তারাবি নিয়ে সংঘর্ষে ইমামসহ আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তারাবির নামাজ পড়ানো কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মসজিদের ইমামসহ গুরুতর আহত হয়েছেন তিনজন। গত সোমবার রাত ৯টায় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া নুরে মদিনা জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরে মদিনা জামে মসজিদের ইমাম উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মাওলানা আব্দুর রহমান (৬৫)। তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকায় গত ৩১ মার্চ তারাবি পড়ান উপজেলার নাজিরাবাড়ির মো. দুলাল মিয়ার ছেলে নাঈম মিয়া (১৮)। তিনি ওই মসজিদে সকালে শিশুদের মক্তবের হুজুর। এদিকে মাওলানা আব্দুর রহমান সুস্থ হয়ে নামাজ পড়াতে এলে এক গ্রুপ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত্র হয়। সংঘর্ষে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান (৬৫), সারোয়ার হোসেন (৩০) ও আব্দুল হক (৫৫) গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া পাঁচ থেকে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিজয়নগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রকৃত দোষীদের বের করতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
০৩ এপ্রিল, ২০২৪

তারাবি নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ইমামসহ আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তারাবির নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের ইমামসহ গুরুতর আহত হয়েছেন তিনজন। সোমবার (১ এপ্রিল) রাত ৯টায় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া নুরে মদিনা জামে মসজিদে ঘটে এ ঘটনা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরে মদিনা জামে মসজিদের ইমামতি করে আসছেন উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মাওলানা আব্দুর রহমান (৬৫)। কিন্তু তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকায় গত ৩১ মার্চ তারাবি পড়ান উপজেলার নাজিরাবাড়ির মো. দুলাল মিয়ার ছেলে নাঈম মিয়া (১৮)। তিনি ওই মসজিদে সকালে শিশুদের মক্তবের হুজুর ছিলেন। এদিকে মাওলানা আব্দুর রহমান সুস্থ হয়ে নামাজ পড়াতে আসলে এক গ্রুপ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত্র ঘটে। সংঘর্ষে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান (৬৫), মৃত মতিউর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩০), হাজি শহীদ মিয়ার ছেলে আব্দুল হক (৫৫) গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও ৫ থেকে ৭ জন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিজয়নগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল জানান, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রকৃত দোষীদের বের করতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
০২ এপ্রিল, ২০২৪

কাবা থেকে সাড়ে তিন কিলোমিটার ছাড়াল নামাজের কাতার
রমজানে নতুন ইতিহাসের সাক্ষী হলো সৌদি আরব। পবিত্র কাবা প্রান্তরে রমজানের দ্বিতীয় জুমার দিন তারাবির নামাজে মুসল্লিদের অস্বাভাবিক ভিড় দেখা দিয়েছে। এ দিন নামাজের কাতার প্রায় সাড়ে তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে। শনিবার (২৩ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার গ্রান্ড মসজিদে শুক্রবারের তারাবিতে বিপুল পরিমাণ মুসল্লির উপস্থিতি হয়েছে। পবিত্র কাবায় তারাবির এমন উপস্থিতি ইতিহাসের প্রথম। এ দিন মুসল্লিদের উপস্থিতি মালা এলাকার রাস্তা পর্যন্ত ছাড়িয়ে গেছে। এলাকাটি কাবা প্রান্ত থেতে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত।  কাবায় তারাবির নামাজের এ উপস্থিতির ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। ড্রোন দিয়ে করা এ ভিডিওতে দেখা গেছে মালা পর্যন্ত সর্বত্র মানুষের ভিড়। তবে নামাজ আদায়কারীরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মী ও কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে গেছেন।  للمره الأولى تصل صفوف المصلين الى المعلاة في مثل هذا الوقت ، حوالي 3 كلم عن الحرم ، أجل كيف العشر الأواخر ؟ الله اعز دولتنا وزدها رفعة ومنعه واجزها عن الإسلام والمسلمين خير الجزاء ..#رمضان pic.twitter.com/L4UL97clgT — غازي بن دخيل الجهني (@gazi_aljehani) March 22, 2024 মালা মক্কার প্রসিদ্ধ একটি এলাকা। এলাকাটিতে অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। এছাড়া সেখানে মালা কবরস্থান নামের একটি প্রাচীন কবরস্থান রয়েছে। এ কবরস্থানে রাসূল (স.)-এর অনেক সাহাবীসহ ইসলামী ব্যক্তিত্বকে দাফন করা হয়েছে।  পবিত্র রমজান মাসকে ওমরাহর জন্য পিক সিজন হিসেবে ধরা হয়। এ সময় লাখও মুসল্লি ওমরাহ পালন করতে আসেন। মহিমান্বিত এ মাসটি কাবার কাছাকাছি থেকে কাটাতে চান। ফলে দেশ বিদেশ এবং সৌদির বিভিন্ন প্রান্ত থেকে ইবাদতকারীরা ছুটে আসেন।   
২৩ মার্চ, ২০২৪

