পেট্রোল বোমা বাহিনী নামিয়েছে তারেক জিয়া - তথ্যমন্ত্রী
বিএনপি সন্ত্রাসী দল হিসেবে নিজেদের আবারও প্রমাণ দিয়েছে। গত শুক্রবারের কর্মসূচিতে গন্ডগোল না হওয়ায় বিএনপি নেতাদের ওপর চটেছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য গন্ডগোল করার উদ্দেশ্যে পরদিন ঢাকার প্রবেশ মুখগুলোতে অবস্থান ধর্মঘটের ঘোষণা দেন। তারেক রহমান নিজে ওয়ার্ডে ওয়ার্ডে নেতাদের ফোন করে গাড়ি ভাঙচুর, আগুন এবং পুলিশের ওপর হামলার জন্য নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সব প্রমাণ হাতে আছে। তারা আবারও পেট্রোল বোমা বাহিনী মাঠে নামিয়ে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে। গতকাল রোববার চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী নিপুণ রায়ের অডিও বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন। আবার বলছে, ভিডিও করে রাখেন জায়গা মতো পাঠাতে হবে। অর্থাৎ তারেক রহমানের কাছে পাঠাতে হবে। ড. হাছান বলেন, গত শুক্রবার ঢাকায় একদিকে বিএনপি সমাবেশ করেছে, অন্যদিকে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ যৌথভাবে সমাবেশ করেছে। মাত্র সোয়া কিলোমিটার দূরত্বে দুটি বিশাল সমাবেশ হয়েছে; কিন্তু কোনো গন্ডগোল হয়নি। কারণ আমাদের নেতাকর্মীরা এবং প্রশাসন সতর্ক দৃষ্টি রেখেছিল। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি আবুল কাশেম চিশতি, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বাসন্তী প্রভা পালিত প্রমুখ।
৩১ জুলাই, ২০২৩
X