বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৬ জুন) সকালে অভিযান চালানো হয়। দুদকের বরিশাল কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক মিরাজ হোসেন। এর আগে গত ১৬ জানুয়ারি একই পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক। এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে আসা সেবাগ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে অনেক তথ্য পাওয়া যায়। অনলাইনে পাসপোর্টের আবেদনের জন্য প্রতি আবেদনে ২০০ টাকা বা তার বেশি নেন ফটোকপি দোকান ও ব্যবসায়ীরা। ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য অতিরিক্ত টাকা গ্রহণ করার অভিযোগও মিলেছে। তিনি বলেন, অভিযানে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোশাররফের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানির বিষয়ে তথ্য পাওয়া গেছে। যা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালককে জানানো হয়। তিনি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ সেবা প্রদান হয়রানিমুক্ত করতে উদ্যোগ নেবেন বলে দুদককে আশ্বস্ত করেছেন। এ ছাড়া, অভিযানে সংগৃহীত তথ্য পর্যালোচনা করে দুদক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।  বরিশাল পাসপোর্ট অফিসের উপপরিচালক জাকির হোসেন বলেন, দুদকের নির্দেশনা অনুসরণ করে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৬ জুন, ২০২৪

তাজউদ্দীন মেডিকেলে দুদকের অভিযান
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ছিলেন সহকারী পরিচালক মো. মশিউর রহমান ও উপসহকারী পরিচালক প্রান্তিক সাহা। বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগ পাওয়ার পর দুদক ওই অভিযান পরিচালনা করে দুদক গাজীপুর কার্যালয়ের উপপরিচালক বায়েজীদুর রহমান খান। অভিযান শেষে সোমবার দুপুরে নিজ কার্যালয়ে উপপরিচালক বায়েজীদুর রহমান খান অভিযান নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় তিনি বলেন, দুদকের জরুরি নম্বর ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে সোমবার ওই অভিযান চালানো হয়। অভিযানে  হাসপাতালে খাবার সরবরাহের টেন্ডার, আউটসোর্সিং নিয়োগের টেন্ডার, ওষুধ সরবরাহ এবং তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পের মেয়াদ প্রায় শেষ হলেও নির্মাণকাজ শেষ না হওয়া, অনুমোদন ছাড়াই আসবাবপত্র ক্রয়, অবকাঠামো নির্মাণের আগেই বেশি দামে যন্ত্রপাতি ক্রয়সহ নানা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আজকের এ এনফোর্সমেন্ট অভিযানে প্রাপ্ত তথ্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরে দুদকের প্রধান কার্যালয়ের সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
২৯ এপ্রিল, ২০২৪

নাটোর বিআরটিএ অফিসে দুদকের অভিযান
নাটোর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে ঘুষ দাবি ও দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান শুরু করেন দুদকের কর্মকর্তারা। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্যের খবর প্রচার হয়। সেখানে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের নানা বিড়ম্বনায় চিত্রের খবর তুলে ধরা হয়। দুদক রাজশাহীর সমন্বয়কারী সহকারী পরিচালক মো. আমির হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের নানা অভিযোগ শুনেন এবং কিছু কাগজপত্র জব্দ করে নিয়ে যান। পরে সেগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই দুদক কর্মকর্তা।
০৯ ফেব্রুয়ারি, ২০২৪

হঠাৎ নাটোর বিআরটিএ অফিসে দুদকের অভিযান
নাটোর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নাটোর বিআরটিএ অফিসে অভিযান শুরু করেন দুদকের কর্মকর্তারা।  বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে ঘুষ দাবি এবং দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগে এ অভিযান করা হয়। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্যের খবর প্রচার হয়। সেখানে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের নানা বিড়ম্বনায় চিত্র উঠে আসে। এরপর আজ দুদকের কর্মকর্তারা নাটোর বিআরটিএ অফিসে এর সত্যতা যাচাইয়ে যান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বয়কারী সহকারী পরিচালক মো. আমির হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের সময় সেবাগ্রহীতাদের নানা অভিযোগ শুনেন এবং কিছু কাগজপত্র তারা জব্দ করে নিয়ে যান। পরে জব্দ করা কাগজ এবং অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসাইন।
০৮ ফেব্রুয়ারি, ২০২৪

লালমনিরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
লালমনিরহাটের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতি বেড়েই চলছে। চিকিৎসক থেকেও সেবা পাচ্ছে না রোগীরা। হাসপাতালের যন্ত্রাংশ নষ্টের অজুহাতে রোগীদের বাড়তি টাকা খরচ হচ্ছে। এমন অভিযোগ অনেক দিনের। এরই পরিপ্রেক্ষিতে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত, মানসম্মত খাবার পরিবেশন, ওষুধসহ কর্মকর্তাদের যথাযথ উপস্থিত নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করে দুদকের একটি টিম।   দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামে সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে দুদকের ৬ সদস্য এ অভিযানে অংশ নেন। তারা হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। রোগীদের খাবারের মান দেখেন এবং খাবারের তালিকা সংগ্রহ করেন।  হাসপাতালে চিকিৎসাসেবা নিতে পদে পদে রোগী ভোগান্তির বিষয়ে সত্যতা পান। অপরদিকে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ও সরকারি ওষুধের তালিকা সংগ্রহ করেন।  কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছি। অভিযানে অভিযোগ সম্পর্কিত সকল নথিপত্র সংগ্রহ করেছি। নথিপত্র পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিশন অনিয়ম দুর্নীতির বিষয়টি প্রকাশ করবে।  হাতীবান্ধার উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ বলেন, দুদকের একটি টিম হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ে নথিপত্র সংগ্রহ করেছে। এ সময় বিভিন্ন বিষয়ে তারা খোঁজখবর নেন।
৩১ জানুয়ারি, ২০২৪

শরীয়তপুর / বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে শরীয়তপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে।  এসময় বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা। অভিযান চলাকালে দালাল চক্রের এক সদস্যকে আটক করে দুদক সদস্যরা। পরে ভুক্তভোগী গ্রাহকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরৎ দিয়ে অভিযুক্ত দালালকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।  দুদক কর্মকর্তারা জানান, বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক কমিশনারকে অবহিত করা হবে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন মাদারীপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান কালবেলাকে বলেন, আমাদের একজন সেবা গ্রহীতা আমাদের কাছে অভিযোগ করেছেন। লাইসেন্স নবায়ন ও প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সময় হয়রানি ও ঘুষ লেনদেনের শিকার হন গ্রাহক। এরই প্রেক্ষিতে আমরা এখানে কাগজপত্রের সত্যতা যাচাই করে দেখেছি। আমরা এখানে একজন দালালকে ধরেছি। ভুক্তভোগীর কাছ থেকে যে টাকা নিয়েছিল সেই টাকা ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়েছে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছি। আমরা অফিসে গিয়ে বিচার বিশ্লেষণ করে হেড অফিসে রিপোর্ট আকারে জমা দিব। এরপর কমিশন সিদ্ধান্ত নেবে।
১৫ জানুয়ারি, ২০২৪

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট আরিফুজ্জামানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের একটি টিম। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দুদকের ঝিনাইদহ সমন্বিত অফিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান। এ সময় ল্যাব ও এক্স-রে ইউনিটে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় একের পর এক দুর্নীতির প্রমাণ মেলে হাতেনাতে। দুদকের ঝিনাইদহ অফিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, তারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ও এক্স-রে ইউনিটে অভিযান পরিচালনা করেন। রোগীদের বিভিন্ন পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর হাতেনাতে দুর্নীতির প্রমাণ পেয়েছেন তারা। তথ্যপ্রমাণসহ দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে তারা প্রতিবেদন দাখিল করবেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৩
X