মা-মেয়েকে ৯ ঘণ্টা তালাবদ্ধ করে রাখল প্রতিপক্ষরা
গোপালগঞ্জের মুকসুদপুরে মা-মেয়েকে প্রায় ৯ ঘণ্টা তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পুলিশ খবর পেয়ে তাদের প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে। শুক্রবার (২৮ জুন) উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমড়া কান্দি উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমড়া কান্দি উত্তরপাড়া গ্রামের মাজেদ মোল্লার স্ত্রী রুবিয়া বেগম ও মেয়ে সোনিয়া আক্তারকে বিকেল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত বসতঘরে তালাবদ্ধ করে রাখেন একই এলাকার আবু সাঈদ মোল্লা ও হাবি মোল্লা। সোনিয়া আক্তার কালবেলাকে বলেন, জমি নিয়ে আবু সাঈদ মোল্লা গংদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেল ৫টার দিকে আমি ও আমার মা ঘরে থাকা অবস্থায় দরজার বাহির থেকে তালা লাগিয়ে দেয় আবু সাঈদ মোল্লা ও হাবি মোল্লা। পরে রাত ২টার দিকে মুকসুদপুর থানা পুলিশ ঘরের দরজায় লাগানো তালা খুলে আমাদের উদ্ধার করে।  তিনি বলেন, মুকসুদপুর থানা পুলিশের এসআই মোবারককে সন্ধ্যার সময় ঘটনাটি জানালেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে যাওয়ার পরামর্শ দেন। আমি ও আমার মা ঘরের ভেতরে তালাবদ্ধ থাকা অবস্থায় কীভাবে বাহির হবো বললেও তিনি বলেন, চেয়ারম্যানের কাছে যাও।  এ বিষয়ে জানতে এসআই মোবারকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। মুকসুদপুর থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। আপনার কাছ থেকে জানতে পারলাম। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সরোয়ার বলেন, ওসি স্যার আমাকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে ঘরের বাহির থেকে দরজায় তালাবদ্ধ অবস্থায় পাই। বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় বৃদ্ধ এক নারী তালার চাবি দেন। পরে রুবিয়া বেগম ও মেয়ে সোনিয়া আক্তারকে মুক্ত করি।  তিনি বলেন, জানতে পেরেছি, আবু সাঈদ মোল্লা ও হাবি মোল্লা ঘরের দরজা তালাবদ্ধ করে মা-মেয়েকে আটক করে রাখে। এলাকায় না থাকায় এ বিষয়ে জানতে আবু সাঈদ মোল্লা ও হাবি মোল্লার সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি। এর আগে গত ২৫ এপ্রিল জমিসংক্রান্ত বিরোধের জেরে স্ত্রী রুবিয়া বেগমকে কুপিয়ে আহত করে আবু সাঈদ মোল্লা ও হাবি মোল্লাসহ ৯ জন। পরে ২৯ এপ্রিল ৯ জনকে আসামি করে রুবিয়া বেগমের মেয়ে সোনিয়া আক্তার বাদী হয়ে গোপালগঞ্জ আদালতে মামলা করেন।
২৯ জুন, ২০২৪

তালাবদ্ধ বিএডিসির কার্যালয়, ভোগান্তিতে কৃষক 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয় থাকলেও ছয়মাস ধরে নেই কোনো কার্যক্রম। কৃষকরা চাহিদামতো ধানের বীজ কিনতে পারছেন না। বঞ্চিত হচ্ছেন অন্যান্য সেবা থেকেও। এ সমস্যার জন্য লোকবল সংকটের কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা । মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ে ঝুলছে তালা। এ ছাড়া তাদের সঙ্গে যোগাযোগের ফোন নম্বরসহ কোনো মাধ্যম সেবাপ্রার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়নি। এ নিয়ে কৃষকরা মধ্যে ক্ষোভ রয়েছে। জানা গেছে, বিএডিসির সেবার পরিধি সারাদেশ জুড়ে। মাঠপর্যায়ে উপজেলা এমনকি আরও প্রত্যন্ত এলাকায়ও তাদের কার্যক্রম রয়েছে। সে অনুযায়ী কাপাসিয়া উপজেলা পর্যায়ে বিএডিসির কার্যালয় রয়েছে। তবে অভিযোগ রয়েছে, এখানে কর্মরত কর্মকর্তারা গত কয়েক মাস ধরে অফিস করেন না। সংগ্রহ করতে পারছেন না ধানের বীজ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার বিভিন্ন ধান বীজের জাত স্বল্পমূল্যে কৃষকের কাছে বিক্রি করে। বাজার থেকে কৃষকেরা ধানের বীজ সংগ্রহে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও অহরহ। তাই বিএডিসির বীজের ওপর আস্থা কৃষকদের। কিন্তু কার্যালয় বন্ধ থাকায় কৃষকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।   