মসজিদের ইমাম ছাত্রলীগ নেতা, পড়াচ্ছেন খতমে তারাবি
স্থানীয় ছাত্রলীগের নেতৃত্বে থাকায় রাজনীতির মাঠে সরব তিনি। তার নির্দেশনায় চলছে ইউনিয়নটির ছাত্ররাজনীতি। সেই নেতা করছেন মসজিদের ইমামতি। রমজান মাসে পড়াচ্ছেন খতমে তারাবি। কক্সবাজারের টেকনাফের সীমান্ত শহর হ্নীলার একটি মসজিদে ওই ছাত্রলীগ নেতার পেছনে নামাজ আদায় করছেন মুসল্লিরা। জানা গেছে, ওই ছাত্রলীগ নেতার নাম হাফেজ নূর কামাল। তিনি হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ফুলের ডেইল এলাকার বাসিন্দা তিনি। এবার ১৮তম তারাবি নামাজের ইমামতি করছেন কামাল। হাফেজ নূর কামাল ২০০৪ সালে কোরআনে হাফেজ হন। ওই বছরই ফুলের ডেইলের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম তারাবি নামাজ পড়ানো শুরু করেন। পরে ২০১৪ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। এরপর ভর্তি হন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায়। সেখান থেকে ২০১৬ সালে আলিম পাস করেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে রাজাপালং মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন। বর্তমানে উখিয়া কলেজের তিনি বাংলা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের ছাত্র তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাফেজ নূর কামাল পড়াশোনার পাশাপাশি ছাত্ররাজনীতিতে জড়ান। ২০১০ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পরের বছর হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর থেকে তিনিই ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন। হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, কামাল গত এক যুগেরও বেশি সময় ধরে মসজিদের ইমামতি করছেন। পাশাপাশি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় এ নেতা। জানতে চাইলে হাফেজ নূর কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি। যত দিন বেঁচে থাকব ইসলাম প্রচারে কাজ করে যাব। তিনি আরও বলেন, ‘রাজনীতির পাশাপাশি হালাল আয় করে জীবন অতিবাহিত করতে চাই।’
২২ মার্চ, ২০২৪

তারাবি পড়ে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
তারাবি পড়ে ফেরার পথে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার শিকার ওই ছাত্রলীগ নেতার নাম জাহিদ খান ঝলক। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার (১৯ মার্চ) রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।  ঝলক উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামের শামিনুর খানের ছেলে। তাকে ওই গ্রামেই কুপিয়ে হত্যা করা হয়।  স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজ পড়ার জন্য জাহিদ বাড়ির পাশের মসজিদে যায়। পরে অর্ধেক নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।  তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। 
১৯ মার্চ, ২০২৪

