সাতকানিয়ায় দুপক্ষের গোলাগুলি গ্রেপ্তার ২
মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, মাদক ব্যবসায় বাধা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নূর মার্কেট সংলগ্ন স্থানে গত শুক্রবার রাত ৮টায় সংঘর্ষের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগরিয়ার বর্তমান ইউপি সদস্য শফিকুর রহমান ও তার পক্ষের নাসির উদ্দিনের সঙ্গে সাবেক ইউপি সদস্য আবদুস সালাম ও তার পক্ষের দেলোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে গত এপ্রিল মাসের শেষ দিকে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে দুপক্ষের মধ্যে আবার মারামারি ও একশর বেশি গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় আবদুস সালাম, মোহাম্মদ জাহেদ ও শফিকুর রহমানসহ অন্তত পাঁচজন আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দিল মোহাম্মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দিল মোহাম্মদের পক্ষের লোকজন পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সাতকানিয়া ও চন্দনাইশ থানা পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খাগরিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
১৬ জুন, ২০২৪
X