উপজেলার  দুর্গাপুর গ্রামের বাসিন্দা মো. মোশারফ হোসেন। তিনি বলেন, বিএডিসি কার্যালয়ে এসে দেখি অফিস কক্ষে তালা। এর আগেও কয়েকবার এসে অফিসে কাউকে পাইনি। ৫৮ ধানের বীজ কিনতে এসেছিলাম। কিন্তু কাউকে না পেয়ে ফিরে যাই। বিএডিসির উপসহকারী প্রকৌশলী ইফতেখার আলম বলেন, ‘বিএডিসির এ কার্যালয়ে বর্তমানে জনবল নেই। আমার কর্মস্থল গাজীপুর সদরে, কাপাসিয়া অতিরিক্ত দায়িত্ব পালন করছি। তাই অফিসের কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়নি।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান কালবেলাকে বলেন, আমি কাপাসিয়ায় ইউএনও হিসেবে গত দেড়মাস আগে দায়িত্ব নিয়েছি। এখন পর্যন্ত বিএডিসির কোনো কর্মকর্তার সঙ্গে আমার দেখা হয়নি। বিএডিসি অফিসের কার্যক্রম বন্ধের ব্যাপারে জানি না আমি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
০৩ এপ্রিল, ২০২৪

৫ সাংবাদিককে তালাবদ্ধ রেখে জেলে পাঠানোর হুমকি এসিল্যান্ডের
জমির খারিজ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের অফিসে তালাবদ্ধ রেখে অকথ্য ভাষায় গালাগাল করে জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাট সদর উপজেলার এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকারের রিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের টিঅ্যান্ডটি রোডে সদর এসিল্যান্ড অফিসে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঢাকা-বুড়িমারী মহাসড়কে অবস্থান নিয়ে বিচারের দাবি জানান স্থানীয় সাংবাদিকরা। জানা গেছে, ওই অফিসে আবেদনকৃত জমির খারিজ সংক্রান্ত শুনানি উপজেলা এসিল্যান্ডের অনুপস্থিতিতে হচ্ছে—এমন খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান মাইটিভি লালমনিরহাট জেলা প্রতিনিধি মাহফুজ সাজু। এ সময় ভুক্তভোগী এক ব্যক্তির ভিডিও সাক্ষাৎকার নেওয়ার সময় এসিল্যান্ডের নির্দেশে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অফিসের কর্মচারীরা। খবর পেয়ে আরও চার সাংবাদিক ঘটনাস্থলে এলে তাদের অফিসে আটকে রেখে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ৪০ মিনিট পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের মুক্ত করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতেই ওই এসিল্যান্ড সাংবাদিকদের ‘দালাল’ বলেন। এ সময় সাংবাদিকরা অফিসের সামনে অবস্থান নিলে অতিরিক্ত জেলা প্রশাসক পরিস্থিতি শান্ত করেন। তিনি এ ঘটনায় জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাংবাদিকরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় পেছনে থাকা চ্যানেল আইয়ের ক্যামেরা পারসন আব্দুল মান্নানের মোটরসাইকেল কৌশলে আটকে দিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন বিক্ষুব্ধ এসিল্যান্ড নোমান সরকার। মান্নান জানান, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র আছে। কিন্তু সঙ্গে ছিল না। এসিল্যান্ডের কাছে ১০ মিনিট সময় চাওয়া হলেও তিনি তা দেননি। এ ঘটনা শোনার পর সাংবাদিকরা শহরের মিশন মোড়ে লালমনিরহাট-বুড়িমারী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে দুপুর ২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা এসিল্যান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাংবাদিকরা সেখান থেকে সরে যান। এ বিষয়ে এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকার জানান, কাগজপত্র দেখাতে না পারায় এক মোটরসাইকেল আরোহীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে সাংবাদিকদের অফিসে আটকে রেখে গালাগাল ও জেলে পাঠানোর চেষ্টার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন জানান, এসিল্যান্ডের অনুপস্থিতিতে অফিস সহকারীরা কোনোভাবেই জমির খারিজ শুনানি করতে পারেন না। বিষয়টি জেলা প্রশাসক খতিয়ে দেখছেন। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ জানান, তিনি পুরো ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মার্চ, ২০২৪