কাবায় রমজানের প্রথম তারাবি পড়ালেন যে তিন ইমাম
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার ভিত্তিতে দেশটিতে স্থানীয় সময় রোববার প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সোমবার (১১ মার্চ) এ বছরের প্রথম রোজা পালন করছেন দেশটির মুসলমানরা। এ দিন রমজানের প্রথম তারাবিতে পবিত্র কাবায় ইমামতি করেছেন তিন ইমাম। রোববার (১০ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পবিত্র কাবার অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইনে’ জানানো হয়েছে, রমজানের প্রথম তারাবিতে তিনজন ইমাম নামাজ পড়িয়েছেন। তাদের মধ্যে প্রথমে নামাজ পড়ান শায়খ বদর আল তুর্ক। এরপর ইমামতি করেন শায়খ ওয়ালিদ সামসান। আর সবশেষ ছিলেন শায়খ সুদাইস। তারাবির পর বিতরের নামাজেও ইমামতি করেন তিনি। এ ছাড়া এদিন ইশার নামাজেও ইমামতি করেন এ শায়েখ। অন্যদিকে মসজিদে নববীতে রমজানের প্রথম তারাবির নামাজে ইমামতি করেছেন শায়খ বারহাজি ও শায়খ কাসেম।  রোববার স্থানীয় সময়ে সৌদি আরব ছাড়াও যুক্তরাষ্ট্র তারাবির নামাজ আদায় করেছে। এছাড়া সোমবার থেকে রোজাও রাখছেন এ সব দেশের মুসলমানেরা।অন্যদিকে জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ওমানে রোববার চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।  এর আগে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তবে পরের দিন ১১ মার্চ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে স্পষ্টভাবে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে।
১১ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রথম তারাবি আজ, সোমবার রোজা
রমজান শুরুর তারিখ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আজ রোববার প্রথম তারাবি অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল সোমবার প্রথম রোজা পালন করবেন দেশটির মুসলমানেরা। ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজানের তারিখ ঘোষণা করে থাকে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলো। এ হিসাব অনুসারে রোববার রমজান মাসের চাঁদের জন্ম হবে।  এক বিবৃতিতে ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা জানিয়েছে, ১৪৪৫ হিজরির রমজানের প্রথম দিন হবে সোমবার। আর প্রথম তারাবির নামাজ আদায় করা হবে রোববার রাতে।  প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১০ মার্চ ২০২৪ এ নতুন চাঁদ উঠবে। এ দিন সূর্য থেকে চাঁদের দূরত্ব ৮ ডিগ্রির বেশি থাকবে। এছাড়া উত্তর আমেরিকার সব অঞ্চলে চাঁদ ৫ ডিগ্রির উপরে থাকবে।  রমজান ও শাওয়াল মাসসহ সব চন্দ্রমাসের হিসাবের ক্ষেত্রে  জ্যোতির্বিজ্ঞানকে স্বীকৃতি দেয় ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা। তবে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান ও ইদের তারিখ নির্ধারণে খালি চোখে চাঁদ দেখার পদ্ধতি ব্যবহার করা হয়। কেউ খালি চোখে চাঁদ দেখার স্বীকৃতি দিলে তার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।  খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবসহ আরব বিশ্ব আজ চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। এসব দেশ তাদের নাগরিকদেরও চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।  এর আগে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, আগামী ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তবে পরের দিন ১১ মার্চ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে স্পষ্টভাবে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে। অপরদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’ এর মতে ১১ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খালি চোখে চাঁদ দেখা সম্ভব। এটা থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ এবং সৌদি আরবে এ বছর একই দিনে চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখতে পাওয়ার কিছু নির্ণায়ক রয়েছে। প্রথমটি হলো- সূর্য অবশ্যই দিগন্তের নিচে থাকতে হবে। এর কারণ, নতুন জন্ম হওয়া অস্পষ্ট অর্ধচন্দ্র দেখতে হলে পর্যাপ্ত অন্ধকার প্রয়োজন। দ্বিতীয় হলো- চাঁদকে অবশ্যই দিগন্তের ওপর থাকতে হবে। আর তৃতীয়টি হলো- আকাশে চাঁদ এবং সূর্যের মধ্যে পর্যাপ্ত ব্যবধান থাকতে হবে। এই ব্যবধানটিকে ‘ডানজন লিমিটি’ হিসেবে অভিহিত করা হয়। যেটি নির্দেশ করে চাঁদ এবং সূর্য ৫-৭ ডিগ্রি আলাদা রয়েছে। যেটি হিসাব করা হয় হাতের তিনটি আঙ্গুল রাখলে যতটুকু প্রশস্ত হবে ততটুকু দিয়ে। এখন প্রশ্ন হলো ওইদিন বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু। সময়বিষয়ক সংস্থা ‘টাইম অ্যান্ড ডেটের’ তথ্য অনুযায়ী, আগামী ১১ মার্চ বাংলাদেশে চাঁদ ওঠবে সকাল ৬টা ৪৭ মিনিটে। আর চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে। অপরদিকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। সূর্য অস্ত যাওয়ার পর ৭টা ১৪ মিনিটে রাত নেমে আসবে না। তবে ওই সময় অন্ধকার নেমে আসবে এবং সূর্য দিগন্তের নিচে থাকবে। ওই সময় চাঁদ দিগন্তের ওপরে থাকবে।  
১০ মার্চ, ২০২৪

একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান
পবিত্র রমজান মাসে খতম তারাবি পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা দেখা যায়। এতে বিভিন্ন জায়গায় যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। তাদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ দেখা যায়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এমন পরিস্থিতি নিরসন করতে রমজান মাসের প্রথম ছয় দিনে মসজিদে কোরআনের দেড় পারা করে মোট ৯ পারা ও বাকি ২১ দিনে ১ পারা করে মোট ২১ পারা তিলাওয়াতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির মতে, এমনটি করা হলে ২৬ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবেকদরে কোরআন খতম করা সম্ভব হবে। তাই প্রতিবারের মতো এবারও দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি এই অভিন্ন নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল ছিল পবিত্র শাবান মাসের ২৬ তারিখ। শাবান মাস ২৯ দিনে হলে আগামী সোমবার রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এবং মঙ্গলবার ভোররাতে সেহরি খেতে হবে। এ ক্ষেত্রে মঙ্গলবার দেশে প্রথম রোজা হবে। শাবান মাস ৩০ দিনে হলে আগামী মঙ্গলবার রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে, বুধবার ভোররাতে সেহরি খেতে হবে। এ ক্ষেত্রে দেশে আগামী বুধবার প্রথম রোজা হবে।
০৯ মার্চ, ২০২৪

তারাবি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা
আসন্ন রমজান মাসে তারাবিহ পড়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশনে। শুক্রবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সকল মসজিদে খতমে তারাবিহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোন কোন মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে পবিত্র কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এর পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। পবিত্র কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। বলা হয়, এ পরিস্থিতি নিরসনকল্পে পবিত্র রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কুরআন খতম করা সম্ভব হবে। নির্দেশনায় আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনা করে, দেশের সকল মসজিদে, খতমে তারাবিহ নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে কদরে পবিত্র কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ অনুরোধ করা হলো।  
০৮ মার্চ, ২০২৪
X