দ্বিতীয় দিনেও জলাবদ্ধ অনেক এলাকা, দুর্ভোগে মানুষ
ঘূর্ণিঝড় রিমালের কারণে হওয়া বৃষ্টিতে গতকাল মঙ্গলবারও রাজধানীর কিছু এলাকায় জলাবদ্ধতা ছিল। ফলে এসব এলাকার বাসিন্দাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে সকালে অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে বের হওয়া মানুষগুলো বেশ বিপাকে পড়েন। গতকাল বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মতিঝিল, টিকাটুলি, যাত্রাবাড়ী, মৌচাক, মালিবাগ, বাড্ডা, কাঁঠালবাগান, মিরপুরসহ বিভিন্ন এলাকায় প্রধান সড়ক ও অলিগলিতে বৃষ্টির পানি জমে আছে। এলাকায় প্রধান সড়কে জলাবদ্ধতার কারণে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুর পল্লবী এলাকার বাসিন্দা সামসুন নাহার বলেন, বাসার সামনে পানি জমে আছে। এ কারণে মেইন রোডে গিয়ে বাস ধরা সম্ভব না। তাই রাইড শেয়ারিংয়ে একটি গাড়ি বুক করলাম; কিন্তু চালক বাসার কাছাকাছি এসে বলছেন এদিকে আসবেন না। পানিতে গাড়ি ঢুকে বিকল হতে পারে। ৩ মাস আগে কাঁঠালবাগান এলাকার ফ্রি-স্কুল স্ট্রিট রোডে ফ্ল্যাট কিনে আফসোস করছেন রেহানা বেগম নামের এক গৃহিণী। তিনি বলেন, এই এলাকায় এমন পানি ওঠে জানলে ফ্ল্যাট কিনতাম না। বাসা থেকে বের হয়ে আশপাশের দোকানেও যেতে পারছি না।
২৯ মে, ২০২৪
X