৫ সাংবাদিককে তালাবদ্ধ রেখে জেলে দেওয়ার চেষ্টা এসিল্যান্ডের বিরুদ্ধে
লালমনিরহাট সদর উপজেলার এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকারের বিরুদ্ধে সাংবাদিকদের তালাবদ্ধ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় শহরের টিএনটি রোডে সদর এসিল্যান্ড অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রতিবাদে ঢাকা-বুড়িমারী মহাসড়কে অবস্থান নিয়ে বিচার দাবি করেন স্থানীয় সাংবাদিকরা।  জানা গেছে, ওই অফিসে আবেদনকৃত জমির খারিজ এর শুনানি উপজেলা এসিল্যান্ডের অনুপস্থিতিতে করা হচ্ছে এমন সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করতে যান মাইটিভি লালমনিরহাট জেলা প্রতিনিধি মাহফুজ সাজু। এ সময় ভুক্তভোগী এক ব্যক্তির ভিডিও সাক্ষাৎকার নেওয়ার সময় এসিল্যান্ডের নির্দেশে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অফিসের কর্মচারীরা। খবর পেয়ে আরও চার সাংবাদিক ঘটনাস্থলে এলে তাদের অফিসে আটকে রেখে অফিস গেটে তালা লাগিয়ে দেয়।  এ সময় এসিল্যান্ড অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তিনি পুলিশ ডেকে এনে সাংবাদিকদের ভ্রাম্যমাণ আদালতে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম এ মমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অফিস গেটের তালা খুলে সাংবাদিকদের মুক্ত করেন।  পরে অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতেই ওই সহকারী কমিশনার সাংবাদিকদের ‘দালাল’ বলে অপমান করতে থাকেন। এসময় সাংবাদিকরা অফিসের সামনে অবস্থান নিলে অতিরিক্ত জেলা প্রশাসক পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে সাংবাদিকরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় পেছনে থাকা চ্যানেল আই এর ক্যামেরা পারসনের মোটরসাইকেল আটকে দিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নোমান সরকার। ক্যামেরা পারসন আব্দুল মান্নান জানান, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ছিল। কিন্তু কাগজগুলো সঙ্গে ছিল না। এসিল্যান্ডের কাছে ১০ মিনিট সময় চাওয়া হয়েছিল কিন্তু তিনি সাংবাদিকদের প্রতি ক্ষুদ্ধ থাকায় কোনো সময় দেননি। এ ঘটনা শোনার পর সাংবাদিকরা তাৎক্ষণিক শহরের মিশনমোড়ে লালমনিরহাট-বুড়িমারী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে দুপুর ২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অভিযুক্ত সহকারী কমিশনারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাংবাদিকরা ধর্মঘট তুলে নেন। সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) অফিসের তিনজন অফিস সহকারী ভূমি সংক্রান্ত শুনানি করছিলেন। সেখানে সহকারী কমিশনার উপস্থিত ছিলেন না। পরে মাইটিভি ও ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক মাহফুজ সাজু এ শুনানির ভিডিও ধারণ করেন এবং একজন ভুক্তভোগীর ভিডিও বক্তব্য নেন। এতে অফিসের স্টাফরা ক্ষুদ্ধ হয়ে সহকারী কমিশনারকে ডেকে আনেন। পরে সহকারী কমিশনারের নির্দেশে সাংবাদিক মাহফজু সাজুকে অফিসে আটক করে এবং এসিল্যান্ড সাংবাদিক সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করতে থাকে। খবর পেয়ে প্রেস ক্লাব থেকে আরও চার সাংবাদিক সেখানে ছুটে যান। পরে তাদেরও আটক রেখে অফিস গেটে তালা দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার চেষ্টা করে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি.