসা খাতে খরচ হয়, তা নিশ্চিত করবে কাতার।  
১৯ সেপ্টেম্বর, ২০২৩
X