এম.এ মমিন এসে তাদেরকে তালা খুলে উদ্ধার করে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নোমান জানান, কাগজপত্র দেখাতে না পারায় এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে সাংবাদিকদের অফিসে আটকিয়ে গালিগালাজ ও জেলে পাঠানোর চেষ্টার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন জানান, সহকারী কমিশনারের অনুপস্থিতিতে অফিস সহকারীরা কোনোভাবেই জমির খারিজ শুনানি করতে পারেন না। বিষয়টি জেলা প্রশাসক খতিয়ে দেখছেন। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ জানান, পুরো ঘটনাটি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
১৪ মার্চ, ২০২৪

পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ৪টি স্লুইস গেট তালাবদ্ধ
খুলনার পাইকগাছা পৌরসভা ও গদাইপুর ইউনিয়নে আংশিক লবণ পানি উত্তোলন বন্ধে ৪টি স্লুইস গেট তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা এসব বন্ধ করে দেন। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছেন এলাকার ধান চাষিসহ অন্যান্য কৃষকরা।  রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে পাইকগাছা উপবিভাগীয় প্রকৌশলী উপ-সহকারী কর্মকর্তা শাহজালাল এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি পৌরসভার মধ্য ৩টি ও পৌর সীমান্তবর্তী এলাকায় বযরা সরকারি স্লুইস গেটটি বন্ধ করে দেন। পাউবো কর্মকর্তা শাহাজালাল জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন ‌কর্তৃপক্ষের নির্দেশে মোট ৪টি স্লুইস গেট তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। ধান চাষি এনায়েত আলী, নুর আলী, আব্দুল গাজী, মিঠু সরদারসহ স্থানীয়রা জানান, স্লুইস গেট বন্ধের ফলে গোপালপুর, বান্দিকাটী, ঘোষাল, সরল ও বাতিখালী গ্রামের ইরি-বোরো ধান আবাদ ব্যাহত হবে না। সম্প্রতি লবণ পানি উত্তোলন বন্ধে এলাকাবাসীর পক্ষে আব্দুস সবুর গাজী পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা দেন। পরে পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মন্ডল পাউবোসহ স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের নামে আইনি নোটিশ প্রদান করেন। এতেই নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট প্রশাসন।  খোঁজ নিয়ে জানা গেছে, ৮০ দশকে উপকূলীয় পাইকগাছার সমতলে লবণ পানি উঠিয়ে চিংড়ি চাষ শুরু হয়। অল্প সময়ে অধিক মুনাফার লোভে এ ব্যবসা অতি দ্রুত প্রসার লাভ করে। ১৯৯৭ সালে পাইকগাছা পৌরসভা ঘোষণা হলে পৌর অভ্যন্তরে লবণ পানি উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু ঘের মালিকরা বিভিন্ন অসাধু উপায়ে চিংড়ি চাষ অব্যাহত রাখে। 
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

তালাবদ্ধ ঘরে বিধবার রক্তাক্ত মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে ঘরের তালা ভেঙে বাসনা বেগম (৩০) নামের এক বিধবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বাসনা বেগম ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুগ্রামের বাদশা আলীর মেয়ে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ বালু গ্রামের নিজ ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করে। জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর থেকে বাসনা বেগম তার ৮ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় বাসনা বেগমকে বাড়িতে না দেখে খোঁজাখুুঁজি করতে থাকেন তার মা রশিদা বেগম। তাকে কোথাও না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। অনেক খোঁজাখুঁজির পর বাসনা বেগমকে না পেয়ে রাত ৯ টার দিকে তার নিজ ঘরের দরজার বন্ধ তালা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ঘরে প্রবেশ করে মেঝেতে রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখেন ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি। তিনি বকশীগঞ্জ থানা পুলিশকে জানালে রাত ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বাসনা বেগমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে রাতেই রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং শনিবার (৩০ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। বিধবা বাসনা বেগমের খুনের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৩০ ডিসেম্বর, ২০২৩

সারা দেশ তালাবদ্ধ করে রেখেছে সরকার
সরকার শুধু বিএনপির কার্যালয় নয়, সারা দেশ তালাবদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে তালা মেরে প্রতি মুহূর্তে অবস্থান করছে। তালা মারার এ পরিস্থিতি শুধু পার্টি অফিসে নয়, ওরা সারা দেশেই তালা মেরে রেখেছে। ঘরে ঘরে এখন আতঙ্ক। মানুষের সুখ-শান্তি সব ধ্বংস করেছে এই সরকার। সরকারের এই দমনপীড়নে একদফা আন্দোলন রুখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের এই ত্যাগ বৃথা যাবে না। গণতন্ত্রের বিজয় হবেই ইনশাআল্লাহ। তিনি বলেন, অতীতের মতো ভুয়া নির্বাচনের নামে তামাশা করতে বেপরোয়া ও ভয়ংকর হয়ে উঠেছে সরকার। ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল মারা নির্বাচনের জন্য বেসামাল এই সরকার। ২০১৮ সালের নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে যে কাউন্টিং—সেটা এখন অতীতের কোনো রেকর্ডে খুঁজে পাওয়া যাবে না। রিজভী জানান, ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ অক্টোবরের সমাবেশের পর থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৩৮৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময়ে মামলা ৬১৩টির বেশি এবং এতে আসামি করা হয়েছে ৪৮ হাজার ৪৪৩ জনের বেশি নেতাকর্মীকে। চতুর্থ ধাপের অবরোধ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, রোববার (আজ) ভোর ৬টা থেকে অবরোধ শুরু হবে। মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ, নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি। আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।
১২ নভেম্বর, ২০২৩

তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের চেয়ারে ইসির চিঠি
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর ফের দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অন্য দলের পাশাপাশি বিএনপিকেও আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে ইসি। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় একজন পথচারীকে সাক্ষী রেখে তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের চেয়ারে ইসির এ চিঠি পৌঁছানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কমিশন অফিস থেকে অফিস সহকারী মো. মহসিন নির্বাচন কমিশনের একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠিটি রেখে যান।
০২ নভেম্বর, ২০২৩

আজ থেকে তালাবদ্ধ মাধ্যমিক বিদ্যালয়
জাতীয়করণের দাবিতে আজ থেকে সারা দেশে সব মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এরই মধ্যে জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছে শিক্ষকদের ১০টি সংগঠন। এর আগে গত ১১ জুলাই থেকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। গতকাল পঞ্চম দিনের মতো এ কর্মসূচি পালন করেছেন তারা। তবে এ বিষয়ে একেবারেই ‘নিশ্চুপ’ রয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১৬ জুলাই, ২০২৩
X